শিবগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভা

শিবগঞ্জে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হোসেন ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজম আলীসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলায় আইনশৃংখলা পরিস্থিতিতে স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা। পরে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, সামাজিক সম্প্রীতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা এবং উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।