সারাদেশে শীত নিয়ে আবহাওয়া অফিসের আজকের বার্তা

সারাদেশে শীত নিয়ে আবহাওয়া অফিসের আজকের বার্তা সারাদেশে আগামী ৫ দিনের শীত নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সারাদেশে রাত ও দিনে তাপমাত্রা কখনো কমবে আবার কখনো বাড়তে পারে। সেই সঙ্গে কুয়াশার দাপট অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সংস্থাটি জানায়, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী শুক্রবার পর্যন্ত শৈত্যপ্রবাহ থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল বুধবার, বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য করতে পারে। পরদিন শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা আরো বাড়তে পারে। আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ প্রকাশিত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এতে লেখা রয়েছে—“স্বপ্নের বাংলাদেশ বাস্তবে গড়ার জন্য ‘হ্যাঁ’তে সিল দিন।” প্রেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট আটটি ফটোকার্ড প্রকাশ করা হবে। এ উদ্যোগের লক্ষ্য হলো গণভোটের বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা। গত রবিবার গণভোট ২০২৬-এর প্রথম ফটোকার্ড প্রকাশ করা হয়। এদিকে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এসব কর্মসূচির আওতায় মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোটের বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করা যায়।
চতুর্থ দিনে দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ করল ইসি

চতুর্থ দিনে দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ করল ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রির্টানিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের উপর নির্বাচন কমিশনে (ইসি) চতুর্থ দিনের মতো চলছে শুনানি। দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সকাল ১০টায় শুরু হয় শুনানি। এতে দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কমিশন। এদিন জাতীয় পার্টিসহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। দুপুরে আগারগাঁও থেকে ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য। এদিন ৭০ জনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৩ দিনে আপিলে মনোনয়ন বৈধ হয়েছে ১৫০ জনের। সারাদেশে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেন ৬৪৫ জন।
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা রাজধানীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন। ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক এ সম্মেলনটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সকালে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শুরু হওয়া সম্মেলনটি চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বাংলাদেশসহ সার্কভুক্ত দেশের ইউজিসি ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষক, কূটনীতিকরা উপস্থিত আছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে মোট আটটি সেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনে ‘দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, সুশাসন ও গুণগতমান এবং অন্তর্ভুক্তি’ এবং ‘গবেষণা, উদ্ভাবন, স্থায়িত্ব এবং সামাজিক সম্পৃক্ততা’ শীর্ষক দুটি সেশন থাকবে। দ্বিতীয় দিনের আলোচনায় গুরুত্ব পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বয়, ডিজিটাল রূপান্তর এবং স্মার্ট লার্নিং ইকোসিস্টেম, ‘গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান বৃদ্ধি এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’, ‘উচ্চশিক্ষার ভবিষ্যৎ পথরেখা: সহযোগিতা, সহমর্মিতা এবং নেটওয়ার্কিং’, ‘উচ্চশিক্ষা রূপান্তরে অংশীজনদের সংলাপ: সুশীল সমাজের কণ্ঠস্বর’ এবং ‘উপাচার্যদের সঙ্গে সংলাপ: হিট প্রকল্পের প্রেক্ষাপট’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের শেষ দিনে ‘উচ্চশিক্ষায় জেন্ডার ইস্যু’ নিয়ে আলোচনা শেষে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ বা ঢাকা ঘোষণার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে বলে জানায় ইউজিসি।
২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ১ হাজার ৮ জন শিশু

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ১ হাজার ৮ জন শিশু ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১ হাজার ৮ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। আজ সংবাদমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে সংস্থাটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক বা হেলপার হিসেবে নিহত হয়েছে ৫৩৭ শিশু। আর পথচারী হিসেবে বিভিন্ন যানবাহনের চাপা বা ধাক্কায় নিহত হয়েছে ৪৭১ শিশু। সড়কের ধরন অনুযায়ী বিশ্লেষণে দেখা যায়, মহাসড়কে ২৮১ শিশু, আঞ্চলিক সড়কে ৩৬৪ শিশু, গ্রামীণ সড়কে ২৯১ শিশু এবং শহরের সড়কে ৭২ শিশু নিহত হয়েছে। বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ১ মাস থেকে ৫ বছর বয়সী নিহত শিশুর সংখ্যা ১৭৯ জন, ৬ থেকে ১২ বছর বয়সী ৩৮২ জন এবং ১৩ থেকে ১৭ বছর বয়সী ৪৪৭ জন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার সময় এবং বসতবাড়ির আশপাশের সড়কে খেলাধুলার সময় শিশু নিহতের ঘটনা বেশি ঘটছে। পথচারী হিসেবে শিশুরা গ্রামীণ সড়কে সবচেয়ে বেশি হতাহত হচ্ছে। কারণ গ্রামীণ সড়কগুলো বসতবাড়ি ঘেঁষা। অনেক ক্ষেত্রে ঘরের দরজা খুললেই সড়ক– এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এসব সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকে না। ফলে যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে। অন্যদিকে শিশুরাও সড়ক ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে অবগত নয়। এ অব্যবস্থাপনার মধ্য দিয়েই শিশুরা নিহত ও পঙ্গু হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিআরডিবি’র সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা

বিআরডিবি’র সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা চাঁপাইনবাবগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি’র সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রকল্প সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে প্রকল্পের উন্নয়ন, নিয়মিত কিস্তি পরিশোধ, সুদের হার কমানো, সদস্যদের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে বাল্যবিবাহ রোধ, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সাধারণ সভায় সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ১৪৩ জন সদস্য উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অতিথি ছিলেন— সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়াসিন আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহিনুর আলম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, জাইকা কর্মকর্তা ইমরান আলী, সমবায় কর্মকর্তা আনিসুর আলীসহ অন্যরা।
নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব বিষয়ে কর্মশালা

নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মসিউর রহমান ও আরএমও ডা. আব্দুস সামাদ, সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. সুলতানা পাপিয়া, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনোকোলজিস্ট ডা. মোসফিকা কাওসারী আক্তার, বাংলাদেশ হেলথ ওয়াচের অ্যাডভাইজার ইয়াসমিন এইচ আহমেদ, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ময়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামশুন নাহার। এসময় উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলমসহ আরো অনেকে। বাংলাদেশ হেলথ ওয়াচ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় কর্মশালায় আয়োজন করে সিভিল সার্জন অফিস। এসময় বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপক করেন বাংলাদেশ হেলথ ওয়াচের কো-অর্ডিনেটর মাহরুবা খানম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও প্রকল্প ফোকাল পার্সন ফারুক আহমেদ। কর্মশালায় জানানো হয়, বেসরকরি ক্লিনিকগুলোতে মাসে কতটি নরমাল ডেলিভারি ও সিজারিয়ান রোগী হচ্ছে এবং কী কারণে সিজারিয়ান হচ্ছে তার প্রতিবেদন প্রতি মাসে সিভিল সার্জন অফিসে জমা দিতে বলা হয়। এছাড়া কর্মশালায় নরমাল ডেলিভারি করাতে মায়েদের উদ্ধুদ্ধ করার জন্য মা সমাবেশ, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানানো হয়। যে ক্লিনিকে নরমাল ডেলিভারি বেশি করানো হবে, সেই ক্লিনিককে যেন পুরস্কার প্রদান করা হয়; সেই বিষয়েও আলোচনা করা হয়। এসময় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এবং প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর মাসুদুল আলম, প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম, প্রোগ্রাম অফিসার নওশীন মৌলি, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কাজ করছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতের আঁধারে অসহায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতের আঁধারে অসহায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় রাতের আঁধারে উত্তরবঙ্গে চলমান শৈত্য প্রবাহের মাঝে অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিয়েছে বিজিবি। গত রবিবার(১১ জানুয়ারী) রাতে সীমান্তবাসীদের বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের মাঝে কম্বলগুলো তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। শীতে দূর্দশাগ্রস্থ ছিন্নমুল সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ হঠাৎ দ্বারে দ্বারে কম্বল হাতে পেয়ে অভিভূত হন । তাঁরা এমন উদ্যোগের জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোমবার বিকাল ৪টায় অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন,গত ১০ জানয়ারী শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ৩০০ কম্বল বিতরণের পর গত রোববার দিবাগত রাতে সীমান্তে নিজস্ব উদ্যেগে আরও ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। তিনি সমাজের সামর্থ্যবানদের প্রতিও জনজীবন স্থবির হওয়া শীত মোকাবেলায় এগিয়ে আসার আহব্বান জানান। কম্বল বিতরণকালে বিভিন্ন পদমর্য়াদার বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় সিরাজুল ইসলাম নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৪ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। দন্ডিত সিরাজুল চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৪ নং ওয়ার্ডেও চান্দলাই জোড়বাগান মহল্লার মৃত চাঁন মোহাম্মদের ছেলে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর উপস্থিতিতে সাজা ঘোষণা করেন। একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় শহিদুল ইসলাম ও সাদিকুল ইসলাম নামে অপর দুই আসামীকে বেকসুর খালাস দেন আদালত। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২০ সালের ৭ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা খাকচাপাড়া এলাকায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প অভিযান চালায়। অভিযানে এক কেজি র্পাঁচশত ষাট গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন সিরাজুল। এ সময় ২/৩ জন পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন সদর থানায় র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ৩ জনকে আসামী করে মামলা করেন। ২০২০ সালের ২৬ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর আদালত সোমবার এক মাত্র সিরাজুলকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.তসিকুল ইসলাম।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচী প্রকাশ

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচী প্রকাশ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারির প্রভাব ও পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এ সূচি বজায় রাখা সম্ভব হয়নি। চলতি বছর জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে। তবে মাঠ পর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-এক দিন বাড়ানো হতে পারে। এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি আরও বলেন, আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। আশা করছি, এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করা যাবে।