জানা গেল শবেবরাতের সম্ভাব্য তারিখ

জানা গেল শবেবরাতের সম্ভাব্য তারিখ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের চাঁদের সন্ধান করা হবে আজ রবিবার (১৮ জানুয়ারি)। বর্তমানে ওই অঞ্চলে রজব মাসের ২৯তম দিন চলছে। শাবান মাসের ১৫তম রাতে মুসলমানদের ধর্মীয় রাত শবেবরাত পালিত হয়। সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের হিসাব অনুযায়ী আজ মধ্যপ্রাচ্যের কোথাও শাবানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে এবং আগামী মঙ্গলবার থেকে শাবান মাস শুরু হতে পারে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ জানান, আজ শাবানের চাঁদের জন্ম হলেও সূর্যাস্তের আগেই তা অস্ত যাবে। এ কারণে আজ খালি চোখে চাঁদ দেখা অসম্ভব। তবে আগামীকাল সোমবার খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে। বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও আলবেনিয়ায় সোমবার টেলিস্কোপের মাধ্যমে শাবানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে । এই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি রাতে মধ্যপ্রাচ্যে শবেবরাত পালিত হতে পারে। বাংলাদেশেও যদি সোমবার শাবানের চাঁদ দেখা যায়, তাহলে একই রাতে শবেবরাত পালিত হবে। তবে চাঁদ দেখা না গেলে দেশে শবেবরাত পালিত হতে পারে ৪ ফেব্রুয়ারি রাতে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, মানবিক মর্যাদা ও আইনের শাসন রক্ষা অনেকটাই মাঠপর্যায়ের পুলিশের আচরণের ওপর নির্ভর করে। জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। পুলিশ বাহিনীর মূল দায়িত্ব হলো জনগণের সেবা করা এবং আইনের শাসন নিশ্চিত করা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসারের পরামর্শ অনুযায়ী তা কঠোরভাবে দমন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশ কোনো সাধারণ বাহিনী নয়; এটি রাষ্ট্র ও জনগণের সেবক হিসেবে কাজ করবে। নতুন বাংলাদেশ গড়তে হলে পুলিশের ভিত্তি হতে হবে জ্ঞান, নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহি এবং জনবান্ধব সেবা।

এক শর্তে ডন করবেন শাহরুখ

এক শর্তে ডন করবেন শাহরুখ জনপ্রিয় বলিউড ছবি ‘ডন’-এর পরবর্তী কিস্তিতে রণবীর সিংয়ের অভিনয়ের কথা ছিল। সেভাবেই চলছিল প্রস্তুতি। কিন্তু শেষ মুহূর্তে এসে ‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়ান রণবীর। দর্শকমহলে কৌতূহল তৈরি হয়েছে, তাহলে কে হবে ডন? এ অবস্থায় জানা গেছে, নিজ ভূমিকায় ফিরতে পারেন স্বয়ং শাহরুখ খান। তবে এক শর্তে! শাহরুখের শর্ত, ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি কুমারকে ছবির সঙ্গে যুক্ত করতে হবে। যদিও এখন পর্যন্ত শাহরুখের সঙ্গে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি নির্মাতাদের। এমন কি এই শর্ত নিয়ে ‘ডন’ সিরিজের পরিচালক ফারহান আখতারও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। ১৯৭৮ সালে প্রথম মুক্তি পায় চন্দ্র ভরত পরিচালিত ‘ডন’। ওই ছবিতে ‘ডন’ হয়েছিলেন অমিতাভ বচ্চন। এরপর ২০০৬ সালে ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ এবং ২০১১ সালে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’-এ অভিনয় করেন শাহরুখ খান। শেস দুই ছবির পরিচালক ছিলেন ফারহান আখতার। গত বছর নির্মাতারা ‘ডন থ্রি’র ঘোষণা দেন। শাহরুখের জায়গায় ঘোষণা করা হয় রণবীর সিংয়ের নাম। সম্প্রতি ছবি থেকে সরে দাঁড়ান তিনি। এরই মধ্যে তার অভিনীত ‘ধুরন্ধর’ গ্যাংস্টার ঘরানায় ছবি হিসেবে অবস্থান তৈরি করেছে। আবারও ওই একই ঘরানায় আসতে চান না তিনি। বরং সঞ্জয় লীলা বানসালির মতো নির্মাতার সঙ্গে কাজ করার আগ্রহ তার! জানা গেছে, রণবীরের মতোই কিয়ারা আদভানিও সরে দাঁড়িয়েছেন ‘ডন’ থেকে। ছবিতে তার জায়গায় নেওয়া হতে পারে কৃতি শ্যাননকে। এ ছাড়া খলনায়ক চরিত্রে বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবরাকোন্ডাকে প্রস্তাব দেওয়া হলে তারা দুজনই তা ফিরিয়ে দেন।

জোভানের সঙ্গে পাগল বেশে ভাইরাল কে এই অভিনেত্রী

জোভানের সঙ্গে পাগল বেশে ভাইরাল কে এই অভিনেত্রী প্রথম দেখায় যে কেউই বিভ্রান্ত হতে পারেন পাগল ভেবে। উস্কোখুস্কো চুল, ময়লা পোশাক আর মুখভর্তি ধুলোমাখা চেহারায় একটি ভিডিওতে এমনই এক মানসিক ভারসাম্যহীন নারীর উপস্থিতি চোখে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। ভিডিওর শুরুতে বুঝতে না পারলেও একটু পরেই চমকে উঠছেন নেটিজেনরা। কারণ সেই ভিডিওতে হঠাৎ করেই হাজির হন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এতেই তৈরি হয় কৌতূহল প্রথম দেখায় ঘটনার বিষয়বস্তু ও মানসিক ভারসাম্যহীন নারীকে শনাক্ত করা বেশ কঠিন। পরে জানা যায়, এটি কোনো বাস্তব ঘটনা নয় বরং একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। জোভানের সঙ্গে পাগল বেশে ভাইরাল নারীটি কেয়া পায়েলই। সম্প্রতি এই ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন জোভান নিজেই। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে কিংবা মানসিক ভারসাম্যহীন নারীর চরিত্রে অভিনয় করছেন। একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায়, কেউ নাকি তার দিকে বল ছুড়ে মেরেছে। আর সে এর বিচার চায়। ঠিক তখনই মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছান জোভান। তাকে দেখেই কেয়া তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে মজার ছলে জোভান ক্যাপশনে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’ ভিডিও প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেক ভক্ত মন্তব্য করেছেন, প্রথম দেখায় তারা কেয়া পায়েলকে চিনতেই পারেননি। একজন লিখেছেন, ‘বাপরে বাপ, কী মারাত্মক অভিনয়!’ অন্য একজন মন্তব্য করেন, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।’সব মিলিয়ে কেয়ার এই ভিন্নধর্মী চরিত্রে অভিনয়, মেকআপ ও চরিত্রের প্রতি তার একাগ্রতা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি নতুন নাটকের অংশ, যেখানে কেয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন ফারহান আহমেদ জোভান। তবে নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বক্স অফিসে কত টাকা আয় করল ‘দ্য রাজাসাব’?

বক্স অফিসে কত টাকা আয় করল ‘দ্য রাজাসাব’? আলোচিত ‘দ্য রাজাসাব’ সিনেমা দিয়ে ২০২৬ সাল শুরু করেছেন তারকা অভিনেতা প্রভাস। মারুতি নির্মিত এ সিনেমা গত ৯ জানুয়ারি থেকে বিশ্বের ৩ হাজার ২০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে। ফ্যান্টাসি হরর-কমেডি ঘরানার সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।  মুক্তির পরই সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া লাভ করে সিনেমাটি। দুর্বল চিত্রনাট্য, বিষয়বস্তুর অভাব, যুক্তিহীনভাবে গল্প টেনে নেওয়া নিয়ে সমালোচনা করেছেন। যদিও প্রভাসের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। ডেকান ক্রনিকলের বি.ভি.এস. প্রকাশ সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন দুই। এটিকে হালকা গল্প, সেকেলে হাস্যরস অসামঞ্জস্যপূর্ণ নির্মাণশৈলী বলে মন্তব্য করেছেন। ‘দ্য রাজাসাব’ নিয়ে সমালোচকেরা কড়া সমালোচনা করলেও বক্স অফিসে শুরুটা দারুণ। তারপর ওঠানামার মধ্য দিয়ে যায় আয়ের গ্রাফ। যদিও এখন তা নিম্নমুখী। বলি মুভি রিভিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম দিয়ে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ২৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করেছে ২০ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৬ কোটি রুপি। পঞ্চম দিনে আয় করেছে ৫ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে আয় করেছে ৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করেছে ৬ কোটি রুপি, অষ্টম ও নবম দিনে যথাক্রমে আয় করেছে ৩.২৫, ৩ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২৯.২৫ কোটি রুপি (নিট)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ১৯৭.৯ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ২৬৬.৭২ কোটি টাকার বেশি। তবে স্যাকনিল্কের প্রতিবেদনে আয় খানিকটা কম। তাদের তথ্য অনুযায়ী, ৯ দিনে ‘দ্য রাজাসাব’ সিনেমা ভারতে আয় করেছে ১৩৬.৬১ কোটি রুপি (নিট)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৯৩ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ২৬০ কোটি ১২ লাখ টাকা। প্রভাস ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনান, ঋদ্ধি কুমার প্রমুখ। সিনেমাটিতে ‘বেসি’ চরিত্রে অভিনয় করেছেন নিধি আগারওয়াল। এটি তার জীবনের অন্যতম বিশেষ সিনেমা। এ অভিনেত্রী বলেন, “শুটিং সেটে যে আনন্দ ও স্বাচ্ছন্দ্য পেয়েছি, তা আগে কখনো পাইনি।” ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন টি. জি. বিশ্ব প্রসাদ। মুক্তির আগে ‘দ্য রাজাসাব’ সিনেমা আয় করেছে ২০৭ কোটি রুপি।

বিপিএল: প্রথম ও তৃতীয় দল চূড়ান্ত, দ্বিতীয় ও চতুর্থ দলের অপেক্ষা

বিপিএল: প্রথম ও তৃতীয় দল চূড়ান্ত, দ্বিতীয় ও চতুর্থ দলের অপেক্ষা রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের ঘোড়া শেষ পর্যন্ত শীর্ষেই থাকল। শনিবার রাতে চট্টগ্রাম রয়‌্যালসকে ৩ উইকেটে হারিয়ে রাউন্ড রবিন লিগের অষ্টম জয় নিশ্চিত করেছে তারা। আগে থেকে শীর্ষে ছিল। ১৬ পয়েন্ট নিয়ে রাজশাহী নিজেদের অবস্থান এমন জায়গায় নিয়েছে যেখানে বাকিদের আর আসার সুযোগই নেই। তাতে এলিমিনেটর ম‌্যাচ নিশ্চিত হয়েছে তাদের। কিন্তু প্রতিপক্ষ কে? নিশ্চিত হবে আজ। বিপিএলের রাউন্ড রবিন লিগের শেষ দিনের খেলা আজ। দুইটি ম‌্যাচের পর চূড়ান্ত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের লাইনআপ। ছয় দলের টুর্নামেন্টে সেরা চারে উঠতে পারেনি ঢাকা ক‌্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। প্রতিযোগিতার এক ম‌্যাচ আগে তারা ছিটকে গেছে। সেরা চারে উঠেছে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও রংপুর। এদের মধ্যে প্রথম দল রাজশাহী। তৃতীয় দল সিলেট। দ্বিতীয় ও চুতর্থ অবস্থানে কে থাকবে তা জানা যাবে আজ। রোববার দুপুরে মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হবে নোয়াখালী ও রংপুর। সন্ধ‌্যায় খেলবে ঢাকা ও চট্টগ্রাম। রংপুর নিজেদের শেষ ম‌্যাচ জিতলে পয়েন্ট হবে ১২। তারা দ্বিতীয় স্থানে উঠে যেতে পারে চট্টগ্রাম রয়‌্যালসকে টপকে। শর্ত আছে, রান রেট ভালো থাকতে হবে। সন্ধ‌্যার মধ‌্য চট্টগ্রাম ঢাকাকে হারালে ১৪ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানেই থাকবে। এছাড়া দুই দলের কেউই যদি না জেতে তাহলে চট্টগ্রাম দ্বিতীয় এবং রংপুর চতুর্থ দল থাকবে। শীর্ষ দুইয়ে থাকতে পারলে ফাইনাল খেলার একাধিক সুযোগ পাওয়া যায়। সেই সুযোগটি নিশ্চিতভাবে রংপুর ও চট্টগ্রাম হাতছাড়া করতে চাইবে না। এলিমিনেটর ম‌্যাচ যারা হারবে তারা চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। তৃতীয় ও চতুর্থ দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। এই ম‌্যাচের বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ম‌্যাচের বিজয়ী দল এরপর খেলবে ফাইনাল।

বাংলাদেশ-ভারত ম্যাচে হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি

বাংলাদেশ-ভারত ম্যাচে হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচে টসের সময় ঘটে যাওয়া একটি ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিলেও বিষয়টি নিয়ে দ্রুত ও স্পষ্ট অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বুলাওয়ায়োতে অনুষ্ঠিত ম্যাচে টসের সময় ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নানা ব্যাখ্যা ও বিতর্ক শুরু হয়। তবে ম্যাচের প্রথম ইনিংস শেষ হওয়ার পর আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও অনভিপ্রেত। বিসিবির ব্যাখ্যায় বলা হয়, অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম টস করতে পারেননি। সে কারণে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার টসে দলের প্রতিনিধিত্ব করেন। ওই সময় মুহূর্তের জন্য মনোযোগ বিচ্যুত হওয়ায় প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত মেলানো হয়নি। বিসিবি স্পষ্ট করে জানায়, এ ঘটনায় প্রতিপক্ষ দলের প্রতি কোনো ধরনের অসম্মান, অবজ্ঞা কিংবা নেতিবাচক মনোভাবের প্রশ্নই ওঠে না। ক্রিকেটীয় শিষ্টাচার ও সৌহার্দ্য বজায় রাখা বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির একটি মৌলিক অংশ, যা কোনোভাবেই লঙ্ঘিত হয়নি। ঘটনাটিকে যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে বোর্ড। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং খেলোয়াড়দের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মাঠে ও মাঠের বাইরে প্রতিটি আচরণে ক্রীড়াসুলভ মনোভাব, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রাখা তাদের দায়িত্ব। বিসিবি আরও জানায়, ক্রিকেটের মূল্যবোধ রক্ষা এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন যে কোনো পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে একটি অপরিহার্য শর্ত। এ বিষয়ে বোর্ড কোনো আপস করতে রাজি নয়। শেষ পর্যন্ত বিসিবি পুনর্ব্যক্ত করেছে, মাঠে কিংবা মাঠের বাইরে সব ক্ষেত্রেই ক্রিকেটের চেতনা ও নৈতিকতার প্রতি তারা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান আয়ারল্যান্ডের

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান আয়ারল্যান্ডের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অনিচ্ছুক অবস্থানে এখনো অটল বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিকল্প সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই প্রস্তাবে সম্মতি দেয়নি আয়ারল্যান্ড ক্রিকেট। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিসিবি প্রস্তাব তোলে বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা এবং আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পরই নিজেদের অবস্থান স্পষ্ট করে আয়ারল্যান্ড ক্রিকেট। ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি যে সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আমরা আমাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ খেলছে গ্রুপ ‘বি’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলো আয়োজনের কথা রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। ভারতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশের জন্য আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন একটি বিকল্প হিসেবে বিবেচিত হলেও, বিসিবির এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কোনো পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়নি বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মাদুরোকে অপহরণের আগে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গোপন আলাপ করেছে যুক্তরাষ্ট্র

মাদুরোকে অপহরণের আগে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গোপন আলাপ করেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জন্য মার্কিন অভিযানের কয়েক মাস আগে ভেনেজুয়েলার কট্টর স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলোর সাথে আলোচনা করেছিলেন মার্কিন কর্মকর্তারা। তখন থেকেই তার সাথে যোগাযোগ রেখে চলেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তির বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। চারটি সূত্র জানিয়েছে, কর্মকর্তারা ৬২ বছর বয়সী ক্যাবেলোকে দেশের বিরোধী দলকে লক্ষ্যবস্তু করার জন্য তার তত্ত্বাবধানে থাকা নিরাপত্তা পরিষেবা বা শাসকদলের সমর্থকদের ব্যবহার না করার জন্য সতর্ক করেছিলেন। ৩ জানুয়ারি মার্কিন অভিযানের পরেও গোয়েন্দা পরিষেবা, পুলিশ এবং সশস্ত্র বাহিনীসহ নিরাপত্তা ব্যবস্থাটি মূলত অক্ষত রয়েছে। ট্রাম্প প্রশাসন মাদুরোকে গ্রেপ্তারের জন্য যে মার্কিন মাদক পাচারের অভিযোগ এনেছিল, সেই একই অভিযোগে ক্যাবেলোর নাম রয়েছে। কিন্তু অভিযানের অংশ হিসেবে তার নাম নেওয়া হয়নি। ক্যাবেলোর সাথে যোগাযোগ ট্রাম্প প্রশাসনের প্রাথমিক দিনগুলো থেকে শুরু হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঠিক আগের সপ্তাহগুলোতেও তা অব্যাহত ছিল বলে আলোচনার সাথে পরিচিত দুটি সূত্র জানিয়েছে। মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রশাসন ক্যাবেলোর সাথেও যোগাযোগ রেখেছে বলে চারজন জানিয়েছেন। এমন যোগাযোগগুলো ভেনেজুয়েলার অভ্যন্তরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাবেলো যদি তার নিয়ন্ত্রণে থাকা শক্তিগুলোকে মুক্ত করার সিদ্ধান্ত নেন, তাহলে এটি ট্রাম্প যে ধরণের বিশৃঙ্খলা এড়াতে চান তা বাড়িয়ে তুলতে পারে। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ক্ষমতার উপর দখলকে হুমকির মুখে ফেলতে পারে বলে মার্কিন উদ্বেগ সম্পর্কে অবহিত একটি সূত্র জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের সাথে ক্যাবেলোর আলোচনা ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার মধ্যেই সীমাবদ্ধ ছিল কিনা তা স্পষ্ট নয়। ক্যাবেলো মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা মেনে নিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। তিনি প্রকাশ্যে রদ্রিগেজের সাথে ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছেন, যাকে ট্রাম্প এখন পর্যন্ত প্রশংসা করেছেন। যদিও রদ্রিগেজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলার কৌশলের মূল চালিকাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে, তবুও ক্যাবেলোর ব্যাপারে ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে তিনি এই পরিকল্পনাগুলোকে ট্র্যাকে রাখতে বা সেগুলিকে প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখেন। কথোপকথনের সাথে পরিচিত একজন ব্যক্তি জানিয়েছেন, ভেনেজুয়েলার মন্ত্রী সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ রেখেছেন। হোয়াইট হাউস এবং ভেনেজুয়েলার সরকার তাৎক্ষণিকভাবে রয়টার্সকে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

গিনির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সামরিক নেতা ডুম্বুয়া

গিনির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সামরিক নেতা ডুম্বুয়া পশ্চিম আফ্রিকার দেশ গিনির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ২০২১ সালে দেশটির সামরিক অভ্যুত্থানের নেতৃত্বদানকারী জেনারেল মামাদি ডুম্বুয়া। খবর আল-জাজিরার।  গত মাসের নির্বাচনে বিজয়ী ঘোষিত হওয়ার পর শনিবার (১৭ জানুয়ারি) হাজার হাজার সমর্থক এবং বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠানটি আয়োজিত হয়। চার বছর আগে প্রেসিডেন্ট আলফা কন্ডেকে ক্ষমতাচ্যুত করার পর ডুম্বুয়ার অধীনে এটিই ছিল দেশটিতে প্রথম নির্বাচন। ক্ষমতা দখলের পর শুরুতে নির্বাচনে না দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও, শেষ পর্যন্ত ডুম্বুয়া আটজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তার প্রধান বিরোধীরা নির্বাসিত থাকায় বিরোধী দলগুলো এই নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল। পরবর্তীতে গিনির সুপ্রিম কোর্ট জানায় যে, ডুম্বুয়া ৮৬.৭ শতাংশ ভোট পেয়েছেন। রাজধানী কোনাক্রির উপকণ্ঠে জেনারেল ল্যানসানা কন্টে স্টেডিয়ামে কয়েক ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠানে প্রথাগত পোশাক পরিহিত ডুম্বুয়া সংবিধান রক্ষার শপথ নেন। উল্লেখ্য, তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে সম্প্রতি দেশটির সংবিধানে পরিবর্তন আনা হয়। শপথ বাক্য পাঠকালে তিনি বলেন, “আমি ঈশ্বর এবং গিনির জনগণের সামনে আমার সম্মানের শপথ নিচ্ছি যে, আমি সংবিধান, আইন, বিধিবিধান এবং বিচারিক সিদ্ধান্তগুলো অত্যন্ত বিশ্বস্ততার সাথে সম্মান ও কার্যকর করব। অনুষ্ঠানে রুয়ান্ডা, গাম্বিয়া এবং সেনেগালসহ আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেন। এছাড়া চীন, নাইজেরিয়া, ঘানা এবং নিরক্ষীয় গিনির ভাইস প্রেসিডেন্ট এবং ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ২০২০ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ মালির ক্ষমতায় আসা জেনারেল আসিনি গোইতাও অনুষ্ঠানে অংশ নেন। সেপ্টেম্বরে গিনির নাগরিকরা এক নতুন সংবিধানের অনুমোদন দেয়, যা সামরিক বাহিনীর সদস্যদের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেয়। এই সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে এবং দুই মেয়াদের সীমাবদ্ধতা রাখা হয়েছে। ডুম্বুয়ার দাবি, আলফা কন্ডের শাসনামলে ব্যাপক দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে সামরিক অভ্যুত্থান অনিবার্য ছিল। ১৯৫৮ সালে গিনি স্বাধীনতা লাভের পর ২০১০ সালে আলফা কন্ডে দেশটির ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি ২০১৫ এবং ২০২০ সালেও পুনরায় নির্বাচিত হন। তবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর জেনারেল মামাদি ডুম্বুয়ার সামরিক সরকার গত চার বছর ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত করে ও সংবিধান স্থগিত করে। এই সময়ে তারা পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইকোওয়াস-এর সঙ্গে বেসামরিক গণতান্ত্রিক সরকারে ফেরার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল। তবে ডুম্বুয়ার বিরুদ্ধে নাগরিক স্বাধীনতা খর্ব করা, বিক্ষোভ নিষিদ্ধ করা এবং রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তু করার অভিযোগও রয়েছে। গিনির প্রায় ৫২ শতাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করে। ডুম্বুয়া প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি দেশটির বিশাল প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে বিশ্বের বৃহত্তম বক্সাইট ভাণ্ডার এবং অব্যবহৃত আকরিক লোহা উত্তোলন করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করবেন।