চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর গরু ব্যবসাসীয় অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর গরু ব্যবসাসীয় অর্ধগলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা আলাতুলী ইউনিয়নের মিডল চর নামক স্থান থেকে এক গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ, নিখোঁজের ১৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা চরবাগডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাকপাড়া গ্রামের বাসিন্দা মৃত আলতাফ উদ্দিন মেম্বার ওরফে ফিরোজ আলীর ছেলে আহাদ আলী কাজল ওরফে গোল কাজল। রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, আজ বিকেলে সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মারফত মরদেহের খবর পেয়ে কাজলের পরিবার পুলিশকে জানালে, পুলিশ পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধগলিত মরদেহে নাকে, মুখে, মাথায়, কোমর ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা কিনা তা নিশ্চিত নয়। ময়নাতদন্তের পরই আঘাতগুলো ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের বরাতে পুলিশ জানায়, গত ৩ জানুয়ারী রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নেবার পর নিখোঁজ হন কাজল। কাজলের পরিবার নিখোঁজের পর তার খোঁজ অব্যহত রেখেছিল। এ ঘটনায় তার স্ত্রী লিমা বেগম গত ৮ জানুয়ারী সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭-৮ জনকে অজ্ঞাতনামা করে একটি অপহরণ মামলা করলে, পরে পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ বলেন, স্থানীয় একটি ঘটনার শালিশ নিয়ে এলাকায় বিরোধের পরদিন কাজল নিখোঁজ হন বলে পরিবার পুলিশকে জানিয়েছে। অন্যদিকে, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই কাজলের মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা গেলেই, সে অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত প্রক্রিয়া চলমান বলেও জানান ওসি।

‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আসন্ন গণভোট- ২০২৬ এ ‘হ্যা’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রাথমকি ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, এক অর্থে এই সরকার পুরোপুরি পক্ষপাতহীন নিরপেক্ষ নয়। জুলাই অভ্যূত্থান সমর্থিত পক্ষের সরকার। কাজেই এই সরকার ওই আন্দোলনের পক্ষে থাকবে, সেটাই স্বাভাবিক। মানুষ বারবার আশা নিয়ে আন্দোলন করে। কিন্ত তাঁদের সেই আশা পূরণ হয় না। ক্ষমতা পরিবর্তনের পরা তা আর বাস্তবায়ন হয় না। ২৪ এর আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে অনেক আলোচনা বিতর্ক করে কিছু ঐক্যমতের চেষ্টা করা হল। ঘোষণাপত্র বা চার্টার বা সনদ তৈরি হল। এখন এই চার্টার কিভাবে বাস্তবায়ন করা যাবে ? তখন অধ্যাদেশের মাধ্যমে বেশ কিছু আইন তৈরী হল। কিন্তু সংসদ যদি সেগুলো বৈধতা না দেয় তবে সেগুলো স্থায়ী হবে না। সংস্কারগুলো কার্যকারিতা হারাবে। এছাড়া সংবিধানের মৌলিক কিছু সংস্কারের বিষয় আছে যা আধ্যাদেশ জারি করে করা যায় না। এই বিবেচনা থেকেই রাজনৈতিক বাধ্যবাধকতা আনতে গণভোট আয়োজন। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ- সদর উপজেলা পরিষদ হলরুমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা ড. বিধান। তিনি সকলকে ‘হ্যা’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, গণভোটে কতগুলো প্রস্তার দেয়া হয়েছে যাতে জনগন যদি ‘হ্যা’ ভোট দেয় তবে সংস্কারের পক্ষে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট আসবে। যে সরকাই ক্ষমতায় আসুক না কেন তারাই এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এই ‘হ্যা’ সমাজের বৃহত্তর স্বার্থে। যাতে এভাবে আইন পরিবর্তণেরর মাধ্যমে সমাজে এক ধরণের পরিবর্তণ আমরা নিয়ে আসতে পারি। যাতে এই দেশে গণতন্ত্র বহাল থাকে। বৈষম্য কমে। তিনি তিনি সরকারি কর্মচারীদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে নৈতিক জোর বহাল রেখে কাজ করার আহব্বান জানান। যাতে মানুষ ভোটকেন্দ্রে যেতে আগ্রহী হয়। বলেন, এ জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভাল থাকতে হবে। তিনি সাংবাদিকদের মিথ্যা সংবাদের ব্যাপারে সতর্ক থাকার আহব্বান জানান। তিনি সুষ্ঠ’ ভোট আয়োজনে সকলের সহযোগিতা চান। জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদের সভাপত্বিতে জেলা প্রশাসন আয়োজিত সভায় আরও বক্তব্য দেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাবুদ্দিনসহ অন্যরা।

জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি

জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন বিষয়ে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। আজ সকাল সাড়ে ১০ টায় নির্বাচন বিষয়ক প্রচার-প্রচারণার অংশ হিসেবে গাড়িটি চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম সামনে মাঠে এসে পৌঁছায়। দুপুর সাড়ে ১২টায় ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ বলেন,ভোটাধিকার সম্পর্কে জনগণকে সচেতন করতে এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এসময় মাঠে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্বল কুমার ঘোষ, অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ, শিবগঞ্জ এসি ল্যান্ড তৌফিক আজিজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও তরুণ সমাজ। ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের ভূমিকা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব প্রামাণ্যচিত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলন, মানবাধিকার লঙ্ঘন ও ন্যায়বিচারের দাবি তুলে ধরা হয়। এছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএ/পিভিসি প্রদর্শনের মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যাকাণ্ড, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস তুলে ধরা হয়। গাড়ির অডিও-ভিজ্যুয়াল বার্তার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।

শেষ বলে ছক্কা- কোয়ালিফায়ারে সিলেট বিদায় রংপুরের

শেষ বলে ছক্কা- কোয়ালিফায়ারে সিলেট বিদায় রংপুরের শেষ বলে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ৬ রান। ব্যাটিংয়ে ছিলেন ক্রিস ওকস, বোলিংয়ে রংপুরের ফাহিম আশরাফ। অফ স্টাম্পের বাইরের বল কভার অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন ওকস। সঙ্গে সঙ্গে উল্লাসে মাতে সিলেট শিবির, আর এবারের বিপিএল শেষ হয়ে যায় রংপুরের। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে সিলেটের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ২৯ রানের মধ্যেই তাওহীদ হৃদয়, ডেভিড মালান, লিটন দাস ও কাইল মেয়ার্সকে হারিয়ে বিপর্যয়ে পড়ে রংপুর। চার ব্যাটারের সম্মিলিত অবদান ছিল মাত্র ১৭ রান। এরপর খুশদিল শাহ আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ১৯ বলে ৩০ রান করেন তিনি, হাঁকান তিনটি ছক্কা। তাকে সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে খুশদিল ফিরতেই আবার চাপে পড়ে রংপুর। রিয়াদ ২৬ বলে ৩৩ রান করলেও অপরপ্রান্তে নুরুল হাসান সোহান বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রানেই থামে রংপুরের ইনিংস। সিলেটের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন খালেদ আহমেদ। তিনি ১৫ রানে ৪ উইকেট শিকার করেন। ক্রিস ওকস নেন ২ উইকেট, খরচ করেন ১৫ রান। নাসুম আহমেদও ১২ রানে নেন ২ উইকেট। সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও সিলেটের শুরুটা ছিল নড়বড়ে। দলীয় ২ রানে তৌফিক খান আউট হলে চাপ তৈরি হয়। পারভেজ হোসেন ইমন ১২ বলে ১৮ রান করে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। আরিফুল ইসলাম ও আফিফ হোসেন ধ্রুব দ্রুত ফিরে গেলে ম্যাচে ফেরার সুযোগ পায় রংপুর। এরপর অধিনায়ক মিরাজ ও স্যাম বিলিংস ধৈর্যের সঙ্গে ইনিংস সাজান। আঁটসাঁট বোলিংয়ে সহজে রান তুলতে পারেননি তারা। মিরাজ ২৩ বলে ১৮ রান করে ফিরলে সমীকরণ আরও কঠিন হয়ে পড়ে। শেষদিকে বিলিংস ৪০ বলে ২৯ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। শেষ ওভারে সমীকরণ নেমে আসে ৯ রানে। মঈন আলী আউট হলে চাপ চরমে ওঠে। তবে শেষ বলের নাটকীয় ছক্কায় সব চাপ উড়িয়ে দিয়ে সিলেটকে জয়ের বন্দরে পৌঁছে দেন ক্রিস ওকস।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা দেশে চারটি নতুন থানা স্থাপনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এটি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানায়। সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় গতি আনতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দু’টি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি বিভাগ— ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’-কে একীভূত করে পুনরায় ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠন করা হয়েছে। একই সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বিমানবন্দরে দুই টন সোনা ও ইমরান হাশমির ‘তাসকারি’ 

বিমানবন্দরে দুই টন সোনা ও ইমরান হাশমির ‘তাসকারি’  নীরজ পাণ্ডে নির্মিত নেটফ্লিক্স সিরিজ ‘Taskaree : The Smugglers Web’ তাসকারি, মুম্বাই বিমানবন্দরের কাস্টমস বিভাগের ভেতরের জটিল ও রহস্যময় জগৎকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রায় দুই হাজার একর জায়গাজুড়ে বিস্তৃত এই ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন লাখো যাত্রী আসা-যাওয়া করেন। সেই বিশাল ব্যবস্থার আড়ালেই সক্রিয় একটি শক্তিশালী চোরাচালান চক্র এবং তাদের মোকাবেলায় নিয়োজিত সৎ ও সাহসী কিছু কর্মকর্তার টানটান লড়াই তুলে ধরা হয়েছে সিরিজটিতে। এ বছরে মুক্তি পাওয়া সিরিজগুলোর মধ্যে আলোচনায় রয়েছে এটি। গল্পের কেন্দ্রীয় চরিত্র সুপারিনটেনডেন্ট অর্জুন মীনা (ইমরান হাশমি), যিনি একসময় বরখাস্ত হওয়া কয়েকজন দক্ষ কর্মকর্তাকে নিয়ে গড়ে তোলেন একটি বিশেষ দল। তাদের লক্ষ্য—চোরাচালান সম্রাট বড়া চৌধুরী (শরদ কেলকর) পরিচালিত সুসংগঠিত অপরাধচক্রকে ভেঙে দেওয়া। এই পুরো অভিযানের তদারকিতে থাকেন অর্থমন্ত্রীর নিযুক্ত প্রতিনিধি প্রকাশ কুমার (অনুরাগ সিনহা), যাকে সবাই একজন সৎ ও নির্ভীক কর্মকর্তা হিসেবেই জানে। দায়িত্ব নেওয়ার পরই কুমার দ্রুত বিমানবন্দরের ভেতরে সক্রিয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শনাক্ত করে বদলি করেন। এরপর তিনি পুনরায় কাজে ফেরান তিনজন বরখাস্ত হওয়া কিন্তু বিশ্বস্ত অফিসারকে—অর্জুন মীনা, রবি গুজ্জর (নন্দীশ সান্ধু) এবং মিতালী শর্মা (অমৃতা খানভিলকর)। মীনা দলের কৌশলবিদ, রবি সাহসী ও নীতিবান ফিল্ড অফিসার, আর মিতালী দক্ষতা দেখান উচ্চমূল্যের পণ্য শনাক্ত ও দ্রুত কাস্টমস তল্লাশিতে। দলটি শুরুতে ছোট আকারে অবৈধ চালান আটকাতে থাকে। যাত্রী, লাগেজ ও অভ্যন্তরীণ যোগাযোগ পর্যবেক্ষণের মাধ্যমে তারা চোরাচালান চক্রের কাজের ধরন বোঝার চেষ্টা করে। ভেতরের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও অচেনা শক্তির কারণে প্রতিটি অভিযানই হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। রবির গুরুত্বপূর্ণ শক্তি ছিল তার তথ্যসূত্র প্রিয়া (জোয়া আফরোজ)। প্রিয়া নিয়মিতভাবে চালানের সময়, রাহুলসহ গুরুত্বপূর্ণ সদস্যদের গতিবিধি এবং শেঠের ডানহাত সুরেশের ভূমিকা সম্পর্কে তথ্য সরবরাহ করত। এই তথ্যের ওপর ভিত্তি করেই দলটি সফলভাবে চোরাচালানকারীদের চাল আগেভাগে বুঝে নিতে পারত। দলটি যখন একের পর এক সাফল্য পেতে শুরু করে, তখন বড়া চৌধুরী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘুষের প্রস্তাব দেয় এবং কর্মকর্তাদের পরিবারকে হুমকি দিতে শুরু করে। উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত আসে, যখন চৌধুরীর নির্দেশে রবি গুজ্জরকে হত্যা করা হয়। ঠিক তখনই প্রকাশ পায় ভয়ংকর সত্য—যাকে সবাই সৎ কর্মকর্তা মনে করেছিল, সেই প্রকাশ কুমার আসলে ব্যাংককে বড়া চৌধুরীর সঙ্গে গোপন চুক্তি করেছিল। অথচ পুরো সিরিজে প্রকাশকেই প্রধান হিরো মনে হবে।  দ্বিতীয় এপিসোড থেকে এই সিরিজের সামনে থেকে সরতে মন চাইবে না।

স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে হিরণ

স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে হিরণ নীরবে, অনেকটা আড়ালেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কলকাতা থেকে দূরে, বেনারসে গিয়ে চার হাত এক হয়েছে বলে দাবি। বিষয়টি সামনে আসে যখন হিরণ নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের একাধিক ছবি শেয়ার করেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, কনে হিসেবে রয়েছেন ২০১৯ সালের মিস ইস্ট ইন্ডিয়া ঋতিকা গিরি। লাল বেনারসিতে, হাতে শাঁখা-পলা ও সোনার গয়নায় সজ্জিত ঋতিকার সিঁথিতে সিঁদুর পরানোর ছবিও পোস্ট করেছেন হিরণ। নিজে পরেছিলেন হলুদ পাঞ্জাবি। পরবর্তী একটি ছবিতে রিসেপশনের ঝলকও দেখা যায়— অফ-হোয়াইট সিল্ক শাড়ি ও লাল ব্লাউজে কনে, আর কালো জ্যাকেটে বর। সামনে সাজানো কেক। তবে এই দ্বিতীয় বিয়ের খবর সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কারণ, হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা-র সঙ্গে তাঁর বিচ্ছেদের কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা তথ্য প্রকাশ্যে আসেনি। পেশায় ব্যবসায়ী অনিন্দিতা একটি ক্যাফে পরিচালনার পাশাপাশি ডিজাইনার শাড়ি, গয়না ও এথনিক সামগ্রীর ব্যবসার সঙ্গে যুক্ত। কী বোঝালেন হিরণ, তিনি অন্যদের মতো নন? হিরণের শেয়ার করা বিয়ের ছবির কমেন্ট সেকশনেই এক নারীর মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়। ওই মন্তব্যে দাবি করা হয়, ডিভোর্স না নিয়েই দ্বিতীয়বার বিয়ে করেছেন হিরণ। মন্তব্যে লেখা, “তুমি এখনও আমার বান্ধবী অনিন্দিতার সঙ্গে বিবাহিত। ডিভোর্স হয়নি। কী করে দ্বিতীয় বিয়ে করতে পারো?” যদিও এই মন্তব্যের সত্যতা বা অভিযোগের আইনি ভিত্তি সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন— আদৌ কি প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ চট্টোপাধ্যায়? এই বিষয়ে অভিনেতা বা তাঁর ঘনিষ্ঠ মহল থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে, বিয়ের ছবি প্রকাশের পর যেখানে একদিকে শুভেচ্ছা বার্তা আসছে, অন্যদিকে সেখানে উঠছে গুরুতর প্রশ্নও। হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কের বাস্তব সত্য কী, তা জানতে আপাতত তাঁর স্পষ্ট বক্তব্যের অপেক্ষায় রয়েছে টলিউড ও রাজনৈতিক মহল।

সীমান্তে বিজিবির অভিযানে ৬ ভারতীয় গরু ও ৪৪ বোতল মদ জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ৬ ভারতীয় গরু ও ৪৪ বোতল মদ জব্দ সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরচালানে আনা ৬টি ভারতীয় গরু ও ৪৪ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ জব্দ হয়েছে। গতকাল রাত সোয়া ১১ টায় বিজিবি জানায়, গতকাল ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশেষ টহল দল সীমান্তব্যাপী অভিযানগুলো পরিচালনা করে। বিজিবি আরও জানায়, সদরের বাখের আলী বিওপির টহল দল সদরের নারায়ানপুর সূর্যনারায়নপুর সোনাদিয়াচর গ্রাম হতে ২টি গরু, সদরের জহুরপুরটেক বিওপি টহল দল সদরের সূর্যনারয়নপুর সালাম মেম্বারপাড়া গ্রাম থেকে ২টি গরু ও তেকোনাপাড়া গ্রাম হতে ২টি গরু জব্দ করে। অপর দিকে শিবগঞ্জের ফতেপুর বিওপির টহলদল শিবগঞ্জের দূর্রভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রাম হতে ৪৪ বোতল মদ জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জব্দ মালামালের মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে ও মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ আগামীকাল

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রতিযোগিতা শুরু হবে। ইসি সূত্র জানায়, প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ করা হবে।

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। সে অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে দেশজুড়ে একযোগে এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষা যা চলবে ২০ মে পর্যন্ত। আজ  ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে এই সময়সূচি জানানো হয়। পরীক্ষার্থীদের জন্য ১৪টি নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনাগুলো হলো— ১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। ২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। ৩. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। ৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের নিকট থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংগ্রহ করবে। ৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। ৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। ৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। ৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না। ৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের ভেতর প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। ১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। ১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। ১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। ১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ১৪ নম্বর নির্দেশনায় বলা হয়, পরীক্ষার ফলাফল প্রকাশের ৭  দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপ্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে