গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

“খেলায় তৃপ্তি খেলায় বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে গোমস্তাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি অন্তঃজেলা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুনার্মেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম। শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই সংগঠনের আহবায়ক ইফতেখারুল আলম রনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির নেতা মতিউর রহমান মতি, নিজাম উদ্দিন মেম্বার, কাহাফিল হক পনি, গোমস্তাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলমগীর হোসেন তোতাসহ অনেকে। টুনার্মেন্টে বিভিন্ন জেলার আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় নওগাঁ এস.আর.এফ.সি বনাম সিরাজগঞ্জ ফুটবল দল অংশগ্রহণ করেন। এতে নওগাঁ এস.আর.এফ.সি ৩-১ গোলো সিরাজগঞ্জ ফুটবল দলকে পরাজিত করেন।