বিদ্রোহ শেষে মাঠে ফিরতে সম্মত হয়েছেন সাবিনারা

অবশেষে বয়কট প্রত্যাহার করে জাতীয় দলে ফিরতে সম্মত হয়েছেন সাবিনারা। তাতে লম্বা সময়ের পরে দেশের ফুটবলাঙ্গনের ডেডলক শেষ হল। সাবিনাদের বয়কট প্রত্যাহারের খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ সম্মেলনে সাবিনাদের দলে ফেরা নিয়ে তিনি বলেন,‘আমরা (বাফুফে) তাদের সাথে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। আজও তাদের সাথে বসেছিলাম। আজকের আলোচনার পর আমি যা বলতে পারি তা হলো, মেয়েরা ট্রেনিংয়ে ফিরে আসবে। তবে, তারা তৎক্ষণাৎ ট্রেনিংয়ে যোগ দেবে না।’ এ সময় তিনি আরো বলেন,‘ ‘আপনার জানেন, আমাদের দল (১৮ জন সিনিয়র খেলোয়াড় ছাড়া) দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে। সুতরাং আমাদের ক্যাম্প ২৪ ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাবে। আর মেয়েরাও একটি বিরতি চায়। তারা ক্যাম্পে ফিরে আসবে (যতটা শীঘ্রই ক্যাম্প পুনরায় শুরু হবে) এবং তারপর তাদের ট্রেনিং শুরু করবেন কোচ। একবার তারা ক্যাম্পে ফিরে আসলে, আমরা নারী উইং, উচ্চ কর্তৃপক্ষ, কোচ এবং টিম ম্যানেজমেন্ট, তাদের সাথে বসে ভুল বোঝাবুঝি মেটাবো। মেয়েরা আমাকে বলেছে যে তারা ট্রেনিংয়ে ফিরে আসবে এবং চুক্তি সই করবে।’ ২৯ জানুয়ারি থেকে প্রধান কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের সিদ্ধান্ত জানিয়েছিল সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা সহ দলের ১৭ জন সিনিয়র খেলোয়াড়। তাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশেষ কমিটিও করে বাফুফে। তবে সেখান থেকে কোনো সমাধান না আসায় শেষপর্যন্ত বাফুফে প্রধান তাবিথ আউয়ালের কাছে গড়ায় বিষয়টি। তাই দেশের বাইরে থেকে ফিরেই মেয়েদের সাথে আলোচনায় বসেন তিনি। সেখানে তাৎক্ষণিকভাবে কোনো সমাধান না আসলেও আলোচনা জারি রেখেছিলেন বাফুফে প্রধান।