শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল, ইয়াবা, প্রাইভেটকারসহ আটক ৩
শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিল, ৩৮০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার সহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটকরা হল- রাজশাহীর কাঁটাখালি থানার কাজলা চর তারানগর গ্রামের শুকুর আলীর ছেলে মানিক মিয়া, কাজলা চর ক্ষিদিরপুর পশ্চিমপাড়া গ্রামের রজত আলীর ছেলে ইউসুফ আলী এবং রাজশাহীর শাহমখদুম থানার ছোপড়া বড়বনগ্রাম রায়পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে শফিকুল ইসলাম। বিজিবি জানায়, মাদক পাচারের গোপন সংবাদে নিজস্ব গোয়েন্দা সূত্রে গতকাল গভীর রাতে শাহাবাজপুর ডিগ্রী কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে সোনমসজিদ সীমান্তে টহলদল রাত ২টার দিকে এক চোরাকারবারী একটি টয়োটা ক্যারিনা প্রাইভেট কারযোগে সোনমসজিদ বন্দরের দিকে যাবার পথে কলেজের সামনে মাদক নেবার জন্য থামলে ওই ৩জন চোরকারবারিকে আটক করে বিজিবি। ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটকদের জব্দ মালামালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।