প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান

প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশি ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানিয়েছে। বুধবার (২১ জানুয়ারি) কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোট যেন সময়মতো সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছায়, সেই কারণে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২৫ জানুয়ারির মধ্যে পোস্ট না করলে নির্ধারিত সময়ে ভোট পৌঁছানো ঝুঁকিপূর্ণ হতে পারে। নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের সুবিধার্থে এবং ভোট গণনার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে আগামী রবিবারের মধ্যে ভোট প্রদান ও ব্যালট ডাকযোগে পাঠানোর জন্য অনুরোধ করেছে। এছাড়া, কমিশন জানিয়েছে, প্রবাসীদের এই সময়সীমা কঠোরভাবে মেনে চলা প্রয়োজন। নির্ধারিত সময়ের পর পাঠানো ব্যালট যদি না পৌঁছায়, তবে তা ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না।

বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে বাংলাদেশকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার নির্দেশ চেয়ে করা জনস্বার্থ মামলা (পিআইএল) গ্রহণ করতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট। বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ এনে এই আবেদন করেছিলেন ভারতের এক আইনশিক্ষার্থী। বুধবার দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর আপত্তি তোলেন। আদালত বলেন, এই মামলায় যে প্রতিকার চাওয়া হয়েছে, তা পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট, যা সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের এখতিয়ারভুক্ত। শুনানির শুরুতেই বেঞ্চ আবেদনটির প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেন এবং মন্তব্য করেন যে আদালতকে কোনো বিদেশি দেশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে বা ভারতের বিচারিক সীমার বাইরে গিয়ে তদন্ত করতে বলা যায় না। প্রধান বিচারপতি আরও বলেন, সংবিধানের ২২৬ অনুচ্ছেদের অধীনে রিট বিদেশি সরকার, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বা অন্য দেশের ক্রিকেট বোর্ডের ওপর প্রযোজ্য হতে পারে না। আদালত আরও উল্লেখ করেন যে আবেদনকারী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও নির্দেশনা চেয়েছেন। তবে এসব প্রতিষ্ঠানের ওপর ভারতীয় আদালতের কোনো রিট এখতিয়ার নেই। বেঞ্চ আবেদনকারীকে সতর্ক করে জানান, এই ধরনের মামলা পিআইএল এখতিয়ারের অপব্যবহার এবং এতে বিচারিক সময় নষ্ট হওয়ায় ভারী জরিমানা আরোপ করা হতে পারে। শুনানিকালে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা বিসিসিআইয়ের পক্ষে উপস্থিত হয়ে জানান যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকেও মামলায় পক্ষভুক্ত করা হয়েছে। বেঞ্চ বারবার আবেদনকারীকে সতর্ক করেন যে আদালত বিদেশি ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে রিট জারি করতে পারে না কিংবা ভারত সরকারকে কোনো নির্দিষ্টভাবে অন্য দেশের সঙ্গে আচরণ করতে নির্দেশ দিতে পারে না। প্রধান বিচারপতি জোর দিয়ে বলেন, কোনো আইনি ভিত্তি ছাড়া কল্পনা বা ব্যক্তিগত ধারণার ওপর ভর করে পিআইএল দায়ের করা যায় না। আদালত আবেদনকারীর সেই যুক্তিও খারিজ করে দেন, যেখানে তিনি পাকিস্তানের একটি আদালতের রায়ের ওপর নির্ভর করার চেষ্টা করেন। বেঞ্চ মন্তব্য করেন, ভারতীয় সাংবিধানিক আদালত পাকিস্তানের বিচারব্যবস্থা অনুসরণ করে না। বেঞ্চের ধারাবাহিক আপত্তির মুখে শেষ পর্যন্ত আবেদনকারী পিআইএলটি প্রত্যাহারের অনুমতি চান। আবেদন প্রত্যাহার করা হলে প্রধান বিচারপতি তাকে গঠনমূলক কাজে যুক্ত হওয়ার পরামর্শ দেন এবং বলেন, এ ধরনের আবেদন আইনগতভাবে গ্রহণযোগ্য নয় ও অকারণে আদালতের ওপর চাপ সৃষ্টি করে। সূত্র: এনডিটিভি

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে। এ বছর সাধারণ নির্বাচনের পাশাপাশি রয়েছে একটি রেফারেন্ডাম, রয়েছে পোস্টাল ব্যালট, যার কারণে ভোট গণনায় কিছু দেরি হতে পারে। এ বিষয়ে যেন গুজব না ছড়ায় সেজন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন। নির্বাচনের সময় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে উন্নত ইন্টারনেট সেবা দিতে চারটি মোবাইল ফোন কোম্পানিকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। বুধবার বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রেস সচিব। প্রেস সচিব আরও বলেন, বডি অন ক্যামেরার ছবি পেয়ে কুইক রেপন্স করা হবে। ২৫ হাজার ৫০০ বডি অন ক‍্যাম থাকবে পুলিশের কাছে। এর ফুটেজ সুরক্ষা অ‍্যাপে যুক্ত হবে, যা দেখে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে। ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারেও তিনি তাগিদ দিয়েছেন বলে জানান প্রেস সচিব। শফিকুল আলম বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের জরুরি বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। এতে নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, ভোটের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং কর্মকর্তার অধীনে সমন্বয় করে কাজ করবেন। এ সময় ১ লাখ সেনা সদস্য, নৌ বাহিনীর ৫ হাজার, বিমান বাহিনীর সাড়ে ৩ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। অন‍্য বাহিনীর সঙ্গে ফায়ার সার্ভিসও থাকবে। আরও থাকবে ৫০০ ড্রোন। এসময় পাবনা ১ ও ২ আসন নিয়ে শঙ্কা থাকলেও, দুই আসনসহ ৩০০ আসনেই নির্বাচন হবে। শফিকুল আলম বলেন, এবার নির্বাচনে অংশ নেবেন ১৮৪২ জন বৈধ প্রার্থী। দায়িত্বে থাকবেন ৬৯ জন রিটার্নিং অফিসার, ৬৫৭ জন জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট ও এক হাজার ৪৭ জন নির্বাহী ম‍্যাজিস্ট্রেট। যেখানে জেলা প্রশাসক জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি। নির্বাচনী সুরক্ষা নামে একটি অ‍্যাপের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিভাবে কাজ করবেন।

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে বৈধ ১৬ প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে বৈধ ১৬ প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- এ প্রতিদ্বন্দিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেয়া ১৬ প্রার্থীর সকলেই বৈধ হবার পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বিকেল ৫টার নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ১৬ জনই প্রতিদ্বন্দিতায় রয়েছেন। এর মধ্যে গত ৩ জানুয়ারী রির্টানিং কর্মকর্তার বাছাইয়ে ৩টি আসনে বাতিল হয়ে নির্বাচন কমিশনে আপীল করে প্রার্থীতা ফিরে পাওয়া ৩ প্রার্থীও রয়েছেন । আজ বিকেলে জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচন সেলের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট আজমাইন হাসান এ সব তথ্য নিশ্চিত করেছেন। ফলে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ, আসনে প্রতিদ্বন্দিতায় রইলেন ৬ প্রার্থী। এরা হলেন, বিএনপির শাহাজাহান মিঞা, জামায়াতের কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো: শামসুল হোদা, জাতীয় পার্টির আফজাল হোসেন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্েিতেজাটের আব্দুল হালিম। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হবার পর আপীলে প্রার্থীতা ফির পান জাতীয় পার্টির আফজাল হোসেন। চাঁপাইনবাবগঞ্জ-২ নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট আসনে প্রতিদ্বন্দিতায় রইলেন ৫ জন। এঁরা হলেন, বিএনপির আমিনুল ইসলাম, জামায়াতের ড.মিজানুর রহমান, কমিউনিষ্ট পার্টির সাদেকুল ইসলাম, জাতীয় পার্টির মু: খুরশিদ আলম বাচ্চু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হবার পর আপীলে প্রার্থীতা ফির পান জাতীয় পার্টির মু: খুরশিদ আলম। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দিতায় রইলেন ৫ জন। এরা হলেন, বিএনপির হারুনুর রশীদ, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল, জেএসডি’র ফজলুর ইসলাম খাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম এবং গণ অধিকার পরিষদের শফিকুল ইসলাম। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হবার পর আপীলে প্রার্থীতা ফির পান জেএসডি প্রার্থী ফজলুর ইসলাম খাঁন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ বলেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পর জমা দেওয়া সব মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থী যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাদের নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং শেষ ধাপে বৈধ প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করা হবে।

১৩৩ রানের পুঁজি পেলো রাজশাহী; ১৩৪ রানের টার্গেটে চট্টগ্রাম

১৩৩ রানের পুঁজি পেলো রাজশাহী; ১৩৪ রানের টার্গেটে চট্টগ্রাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যায় মুখোমুখি হয়েছিলো রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রানে অলআউট হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ফলে ফাইনালে উঠতে ১৩৪ রানের টার্গেটে ব্যাট করছে চট্টগ্রাম রয়্যালস। ম্যাচের শুরুতে টস জিতে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। দেখে-শুনে ব্যাট করতে থাকেন রাজশাহীর দুই ওপেনার। তবে জুটিটা বড় হয়নি। ৩০ রানে থামে উদ্বোধনী জুটি। ১৯ বলে ২১ রান করে আউট হন সাহিবজাদা ফারহান। আর ৩৭ বলে ৪১ রান আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। পরের পাঁচজন ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। দলনেতা নাজমুল হোসেন শান্ত ৮, মুশফিকুর রহিম ০, আকবর আলি ৩, জিমি নিশাম ৬ ও রায়ান বার্ল ৩ রান করে আউট হন। এরপর ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন আব্দুল গাফফার সাকলাইন। মাত্র ১৫ বলে দুটি চার ও তিনটি ছয়ের সাহায্যে করেন ৩৫ রান। তাতেই মিরপুরের মতো মন্থর গতির পিচে মোটামুটি একটি সংগ্রহ পায় রাজশাহী। এদিকে রিপন মণ্ডল ১০ ও বিনুরা ৩ রান করেন। আর ১ রানে অপরাজিত থাকেন হাসান মুরাদ। চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান ও আমির জামাল। আর একটি করে উইকেট পেয়েছেন পাঁচজন বোলার।

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ ভারতের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ দল। ঘুরে দাঁড়াতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা ছিল যুবাদের। কিন্তু বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। আজ টস জিতে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক তামিম। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়েছেন হুগো ভোগ। ৮ রান করে এই ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ১১ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। আরিয়ান মানকে সঙ্গে নিয়ে অধিনায়ক টম জুনস দলকে ভিত গড়ে দেওয়ার চেষ্টা করেন। শুরুর পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তুলে তারা। পাওয়ার প্লের পরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। এরপর কয়েক দফা বৃষ্টি কমলে মাঠ কর্মীরা মাঠ প্রস্তুত করার চেষ্টা করেন। তবে থেমে থেমে বৃষ্টি আসায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দুই দলই। বাংলাদেশ সবমিলিয়ে ২ ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে।

নাচোলে খড়ের গাদা আগুনে পুড়ে ভস্মীভূত

নাচোলে খড়ের গাদা আগুনে পুড়ে ভস্মীভূত নাচোলে আগুনে পুড়ে খড়ের গাদা ভস্মীভূত হয়েছে। আজ দুপুরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া গ্রামের হেফায়েজ মন্ডলের ছেলে মহবুল আলীর বাড়ির ছাদের উপর থাকা খড়ের গাদায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মহবুল আলী বলেন, আজ দুপুরে অনাকাঙ্ক্ষিতভাবে খড়ের গাদায় আগুনের সূত্রপাত ঘটে। নাচোল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬০ হাজার টাকা। এ ঘটনায় নাচোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এমদাদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণাৎ দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবগঞ্জে আমকেন্দ্রিক সমস্যা, সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

শিবগঞ্জে আমকেন্দ্রিক সমস্যা, সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা শিবগঞ্জে আমকেন্দ্রিক সমস্যা, সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত গতকাল রাতে শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ ইউসুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিব। এতে বক্তব্য দেন— শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সহসভাপতি কেতাবুল আলম, দপ্তর সম্পাদক আবদুল আখের, ধর্মবিষয়ক সম্পাদক আবদুল মান্নান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, আম উদ্যোক্তা এনামুল হক স্বপন, শিবগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মমিনুল ইসলাম বাবু, সহ-সাধারণ সম্পাদক আতিক ইসলাম সিকো, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক ফরহাদ হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যরা। বক্তারা শিবগঞ্জে আমচত্বর নির্মাণ, আমের সমস্যা-সম্ভাবনা, প্রি-পেইড মিটার বাতিল, শিবগঞ্জকে যানজটমুক্ত, আম গবেষণা কেন্দ্র পুনর্নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ, পদ্মায় স্থায়ী বাঁধ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের জন্য আলোচনা করেন। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিস হতে কানসাটে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় পুনঃস্থাপনের দাবি তুলে মতবিনিময় সভার আয়োজন করে নাগরিক কমিটির মাধম্যকে সবাইক সাথে নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত চাঁপাই উৎসবে গুণীজন হিসেবে সম্মাননা পাওয়ায় আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিবকে সংবর্ধনা দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর গরু ব্যবসাসীয় অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর গরু ব্যবসাসীয় অর্ধগলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা আলাতুলী ইউনিয়নের মিডল চর নামক স্থান থেকে এক গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ, নিখোঁজের ১৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা চরবাগডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাকপাড়া গ্রামের বাসিন্দা মৃত আলতাফ উদ্দিন মেম্বার ওরফে ফিরোজ আলীর ছেলে আহাদ আলী কাজল ওরফে গোল কাজল। রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, আজ বিকেলে সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মারফত মরদেহের খবর পেয়ে কাজলের পরিবার পুলিশকে জানালে, পুলিশ পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধগলিত মরদেহে নাকে, মুখে, মাথায়, কোমর ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা কিনা তা নিশ্চিত নয়। ময়নাতদন্তের পরই আঘাতগুলো ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের বরাতে পুলিশ জানায়, গত ৩ জানুয়ারী রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নেবার পর নিখোঁজ হন কাজল। কাজলের পরিবার নিখোঁজের পর তার খোঁজ অব্যহত রেখেছিল। এ ঘটনায় তার স্ত্রী লিমা বেগম গত ৮ জানুয়ারী সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭-৮ জনকে অজ্ঞাতনামা করে একটি অপহরণ মামলা করলে, পরে পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ বলেন, স্থানীয় একটি ঘটনার শালিশ নিয়ে এলাকায় বিরোধের পরদিন কাজল নিখোঁজ হন বলে পরিবার পুলিশকে জানিয়েছে। অন্যদিকে, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই কাজলের মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা গেলেই, সে অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত প্রক্রিয়া চলমান বলেও জানান ওসি।

‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আসন্ন গণভোট- ২০২৬ এ ‘হ্যা’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রাথমকি ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, এক অর্থে এই সরকার পুরোপুরি পক্ষপাতহীন নিরপেক্ষ নয়। জুলাই অভ্যূত্থান সমর্থিত পক্ষের সরকার। কাজেই এই সরকার ওই আন্দোলনের পক্ষে থাকবে, সেটাই স্বাভাবিক। মানুষ বারবার আশা নিয়ে আন্দোলন করে। কিন্ত তাঁদের সেই আশা পূরণ হয় না। ক্ষমতা পরিবর্তনের পরা তা আর বাস্তবায়ন হয় না। ২৪ এর আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে অনেক আলোচনা বিতর্ক করে কিছু ঐক্যমতের চেষ্টা করা হল। ঘোষণাপত্র বা চার্টার বা সনদ তৈরি হল। এখন এই চার্টার কিভাবে বাস্তবায়ন করা যাবে ? তখন অধ্যাদেশের মাধ্যমে বেশ কিছু আইন তৈরী হল। কিন্তু সংসদ যদি সেগুলো বৈধতা না দেয় তবে সেগুলো স্থায়ী হবে না। সংস্কারগুলো কার্যকারিতা হারাবে। এছাড়া সংবিধানের মৌলিক কিছু সংস্কারের বিষয় আছে যা আধ্যাদেশ জারি করে করা যায় না। এই বিবেচনা থেকেই রাজনৈতিক বাধ্যবাধকতা আনতে গণভোট আয়োজন। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ- সদর উপজেলা পরিষদ হলরুমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা ড. বিধান। তিনি সকলকে ‘হ্যা’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, গণভোটে কতগুলো প্রস্তার দেয়া হয়েছে যাতে জনগন যদি ‘হ্যা’ ভোট দেয় তবে সংস্কারের পক্ষে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট আসবে। যে সরকাই ক্ষমতায় আসুক না কেন তারাই এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এই ‘হ্যা’ সমাজের বৃহত্তর স্বার্থে। যাতে এভাবে আইন পরিবর্তণেরর মাধ্যমে সমাজে এক ধরণের পরিবর্তণ আমরা নিয়ে আসতে পারি। যাতে এই দেশে গণতন্ত্র বহাল থাকে। বৈষম্য কমে। তিনি তিনি সরকারি কর্মচারীদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে নৈতিক জোর বহাল রেখে কাজ করার আহব্বান জানান। যাতে মানুষ ভোটকেন্দ্রে যেতে আগ্রহী হয়। বলেন, এ জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভাল থাকতে হবে। তিনি সাংবাদিকদের মিথ্যা সংবাদের ব্যাপারে সতর্ক থাকার আহব্বান জানান। তিনি সুষ্ঠ’ ভোট আয়োজনে সকলের সহযোগিতা চান। জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদের সভাপত্বিতে জেলা প্রশাসন আয়োজিত সভায় আরও বক্তব্য দেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাবুদ্দিনসহ অন্যরা।