ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের কর্মসূচি প্রত্যাহার
রাজধানীর নিউ মার্কেট থানা ঘেরাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস চলাচল বন্ধ করার কর্মসূচি প্রত্যাহার করেছেন ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
ঢাকা কলেজের শিক্ষার্থী মঈনুল ইসলাম বলেছেন, “সরকার আমাদের ছয় দাবি পূরণের বিষয়ে ইতিবাচক। যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব, সেগুলো পূরণ করা হয়েছে।”তিনি বলেন, “আমরা কর্মসূচি দিয়েছিলাম, ২৪ ঘণ্টা পর সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসসহ অন্যান্য বাস চলতে দেব না এবং নিউ মার্কেট থানা ঘেরাওয়ের যে কর্মসূচি দিয়েছিলাম, সেসব কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম।”
স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে বৈঠক করেন ঢাকা কলেজের মুঈনুল ইসলাম ও রহমতুল্লাহ এবং ইডেন কলেজের মৌ। এ সময় তারা ছয়টি দাবি উপস্থাপন করেন।