রাজশাহীতে জমি বিরোধে চাচা হত্যার মামলার আসামি ঢাকায় গ্রেফতার

রাজশাহীতে জমি বিরোধে চাচা হত্যার মামলার আসামি ঢাকায় গ্রেফতার রাজশাহীতে সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। আজ দুপুরে র্যাব-৫, রাজশাহী ও র্যাব-২, মোহাম্মদপুরের যৌথ অভিযানে তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। র্যাবের পাঠানো প্রেস নোটে জানানো হয়, ২০২৫ সালের ২১ অক্টোবর রাজশাহীর চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মোস্তফা শেখকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা ফরহাদ শেখকে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়। ফরহাদ শেখ মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করেছে র্যাব।
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যবসায়ী ও ধর্মীয় নেতাদের সাথে সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যবসায়ী ও ধর্মীয় নেতাদের সাথে সভা অনুষ্ঠিত বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ বিষয়ে ব্যবসায়ীগ্রুপ ও সুধিজনদের নিয়ে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মডেল মসজিদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তাফা। প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তাফা বলেন, বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা সামাজিক ব্যাধি। এ থেকে মুক্তি পেতে ধর্মীয় নেতা, ইমাম-মাওলানা, ব্যবসায়ী ও সমাজের সব স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সকল মসজিদের ইমাম ও আলেমদের অবহিত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গুল-গোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক খন্দোকার আব্দুল ওয়াহেদ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুফতি হানিফ মাওলানা মো. আব্দুল কাদের, গোবরাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি বাবর আলী। বক্তারা বলেন, শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ব্যবসায়ীদের শ্রমে শিশু নিয়োগ বন্ধ, শিশুদের শিক্ষায় সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং শিশু অধিকার রক্ষায় প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। সভায় আরো উপস্থিত ছিলেন, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, এসএসবিসি প্রকল্পের ফ্যাসিলিটেটর মো. নাইম, সরকারি কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, স্বাস্থ্য ও সমাজকর্মী, যুব প্রতিনিধি, ১১-১৮ বছর বয়সী শিশু-কিশোর, ধর্মীয় নেতা ও স্থানীয় নেতৃবৃন্দ সহ অন্যরা। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এই দুটি কর্মসূচির আয়োজন করে।
শিবগঞ্জে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিবগঞ্জে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতার ব্যক্তি মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে রিপন। আজ র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রিপনকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের ঘাসের জমিতে লুকিয়ে রাখা দুটি গর্ত থেকে ২৯৫ বোতল ফেনসিডিল ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে শিশু ও নারীসহ ১৭ বাংলাদেশী আটক

গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে শিশু ও নারীসহ ১৭ বাংলাদেশী আটক গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে কারাভোগ শেষে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে ১৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। পরে তাঁদের জিডি করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়। আটকদের মধ্যে ৪ শিশু, ৫ নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। বিজিবি জানায়, আজ সকাল ৬টার দিকে চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯ বাই ২৯ আর সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর সীমান্তের ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ১৭ জনকে আটক করা হয়। এদিকে এ ঘটনায় আজ সকাল ১১টায় সংশ্লিস্ট নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে বিএসএফকে প্রতিবাদলিপি দিয়েছে। এছাড়া এ ব্যাপারে আগামী শুক্রবার সীমান্তে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আবারও পতাকা বৈঠক ডাকা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। বিজিবি ও পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই বাংলাদেশীদের ৩ জন খুলনা ও ১৪ জন যশোর জেলার বাসিন্দা। বিগত ৫/৬ বছর যাবৎ তাঁরা ভারতের আগ্রা এলাকায় বসবাস করতেন। সেখানে পুর্লিশের হাতে আটকে পর আগ্রা কারাগারে প্রায় ৩ বছর কারাভোগ শেষে সম্প্রতি তাঁরা মুক্তি পান। এরপর ভারতীয় পুলিশ তাঁদের বিএসএফর নিকট হস্তান্তর করে। এরপর আজ সকালে পশ্চিমবঙ্গের মালদা জেলার ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্প তাঁদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচাজ (ওসি) আব্দুল বারেক বলেন, বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যাবার পর ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ শেষে তাঁদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। ওসি আরও বলেন, ওই বাংলাদেশীদের পুলিশ হেফাজতে উপজেলা পরিষদের ডাকবাংলোতে রেখে থাকা খাওয়ার ব্যবস্থা করে পরিচয় যাচাইের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হলে তাঁদের পরিবারের জিম্মায় দেয়া হবে। উল্লেখ্য এর আগে গোমস্তাপুর সীমান্তে গত ২৮ ডিসেম্বর একই উপায়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর ৫ বাংলাদেশীকে আটক করেছিল বিজিবি।
প্রস্তুতি ম্যাচে ডাচদের পাত্তাই দিলো না টাইগ্রেসরা

প্রস্তুতি ম্যাচে ডাচদের পাত্তাই দিলো না টাইগ্রেসরা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের মূল মঞ্চে নামার আগে আত্মবিশ্বাসী এক জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার নেপালের কীর্তিপুরে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ২৬ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচে ব্যাটে নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মুস্তারির অনবদ্য জুটি এবং বল হাতে রাবেয়া খানের দুর্দান্ত স্পিনে পাত্তাই পায়নি ডাচ নারীরা। এই জয় মূল আসরের আগে টাইগ্রেসদের মানসিকভাবে বেশ চনমনে রাখবে। যদিও টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১২ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার দিলারা আক্তার (৬) ও অভিষিক্ত জুয়াইরিয়া ফেরদৌস (২)। তবে চাপ সামলে হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। এই দুই ব্যাটার মিলে ১০১ বলে গড়েন ১৩৯ রানের অনবদ্য এক জুটি। মাত্র ৫১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জ্যোতি, যেখানে ছিল ৯টি চার ও ১টি ছক্কার মার। অন্যদিকে ৫৮ বলে ৫৯ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন সোবহানা। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৫১ রানের লড়াকু পুঁজি পায় টাইগ্রেসরা। ১৫২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে নেদারল্যান্ডস। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন লেগ স্পিনার রাবেয়া খান। পেস অলরাউন্ডার রিতু মনিও ছিলেন দারুণ কার্যকর, তিনি শিকার করেন ২ উইকেট। এছাড়া নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নিয়ে ডাচদের আটকে রাখেন ১২৫ রানে। নেদারল্যান্ডসের পক্ষে স্টেয়ার ক্যালিস সর্বোচ্চ ৩১ ও ফিবি মোল্কেনবোর ২৮ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে নামার আগে আগামী শুক্রবার দুপুরে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের মূল আসরের মিশন।
শেষ বলে রাজার ছক্কায় রয়্যালসের নাটকীয় জয়

শেষ বলে রাজার ছক্কায় রয়্যালসের নাটকীয় জয় দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে রোমাঞ্চকর এক ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে পার্ল রয়্যালস। ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ বলে জয়ের জন্য পার্লের প্রয়োজন ছিল ২ রান। এক রান হলে ম্যাচ গড়াত সুপার ওভারে। চাপের মুহূর্তে ফিল্ডারদের সামনে এনে সিঙ্গেল নেওয়ার সুযোগ বন্ধ করে দেয় ডারবান। ঝুঁকি নিতে বাধ্য হয়ে শেষ বলে ছক্কা হাঁকান জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। তার সেই ছক্কায় জয় নিশ্চিত করার পাশাপাশি এসএ টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও গড়ে পার্ল রয়্যালস। এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক এইডেন মার্করামের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৮৬ রান তোলে ডারবান সুপার জায়ান্টস। জবাবে ৬ উইকেট হাতে রেখেই ১৮৭ রানের লক্ষ্য টপকে যায় পার্ল রয়্যালস। পার্লের জয়ে বড় ভূমিকা রাখেন ড্যান লরেন্স ও রুবিন হারম্যান। লরেন্স করেন ৬৩ রান, আর হারম্যান অপরাজিত থাকেন ৬৫ রানে। ১৯তম ওভারে ১৩ রান তোলার পর শেষ ওভারে পার্লের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। তৃতীয় ও চতুর্থ বল ডট যাওয়ায় সমীকরণ জটিল হয়ে পড়ে। শেষ দুই বলে দরকার হয় ৩ রান, এরপর এক রান নিলে আসে সেই নাটকীয় শেষ মুহূর্ত। শেষ ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে উল্লাসে মাতেন সিকান্দার রাজা। ১৩ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার। ডারবানের হয়ে দুটি উইকেট শিকার করেন ইথান বশ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নামিয়ে এনেছে পার্ল রয়্যালস। পার্ল ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রিটোরিয়া ক্যাপিটালস। অন্যদিকে ডারবান সুপার জায়ান্টসের অবস্থান বেশ কঠিন। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে তারা রয়েছে পঞ্চম স্থানে।
ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২,৬০০ জন: মানবাধিকার সংস্থা

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২,৬০০ জন: মানবাধিকার সংস্থা ইরানে গত দুই সপ্তাহ ধরে চলমান দেশব্যাপী বিক্ষোভে অন্তত ২,৬০০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, সাধারণ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। এইচআরএএনএ জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ২,৪০৩ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য তারা যাচাই করেছে। এ ছাড়া সরকার সংশ্লিষ্ট অন্তত ১৪৭ জনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার এক ইরানি কর্মকর্তা জানান, দেশজুড়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা অস্থিরতায় প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। তিনি দাবি করেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীরা’ দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য—সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি। এদিকে ইরানের পরিস্থিতি নিয়ে দেশটির শাসকদের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ দমনে কঠোর অভিযানের অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে একাধিকবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচি ও শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর দেশটির পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের হাতে ‘সব ধরনের বিকল্প’ খোলা রয়েছে। দ্রুত বিচার চায় ইরানের প্রধান বিচারপতি তেহরানের একটি কারাগার পরিদর্শনের সময়, যেখানে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের রাখা হয়েছে, ইরানের প্রধান বিচারপতি বলেন—যারা মানুষকে শিরচ্ছেদ করেছে বা পুড়িয়ে হত্যা করেছে, তাদের দ্রুত বিচার করে কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। এইচআরএএনএ আরও জানিয়েছে, এ পর্যন্ত দেশজুড়ে মোট ১৮,১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বুধবার তেহরানে অস্থিরতার সময় নিহত ১০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মীর স্মরণে একটি জানাজা মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ইরানি কুর্দি মানবাধিকার সংগঠন হেঙ্গাও (Hengaw) জানিয়েছে, কারাজ শহরে বিক্ষোভসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী এরফান সোলতানি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড বুধবার কার্যকর করার কথা ছিল। হেঙ্গাও রয়টার্সকে জানায়, ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় সোলতানির সাজা কার্যকর হয়েছে কি না, তা তারা নিশ্চিত করতে পারেনি। রয়টার্সও স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।
গ্রিনল্যান্ডে দূতাবাস খুলবে ফ্রান্স

গ্রিনল্যান্ডে দূতাবাস খুলবে ফ্রান্স গ্রিনল্যান্ডে দূতাবাস খুলবে ফ্রান্স। বুধবার এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেছেন, ফ্রান্স আগামী ৬ ফেব্রুয়ারি গ্রিনল্যান্ডে একটি দূতাবাস খুলবে। তিনি এই পদক্ষেপকে ডেনিশ ভূখণ্ডের ওপর একটি কৌশলগত ‘রাজনৈতিক সংকেত’ বলে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর এমন পদক্ষেপের কথা জানালো ফ্রান্স। খবর এএফপির।প্রায় এক বছর আগে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের কথা বলে আসছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট ফরাসি আরটিএল সম্প্রচারককে বলেন, গত গ্রীষ্মে যখন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ গ্রিনল্যান্ড সফরে এসেছিলেন, তখন সমর্থন প্রকাশের জন্য সেখানে দূতাবাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি বলেন, আমি আগস্টের শেষে সেখানে গিয়েছিলাম দূতাবাসের বিষয়ে পরিকল্পনা করার জন্য, যা আগামী ৬ ফেব্রুয়ারি খোলা হবে। এটি একটি রাজনৈতিক সংকেত যা বৈজ্ঞানিক ক্ষেত্রসহ গ্রিনল্যান্ডে আরও বেশি উপস্থিতির আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত। তিনি বলেন, গ্রিনল্যান্ড মালিকানাধীন, শাসিত… অথবা যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হতে চায় না। গ্রিনল্যান্ড ডেনমার্ক, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নকে বেছে নিয়েছে। গ্রিনল্যান্ডের নেতারা বলেছেন যে, দ্বীপটি যুক্তরাষ্ট্রের পরিবর্তে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবেই থাকতে পছন্দ করবে। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রাশিয়া বা চীনের দখলের হুমকির কারণে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডকে দখল করা প্রয়োজন।
জেফারের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে যা বললেন রাফসান
জেফারের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে যা বললেন রাফসান জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব আজ (১৪ জানুয়ারি) গায়িকা ও অভিনেত্রী জেফার রহমানকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহের ছবি এবং স্ট্যাটাস শেয়ার করে আনন্দের সংবাদ জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা থাকলেও আজ তা আনন্দঘন অবস্থায় পরিণত হলো। রাফসান বিয়ের ছবি প্রকাশ করেছেন তার ফেসবুকে। সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের যাত্রা শুরু করতে চলেছি, আমাদের বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা। আজ আমরা আমাদের জীবন একত্রিত করছি এবং একসাথে একটি সুন্দর অধ্যায়ে প্রবেশ করছি। এই স্ট্যাটাসে তিনি নতুন জীবনের সূচনায় পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় তারা কতোটা আবদ্ধ সেই বার্তা দিয়েছেন। স্ট্যাটাসে দুই শিল্পীর জন্য শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন তাদের কাছের মানুষেরা। আজ সকালেই জেফার ও রাফসানের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন ছিলো। সন্ধ্যায় আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা। বিয়েটি ছিল আদরে ভরা এবং খুব ব্যক্তিগত পরিবেশে, যেখানে শুধুমাত্র পরিবারের সদস্য ও তাদের নিকটজনরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দীর্ঘ দিন ধরেই শোবিজ অঙ্গনে জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল। কেউ বলতেন তারা শুধু বন্ধু, আবার অনেকে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানে বা বিদেশ ভ্রমণে তাদের ঘনিষ্ঠ দৃশ্য দেখে বিভিন্ন মতামত তোলে। তবে আজ এই গুঞ্জনগুলো বন্ধন পেয়ে সত্যি বন্ধনে পরিণত হলো। ’
৮ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া, কী হয়েছে অভিনেত্রীর?
৮ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া, কী হয়েছে অভিনেত্রীর? জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ফারিয়া নিজেই তার অসুস্থতার কথা জানিয়েছেন। জানা গেছে, গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। তিনি লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’ অসুস্থতা নিয়ে তিনি বলেন, ‘৫ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং নিজেকে কথা বলার জন্য জোর করার ফলে অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয়, আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’ বর্তমানে কোনো ফোনকলও রিসিভ করতে পারছেন না বলে জানান ফারিয়া। তিনি বলেন, ‘আমার অনেক কল আসছে। কিন্তু ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’