আইসিসির অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানা হবেনা-যুব ও ক্রীড়া উপদেষ্টা

আইসিসির অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানা হবেনা-যুব ও ক্রীড়া উপদেষ্টা কিছু দিন ধরেই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে চলছে নাটকীয়তা। তবে বাংলাদেশও তাদের সিদ্ধান্তে অনড়। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিপক্ষে তারা। আজ সচিবালয়ে এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না? এই প্রশ্নের উত্তর আসছে। আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি।
বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়ে আসর শুরু করা নিগার সুলতানা জ্যোতি-স্বর্ণা আক্তারদের দল আজ পাপুয়া নিউগিনিকে ৩০ রানে পরাজিত করেছে। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠেছে বাংলাদেশ। নেপালের কীর্তিপুরে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাপুয়া নিউগিনি শুরুতে ভালো লড়াইয়ের ইঙ্গিত দেয়। একপর্যায়ে ৩ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯৮ রান। তবে শেষ দিকে একের পর এক রান আউটে পড়ে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। শেষ পর্যন্ত ১৩৮ রানেই থামে পাপুয়া নিউগিনির ইনিংস। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ছাড়া বাকি ৬ বোলারই একটি করে উইকেট নেন।
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতরের সব কার্যালয় এবং মহাকাশ গবেষণা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
মাদকমুক্ত তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান : মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার

মাদকমুক্ত তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান : মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে “নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজের ভূমিকা” শীর্ষক মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মাদকদ্রব্যের ভয়াবহ প্রভাব ও নৈতিক অবক্ষয় রোধে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তারুণ্যনির্ভর, উন্নত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। তিনি প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. হাসান আলী। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই সেমিনারের আয়োজন করে। সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, মাদকবিরোধী শপথবাক্য পাঠ এবং ‘মাদককে না বলুন’ লেখা সংবলিত লাল কার্ড প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী স্লোগান সংবলিত উপহারসামগ্রী বিতরণ করা হয়।
ভোলাহাটে কৃষক প্রশিক্ষণ

ভোলাহাটে কৃষক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুই দিনব্যাপী নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোলাহাট কৃষক প্রশিক্ষণ হলরুমে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের আওতায় মাল্টিডাইমেনশনাল এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণে ৬০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। সোমবার প্রশিক্ষণ দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী। এসময় উপস্থিত ছিলেন— এসএসিপি প্রকল্পের রিজিওনাল প্রজেক্ট অফিসার কৃষিবিদ মো. সাইফুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) বুলবুল আহমেদ, ভোলাহাট উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলীসহ অন্যরা।
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত

রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার চাঁপাই-পলশায় অবস্থিত রেডিও মহানন্দার অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুন। সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার সাহেদ সিদ্দিক ফ্রান্সসহ রেডিওর কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। সভায় রেডিওর চলমান অনুষ্ঠানমালা, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অনুষ্ঠানের পরিকল্পনাসহ রেডিও মহানন্দায় সম্প্রচারিত অনুষ্ঠানের মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় কর্মী ও স্বেচ্ছাসেবকদের আরো মনোযোগী হবার আহ্বান জানান স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চ-পর্যায়ের সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চ-পর্যায়ের সভা অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষের মাঝে এখনও কিছু শংকা এবং নিরাপত্তা সংশয় রয়েছে স্বীকার করে রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশীদ বলেছেন নির্বাচনের এখনও কিছুদিন বাকী রয়েছে। কিছু কিছু নিাপত্তা বাহিনী মাঠে নেমে গেছে। কয়েক দিনের মধ্যেই সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনীগুলো তাঁদের কার্যক্রম বাড়াবে। তৎপর ও প্রকাশ্য হবে। গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়বে। এতে মানুষের নির্বাচন নিয়ে সকল ধরনের সংশয় কেটে যাবে। আজ দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগ্যঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে সুষ্ঠুভাবে সংসদ ও গণভোট নির্বাচনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নির্বাচন এবং আইনশৃঙ্খলা সম্পর্কিত উচ্চ পর্যায়ের সার্বিক মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সভার প্রধান অতিথি বিভাগীয় কমিশনার এসব কথা বলেন। একই সাথে দু’ধরনের ভোট প্রদানের বিষয়টি বিস্তারিত ব্যাখা করে তিনি বলেন, আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার প্রচার করছি। সাড়াও পেয়েছি। জনগণ এটি ভাল ভাবে নিয়েছে। আসন্ন নির্বাচন সংস্কারণ করে দেশ গঠনে শতাব্দীর বড় সুযোগ এনেছে। রাষ্ট্রকে জনগণের নিকট ফিরিয়ে দেয়ার সুযোগ এসেছে। এটি হাতছাড়া করা ঠিক হবে না। গণমাধ্যম কর্মীসহ সংশ্লিস্ট সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। প্রশাসন নিরপেক্ষ আছে এবং প্রস্তুত আছে। নিয়মিত সকল দিকে নজর রাখা হচ্ছে। আশা করা হচ্ছে নির্বাচনে কোন সমস্যা হবে না। দূর্গম চরাঞ্চলসহ সকল স্থানেই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যাবে। সোস্যাল মিডিয়া ব্যবহার করে যাতে কোন ফেক নিউজ ছড়াতে না পারে সে ব্যাপারে সজাগ থাকারও আহব্বান জানান বিভাগীয় কমিশনার। অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহাজাহান বলেন, নির্বাচন আয়োজনে নিাপত্তা প্রস্তুতি যথেষ্ট রয়েছে। এ ব্যাপারে সহযোগি বাহিনীগুলোর সাথে নিয়মিত কথা বলা হচ্ছে। সীমান্ত রক্ষা বাহিনীর সাথেও সমন্বয় আছে। কিছু পরিকল্পনা ও কৌশলও প্রণয়ন করা হয়েছে। যা সময়মত কাজে লাগানো হবে। নির্বাচনে অবৈধ অস্ত্র যাতে ব্যবহার না হয় সে পদক্ষেপ নেয়া হবে। সীমান্তপথে অস্ত্র প্রবেশ রোধেও সংশ্লিষ্টদের নজর রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৩বিজিবির অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়াসহ অন্যান্যরা।
৪২ বছর পর একসঙ্গে ফিরছেন রঞ্জিত-চিরঞ্জিত ও প্রসেনজিৎ!

৪২ বছর পর একসঙ্গে ফিরছেন রঞ্জিত-চিরঞ্জিত ও প্রসেনজিৎ! ১৯৮৪ সালে মুক্তি পায় অঞ্জন চৌধুরী পরিচালিত ‘শত্রু’। সেই সময় সিনেমাটি বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। সেখানে একত্রে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। দীর্ঘ ৪২ বছর পর রঞ্জিত মল্লিক ও চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে নতুন সিনেমার ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এত বছর পর এই ত্রয়ীকে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গেছে হইচই। রোববার (১৮ জানুয়ারি) মুক্তি পেয়েছে এসভিএফ প্রযোজিত এবং চন্দ্রাশিস রায় পরিচালিত সিনেমা ‘বিজয়নগরের হীরে’ সিনেমার ট্রেলার। এই অনুষ্ঠানেই এই বোমা ফাটালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানালেন তার ইচ্ছে তিনি চিরঞ্জিত চক্রবর্তী এবং রঞ্জিত মল্লিকের সঙ্গে কাজ করবেন আবার। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় তিনি আর চিরঞ্জিত চক্রবর্তী আবার একসঙ্গে কাজ করবেন কিনা? সেই প্রশ্নের জবাবে বুম্বাদা বলেন, আমরা একটা সিনেমা করব, খুব শিগগিরই। এটা আমার অনেকদিন ধরে ইচ্ছে, আমি দীপক দা (চিরঞ্জিত চক্রবর্তী), রঞ্জিত দা একসঙ্গে সিনেমা করব। তার কথার রেশ ধরেই চিরঞ্জিত চক্রবর্তীও বলেন, হ্যাঁ, এটা অনেকদিন ধরে বলছে। প্রসঙ্গত, ২৫ বছর পর ‘বিজয়নগরের হীরে’ সিনেমায় একসঙ্গে কাজ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী। কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির এই চতুর্থ সিনেমাটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে। সিনেমাটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী ছাড়াও থাকবেন আরিয়ান ভৌমিক, রাজনন্দিনী পাল, শ্রেয়া ভট্টাচার্য, অনুজয় চট্টোপাধ্যায়, প্রমুখ।
শাকিবের সঙ্গে ছুটি কাটানোর পর থেকে মা হওয়ার গুঞ্জন, যা বললেন বুবলী
শাকিবের সঙ্গে ছুটি কাটানোর পর থেকে মা হওয়ার গুঞ্জন, যা বললেন বুবলী প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পেরোতেই আবারও মা হতে যাচ্ছেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। শোবিজ অঙ্গনে যখন এমন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সাংবাদিকদের প্রশ্নে রহস্যময় জবাব দিলেন অভিনেত্রী। সেই কৌশলী উত্তর যেন তার মা হওয়ার গুঞ্জন আরও উস্কেই দিলো। গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে শবনম বুবলী দীর্ঘ ছুটি কাটান। এরপরই প্রকাশ্যে আসে বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পরীর লুকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠে ক্যামেরায়। তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। অনুষ্ঠান শেষে কাজ ও ব্যক্তিজীবন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। কথা প্রসঙ্গে উঠে আসে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টিও। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান বুবলী। রহস্যময় ভঙ্গিতে তিনি বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকবেই, সেটাকে আমি সম্মান করি। সাংবাদিক ভাইয়েরা দর্শকদের প্রতিক্রিয়াই আমাদের কাছে পৌঁছে দেন। তবে আমার মনে হয়, যখন ঘটা করে ব্যক্তিগত কোনো প্রোগ্রাম হবে তখনই এসব বিষয় নিয়ে কথা বলা উচিত। আজ যেহেতু একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই এই আলোচনা আপাতত থাক।’ ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ নিয়েও নিজের অসন্তোষের কথা জানান বুবলী। তিনি বলেন, ‘আমি একাধিক নিউজ দেখেছি যেখানে আমার বক্তব্য না নিয়েই লেখা হয়েছে-‘বুবলী বলেছেন’। এটা ঠিক নয়। অনেক সময় বলা হয়, ফোনে আমাদের পাওয়া যায় না। আসলে শুটিংয়ে থাকলে ফোন ধরা সম্ভব হয় না। তখন অন্তত একটি মেসেজ আশা করি। মেসেজের উত্তর না দিলে সেটার মানে আমরা আপাতত ওই বিষয়ে কথা বলতে চাইছি না। অথচ আমার সঙ্গে কথা না বলেই বক্তব্য বানিয়ে নেওয়া হয়, যা সত্যিই দুঃখজনক।’ বর্তমানে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বুবলী। রোজার ঈদেও দেখা যাবে তার নতুন সিনেমা।
যুক্তরাষ্ট্রে মারুফের বাসায় নিজেদের সেই গানে নাচলেন অমিত-শাবনূর
যুক্তরাষ্ট্রে মারুফের বাসায় নিজেদের সেই গানে নাচলেন অমিত-শাবনূর একসময় ঢালিউডের পর্দায় নিয়মিত জুটি ছিলেন অমিত হাসান ও শাবনূর। সময়ের সঙ্গে দুজনেই এখন অভিনয়ে অনিয়মিত। শাবনূর থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়, আর অমিত হাসান বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তবে দূরত্ব সত্ত্বেও সম্প্রতি আবারও এক ফ্রেমে ধরা পড়লেন এই দুই তারকা। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিনেতা কাজী মারুফের বাসায় দেখা হয় অমিত হাসান ও শাবনূরের। সেই মুহূর্তের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি নিজের ফেসবুক থেকে প্রকাশ করেন কাজী মারুফ। সেখানে দেখা যায়, জনপ্রিয় গান ‘একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও’-এর তালে নাচছেন অমিত হাসান ও শাবনূর। শুধু নাচ নয়, অমিত হাসানের সঙ্গে শাবনূরকে গানও গাইতে দেখা যায়। পরে মারুফ ফেসবুক লাইভে এসে সেই আনন্দঘন মুহূর্তটি অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন। জানা গেছে, ছেলে আইজানের ইচ্ছাতেই যুক্তরাষ্ট্র ভ্রমণে গেছেন শাবনূর। এই সফরে দেশটিতে অবস্থানরত ঢালিউডের একাধিক তারকার সঙ্গে দেখা করছেন তিনি। কদিন আগে মৌসুমীর সঙ্গে দেখা করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবার কাজী মারুফের বাসায় অমিত হাসানের পাশাপাশি মাহিয়া মাহির সঙ্গেও আড্ডায় মেতে উঠতে দেখা গেল তাকে। এছাড়া যুক্তরাষ্ট্রে শাবনূরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মামুন ইমন, রেসিসহ আরও কয়েকজন তারকার। তাদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দমুখর দিন পার করছেন ঢালিউডের এই সুপারস্টার। নস্টালজিয়ায় ভরা এসব মুহূর্তে ভক্তরাও ফিরে পাচ্ছেন প্রিয় তারকাদের একঝলক।