তুর্কি নায়িকার সঙ্গে তুলনা, অপুর নতুন লুক নজর কেড়েছে নেটিজেনদের

তুর্কি নায়িকার সঙ্গে তুলনা, অপুর নতুন লুক নজর কেড়েছে নেটিজেনদের সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজের সাতটি স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের নজর কাড়েন এই জনপ্রিয় চিত্রনায়িকা। গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া এসব ছবিতে অপুকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা আর প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের নানা মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। কেউ লিখেছেন, আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ। আবার কেউ মন্তব্য করেছেন, এই লুকে আপনাকে একদম তুর্কি নায়িকার মতো লাগছে। অনেকেই অপুর আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্টাইলের প্রশংসা করেছেন। শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে অপু বিশ্বাসের দেওয়া ক্যাপশনও। নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী এই অভিনেত্রী লিখেছেন, নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ। মাত্র ২০ ঘণ্টায় এই পোস্টে ২১ হাজারের বেশি রিঅ্যাকশন এবং দেড় হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। ৯৩ লাখ অনুসারীর এই ফেসবুক পেজে অপুর জনপ্রিয়তা যে এখনো তুঙ্গে, তা স্পষ্ট হয়ে ওঠে এই প্রতিক্রিয়ায়। মাঝখানে কিছুদিন নতুন সিনেমার খবরে না থাকলেও বর্তমানে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। ব্র্যান্ড প্রমোশন এবং পারিবারিক ব্যবসার পাশাপাশি একসঙ্গে দুটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত দুর্বার সিনেমায় তাঁর নায়ক সজল এবং বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেট সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। পরিচালকদের ভাষ্যমতে, ছবি দুটি চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন অপু বিশ্বাস। এরপর শাকিব খান, অপু বিশ্বাস জুটির সূচনা হয় কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে। এই জুটি উপহার দিয়েছে প্রায় ৮০টি সফল চলচ্চিত্র। ২০২৪ সালে ছায়াবৃক্ষ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত এই নায়িকা আবারও নতুন কাজ নিয়ে বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হতে প্রস্তুত।
মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১ মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের গুলিতে এক নারীসহ ১১ জন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েক জন আহত হয়েছেন। মেয়র কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় গ্তকাল সালামানকা শহরের একটি পাড়ায় এই হামলার ঘটনার পর জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফুটবল ম্যাচ শেষে বন্দুকধারীরা মাঠে হামলায় চালায়। এতে ঘটনাস্থলে ১০ জনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। মেয়র কার্যালয় জানিয়েছে, গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প কেন্দ্র। তবে সম্প্রীতি সহিংসতা বেড়ে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের কাছে আবেদন করেছেন। এছাড়া গুয়ানাজুয়াতো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে,তারা এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য ফেডারেল কর্তৃপক্ষের সাথে তদন্ত এবং সমন্বয় করে যাচ্ছেন। গত বছর গুয়ানাজুয়াতোতে সর্বোচ্চ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সান্তা রোজা ডি লিমা নামে একটি স্থানীয় গ্যাং শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের সাথে লড়াই করছে। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সাথে, ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক। এটি মেক্সিকো সিটি, গুয়াদালাজারা এবং মন্টেরেতে তিনটি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করবে। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে অন্য দুটি স্টেডিয়ামে টুর্নামেন্টের চারটি খেলা এবং দুটি করে আন্তঃকনফেডারেশন প্লে-অফ অনুষ্ঠিত হবে।
সৌদি আরবের টার্গেটে বিশ্বের ৫০ ফুটবলার

সৌদি আরবের টার্গেটে বিশ্বের ৫০ ফুটবলার দলবদলের বাজারে ফের ঝড় তুলতে যাচ্ছে সৌদি আরব। বিশাল পরিকল্পনা নিয়ে আগামী গ্রীষ্মকালীন দলবদলে নামার প্রস্তুতি নিচ্ছে দেশটির ক্লাবগুলো। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সৌদি ক্লাবগুলোর নজরে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও লিভারপুলের অভিজ্ঞ উইঙ্গার মোহামেদ সালাহ। তবে এখানেই শেষ নয়। ব্রিটিশ রেডিও ও ক্রীড়া মাধ্যম টকস্পোর্ট দাবি করেছে, সৌদি লিগ এবার বিশ্বের সেরা ৫০ জন ফুটবলারকে টার্গেট করেছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন বার্সেলোনার স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ ও ক্যাসেমিরোসহ একাধিক ইউরোপীয় তারকা। এই খবর প্রকাশের পর তিন বছর আগের মতো আবারও ইউরোপের ক্লাবগুলো খেলোয়াড় হারানোর আশঙ্কায় পড়েছে। সৌদি আরবের এই আগ্রাসী পরিকল্পনার পেছনে রয়েছে বড় লক্ষ্য। ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে নিজেদের ঘরোয়া লিগকে আগেভাগেই বিশ্বের অন্যতম আকর্ষণীয় লিগে পরিণত করতে চায় দেশটি। সেই লক্ষ্য বাস্তবায়নে সৌদি সরকার ক্লাবগুলোর জন্য বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এ ছাড়া চলতি মৌসুম শেষে সৌদি লিগ ছাড়তে পারেন এনগোলো কান্তে, ফ্যাবিনহো ও করিম বেনজেমাসহ কয়েকজন বড় তারকা। চুক্তি নবায়ন না করায় তাদের জায়গা পূরণে নতুন সুপারস্টার আনতেই এবার সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে সৌদি ক্লাবগুলো। মোহামেদ সালাহকে দলে ভেড়ানোর চেষ্টা সৌদি ক্লাবগুলোর অনেক দিনের। তারকা পরিচয়ের পাশাপাশি মুসলিম ফুটবলার হওয়ায় সালাহকে আদর্শ প্যাকেজ হিসেবেই দেখছে তারা। সাম্প্রতিক সময়ে লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের খবরও তাকে ঘিরে জল্পনা বাড়িয়েছে। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করা হচ্ছে। চুক্তির শেষ পর্যায়ে থাকা ৩৩ বছর বয়সী সালাহকে বড় অঙ্কে বিক্রি করতে লিভারপুলও অনাগ্রহী নাও থাকতে পারে। জানা গেছে, আল হিলাল, আল কাদিশা ও নিওম এফসি এই তিন সৌদি ক্লাব তাকে পেতে আগ্রহী। এর মধ্যে আল হিলাল ইতোমধ্যেই লিভারপুলের সঙ্গে আলোচনা শুরু করেছে বলেও খবর রয়েছে। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র ও রিয়াল মাদ্রিদের সম্পর্কও পুরোপুরি মসৃণ নয়। ব্রাজিলিয়ান তারকার দাবি, কিলিয়ান এমবাপ্পের সমান বেতন ও বোনাস যা দিতে রাজি নয় রিয়াল। নতুন কোচ আলভারো আরবেলোয়া ভিনিকে রাখতে চাইলেও তার শর্ত পূরণ না হলে চুক্তি নবায়ন অনিশ্চিত। এত বড় অঙ্কের পারিশ্রমিক দেওয়ার সক্ষমতা কেবল সৌদি ক্লাবগুলোরই রয়েছে। তবে ২৫ বছর বয়সী ভিনি সৌদি আরবে গেলে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে এই আশঙ্কায় সেখানে যেতে অনিচ্ছুক। ৩৭ বছর বয়সী রবার্ট লেভানডস্কির ক্ষেত্রে সে দুশ্চিন্তা নেই। বরং বার্সেলোনাও তাকে বিক্রি করতে আগ্রহী। বয়সের বিবেচনায় সৌদি লিগই হতে পারে তার জন্য উপযুক্ত গন্তব্য। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ কোচ রুবেন আমোরিমের সঙ্গে দ্বন্দ্বের কারণে ক্লাব ছাড়তে চাইলেও আমোরিম ছাঁটাই হওয়ায় সেই সম্ভাবনা এখন অনেকটাই কম। আর ক্যাসেমিরো ম্যানইউ ছাড়লেও সৌদি আরবে নয়, যুক্তরাষ্ট্রে যাওয়ার দিকেই ঝুঁকছেন বলে জানা গেছে। সব মিলিয়ে, আসন্ন দলবদলের বাজারে সৌদি আরব যে আবারও ইউরোপীয় ফুটবলে বড়সড় আলোড়ন তুলতে যাচ্ছে সে ইঙ্গিত এখন স্পষ্ট।
দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন এনদ্রিক

দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন এনদ্রিক রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁতে যোগ দিয়েই নজর কাড়ছেন ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনদ্রিক। গ্তকাল লিগ ওয়ানে মেটজের বিপক্ষে ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে ক্লাব ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। এই হ্যাটট্রিকের মাধ্যমে লিগ ওয়ানে লিওঁর হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তিন গোল করার রেকর্ড গড়েছেন এনদ্রিক। ১৯ বছর ১৮৮ দিন বয়সে তিনি ছাড়িয়ে গেছেন ক্লাব কিংবদন্তি বার্নার্ড লাকোম্বকে, যিনি ১৯ বছর ১৯৬ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে কিছুটা স্বস্তি পেয়েছে কোচ পাওলো ফনসেকার দল লিওঁ। ম্যাচে এনদ্রিকের পাশাপাশি রুবেন ক্লাইভার্ট ও টাইলার মর্টনও গোলের দেখা পান। ২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয়ার্ধে গত ডিসেম্বরে রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁতে যোগ দেন এনদ্রিক। নতুন ক্লাবে দারুণ শুরু করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে লিওঁর হয়ে প্রথম তিন ম্যাচেই চার গোল করেছেন এই ব্রাজিলিয়ান তরুণ। ২০১৭ সালের আগস্টে মারিয়ানো দিয়াজের পর লিওঁর হয়ে কোনো খেলোয়াড়ের এটি সেরা সূচনা বলে জানিয়েছে পরিসংখ্যান সংস্থা অপ্টা। ২১ শতকে এনদ্রিকের চেয়েও কম বয়সে লিগ ওয়ানে হ্যাটট্রিক করেছেন কেবল তিনজন ফুটবলার—জেরেমি মেনেজ, কিলিয়ান এমবাপ্পে উসমান দেম্বেলে। ফলে এই তালিকায় নিজের নাম তুলে ভবিষ্যতের বড় তারকা হওয়ার ইঙ্গিত দিচ্ছেন এনদ্রিক। এছাড়া, লিওঁর হয়ে লিগে গোল করা ২৫তম ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবেও রেকর্ড গড়েছেন তিনি। মেটজের বিপক্ষে ম্যাচে তার ছিল ছয়টি অন-টার্গেট শট, যা ক্লাবের জন্য যুগ্মভাবে সর্বোচ্চ। দুর্দান্ত এই পারফরম্যান্সে লিওঁ সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছেন এনদ্রিক।
বাংলাদেশের পাশে পাকিস্তান, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আসতে পারে কঠিন সিদ্ধান্ত

বাংলাদেশের পাশে পাকিস্তান, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আসতে পারে কঠিন সিদ্ধান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়ে পাকিস্তান কঠোর অবস্থান নিতে পারে। তারা এই সিদ্ধান্তকে আইসিসির বৈষম্যমূলক ও অন্যায় আচরণ হিসেবে দেখছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করছে। এজন্য আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৈঠক করবে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ফেডারেল সরকার ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে দল পাঠানোর অনুমতি নাও দিতে পারে। পিসিবি এই পরিস্থিতি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ নিরাপত্তার কারণে ভারতের ভেন্যুতে খেলার পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। আইসিসি নিরাপত্তার বিষয়ে কোন হুমকি না দেখায় বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তনের নির্দেশ দেয় এবং স্কটল্যান্ডকে তাদের স্থলে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ক্রিকেটাররা চেয়ারম্যানের অবস্থানকে সমর্থন জানিয়েছেন। পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিমুখী নীতি মেনে চলতে চায় না এবং বাংলাদেশকে বৈধ অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদ করছে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ বয়কট আন্তর্জাতিক ক্রিকেটে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা প্রশাসন, নিরপেক্ষতা ও স্বচ্ছতার ওপর গুরুতর প্রশ্ন তুলবে।
শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ মানুষ

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ মানুষ যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডায় এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৯ লাখ বাসিন্দা। ঝড়ের প্রভাবে দেশজুড়ে বহু স্কুল ও সড়ক বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষার, বরফ ও হিমবৃষ্টি মিলিয়ে জীবননাশের ঝুঁকিপূর্ণ’ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি কয়েক দিন ধরে চলতে পারে। এনডব্লিউএসের আবহাওয়াবিদ অ্যালিসন সান্তোরেলি বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে বলেন, “বরফ ও তুষার খুব ধীরে গলবে এবং দ্রুত সরে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম ব্যাহত হবে।” বিবিসি জানায়, শীতকালীন ঝড়ের কারণে লুইজিয়ানায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া টেক্সাসেও আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল বাসিন্দাদের ঘরে থাকতে এবং রাস্তায় বের না হতে সতর্ক করেছেন। তিনি বলেন, “বছরের পর বছর ধরে এটাই সবচেয়ে ঠান্ডা শীতকালীন ঝড়। যেন এক ধরনের আর্কটিক অবরোধ আমাদের রাজ্যসহ গোটা দেশকে ঘিরে ফেলেছে।” গভর্নর হোচুল জানান, এই ‘নির্মম’ আবহাওয়া দীর্ঘ সময় ধরে শীত এবং বহু বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত ডেকে আনতে পারে। “এটি হাড় কাঁপানো এবং ভীষণ বিপজ্জনক,” তিনি বলেন। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানান, সেখানে প্রত্যাশার তুলনায় তুষারের চেয়ে বরফ বেশি পড়ছে, যা রাজ্যের জন্য ভালো খবর নয়। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ঝড়ের সবচেয়ে বড় ঝুঁকি বরফ। এতে গাছ ভেঙে পড়তে পারে, বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সড়ক চলাচল মারাত্মকভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঝড়টি ভার্জিনিয়ায় প্রবেশ করার পর সেখানে ২০০টির বেশি গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
গ্রিসে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবিতে দুইজনের মৃত্যু, নিখোঁজ ৩

গ্রিসে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবিতে দুইজনের মৃত্যু, নিখোঁজ ৩ গ্রিস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তিনজন এখনও নিখোঁজ রয়েছেন। নৌকায় মোট ৫০ এর বেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন। কোস্টগার্ড গতকাল এ তথ্য জানিয়েছে। উত্তর ইজিয়ান সাগরের ইক্রিয়া দ্বীপের কাছে এই দুর্ঘটনার পর এক কোস্টগার্ড মুখপাত্র জানান, ‘৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ তাদের দেখাশোনা করছে।’ তিনি আরও বলেন, ‘নিখোঁজদের সন্ধানে একটি উদ্ধার অভিযান চলমান রয়েছে। আজকের মধ্যে রেসকিউ দলের সদস্য ও ডাইভারদেরও ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।’ এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। স্থানীয় সম্প্রচারক প্রতিষ্ঠান ইআরটি জানায়, তীব্র বাতাস উদ্ধার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে। ইক্রিয়া দ্বীপ তুরস্কের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত। অভিবাসন প্রত্যাশীরা প্রায়শই এই দ্বীপকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশের জন্য নৌকা ছাড়ার পয়েন্ট হিসেবে ব্যবহার করে। অনেক অভিবাসী লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপ পর্যন্ত অনেক দীর্ঘ পথও পাড়ি দেয়। এই ঝুঁকিপূর্ণ নৌযাত্রা প্রায়শই প্রাণহানির কারণ হয়। ডিসেম্বরের শুরুতে ক্রিট উপকূলে একটি নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু হয় ও আরও ১৫ জন নিখোঁজ হয়। এই ঘটনায় কেবল দুই জনই বেঁচে যান। জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গ্রিস উপকূলে ১০৭ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ২০১৪ সালের পর থেকে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরে প্রায় ৩৩ হাজার অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছেন।
ফিলিপাইনে যাত্রীবোঝাই ফেরি ডুবি, নিহত ১৫

ফিলিপাইনে যাত্রীবোঝাই ফেরি ডুবি, নিহত ১৫ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে যাত্রীবোঝাই একটি ফেরি ডুবির ঘটনায় ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ স্থানীয় সময় ভোরবেলায় এ দুর্ঘটনা ঘটে। বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং ফিলিপাইন কোস্টগার্ড বাহিনীর বাসিলান শাখার কর্তৃপক্ষ জানায়, ফেরিটিতে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রুসহ ছিলেন। দুর্ঘটনা ঘটার পর থেকে এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৪৩ জন। এছাড়া জীবিত অবস্থায় এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৩৮ জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ড বাহিনীর ডুবুরিরা। প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার স্থানীয় সময় ভোরের দিকে বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের সেই ফেরিটি; কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল— তা এখনও জানা যায়নি। কোস্টগার্ড ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আপতত তারা ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে মনোযোগ দিচ্ছেন। দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের মুখপাত্র রোনালিন পেরেজ এএফপিকে বলেছেন, “আমরা এখন পর্যন্ত ১৩৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তাদের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে।” তিনি আরও বলেন, “উদ্ধার তৎপরতায় গতি আনতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই মূহূর্তে আমাদের কর্মীসংকট চলছে। উদ্ধার তৎপরতাকে গতিশীল করতে আমরা মিন্দানাও দুর্যোগ মোকাবিলা দপ্তরের সঙ্গে যৌথভাবে তৎপরতা চালাচ্ছি। মিন্দানাও প্রাদেশিক কর্তৃপক্ষ এই তৎপরতার সার্বিক সমন্বয়ের দায়িত্বে আছে।”
জানুয়ারির মধ্যে আবাসন চুক্তি না হলে হজে যাওয়া অনিশ্চিত

জানুয়ারির মধ্যে আবাসন চুক্তি না হলে হজে যাওয়া অনিশ্চিত চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বড় ধরনের ঝুঁকির কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ২৮ জানুয়ারির মধ্যে মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসনের বাড়িভাড়া চুক্তি সম্পন্ন না হলে সংশ্লিষ্ট হজযাত্রীরা হজ পালন করতে পারবেন না, এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ বিষয়ে ২৪ জানুয়ারি বেসরকারি হজ ব্যবস্থাপনায় যুক্ত সব লিড ও সমন্বয়কারী এজেন্সির কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চিঠিতে উল্লেখ করা হয়, এখনো অনেক লিড এজেন্সি তাদের আওতাধীন হজযাত্রীদের আবাসন চুক্তি সম্পন্ন করতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগজনক। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি এই দুই মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে যাবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে হজে যাবেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও তাদের একটি বড় অংশের জন্য মক্কা-মদিনায় আবাসন নিশ্চিত করা হয়নি। চিঠিতে আরো বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। গত ২৩ জানুয়ারি জেদ্দায় অনুষ্ঠিত জুম সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক স্পষ্টভাবে জানান, বাংলাদেশি হজযাত্রীদের জন্য আবাসন চুক্তির অগ্রগতি অত্যন্ত হতাশাজনক। নির্ধারিত সময়ের মধ্যে যেসব হজযাত্রীর আবাসন চুক্তি সম্পন্ন হবে না, তারা হজ পালনের সুযোগ হারাতে পারেন বলেও তিনি সতর্ক করেন। তবে চিঠিতে জানানো হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় সব হজযাত্রীর জন্য মক্কা ও মদিনায় আবাসনের চুক্তি ইতোমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় থাকা হজযাত্রীদের জন্য আগামী ২৮ জানুয়ারির মধ্যে আবাসন চুক্তি সম্পন্ন করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। এ ক্ষেত্রে সমন্বয়কারী এজেন্সিগুলোকে তাদের সংশ্লিষ্ট লিড এজেন্সিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবাসন চুক্তি শেষ না হলে ভবিষ্যতে সংশ্লিষ্ট এজেন্সির হজ কার্যক্রম পরিচালনায় তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়।
নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবেন ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয়ভাবে ৪৭ হাজার ৪৫৭ জন। এছাড়া, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন। আজ নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান। এর আগে রবিবার ২৫ জানুয়ারি ঢাকায় বাংলাদেশে কর্মরত বিদেশি মিশনের কূটনীতিকদের ব্রিফ করে নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি তুলে ধরে নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৯৯৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৫৬ জন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন সদস্য দায়িত্বে থাকবেন বলে জানান নির্বাচন কমিশনার। পাশাপাশি প্রায় ৮ লাখ কর্মকর্তা নির্বাচনি দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা থাকবেন ৬৯ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন, প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৫ হাজার ৭৬৪ জন। এছাড়া, পোস্টাল ভোট ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবেন প্রায় ১৫ হাজার কর্মকর্তা। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।