শিবগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় দুটি ড্রেজার মেশিন জব্দ, একলক্ষ টাকা অর্থদন্ড

শিবগঞ্জ উপজেলার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন বা ভ্যাকু মেশিন জব্দ হয়েছে। সেই সাথে অবৈধভাবে মাটি বহনে ব্যবহৃত ট্রাক্টর-ট্রলির এক মালিককে একলক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। সেই সাথে যে দুটি জমি থেকে মাটি কাটা হয়েছে তার এক মালিক ও এক নির্দেশদাতার বিরুদ্ধে দু’টি পৃথক মামলা করা হয়েছে। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আজ সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা পৃথক দু’টি অভিযানে এ সব ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছে মোবাইল কোর্ট সূত্র। মোবাইল কোর্টের বিচারক ও শিবগঞ্জের সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ বলেন, গতকাল মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর মৌজার রঘুনাথ বিল (ঘোড়দাড়ার বিল) নামক স্থানে অবৈধভাবে মাটিকাটার সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি ভ্যাকু মেশিন জব্দ হয়। এচাড়া ট্রাক্টর-ট্রলির মালিক আব্দুল আলিমকে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা ভঙ্গের দায়ে ১৫(১) ধারায় ওই দন্ড দেয়া হয়। এছাড়া আজ সকালে ওই জমির মালিক প্রভাস দাসের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তৌফিক আজিজ আরও বলেন, এদিকে আজ চককীর্তি ইউনিয়নের বসন্তপুর এলাকায় অবৈধভাবে মাটিকাটার অভিযোগে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। তবে অভিযানকালে কাউকে পাওয়া যায় নি। এর আগে এইস্থানে মাটিকাটার নির্দেশদাতা সাদিকুল ইসলামের বিরুদ্ধে গত সোমবার নিয়মিত মামলা করা হয়। অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান চলমান আছে বলেও জানান ম্যাজিষ্ট্রেট তৌফিক আজিজ।