তারুণ্যের উৎসব উপলক্ষে শিবগঞ্জে ক্রিকেট-ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা স্টেডিয়ামে এই ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় তিনি বলেন, তরুণ ও যুবসমাজের খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে প্রকৃত যুব সমাজ গড়ে উঠবে। মুক্তি পাবে সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন অপকর্ম। উদ্বোধনী খেলায় ৬ উইকেটে চককীর্তি ইউনিয়ন দলকে হারিয়ে জয়লাভ নয়ালাভাঙ্গা ইউনিয়ন দল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহানসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে।