আমরা অভিভাবকতুল্য একজন মানুষকে হারালাম: শাকিব খান

আমরা অভিভাবকতুল্য একজন মানুষকে হারালাম: শাকিব খান পরপারে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য, কিংবদন্তি অভিনেতা ও বিশিষ্ট নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্রাঙ্গনে। প্রিয় শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই। দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান শোক প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। জাভেদের সাদা-কালো একটি ছবি পোস্ট করে শাকিব খান লেখেন, “চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।”শরীরিভাবে পৃথিবী থেকে বিদায় নিলেও জাভেদ বেঁচে থাকবেন তার কর্মে। এ তথ্য উল্লেখ করে শাকিব খান লেখেন, “তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।” বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাভেদ। তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন বর্ষীয়ান এই শিল্পী। জাভেদের স্ত্রী ডলি চৌধুরী বলেন, “আজ সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ মারাত্মক অবনতি হয়। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। এক পর্যায়ে বাসায় রেখে চিকিৎসা চালানো হচ্ছিল। হাসপাতাল থেকে চিকিৎসক ও দুজন নার্স নিয়মিত এসে তাকে দেখতেন। সকালে নার্সরা এসে জানান, তার শরীর ঠান্ডা হয়ে গেছে। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ইলিয়াস জাভেদ। কায়সার পাশা পরিচালিত উর্দু ভাষার সিনেমা ‘মালান’–এ প্রথম নৃত্য পরিচালনা করেন তিনি। ১৯৬৪ সালে উর্দু চলচ্চিত্র ‘নয়া জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে তার অভিষেক ঘটে। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমায় শাবানার বিপরীতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরবর্তীতে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেন জাভেদ। নব্বই দশক পর্যন্ত দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন দর্শকপ্রিয় নায়ক। জাভেদ অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—মালকা বানু, অনেক দিন আগে, শাহজাদী, নিশান, রাজকুমারী চন্দ্রভান, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নরম গরম, তিন বাহাদুর, চন্দন দ্বীপের রাজকন্যা, চোরের রাজা, জালিম রাজকন্যা প্রভৃতি।
বিমানে যান্ত্রিক গোলযোগ, মাঝপথ থেকে ওয়াশিংটনে ফিরলেন ট্রাম্প

বিমানে যান্ত্রিক গোলযোগ, মাঝপথ থেকে ওয়াশিংটনে ফিরলেন ট্রাম্প সুইজারল্যান্ডে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানটি ওয়াশিংটন ডিসি এলাকায় ফিরে এসেছে। বুধবার (২১) জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ। খবর রুশ সংবাদমাধ্যম আরটির। হোয়াইট হাউজ এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, “স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) উড্ডয়নের পর এয়ার ফোর্স ওয়ান-এর ক্রুরা একটি সামান্য বৈদ্যুতিক সমস্যা শনাক্ত করেন। অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজ-এ ফিরে এসেছে। প্রেসিডেন্ট এবং তার দল অন্য একটি বিমানে চড়ে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবেন।” বিমানে থাকা এক সাংবাদিকের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পর প্রেস কেবিনের আলোগুলো সাময়িকভাবে নিভে গিয়েছিল। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাষণ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এছাড়া ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গেও তিনি বৈঠকে বসবেন বলে জানা গেছে। ন্যাটো জোটের সদস্য বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইতিমধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্প হুমকি দিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে আগামী মাস থেকে একাধিক ইউরোপীয় দেশের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। রিপোর্ট অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা পাল্টা ব্যবস্থার কথা আলোচনা করছেন, যার মধ্যে মার্কিন পণ্যের ওপর স্থগিত থাকা শুল্ক পুনরায় চালু করা এবং ইউরোপের বাজারে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকার সীমিত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার দাভোসে এক বক্তব্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো ট্রাম্পের এই হুমকিকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়ে বলেন, ইউরোপকে ‘দুর্বল এবং অধীনস্ত’ করার প্রচেষ্টাকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিহত করবে।
জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বুধবার এই দণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ২০২২ সালে নারা শহরে একটি সমাবেশে গুলি করে হত্যা করা হয় শিনজো আবেকে। এর সাড়ে তিন বছর পর হত্যাকারীকে দণ্ড দিলো আদালত। গত বছর বিচারের শুরুতে তেতসুয়া ইয়ামাগামি খুনের অভিযোগ স্বীকার করেছিলেন। কিন্তু তাকে কীভাবে শাস্তি দেওয়া উচিত তা নিয়ে জাপানে জনমত বিভক্ত হয়ে পড়েছে। অনেকে ৪৫ বছর বয়সী এই ব্যক্তিকে একজন ঠান্ডা মাথায় খুনি হিসেবে দেখেন, কেউ কেউ তার সমস্যাগ্রস্ত লালন-পালনের প্রতি সহানুভূতিশীল। সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, ইয়ামাগামি তার ‘গুরুতর কাজের’ জন্য যাবজ্জীবন কারাদণ্ডের যোগ্য। তবে দণ্ডের ক্ষেত্রে নমনীয়তা কামনা করে ইয়ামাগামির আইনজীবীরা জানিয়েছেন, তিনি ‘ধর্মীয় নির্যাতনের’ শিকার ছিলেন। আদালতে শোনা গেছে, ইউনিফিকেশন চার্চের প্রতি তার মায়ের নিষ্ঠা পরিবারকে দেউলিয়া করে দিয়েছিল। বিতর্কিত গির্জার সাথে শিনজো আবের সম্পর্ক বুঝতে পেরে ইয়ামাগামির তার প্রতি ক্ষোভ তৈরি হয়েছিল। বুধবার নারা জেলা আদালতের বিচারক শিনিচি তানাকা প্যারোল ছাড়াই ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বিচারক বলেছেন, “সুযোগের জন্য অপেক্ষা করা, সুযোগ খুঁজে বের করা এবং বন্দুক দিয়ে ভুক্তভোগীকে লক্ষ্য করে লক্ষ্যবস্তু করা ঘৃণ্য এবং অত্যন্ত বিদ্বেষপূর্ণ।” রায় ঘোষণার সময় ইয়ামাগামি হাত জোড় করে এবং চোখ অবনত করে চুপচাপ বসে ছিলেন
বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত সহিংসতার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লির হাইকোর্ট। খবর এনডিটিভি’র। বুধবার (২১ জানুয়ারি) আদালত এই জনস্বার্থ মামলাটি শুনতে অস্বীকৃতি জানান এবং এই ধরণের আবেদনকে ‘আদালতের সময় নষ্ট’ হিসেবে অভিহিত করেন। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ পিটিশনটির গ্রহণযোগ্যতা নিয়ে তীব্র আপত্তি জানান। আদালত সাফ জানিয়ে দেন যে, কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে বা বৈদেশিক নীতি কী হবে, তা সরকারের নির্বাহী বিভাগের বিষয়। এই ধরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার আদালতের নেই। প্রধান বিচারপতি আরও বলেন, ভারতীয় সংবিধানের ২২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো আদালত বিদেশি সরকার, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা কিংবা অন্য কোনো দেশের ক্রিকেট বোর্ডের ওপর নির্দেশ জারি করতে পারে না। মামলাটিতে শুধু ভারত সরকার নয়, বরং আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং এমনকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকেও পক্ষভুক্ত করা হয়েছিল। এতে বিস্ময় প্রকাশ করে আদালত বলেন, ভারতীয় আদালতের কোনো রিট এক্তিয়ার বিদেশি কোনো ক্রিকেট বোর্ডের ওপর কাজ করে না। এই ধরণের মামলাকে জনস্বার্থ মামলার অপব্যবহার বলেও সতর্ক করেন আদালত। শুনানি চলাকালীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা উপস্থিত ছিলেন। তিনি উল্লেখ করেন যে, আবেদনে ভিত্তিহীনভাবে বিদেশি বোর্ডগুলোকে পক্ষভুক্ত করা হয়েছে। আবেদনকারী জনৈক ল’স্টুডেন্ট (আইন শিক্ষার্থী) তার সপক্ষে পাকিস্তানের একটি আদালতের রায়ের উদাহরণ টানলে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি কড়া মন্তব্য করেন। তিনি বলেন, ‘ভারতীয় সাংবিধানিক আদালতগুলো পাকিস্তানের বিচারব্যবস্থা বা আইনশাস্ত্র অনুসরণ করে না।’ আদালত আবেদনকারীকে সতর্ক করে বলেন যে, বিচারিক সময় নষ্ট করার জন্য বড় অংকের জরিমানা করা হতে পারে। এমন পরিস্থিতিতে আবেদনকারী মামলাটি প্রত্যাহারের অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন। তবে আবেদনকারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে আদালত পরামর্শ দেন, ‘এই ধরণের অবাস্তব পিটিশন দাখিল না করে গঠনমূলক কাজে মন দেওয়া উচিত। ’
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা বজায় রেখেছে বাংলাদেশ। বুধবার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে শ্রীলঙ্কাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে কোচ সাঈদ খোদারাহমির শিষ্যরা। ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য সুখকর ছিল না। ১২তম মিনিটে খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসে দল। এর কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করে শ্রীলঙ্কা। ০-২ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ১৮তম মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কৃষ্ণা রানী সরকারের সাথে দারুণ ওয়ান-টু-ওয়ান পাসিংয়ে দলের প্রথম গোলটি করেন অধিনায়ক সাবিনা খাতুন। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে কৃষ্ণার চমৎকার কাটব্যাক থেকে সাবিনা আবারও লক্ষ্যভেদ করলে ২-২ সমতায় বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর পুরোপুরি খোলস ছেড়ে বেরিয়ে আসে বাংলাদেশ। ২৮তম মিনিটে সাবিনার কর্নার থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান মাতসুশিমা সুমাইয়া, যা বাংলাদেশকে লিড এনে দেয়।ম্যাচের ৩৫তম মিনিটে সাবিনার পাস থেকে গোলমুখে আলতো টোকায় ব্যবধান ৪-২ করেন কৃষ্ণা।
সুপার সিক্সে যেতে কঠিন পথ পাড়ি দিতে হবে যুবাদের

সুপার সিক্সে যেতে কঠিন পথ পাড়ি দিতে হবে যুবাদের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বি গ্রুপে খেলতে নেমে বড় চ্যালেঞ্জের সামনে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এখন হিসাব-নিকাশ বেশ জটিল হয়ে উঠেছে জুনিয়র টাইগারদের জন্য। বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাবে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হলেও টানা বৃষ্টিতে খেলা শেষ পর্যন্ত চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। ম্যাচটি সংক্ষিপ্ত করে ৪৭ ওভারে নামানো হলেও মাঠে খেলা হয়েছে মাত্র ১০ ওভার। এই সময়ে নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে ৫১ রান তোলে। এরপর আবার বৃষ্টি নামলে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে দুই দলই পায় এক পয়েন্ট করে। এর আগে একই মাঠে ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে হেরে যায় বাংলাদেশ। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট এখন মাত্র এক, অবস্থান গ্রুপ বি’র তৃতীয় স্থানে। গ্রুপ থেকে সুপার সিক্সে উঠবে তিনটি দল। ভারত ইতোমধ্যে পরের পর্ব নিশ্চিত করেছে। তাদের শেষ গ্রুপ ম্যাচ ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের সামনে এখন আর কোনো বিকল্প নেই। ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। সেই ম্যাচে হার বা পরিত্যক্ত হলেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবে বাংলাদেশের।
বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পিসিবির

বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পিসিবির টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ কে ঘিরে তৈরি হওয়া জটিলতা আরও গভীর হলো। বাংলাদেশের ভারতে গিয়ে খেলতে অনিচ্ছার পক্ষে এবার আনুষ্ঠানিকভাবে অবস্থান নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ঠিক একদিন আগে, মঙ্গলবার আইসিসিকে চিঠি দিয়ে পিসিবি জানায়, বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের মাটিতে না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে তারা সমর্থন করে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইসিসিকে পাঠানো ওই চিঠির অনুলিপি বোর্ডের অন্যান্য সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি। এমন অবস্থায় আজ বুধবার আইসিসি বোর্ডের জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। যেখানে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ এবং ম্যাচ ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিবি ইতোমধ্যেই নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। যদিও আইসিসি এখন পর্যন্ত সূচি পরিবর্তনে অনড় অবস্থানে রয়েছে। গত সপ্তাহে বিসিবির সঙ্গে একাধিক বৈঠকেও একই বার্তা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের সূচি বদলানো হবে না। বাংলাদেশ সরকার ও বিসিবির সমর্থনে জাতীয় দল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা গ্রুপপর্বের ম্যাচ খেলতে ভারতে যাবে না। এই ইস্যুতে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত সপ্তাহান্তে ঢাকায়। তবে আলোচনার পরও দুই পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় সংকট কাটেনি। ২১ জানুয়ারি, অর্থাৎ বুধবারকেই সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা ধরা হয়েছে, বিশ্বকাপ শুরুর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকতে। এমন প্রেক্ষাপটে পিসিবির হঠাৎ সম্পৃক্ততা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত এক সপ্তাহ ধরে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল- বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাব কিংবা পরিস্থিতি আরও জটিল হলে পাকিস্তানের নিজস্ব অংশগ্রহণ পুনর্বিবেচনার কথাও নাকি ভাবছে পিসিবি। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড, এমনকি ইএসপিএন ক্রিকইনফোর প্রশ্নেরও জবাব দেয়নি তারা। এই অচলাবস্থার সূত্রপাত হয়েছিল আইপিএল ২০২৬ ঘিরে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় দল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে। সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ প্রকাশ না পেলেও বাংলাদেশ–ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতি এর পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়। এর পরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়- জাতীয় দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না। পরিস্থিতি ক্রমেই ঘনীভূত হয়েছে। এমনকি বিষয়টি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও প্রভাব ফেলেছে। বিসিবির এক শীর্ষ কর্মকর্তার মন্তব্য ঘিরে খেলোয়াড় অসন্তোষ তৈরি হয়, যার প্রভাব পড়ে চলমান বিপিএলেও। সব মিলিয়ে, বিশ্বকাপের ঠিক আগে এসে ক্রীড়ার গণ্ডি পেরিয়ে বিষয়টি এখন স্পষ্টভাবেই রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতায় রূপ নিয়েছে। এখন সব নজর আইসিসি বোর্ড সভার দিকে। এই সংকটের শেষটা কোন পথে যায়, সেটিই দেখার অপেক্ষা।
৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ প্রার্থী

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ২৯৮টি আসনে (পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে) মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসির কর্মকর্তারা জানান, ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে।এর মধ্যে ১ হাজার ৮৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে ৬৩৯ জন প্রার্থী আপিল করেন। আপিলের মাধ্যমে ৪৩১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। ইসির তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনি প্রচার, যা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চালানো যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে। এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর।খবর বাসসের।
প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের সত্যতা মেলেনি, ফল ‘অনতিবিলম্বে’

প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের সত্যতা মেলেনি, ফল ‘অনতিবিলম্বে’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসসহ অন্যান্য অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আর পরীক্ষার ফলাফল অনতিবিলম্বে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৫ ও ১২ নভেম্বরের বিজ্ঞাপনের আলোকে ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ -এর লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি ১ হাজার ৪০৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং মোট ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে আরও বলা হয়, সারাদেশে জেলা প্রশাসকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত মনিটরিং কর্মকর্তা, জেলা পুলিশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহায়তায় সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। কোনো জেলা থেকে কোনো প্রকার অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। যথাযথভাবে পরীক্ষা পরিচালনায় দৃঢ় পদক্ষেপ গ্রহণের কারণে অসদুপায় অবলম্বন ও ডিভাইস ব্যবহারের অপরাধে দুই শতাধিক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ/ নিয়মিত মামলা রুজু করা হয়। এছাড়াও ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন সংস্থা কর্তৃক আটক ও মামলা দায়েরের ব্যবস্থা গৃহীত হয়েছে। ‘গত ১১ জানুয়ারি দেড় শতাধিক ব্যক্তি প্রশ্ন ফাঁসসহ অন্যান্য অনিয়মের অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দাখিল করেন। আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগসমূহ গোয়েন্দা সংস্থার নিকট পাঠানো হয়। এ ব্যাপারে গোয়েন্দা সংস্থা পূর্ণাঙ্গ তদন্ত সম্পাদন করে এবং উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন প্রদান করে। বর্ণিত পরিস্থিতির আলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল অনতিবিলম্বে প্রকাশ করা হবে।
হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি

হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি ২০২৬ সালে হজে যেতে ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৩৪৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ৪ হাজার ২৬০ জন সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালে হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক বলেন, ‘সাধারণ হজযাত্রীদের পাশাপাশি মেডিক্যাল টিম, হজ গাইড, প্রশাসনিক ও কারিগারি দলও সৌদি আরবে যাবেন হজযাত্রীদের সহায়তার জন্য। মন্ত্রণালয় তাদের তালিকা সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠিয়েছে।’ হজ অফিসের তথ্যমতে, এ বছর বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজ পালন করবেন। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার শেষ সময় ছিল ২০২৫ সালে ১৬ অক্টোবর। আর নিবন্ধন শুরু হয় একই বছর ২৭ জুলাই। হজ এজেন্সি ও এয়ারলাইন্সগুলোকে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সব নির্দেশনা কঠোরভাবে মানতে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ২০২৬ সালের হজযাত্রীদের ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকার সব হজযাত্রীর জন্য মেডিক্যাল ফিটনেস বাধ্যতামূলক করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘হজযাত্রা নির্বিঘ্ন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্য সচেতন থাকা এবং শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা। সাধারণ স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় হজযাত্রীদের প্রস্তুতি থাকতে হবে।’ হজযাত্রীরা ই-হজ সিস্টেম, লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা অফিস এবং বায়তুল মুকাররম হজ অফিস ও আশকোনা হজ অফিসের মাধ্যমে নিবন্ধন করেছেন। বাংলাদেশি হজযাত্রী বহনের জন্য মোট তিনটি এয়ারলাইন্স দায়িত্বে থাকবে। সেগুলো হলো— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স। নির্দেশনা অনুযায়ী, এজেন্সিগুলোকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে ২০ শতাংশ হজযাত্রী পাঠাতে হবে এবং বাকিদের প্রথম ও শেষ পর্যায়ে পাঠাতে হবে। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, কোনো এজেন্সি প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ের হজ ফ্লাইটে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করতে পারবে না। সবাইকে নির্দেশনার আলোকে টিকিট ইস্যু ও ফ্লাইট পরিচালনা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।