বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রান্তিক পর্যায়ে সংলাপ ও গম্ভীরা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে প্রান্তিক পর্যায়ে সচেতনতামূলক সংলাপ ও লোকজ সাংস্কৃতিক আয়োজন গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, আদিবাসী প্রতিনিধি ও বিভিন্ন প্রভাবশালী স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।
রবিবার সকালে সদর উপজেলার দেবিনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। তিনি বলেন, বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক সমস্যা, যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এই ব্যাধি রোধে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি ছিলেন মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। তিনি শিশু সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য সায়েরা বেগম ও আব্দুল মান্নান। তারা বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সংলাপে এসএসবিসি প্রকল্পের ফ্যাসিলিটেটর নাইম আলী, আয়াতুল্লাহ ও আব্দুল কাদেরসহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও অংশীজনরা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গম্ভীরার মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। লোকজ এই সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
গম্ভীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। তিনি বলেন, লোকজ সংস্কৃতির মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত কার্যকর, আর গম্ভীরার মতো আয়োজন সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদিবাসী জনপ্রতিনিধি কর্নেলিউস মুরমু, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিম এবং প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট (পিএফটিআই)-এর টিম লিডার আহমেদ ফ্রান্স। এ সময় এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গম্ভীরা পরিবেশন করেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীরা।
উল্লেখ্য, ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জের সহায়তায় এসএসবিসি প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকরা জানান, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
