ত্বকের বয়স ধরে রাখুন প্রাকৃতিক উপায়ে

ত্বকের বয়স ধরে রাখুন প্রাকৃতিক উপায়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে ছাপ পড়ে ত্বকেও। কারণ বয়সের সঙ্গে সঙ্গে ত্বকে কোলাজেন নামক প্রোটিনের ঘাটতি দেখা যায়। যার ফলে স্থিতিস্থাপকতা হারিয়ে ঝুলে পড়ে ত্বক। মুখে দেখা দেয় বলিরেখা ও রিঙ্কেলস। তবে আধুনিক জীবনযাত্রার কারণেও অনেকের অল্প বয়সেই ত্বকে ভাঁজ পড়তে পারে। এ সমস্যা দূর করতে অনেকেই কেমিক্যালযুক্ত ক্রিম বা চিকিৎসার দিকে ঝুঁকে পড়েন। তবে প্রাকৃতিক উপায়েও বলিরেখা প্রতিরোধ ও কমানো সম্ভব। যেমন- নিয়মিত মুখে তেল বা ময়শ্চারাইজার ব্যবহার ত্বককে ময়শ্চারাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। নারকেল তেল, অলিভ অয়েল, আমন্ড অয়েল বা আর্গন অয়েল ব্যবহার করতে পারেন। এ সব তেল ত্বককে গভীর ভাবে হাইড্রেট করে। এর ফলে ত্বকে সহজে বলিরেখা পড়ে না । প্রচুর পরিমাণে পানি পান করুন দেহ ও ত্বকের হাইড্রেশন বজায় রাখতে প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করা জরুরি। শরীর থেকে সমস্ত টক্সিন দূর করে ত্বককে ভিতর থেকে নরম ও উজ্জ্বল রাখে পানি। সেই সঙ্গে পুরনো মৃত কোষ সরিয়ে দেয়। সঠিক খাদ্যাভাস নিয়মিত খাদ্যতালিকায় ভিটামিন সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন ফল, শাক-সবজি, বাদাম এবং মাছ রাখুন। এগুলো ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে বলিরেখা কমাতে সাহায্য করে। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচুন : সরাসরি সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন নষ্ট করে। এর ফলে ত্বকে বলিরেখা দেখা দেয়। পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস কমানো : ত্বক সুন্দর রাখতে পর্যাপ্ত ও গভীর ঘুম প্রয়োজন। স্ট্রেস কমালে ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে। নেই সঙ্গে বলিরেখার প্রবণতা কমে। প্রাকৃতিক ফেস মাস্ক ব্যবহার: মধু, অ্যালোভেরা জেল, নারকেল দুধ অথবা দই দিয়ে ফেস মাস্ক করলে ত্বক নরম ও টানটান থাকে। সপ্তাহে ২-৩ বার এই ধরনের মাস্ক মুখে লাগালে উপকার পাবেন। নিয়মিত ব্যায়াম ও মুখের ব্যায়াম: ব্যায়াম রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। যার ফলে ত্বক সতেজ থাকে। এর পাশাপাশি মুখের বিশেষ ব্যায়াম করলে মুখের পেশি টোন করে, বলিরেখা কমে। এছাড়া মুখের ব্যায়াম করলে কোলাজেনের উৎপাদনও বাড়ে। এতে ত্বক থাকে টানটান ও স্বাস্থ্যোজ্জ্বল।

সকালে খালি পেটে কালোজিরার ৮ উপকারিতা

সকালে খালি পেটে কালোজিরার ৮ উপকারিতা প্রতিদিন সকালে কালোজিরা খেলে জাদুকরী প্রভাব পড়বে আপনার শরীরে। সকাল সকাল খেলেও অনেক উপকার পাওয়া যাবে। খালি পেটে কালোজিরা খাওয়ার পর গবেষণায় দেখা গেছে, এটি হজমে সাহায্য করে।এটি হজমকারী এনজাইমের উৎপাদন বাড়াতে পারে। এটি ফোলাভাব এবং গ্যাস কমাতেও সাহায্য করে। তাছাড়া কালোজিরা খাদ্য থেকে পুষ্টির শোষণ উন্নত করতে সাহায্য করতে পারে। আরও কী কী উপকার পেতে পারেন জেনে নিন- ১. রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ-প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে কালোজিরা। ২. বাতের ব্যথায় স্বস্তি দিতে সহয়তা করে এটি। ৩. সর্দি-কাশিতে আরাম পেতে কালোজিরা খুব উপকারী। ৪. ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে। ৫. কাঁচা কালোজিরা কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং ওজন কমাতে সাহায্য করতে পারে। ৬. হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায়। ৭. কাঁচা কালোজিরা খাওয়া পর গবেষণায় দেখা গেছে, তারা কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে, নির্দিষ্ট ক্যানসারের ঝুঁকি কমাতে এবং এমনকি বিষণ্নতা এবং উদ্বেগের লক্ষণগুলিকে উন্নত করতে সাহায্য করতে পারে। ৮. কালোজিরা খনিজ, ভিটামিন এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের একটি দুর্দান্ত উৎস।

গরুর মাংসের স্পাইসি কাবাব তৈরির রেসিপি

গরুর মাংসের স্পাইসি কাবাব তৈরির রেসিপি বিশেষ আয়োজনে কাবাব তো থাকেই। সেই কাবাব গরুর মাংসের হলে যেন কথাই নেই। আপনি যদি একটু মসলাদার কাবাব খেতে পছন্দ করেন তবে আপনার জন্য রয়েছে বিশেষ রেসিপি। গরুর মাংসের স্পাইসি কাবাব হলে যেকোনো আয়োজন-আপ্যায়ন জমে যাবে বেশ। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু গরুর মাংসের স্পাইসি কাবাব তৈরির রেসিপি- তৈরি করতে যা লাগবে হাড় ছাড়া গরুর মাংস- আধা কেজি ছোলার ডাল বা বুটের ডাল- ২ কাপ আদা বাটা- ১ টেবিল চামচ রসুন বাটা- ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি- ২ টেবিল চামচ শুকনা মরিচ- ৪টি লবণ- পরিমাণমতো গোল মরিচের গুঁড়া- আধা চা চামচ গরম মসলার গুঁড়া- আধা চা চামচ ডিম- ১টি তেল- কাবাব ভাজার জন্য। যেভাবে তৈরি করবেন মাংসের টুকরাগুলো কিমা করে নিন। এবার প্রেশার কুকারে ২ কাপ পানিতে স্বাদ অনুযায়ী লবণ, আদা-রসুন বাটা, শুকনো মরিচ, গরম মশলার গুঁড়া, ছোলার ডাল ও মাংসের কিমা একসাথে দিয়ে সেদ্ধ করে নিন। পানি শুকিয়ে মাংস ও ডাল নরম হয়ে গেলে ব্লেন্ডার বা শিলপাটায় ভালোভাবে বেটে নিতে হবে। এবার পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, গোল মরিচের গুঁড়া, ডিম ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কাবাবের মিশ্রণ বানিয়ে নিন। এবার পছন্দমতো শেইপে কাবাব বানিয়ে নিন। ফ্রায়িং প্যানে তেল গরম করতে দিন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কাবাব এপিঠ ওপিঠ করে ভেজে নিন। খুব বেশি জোরে তাপ দিবেন না, এতে কাবাবগুলো পুড়ে যাবে।

আলকারাজ সাড়ে পাঁচ ঘণ্টার থ্রিলার জিতে ফাইনালে

আলকারাজ সাড়ে পাঁচ ঘণ্টার থ্রিলার জিতে ফাইনালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে যা হলো তা পুরাই সিনেমা। যেখানে লড়াই হয়েছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। এর মাঝে ইনজুরিতে পড়েন বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ। তবে দমে যাননি তিনি। দুর্দান্ত থ্রিলার ম্যাচে আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে ফাইনালে উঠেছেন এই স্প্যানিশ। এতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন ২২ বছর বয়সী আলকারাজ। সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জেতার খুব কাছে তিনি। শুক্রবার (৩০ জানুয়ারি) মেলবোর্ন পার্কে প্রথম সেট ৬-৪ এ জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেন আলকারাজ। দ্বিতীয় সেটেও টাইব্রেকে জেতেন। তৃতীয় সেট জমে ওঠে নাটকীয়তায়, যখন আলকারাজ ঊরু ও কুঁচকির ব্যথায় মেডিক্যাল টাইম আউট চান। কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ ছিল। এতে জভেরেভ ও চেয়ার আম্পায়ারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। জভেরেভ টানা দুই সেট টাইব্রেকে জিতে পঞ্চম সেটে নেন। ম্যাচ নির্ধারণী সেটে একটা সময় ৩-১ এ লিড নেন তিনি। কিন্তু আলকারাজ হাল ছাড়েননি। দৃঢ়চেতা হয়ে ঘুরে দাঁড়ান এবং দর্শকদের কল্পনাকে হার মানান। শেষ পর্যন্ত জভেরভকে ৬–৪, ৭–৬ (৭–৫), ৬–৭ (৩–৭), ৬–৭ (৪–৭), ৭–৫ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম ফাইনালের দেখা পেলেন আলকারাজ। ফাইনালে এই স্প্যনিশের প্রতিপক্ষ চূড়ান্ত হবে ইয়ানিক সিনার ও নোভাক জোকোভিচের দ্বিতীয় সেমিফাইনাল শেষে। এই থ্রিলার ম্যাচ জিতে আলকারাজ বলেন, ‘বিশ্বাস, সবসময় বিশ্বাস রেখেছি। আমি সবসময় বলি যতই ঝড়ঝাপ্টা আসুক, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। তৃতীয় সেটের মাঝামাঝি সময়ে চোট পেলাম। এই ধরনের পরিস্থিতিতে আগেও পড়েছি। কিন্তু আমি ম্যাচ থেকে সরে দাঁড়াইনি। শেষ বল পর্যন্ত লড়াই করে গিয়েছি।

৮২ বছর বয়সেও রানী হামিদ চ্যাম্পিয়ন

৮২ বছর বয়সেও রানী হামিদ চ্যাম্পিয়ন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ। বয়স যে আশির কোঠা পেরিয়েছে, তা বিশ্বাস করা কঠিন। ৮২ বছর বয়সেও নিয়মিত খেলছেন, আর চ্যাম্পিয়নও হচ্ছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত মহিলা দাবা লিগে তার দল বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে লিগে অংশ নেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। ৮২ বছর বয়সে লিগে খেলা এবং চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়া সহজ নয়। তবে রানী হামিদের কাছে বিষয়টি বেশ স্বাচ্ছন্দ্যের। তিনি বলেন, ‘আমি চার গেম খেলেছিলাম। দলের সবাই ভালো খেলায় চ্যাম্পিয়ন হয়েছি। গত আসরে পুলিশের হয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছিলাম। রানী হামিদ বলেন, ‘আমি তো নিয়মিতই খেলি। শরীর ও মাথা ঠিক থাকলে খেলতে কোনো সমস্যা নয়। ফেব্রুয়ারিতে ৮২ পেরিয়ে ৮৩ তে পা দেব। যত দিন সুস্থ থাকব খেলব। লিগে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৭ খেলায় ১৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। একই পয়েন্ট অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী অপরাজিত রানার্স আপ হয়েছে। দুই দলের ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টে শিরোপা নির্ধারিত হয়। গেম পয়েন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপি ২৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং ২২.৫ গেম পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনী রানার্স আপ হয়। বাংলাদেশ নৌবাহিনী দলের পক্ষে অংশ নেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম।

যে কৌশলে ইরানের সরকার পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র

যে কৌশলে ইরানের সরকার পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের সরকারের পতন ঘটানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির সরকারি অবকাঠামো ও ভবনে হামলা চালাতে পারে মার্কিন সেনারা। এছাড়া দেশটির সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর ওপর হামলা হতে পারে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। তিনি আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে গতকাল নতুন আরেকটি মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। এতে সবমিলিয়ে ওই অঞ্চলে এখন মার্কিনিদের ছয়টি মিসাইল ধ্বংসকারী জাহাজ অবস্থান করছে। এগুলোর পাশাপাশি আছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। রয়টার্সকে কয়েকটি সূত্র বলেছেন, ইরানের ওপর চাপ প্রয়োগ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন পরিকল্পনা করছেন। ট্রাম্পের লক্ষ্য হলো ইরানির সেনাবাহিনী ও সরকারি ভবনে হামলা চালিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করা যেখানে ইসলামিক সরকারের পতন ঘটে যাবে। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। যা মাত্র কয়েকদিনে সহিংস রূপ ধারণ করে। ওই সময় হাজার হাজার বিক্ষোভকারীকে হত্যা করা হয়। তাদের সাহায্য করার অজুহাতে যুক্তরাষ্ট্র এখন ইরানের সরকার পতনের পরিকল্পনা করছে।সূত্র জানিয়েছেন, যেসব অবকাঠামো ব্যবহার করে বিক্ষোভ দমন করা হয়েছে এবং যেসব কমান্ডার নির্দেশনা দিয়েছেন তাদের ওপর হামলা চালানোর ব্যাপারেও যুক্তরাষ্ট্র আলোচনা করছে। এর পাশাপাশি মিসাইল ও পারমাণবিক স্থাপনায় হামলাও বিবেচনা করা হচ্ছে। যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি বাংলাদেশ ও পাকিস্তানসহ ৭৫টি দেশের ওপর আরোপিত অভিবাসী ভিসা প্রক্রিয়ার স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়েম–কে চিঠি দিয়েছেন ৭৫ জন মার্কিন কংগ্রেসম্যান। গতকাল পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তে বিশ্বজুড়ে বিপুলসংখ্যক মানুষ ভুক্তভোগী হচ্ছেন। এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ার কংগ্রেসওম্যান গ্রেস মেং–সহ স্বাক্ষরকারীরা অবিলম্বে ভিসা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান। চিঠিতে উল্লেখ করা হয়, স্থগিতাদেশের কারণে ১ লাখ ৩৫ হাজারের বেশি এশিয়ান–আমেরিকান বৈধ ভিসাধারী যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না। একই সঙ্গে বিশ্বের প্রায় ৪০ শতাংশ মানুষ এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন, যা একটি বড় জনগোষ্ঠীকে কার্যত উপেক্ষা করার শামিল। কংগ্রেসম্যানরা বলেন, পারিবারিক, ব্যবসায়িক, বিনিয়োগ ও চাকরির উদ্দেশ্যে যারা প্রচলিত নিয়ম মেনে ভিসার জন্য আবেদন করেছেন, তাদের ‘সঠিক উপায়ে আসতে’ বলা হলেও বাস্তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই তাদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। চিঠিতে একে ‘নির্দয় আচরণ’ হিসেবে উল্লেখ করে বলা হয়, আইনি প্রক্রিয়া অনুসরণ করেও অভিবাসনে আগ্রহীদের বাধার মুখে পড়তে হচ্ছে।

ঠিকানা জটিলতায় পোস্টাল ব্যালট ফেরত এলো ১১ হাজারের বেশি 

ঠিকানা জটিলতায় পোস্টাল ব্যালট ফেরত এলো ১১ হাজারের বেশি  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এ লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে ঠিকানা জটিলতার কারণে ১১ হাজার ২২৬টি পোস্টাল ব্যালট সরবরাহ করা সম্ভব না হওয়ায় সেগুলো দেশে ফেরত এসেছে। আজ সকাল ১০টায় পোস্টাল ভোট বিডি অ্যাপ থেকে এসব তথ্য জানা যায়। এর আগে নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, প্রবাস থেকে ফেরত আসা পোস্টাল ব্যালটগুলোর বেশিরভাগই ঠিকানা জটিলতার কারণে বিতরণ করা যায়নি।

বাংলাদেশ নিয়ে বিশ্বকাপ বিতর্কে অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা

বাংলাদেশ নিয়ে বিশ্বকাপ বিতর্কে অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় চলমান বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে শ্রীলঙ্কা। দেশটির ক্রিকেট সচিব বান্দুলা দিসানায়েকে জানিয়েছেন, ভারত-পাকিস্তান-বাংলাদেশকে ঘিরে এই টানাপোড়েনে কলম্বো সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে এ বিষয়ে মুখ খুলে দিসানায়েকে বলেন, “ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার এই বিরোধে আমরা নিরপেক্ষ অবস্থানেই থাকছি। এই তিনটি দেশই আমাদের বন্ধুপ্রতিম। তিনি আরো জানান, প্রয়োজন হলে ভবিষ্যতে এই তিন দেশের যেকোনোটির জন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে শ্রীলঙ্কা প্রস্তুত। আঞ্চলিক ক্রিকেটে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই তাদের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।এই বিতর্কের সূত্রপাত হয়, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে আইসিসির কাছে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর আবেদন জানায়। সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে। একই সময়ে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘটনাও উদ্বেগ বাড়িয়ে তোলে। আইসিসি অবশ্য বাংলাদেশের আবেদন নাকচ করে দেয় এবং মূল সূচি অনুযায়ী অংশগ্রহণ নিশ্চিত করতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। বাংলাদেশ সেই অবস্থানেই অনড় থাকলে শেষ পর্যন্ত দলটিকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয় এবং সর্বোচ্চ র‍্যাঙ্কিংপ্রাপ্ত অযোগ্য দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই গুঞ্জন ছড়ায় বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান হয়তো পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে অথবা অন্তত ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পথ বেছে নিতে পারে। এই পুরো পরিস্থিতি শ্রীলঙ্কা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশটির ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে বলেন, “বিশ্বকাপ যেন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হয়, এটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি নিশ্চিত করেন, উচ্চঝুঁকির ম্যাচগুলোতে, বিশেষ করে ভারত-পাকিস্তান লড়াইয়ে বাড়তি গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সব মিলিয়ে, বাংলাদেশ ইস্যুতে উত্তাল ক্রিকেট রাজনীতির মাঝেও নিরপেক্ষতা আর স্থিতিশীলতার বার্তাই দিচ্ছে শ্রীলঙ্কা।

১৬ দেশের প্রতিনিধি আসছেন নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে 

১৬ দেশের প্রতিনিধি আসছেন নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে  বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে ১২ জন সংসদ সদস্য নিয়ে তুরস্ক; ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১ জন করে পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।