শিবগঞ্জে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

শিবগঞ্জে যানজট নিরসনের লক্ষে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। আজ সকালে শিবগঞ্জ পৌরসভার মনাকষা মোড়, মাছ বাজার ও ফল পট্টিসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসক আজাহার আলী। এর আগে পৌর এলাকার মাছ বাজারে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।