আফগানিস্তানে ঝড় ও বৃষ্টিপাতে ৯ শিশু নিহত

আফগানিস্তানে ঝড় ও বৃষ্টিপাতে ৯ শিশু নিহত আফগানিস্তানের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তীব্র ঝড় ও ভারী বৃষ্টিপাতে ভূমিধসে নয় শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশটির বেশ কিছু এলাকায় ভারী তুষারপাতের কারণে বাসিন্দারা দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন।  দক্ষিণ প্রদেশের জরুরি বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) কান্দাহারে তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিপাতের কারণে ছয়জন শিশু নিহত হয়েছে এবং বেশ কয়েকটি জেলায় উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। একইদিন পূর্বাঞ্চলীয় নূরিস্তান প্রদেশের কুরাইশ গ্রামে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে একই পরিবারের তিনজন সদস্য নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। নূরিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র ফ্রাইদুন শামীমের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন ১০ বছর বয়সী কন্যা শিশু। দেশটির মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ৮০ সেন্টিমিটার (৩১ ইঞ্চি) তুষারপাত হয়েছে। বন্ধ হয়ে গেছে বাজার, বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ। রাজধানী কাবুলেও ভারী তুষারপাতের কারণে সড়ক দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। আফগানিস্তানের দুর্গম এলাকাগুলোর অবকাঠামো বেশ দুর্বল। প্রায়ই প্রাণঘাতী বন্যা, ভূমিধস ও ঝড় হয় স্থানীয় জনগোষ্ঠীগুলোকে অসহায় করে তোলে। সূত্র: আরব নিউজ।

আমি মন থেকে বিবাহিত

আমি মন থেকে বিবাহিত রিনা দত্ত, কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর বলিউড অভিনেতা আমির খানের একাকীত্ব নিয়ে আলোচনা কম হয়নি। মাঝে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে তার নাম জড়ালেও সেটি গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের নতুন সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করলেন আমির খান। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্ক এখন টিনসেল টাউনের আলোচনার কেন্দ্রে। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন ৬০ পেরিয়ে ৬১ বছরে পা রাখা এই অভিনেতা। গৌরীর সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে আমির বলেন, গৌরী ও আমি দুজনেই এই সম্পর্ককে খুব গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তার কথায় স্পষ্ট, এই সম্পর্ক কেবল আবেগের নয়, দায়িত্ব ও বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে আছে। আবেগপ্রবণ হয়ে আমির আরও বলেন, আমি মন থেকে ইতোমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত। তবে সামাজিক নিয়মকানুন কিংবা আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি। আমিরের ভাষায়, বিয়ের মতো যে ধরনের নিয়মকানুন থাকে, সেগুলো সময়মতো আপনাদের জানাব। আমাদের সম্পর্কটা আরও কিছুটা সামনে এগিয়ে যাক। জানা গেছে, বেঙ্গালুরুর বাসিন্দা ৪৬ বছর বয়সী গৌরী স্প্র্যাট পেশাগত ও ব্যক্তিগত জীবনে স্বাবলম্বী। তিনি এক পুত্রসন্তানের জননী। বর্তমানে তিনি মুম্বাইয়ে আমির খানের সঙ্গে একই ছাদের নিচে বসবাস করছেন। দুজনের বয়সের ব্যবধান ১৪ বছর হলেও তাদের সম্পর্কের রসায়নে তা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

ট্রলিং নিয়ে মুখ খুললেন বুবলী, চাইলেন সাইবার ক্রাইমের সহযোগিতা

ট্রলিং নিয়ে মুখ খুললেন বুবলী, চাইলেন সাইবার ক্রাইমের সহযোগিতা সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রলিংয়ের শিকার হন অভিনয়শিল্পীরা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চাইলেন তিনি।  সম্প্রতি একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুবলী বলেন, আমার কাছে খুব দুঃখ লাগে যে ইদানিং মেয়েরা মেয়েদেরকে বেশি ট্রলিং করে। অনেক হিজাব পরা নারী আছেন, বলতে বাধ্য হচ্ছি- তারাও অন্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন। আমার মনে হয়, এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ, আমাদের ইসলামে গিবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গণ্য করা হয়। এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা কামনা করে নায়িকা বলেন, শিল্পীদের দেশের বাইরে ছোট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, দেশের সাইবার ক্রাইম বিভাগের দ্রুত এই বিষয়গুলোতে নজর দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন বুবলী, এমন গুঞ্জন বাজারে ছড়িয়েছে। অবশ্য বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রহস্য রেখেছেন তিনি। বলেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে, আমি তাকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন।

নামিবিয়াকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

নামিবিয়াকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নামিবিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার সিক্স পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। সুপার সিক্সের শীর্ষ চারে থাকলে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে খেলার সুযোগ নিশ্চিত হবে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটির। আজ বৃহস্পতিবার নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে। জবাবে নামিবিয়া ১৭.৫ ওভারে ৬৪ রানে অলআউট হয়ে যায়। তিন স্পিনারের শক্তিশালী বোলিংয়ে সহজে জয় তুলে নেয় বাংলাদেশ।  বাংলাদেশ পাঁচ দলের গ্রুপে আগের দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউগিনি হারিয়েছে। তৃতীয় ম্যাচে নামিবিয়া টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায়। বাংলাদেশের ইনিংস শুরুতে জুয়াইরিয়া ফেরদৌস আউট হলেও দিলারা আক্তার ও শারমিন আক্তারের দ্বিতীয় উইকেট জুটি দলের স্কোর বাড়ায়। চার ওভারে বাংলাদেশ ৩৪ রান সংগ্রহ করে। এরপর দুইজন ব্যাটসম্যান দ্রুত আউট হলেও চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা ৪৬ রানের জুটি গড়ে দলের ইনিংসকে শক্তিশালী করেন। মোস্তারি ২৩ বলে ২৭ এবং নিগার ২৯ বলে ২১ রান করেন। পরে স্বর্ণা আক্তারের ১৮ বলে ২৩ রানের ইনিংসে বাংলাদেশ ১৩০ রানের গণ্ডি পার হয়। নামিবিয়ার ইনিংস শুরু হয় হতাশাজনকভাবে। প্রথম তিন ওভারে তারা মাত্র ২০ রান করে। চতুর্থ ওভারের প্রথম বলেই রাবেয়া খান প্রথম উইকেট তুলে নেন, যা দলের ইনিংসে বড় ধাক্কা দেয়। নামিবিয়া ২ উইকেটে ৩১ রান করার পর পরবর্তী ৩৩ রানে তাদের ৮ উইকেট হারাতে হয়। রাবেয়া খান ৪ ওভারে ৫ রান খরচায় ৩ উইকেট নেন। ফাহিমা খাতুনও ৩.৫ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। তবে সবথেকে সফল স্পিনার ছিলেন সানজিদা আক্তার। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করে তিনি ম্যাচের মূল নায়ক হন। এ গ্রুপে তিন ম্যাচে তিন জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। আয়ারল্যান্ড ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং যুক্তরাষ্ট্র ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ হবে আয়ারল্যান্ডের বিপক্ষে, ২৪ জানুয়ারি।

৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ

৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়। আগামী ১ ফেব্রুয়ারি সকালে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এ যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে সাংবিধানিক নিয়ম অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিনও থাকবে সাধারণ ছুটি। প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের সভায় ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটির প্রস্তাব গৃহীত হয়েছে। শ্রমিকরা ১০ ও ১১ ফেব্রুয়ারি ২ দিন ছুটি পাবেন বলেও সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন, আজকের সভায় ১৩টি অ্যাজেন্ডা ছিল। বাংলাদেশ বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আইন রোহিত আইন খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মানিলন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। জুয়া প্রসঙ্গে তিনি বলেন, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। তথ্য অধিকার অধ্যাদেশ-২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। শফিকুল আলম বলেন, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড-২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট-২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।