গল্প আর চরিত্রের ভেতরেই নিজেকে খুঁজছেন মাহি

গল্প আর চরিত্রের ভেতরেই নিজেকে খুঁজছেন মাহি পরিণত শিল্পী হয়ে ওঠার আকাঙ্ক্ষা থেকে একের পর এক নতুন গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরছেন সামিরা খান মাহি। সেই ভাবনা থেকে আরও দুটি ভিন্ন ধরনের গল্পের নাটকে দেখা মিলছে এই তারকা অভিনেত্রীর। নাম ‘মেঘ না চাইতে বৃষ্টি’ ও ‘তোমার প্রেমে’। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ‘মেঘ না চাইতে বৃষ্টি’ নাটকটি। প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। এ নাটকে আরও একবার মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। এই জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ‘নীল ছাতা’, ‘দ্বিতীয় পত্র’, ‘ফিরে আসা’, ‘বকুল ফুল’, ‘ভেতরে আসতে দাও’, ‘প্রশ্ন করো না’, ‘আদরে রেখো’, ‘বালক বালিকা’, ‘প্রেমিকার বয়ফ্রেন্ড’, ‘মন খারাপের দিনে’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয়ের মাধ্যমে। আসাদ জামানের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নির্মিত ‘মেঘ না চাইতে বৃষ্টি’ নাটকে আরশ-মাহি জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মাসুম বাসার, সুমি আক্তার, মিলি বাসার, আনোয়ার শাহী, সম্পা নিজাম প্রমুখ। মাহির দ্বিতীয় নাটক ‘তোমার প্রেমে’ প্রকাশ পাচ্ছে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে। রুবেল আনুশের চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকে মাহির বিপরীতে আছেন অভিনেতা সোহেল মণ্ডল। আরও অভিনয় করেছেন মিলি বাসার, লিয়া মনি, সাদি প্রমুখ। নতুন এই দুই নাটক নিয়ে সামিরা খান মাহি বলেন, ‘গল্প ও চরিত্র নতুন হলেও এতে আছে চেনা জীবন ও আশপাশের মানুষের ছায়া। তাই গল্পের সঙ্গে দর্শক সহজেই মিশে যেতে পারবেন। যাপিত জীবনের নানা ঘটনাকে নতুনভাবে দেখার সুযোগও মিলবে। সব মিলিয়ে নাটক দুটি আমাকে যেমনি নতুনরূপে দর্শকের সামনে তুলে ধরছে, তেমনি দর্শক প্রত্যাশা পূরণের সুযোগ এনে দিচ্ছে। কাজের বিষয়ে বাছবিচার নিয়ে মাহি আরও বলেন, “শুধু এই দুটি নাটক নয়, এ সময়ে যেসব গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরছি, তার সবই অনেক বাছবিচারের পর হাতে নেওয়া। এর মূল কারণ দিন দিন অভিনয়ের তৃষ্ণা বেড়ে যাওয়া ও পরিণত শিল্পী হয়ে ওঠার আকাঙ্ক্ষা পূরণ। যখন অভিনয়ের সূত্রে দর্শকের ভালোবাসা পাওয়া শুরু, তখনই একরকম নিশ্চিত হয়েছি যে, এটাই আমার নিয়তি নির্ধারিত কাজ। মনপ্রাণ ঢেলে এই কাজই করতে হবে। এটাও সত্যি যে, স্বল্প সময়ের অভিনয় ক্যারিয়ারে রেকর্ড সংখ্যক নাটকে অভিনয়ের সুযোগ হয়েছে। কিন্তু একটা সময় এসে বুঝেছি, এই সংখ্যা আসলে ততটা গুরুত্বপূর্ণ নয়। কী ধরনের কাজ করছি, সেটাই আসল। তাই যতদিন অভিনয় করে যাব, ভালো কিছু দর্শকের মাঝে তুলে ধবর এই ভাবনা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছি। যার কিছুটা আভাস পাওয়া যাবে ‘মেঘ না চাইতে বৃষ্টি’ ও ‘তোমার প্রেমে’ নাটক দুটির মাধ্যমে।
শিবগঞ্জ সীমান্তে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জ সীমান্তে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ শিবগঞ্জ উপজেলা সীমান্তে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ সকাল ১১টার দিকে কিরণগঞ্জ বিওপির ঈদ গাহ মাঠে ৩০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল আসিফসহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা। অনুষ্ঠানে অধিনায়ক কিবরিয়া বলেন, সর্বদা দূর্গম ও প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবসাকারী জনগণের পাশে রয়েছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান অধিনায়ক কিবরয়িা।
শিবগঞ্জ সীমান্ত থেকে ১৬টি ভারতীয় গরু জব্দ বিজিবির

শিবগঞ্জ সীমান্ত থেকে ১৬টি ভারতীয় গরু জব্দ বিজিবির শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে মালিকবিহীন ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক হয়নি। আজ ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধভাবে আসা এসব গরু জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিক্তিতে মনাকষা বিওপি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়েনের মনোহরপুর গ্রাম হতে ৬টি ও ফকিরপাড়া থেকে ৪টি, মাসুদপুর বিওপি চৌধুরী স্মরণী গ্রাম হতে ৪টি এবং ওয়াহেদপুর বিওপি নারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম হতে ২টি গরু জব্দ করে। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্ত সুরক্ষাসহ নিশ্চিত করাসহ যেকোন ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
গাজায় স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে বাংলাদেশের আগ্রহ

গাজায় স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে বাংলাদেশের আগ্রহ গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে নীতিগতভাবে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এ আগ্রহের কথা জানান। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রও আগ্রহী বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিকবিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার এবং স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। গত নভেম্বরে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও তত্ত্বাবধানে আইএসএফ গঠনের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়।
বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যে দেশটির সাথে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। আজ এক বার্তায় তিনি এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বার্তায় বলেন, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে উচ্ছ্বসিত। ঢাকার মার্কিন দূতাবাস জনিয়েছে, বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত। আগামী ১২ জানুয়ারি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে হজযাত্রীদের। এসব পরীক্ষার ভিত্তিতে তারা টিকা নিতে পারবেন। সম্প্রতি এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণায়ল। গত ৬ জানুয়ারি জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে আগামী ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে। হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইল কপি টিকা কেন্দ্রে মেডিকেল টিমের কাছে দাখিল করে টিকা গ্রহণ করে স্বাস্থ্য সনদ নিতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে হজযাত্রীদের। এসব পরীক্ষার ভিত্তিতে তারা টিকা নিতে পারবেন। সম্প্রতি এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণায়ল। গত ৬ জানুয়ারি জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে আগামী ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে। রিপোর্টগুলোর মধ্যে রয়েছে- Urine R/M/E, Random Blood Sugar (RBS), X-Ray Chest P/A view (রিপোর্টসহ), ECG (রিপোর্টসহ), Serum Creatinine, Complete Blood Count (CBC with ESR) ও Blood Grouping and Rh Typing। এ ছাড়াও দুরারোগ্য ব্যাধি (প্রযোজ্য ক্ষেত্রে) নির্ণয়ের জন্য আরো কিছু পরীক্ষা সম্পন্নের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেগুলোর মধ্যে রয়েছে- সন্দেহজনক হৃদপিণ্ডের অকৃতকার্যতার পরীক্ষা- Echocrdiography। কিডনি জটিলতার ক্ষেত্রে- S. Creatinine, USG of KUB। সন্দেহজনক লিভার সিরোসিস রোগের ক্ষেত্রে- USG Whole abdomen, Endoscopy of upper GIT. দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তকরণে-Sputum for AFB, CTScan of chest, Serum bilirubin, SGPT, Albumin Globubin ratio। হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইল কপি টিকা কেন্দ্রে মেডিক্যাল টিমের কাছে দাখিল করে টিকা গ্রহণ করে স্বাস্থ্য সনদ নিতে হবে। যেকোনো তথ্যের জন্য হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে প্রাথমিক নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালন করতে পারবেন।
আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে মৃদু শৈত্যপ্রবাহ

আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে মৃদু শৈত্যপ্রবাহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপ আকারে বর্তমানে উত্তরপূর্ব শ্রীলঙ্কা উপকূলবর্তী দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ শনিবার দুপুর/বিকাল নাগাদ উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ৮ জেলা ও রাজশাহী বিভাগের ৮ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সিলেটে। আগামীকাল রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুদ্ধ থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থ্য সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুদ্ধ থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুদ্ধ থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচদিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পছন্দের চকলেটের সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন মিমি

পছন্দের চকলেটের সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন মিমি গত বছরের ২০ ডিসেম্বর ৫৭ বছরে পা রাখেন নন্দিত নির্মাতা-অভিনেত্রী আফসানা মিমি। বিশেষ এই দিনটি বিশেষভাবে উদযাপন করেন তিনি। ছুটে যান ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে, সেখানে সেদিন যেসব শিশুর জন্ম হয়, তাদের পরিবারের অজান্তেই কিছু উপহার দিয়ে আসেন। এক পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের কিছু অপ্রকাশিত সত্য সামনে আনেন মিমি। তিনি জানান, ‘মিমি’ চকলেট খেতে ভালোবাসতেন বলে সেটির সঙ্গে মিল রেখে নিজের নামটিও তার রাখা। বর্ণনা করলেন সেই মজার গল্পটিও। বড় বোন অ্যানির সাথে মিল রেখে তার নাম রাখা হয়েছিল জুনি। ভালো নাম আফসানা করিম। বাবা ডাকতেন ‘মিম’ নামে। সেখান থেকে তিনি নিজের আগ্রহে ‘মিমি’ নামটি বেছে নিয়েছিলেন। তাই তো মজার সুরে বললেন, আমি বোধহয় পৃথিবীর একমাত্র শিশু, যে কি না নিজের নাম নিজেই চূড়ান্ত করেছি!
‘শীত-গরম বুঝি না দিনে তিনবার গোসল করি’

‘শীত-গরম বুঝি না দিনে তিনবার গোসল করি’ দেশের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহ চলমান। ঠান্ডায় জবুথবু দেশবাসী। রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে শীত। এমন পরিবেশে অনেক মানুষই গোসল কম করে থাকেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু’ চরিত্র রূপায়নকারী চাষী আলম বাস্তব জীবনে এ পরিস্থিতি কীভাবে সামলান? ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বলেন, “আমি দিনে তিনবার করে গোসল করি; সেটা শীত হোক বা গরম। এটা আমার অভ্যাস।” দিনে কেন তিনবার গোসল করেন? এমন প্রশ্ন রাখা হলে চাষী আলম বলেন, “এটা আমার ভালো লাগে তাই! গোসল করার মজাই আলাদা। যদিও গোসল করতে ৫-৭ মিনিটের বেশি সময় নিই না।”চাষী আলমের এই বক্তব্যের ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। প্রিয় অভিনেতার মন্তব্য ঘিরে চর্চায় মেতেছেন নেটিজেনরা। অনেকের সঙ্গে তার অভ্যাস মিলে যাওয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ! কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয়। তারপর দ্রুত সময়ের মধ্যে দারুণ জনপ্রিয়তা লাভ করে নাটকটি, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। দর্শক চাহিদার কারণে এ পর্যন্ত চারটি সিজন শেষ হয়েছে, এখন পঞ্চম সিজনের প্রচার চলছে। তবে বরাবরের মতো এ সিজন দেখেও মুগ্ধতার কথা প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা। এ সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলো হলো—কাবিলা, পাশা, হাবু, শুভ, শিমুল, বজরা বাজারের জাকির, কাবিলার প্রেমিকা রোকেয়া, অন্তরা, লামিয়া। বরাবরের মতো কাবিলা চরিত্রে ধরা দিয়েছেন জিয়াউল হক পলাশ। পাশা, হাবু, শুভ শিমুল চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন—মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, শিমুল শর্মা।