গোমস্তাপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে ভিশন স্কুলের আযোজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। এই উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে স্কুলচত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি রহনপুর পুরাতন বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ করে।
পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, রহনপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সাবিনা ইয়াসমিন ও প্রতিষ্ঠানটির পরিচালক তরিকুল ইসলাম বকুল।
আলোচনা শেষে স্কুলের শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।