শিবগঞ্জে ক্রিকেট-ফুটবল খেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিবগঞ্জে উপজেলা ভিত্তিক ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলাধূলা উপলক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবদুৎ তোয়াব, সদস্য ফারুক হোসেন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, সদস্য আতিক ইসলাম সিকো, ক্রীড়া ব্যক্তিত্ব ডায়মন, ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান ও সাইমুম সাদাবসহ অন্যরা। এর আগে শিবগঞ্জ স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ফুটবল দল বনাম উপজেলা ক্রীড়া সংস্থা দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ৫-৪ গোলে উপজেলা প্রশাসন দলকে হারিয়ে জয়লাভ করে উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।