দেশে কমল সোনার দাম- কার্যকর আজ থেকেই

দেশে কমল সোনার দাম- কার্যকর আজ থেকেই দেশের বাজারে এবার কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ১৪ হাজার ৬৩৮ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে। সোনার নতুন দাম— ২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা ২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা ১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
বাংলাদেশে নির্বাচন ঘিরে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

বাংলাদেশে নির্বাচন ঘিরে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কবার্তা আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে। যার লক্ষ্যবস্তুতে সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থান থাকতে পারে। মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত, বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যেকোনো বৃহৎ সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল পরিবহন এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি থেকে সকল পরিবহনের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সেই অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস সীমিত পরিসরে অনসাইট পরিষেবা প্রদান করবে বলে জানানো হয়েছে ওয়েবসাইটে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের যে দুই আম্পায়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের যে দুই আম্পায়ার ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। বিসিবি’র এই সিদ্ধান্তকে তোয়াক্কা না করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। তবে বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও দেশটির হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন দুজন আম্পায়ার। বিশ্বকাপে থাকছেন গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীত সৈকত। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে রয়েছে বাংলাদেশের এই দুই আম্পয়ারের নাম।পুরো বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ছয়জন। এই ছয়জনের তালিকায় আছেন ইংল্যান্ডের ডিন কস্কার, অস্ট্রেলিয়ার ডেভিড গিলবার্ট, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ। এদিকে আম্পয়ারের তালিকায় রয়েছেন রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, ওয়েন নাইটস, ডোনোভান কখ, জয়ারামন মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, কে এন পদ্মনাভান, আলাহুদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রেইফার, পল রেইফেল, ল্যাংটন রুসেরো, শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রাভীন্দ্রা বিমালাসিরি ও আসিফ ইয়াকুব। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংগলিজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইট।
সৌদিপ্রবাসী বাংলাদেশিরা যাতায়াত করতে পারবেন ২০ হাজার টাকায়

সৌদিপ্রবাসী বাংলাদেশিরা যাতায়াত করতে পারবেন ২০ হাজার টাকায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে সৌদি আরব ও বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা, যা প্রবাসী কর্মীদের পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাতকে আরো সহজ ও সাশ্রয়ী করবে। এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটিরও বেশি টাকা অতিরিক্ত আয় অর্জনের বাস্তব সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই ব্যবস্থায় মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০,৫০০ টাকা। মদিনা-ঢাকা-মদিনা এবং জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ৪২,০০০ টাকা।
মুহূর্তে বদলে যাওয়া জীবনের কথা জানালেন ইমরান হাশমি

মুহূর্তে বদলে যাওয়া জীবনের কথা জানালেন ইমরান হাশমি বলিউডের কিসারখ্যাত অভিনেতা ইমরান হাশমি মানেই রোমান্টিক দৃশ্যের হাতছানি। তবে রুপালি পর্দার এ ‘সিরিয়াল কিসার’ বাস্তবজীবনে যে কতটা দায়িত্বশীল একজন বাবা, তা হয়তো আমরা অনেকেই জানি না। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের জীবনের সবচেয়ে করুণ অধ্যায়ের কথা স্মরণ করেন এ অভিনেতা। কীভাবে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তার সাজানো জীবন এক নিমিষেই ওলটপালট হয়ে গিয়েছিল, সে কথাও জানান তিনি। ইমরান হাশমি বলেন, দিনটি ছিল আর পাঁচটা সাধারণ দিনের মতোই। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ লক্ষ্য করেন, পুত্র আয়ানের প্রস্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মনে। তিনি বলেন, দ্রুত আয়ানকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান আয়ানের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। অতিদ্রুত করাতে হবে অস্ত্রোপচার। এ অভিনেতা বলেন, জীবনটা যেন ওই ১২ ঘণ্টার মধ্যেই বদলে গিয়েছিল আমার। সেই সকাল থেকে সন্ধ্যার মধ্যে সব কিছু কেমন অচেনা হয়ে গেল। ছেলের এই অসুস্থতা ছিল আমার জীবনের সবচেয়ে বড় লড়াই বলে জানান ইমরান হাশমি। তিনি বলেন, ছেলের কষ্টের কথা শুনে শুরুতে ভেঙে পড়লেও পরে নিজেকে সামলে নেন তিনি। স্ত্রী ও পুত্রের সামনে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, যেন তারা সাহস না হারায়।উল্লেখ্য, অভিনেতা ইমরান হাশমি এ যন্ত্রণার প্রতিটি মুহূর্ত তিনি তুলে ধরেন তার লেখা বই ‘দ্য কিস অব লাইফ’-এ।
সামরিক ঘাঁটিতে হামলায় নাইজারে ২০ জন নিহত গ্রেপ্তার ১১

সামরিক ঘাঁটিতে হামলায় নাইজারে ২০ জন নিহত গ্রেপ্তার ১১ নাইজারের রাজধানী নিয়ামের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ২০ হামলাকারী নিহত হওয়ার দাবি করেছে দেশটির সরকার। একইসঙ্গে ১১ জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় ফ্রান্স, বেনিন এবং আইভরি কোস্টকে দায়ী করা হয়েছে। পাশাপাশি হামলা প্রতিরোধের জন্য রুশ সেনাদের ধন্যবাদ জ্ঞাপন করেছে দেশটি। গতকাল পরিদর্শন করার পর রাষ্ট্রীয় টেলিভিশনে এই দাবি করেন জেনারেল আবদুরাহমানে তিয়ানি। এছাড়া হামলার জন্য কোন সশস্ত্র গোষ্ঠী এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। নাইজারের প্রেসিডেন্টের মহল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর। গত বুধবার রাত থেকে গতাল পর্যন্ত বিস্ফোরণ এবং গুলির ঘটনা ঘটেছিল।
স্কটল্যান্ডকে উড়িয়ে ছয়ে ছয় বাংলাদেশের মেয়েদের

স্কটল্যান্ডকে উড়িয়ে ছয়ে ছয় বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান তুলে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলমান বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয়ের পর আগেই মূল পর্ব নিশ্চিত করা নিগার সুলতানা জ্যোতির দল আজ সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত হাফসেঞ্চুরি ও সোবহানা মোস্তারির ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০১ রান তুলতে পারে স্কটিশ মেয়েরা।
অভিনয়ের ৩০ বছর শেষে রানী মুখার্জির নতুন শুরু

অভিনয়ের ৩০ বছর শেষে রানী মুখার্জির নতুন শুরু বলিউডে অভিনয়জীবনের তিন দশক পূর্ণ হওয়ার সময় নতুন ছবি ‘মর্দানি ৩’ নিয়ে বড় পর্দায় ফিরেছেন রানী মুখার্জি। শিবানী শিবাজি রায়ের চরিত্রে প্রায় তিন বছর পর দর্শকের সামনে আসা এই ছবিকে ঘিরে নিজের দীর্ঘ অভিনয়জীবন, ব্যক্তিগত অনুভূতি ও না-বলা গল্পের কথা ভাগ করে নিয়েছেন তিনি। নতুন ছবির মুক্তি ও অভিনয়জীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষে করণ জোহর এর সঙ্গে এক আড্ডায় অংশ নেন রানী মুখার্জি। সেখানে সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক, ক্যারিয়ারের উত্থান পতন এবং ব্যক্তিগত জীবনের নানা স্মৃতিচারণা উঠে আসে। আড্ডার সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে শেষদিকে, যখন রানী ও আদিত্য চোপড়া র কন্যা আদিরার লেখা একটি চিঠি পড়ে শোনানো হয়। মেয়ের লেখা শুনে চোখে জল চলে আসে অভিনেত্রীর।মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস স্টুডিওতে আয়োজিত এ আয়োজনে কেক কেটে উদ্যাপন করা হয় রানীর তিন দশকের অভিনয়জীবন। ১৯৯৬ সালে ‘রাজা কি আয়েগি বারাত’ দিয়ে বড় পর্দায় অভিষেকের কথা স্মরণ করে তিনি বলেন, তখন তিনি ঠিক বুঝতেই পারেননি অভিনয়ের পথ কত দূর যাবে। মায়ের কথায় কাজে নেমে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টাই ছিল তার একমাত্র লক্ষ্য। ক্যারিয়ারের শুরুতে ইন্ডাস্ট্রির কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষের আস্থার কথা তুলে ধরে রানী বলেন, আদিত্য চোপড়া, করণ জোহর, শাহরুখ খান ও আমির খান–এর বিশ্বাস তার পথচলাকে সহজ করেছে। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে টিনা চরিত্রে রানীর অভিনয়ের পেছনেও আদিত্য চোপড়ার পরামর্শ ছিল বলে জানান করণ জোহর, যা রানীর ক্যারিয়ারে নতুন গতি এনে দেয়। নিজের উল্লেখযোগ্য কাজের প্রসঙ্গে রানী ‘ব্ল্যাক’ ছবিকে ‘লাইভ অ্যাক্টিং স্কুল’ হিসেবে উল্লেখ করেন। সঞ্জয় লীলা বানসালি র নির্দেশনায় অমিতাভ বচ্চন এর সঙ্গে কাজ করা তাকে অভিনেত্রী হিসেবে সমৃদ্ধ করেছে বলেও জানান তিনি। ‘সাথিয়া’ ছবির বাস্তব লোকেশন ও সিঙ্ক সাউন্ড তার অভিনয়ে বাস্তবতা এনেছিল বলেও স্মরণ করেন রানী। ব্যক্তিগত জীবন প্রসঙ্গে স্বামী আদিত্য চোপড়ার সরলতা ও বিনয়কে তাদের সম্পর্কের শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি। গোপন বিয়ের স্মৃতিচারণায় করণ জোহর জানান, মাত্র ১৮ জন অতিথি নিয়ে সেই বিয়ে হয়েছিল এবং বিষয়টি গোপন রাখতে তিনি নিজেও দারুণ চাপের মধ্যে ছিলেন। আড্ডার শেষ পর্যায়ে রানী বলেন, এই সময়টা তার কাছে এক ধরনের ‘পুনর্জন্ম’। তিন দশক পেরিয়েও নতুন করে শুরু করার অনুভূতি নিয়ে তিনি বলেন, মনে হচ্ছে ‘মর্দানি ৩’-ই তার প্রথম ছবি। বক্তব্যেই স্পষ্ট, দীর্ঘ পথচলার পরও নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই অভিনেত্রী।
চলচ্চিত্রের কালজয়ী গানের আসর

চলচ্চিত্রের কালজয়ী গানের আসর বাংলাদেশের চলচ্চিত্রের গান নিয়ে দেশের নন্দিত সংগীত সংগঠন ‘জলতরঙ্গ’ আয়োজন করছে ‘গান গেয়ে পরিচয়’ শীর্ষক সংগীত আসরের। আজ সন্ধ্যা ছয়টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আয়োজনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের চলচ্চিত্রের কালজয়ী গানের সঙ্গে জড়িয়ে আছে কিংবদন্তি সব গীতিকার, সুরকার, শিল্পী ও বাদ্যযন্ত্রী। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এই আয়োজনটি করছে জলতরঙ্গ। এ বছর বাংলাদেশের চলচ্চিত্র পা দিয়েছে তার সাত দশকে। দীর্ঘ সত্তর বছরের পথপরিক্রমায় সংগীতের নানাবিধ রূপান্তর ঘটেছে। ষাট, সত্তর ও আশির দশকের যে ‘সোনালি যুগ’ তা বাংলাদেশের চলচ্চিত্রের এক অমূল্য সম্পদ। জলতরঙ্গ প্রত্যাশা করে, সোনালি যুগের মতোই এখনকার গানগুলোও সেই আবেদন তৈরি করুক। প্রযুক্তির ইতিবাচক কল্যাণে তা সত্যিকার অর্থেই উৎকর্ষ লাভ করুক। জলতরঙ্গের সাধারণ সম্পাদক জাকির হোসেন তপনের সংগীত পরিচালনায় সংগঠনের শিল্পীরা চলচ্চিত্রের গানের বিভিন্ন তথ্যসহ ধারাবাহিকভাবে একুশটি গান পরিবেশন করবেন বলেও জানানো হয়। একক, দ্বৈত ও সমবেত কণ্ঠে পিচঢালা এই পথটারে, দুটি পাখি একটি ছোট্ট নীড়ে, ডাকে পাখি খোলো আঁখি, আবার এলো যে সন্ধ্যা, আমার বুকের মধ্যখানে, আকাশের হাতে আছে একরাশ নীল, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, মানুষ ধর মানুষ ভজসহ কালোত্তীর্ণ সব গান পরিবেশন করবেন তারা।
যেভাবে শিসপ্রিয়া হয়ে উঠলেন অবন্তী সিঁথি

যেভাবে শিসপ্রিয়া হয়ে উঠলেন অবন্তী সিঁথি নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী সিঁথি। ভারতীয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান সারেগামাপা খ্যাত এই শিল্পী সম্প্রতি বেশ কিছু গান গেয়ে আলোচনায় এসেছেন। ২০২৩ সালের তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা বিভাগে নির্বাচিত হয়েছেন। গতকাল(২৯ জানুয়ারি) রাতে এ খবর পেয়ে চমকে গিয়েছিলেন এই গায়িকা। কম বয়সে ক্যারিয়ারে এমন প্রাপ্তি নিয়ে অনুভূতি ব্যক্ত করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন অবন্তী সিঁথি। তার ভাষায় ‘যেকোনো মানুষের কাছে রাষ্ট্রীয় সম্মাননা একটা কাঙ্ক্ষিত বিষয়। শিল্পী হিসেবে এই স্বীকৃতি সর্বোচ্চ পাওনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খবর পাওয়ার ঘটনা বর্ণনা করে অবন্তী সিঁথি বলেন, “টাইমলাইনে টাইপ করছি আর মুছে দিচ্ছি । লিখতে গিয়ে কেমন সব এলোমেলো হয়ে যাচ্ছে । রোজকার দিনের মতো একটা দিন। হঠাৎ হোয়াটসঅ্যাপে রবিউল ইসলাম জীবন ভাইয়ের একটা টেক্সট, সাথে অভিনন্দন। ছবিটা খুলে কিছুক্ষণ হা করে তাকিয়ে রইলাম। ভাবলাম, ঘুমের ঘোরেই আছি হয়তো! আবার দেখলাম, না সত্যিই আমার নাম! জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রজ্ঞাপনে সেরা গায়িকা ক্যাটাগরিতে আমার নাম! চমকে গেলাম! আরেহ এ রকম তো স্বপ্ন দেখতাম, সত্যি হলো কি করে! জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অবন্তী সিঁথি বলেন, “যেকোনো মানুষের কাছে রাষ্ট্রীয় সম্মাননা একটা কাঙ্ক্ষিত বিষয়। শিল্পী হিসেবে এই স্বীকৃতি সর্বোচ্চ পাওনা। যারা আমাকে এই সম্মাননার যোগ্য মনে করেছেন তাদের কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা জানাই এই গানের স্রষ্টা তানজীব সরোয়ার এবং সাজিদ সরকারসহ ‘সুড়ঙ্গ’ সিনেমার সংশ্লিষ্ট কলাকুশলীকে, এই গানের সাথে আমাকে যুক্ত করবার জন্যে।বিশেষ মুহূর্তে বাবা-মাকে স্মরণ করে অবন্তী সিঁথি বলেন, “বাবা-মা বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। পরিশেষে আমার সকল অনুরাগী, শ্রোতা এবং শুভানুধ্যায়ীদের অফুরন্ত ভালোবাসা এবং কৃতজ্ঞতা, যাদের অনুপ্রেরণা এবং ভালোবাসায় আমি অবন্তী সিঁথি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপনে ২৮ বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করা হয়। এতে শ্রেষ্ঠ গায়িকা বিভাগে পুরস্কার পাচ্ছেন অবন্তী সিঁথি। ‘গা ছুঁয়ে বলো’ গানের জন্য সিঁথি এই পুরস্কার পেতে যাচ্ছেন। গানটি তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন তানজীব সারোয়ার। গানটির কথা ও সুর করেছেন তানজীব সারোয়ার। এটি ‘সুড়ঙ্গ’ সিনেমায় ব্যবহার করা হয়েছে। জামালপুরে জন্ম ও বেড়ে ওঠা অবন্তী সিঁথির। ছোটবেলা থেকেই গানের সঙ্গে তার সখ্য। জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক আর দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষার্থী থাকার সময় গান গেয়ে পরিচিতি পান। গিটার আর হারমোনিয়াম বাজানো ছোটবেলায় শিখেন। কলেজে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানেও গান করতেন সিঁথি। ২০০৩ ও ২০০৪ সালে লোকগান ও নজরুলসংগীত গেয়ে জাতীয় পুরস্কার পান অবন্তী সিঁথি। এ ছাড়া ২০০৫ সালে ক্ল্যাসিক্যাল ও লোকসংগীত গেয়ে পেয়েছেন ‘ওস্তাদ আলাউদ্দিন খান স্বর্ণপদক’। ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাদ পড়েন সিঁথি। ২০১২ সালে আবারও এই প্রতিযোগিতায় নাম লেখান। শেষ পর্যন্ত এ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন সিঁথি। ২০১৮ সালে ভারতীয় রিয়েলিটি শো সারেগামাপা-তে অংশ নিয়ে জনপ্রিয়তা লাভ করেন এই শিল্পী।