এরফান গ্রুপের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এরফান গ্রুপের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের আয়োজনে অসহায়, দুঃস্থ ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের এরফান সেন্টারে বুলুনপুর ও আতাহার এলাকার শীতার্তদের পাশাপাশি এরফান গ্রুপের কারখানায় কর্মরত কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক রেজাউল করিম, ব্যবস্থাপক (পরিবহন) রায়হানুল কবিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য, এর আগে এরফান গ্রুপের সৌজন্যে জেলার তিনটি স্থানে মোট ২ হাজার ৫০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু শনাক্ত নেই, ডায়রিয়ায় আক্রান্ত ৪৫ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু শনাক্ত নেই, ডায়রিয়ায় আক্রান্ত ৪৫ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। তবে বর্তমানে চারজন ডেঙ্গু রোগী ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সিভিল সার্জন অফিসের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভর্তি থাকা রোগীদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এদিকে জেলায় ডায়রিয়ার প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন রোগী ভর্তি হয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, পূর্বে হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৪২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন ভর্তি হলেও এ সময়ের মধ্যে ২০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ৫৩ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছেন।
শিল্পী ঝড়ু পাল স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শিশু শিল্পকর্ম প্রদর্শনী

শিল্পী ঝড়ু পাল স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শিশু শিল্পকর্ম প্রদর্শনী প্রয়াত শিল্পী রতিকান্ত পাল (ঝড়ু পাল)-এর স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক শিশু শিল্পকর্ম প্রদর্শনী। শনিবার বিকেলে শহরের চুনারিপাড়ায় অবস্থিত ‘রঙের ভাষা আর্ট অ্যান্ড ডিজাইন স্কুল’ প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে বাবুডাইং কোল ক্ষুদ্র জাতিসত্তার শিশুসহ শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত প্রায় ১০০ শিশুর আঁকা চিত্রকর্ম ও বিভিন্ন শিল্পকর্ম স্থান পেয়েছে। শিশুদের সৃজনশীলতা ও শিল্পমনস্কতা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনা সভায় আসরাফুল আম্বিয়া সগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কানাই চন্দ্র দাস, শহীদুল ইসলাম পারভেজ, আনিফ রুবেদ, প্রদীপ হেমব্রম ও মনোয়ারা খাতুনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সূচনা বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক জগন্নাথ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে সমাজে মানবিক ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সাদা মনের মানুষ’ হিসেবে পরিচিত কানাই চন্দ্র দাসকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, শিল্পী রতিকান্ত পাল (ঝড়ু পাল) ১৮৯৯ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও চিত্রকর্ম ও মাটির ভাস্কর্য নির্মাণে অসাধারণ দক্ষতার কারণে তিনি জেলার একজন খ্যাতিমান শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৭৭ সালে ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে ১ লাখ টাকা জরিমানা

শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে ১ লাখ টাকা জরিমানা শিবগঞ্জে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করায় একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের দানিয়ালপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। সন্ধ্যায় তিনি জানান, কৃষিজমি কেটে পুকুর খনন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি খননের অভিযোগে ঘটনাস্থলে উক্ত অবৈধ কাজের সঙ্গে জড়িত নাহিদ ইসলাম নামে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিম দিয়ে সুস্বাদু পিঠা তৈরির রেসিপি জেনে নিন

ডিম দিয়ে সুস্বাদু পিঠা তৈরির রেসিপি জেনে নিন শীত মানেই নানা স্বাদের পিঠা। সেসব পিঠার বেশিরভাগেরই মূল উপকরণ থাকে খেজুর গুড়। তবে আরও অনেক ধরনের পিঠা এসময় তৈরি করে খাওয়া হয়। তার মধ্যে একটি হলো ডিম দিয়ে সহজে তৈরি করা বিস্কুট পিঠা। এছাড়াও অনেকে অনেক নামে ডেকে থাকেন এই পিঠাকে। এটি খেতে বেশ সুস্বাদু। শুকনো পিঠা বলে কয়েকদিন সংরক্ষণ করেও খাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক- তৈরি করতে যা লাগবে চালের গুঁড়া- দেড় কাপ ময়দা- আধা কাপ ডিম- ২টি চিনি- ১ কাপ এলাচ ও দারুচিনি- ২টি তেল- পরিমাণমতো লবণ- অল্প। যেভাবে তৈরি করবেন চিনি, এলাচ, দারুচিনি, লবণ ও পরিমানমতো পানি কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিন। এরপর এলাচ দারুচিনি ফেলে চালের গুঁড়া ও ময়দা দিয়ে শক্ত খামির করে নিন। নামিয়ে ডিম ও তেল দিয়ে ভালো মতো ময়ান করে নিন। মোটা রুটির মতো বেলে নিয়ে পছন্দমতো শেইপে কেটে নিন। এবার কড়াইতে তেল গরম করে ডুবো তেলে ভেজে তুলুন। এই পিঠা কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন।
সংসার ভেঙে যাচ্ছে তাহসান ও রোজার

সংসার ভেঙে যাচ্ছে তাহসান ও রোজার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সংসার ভাঙতে চলেছে। বিয়ের এক বছরের মধ্যেই এই দম্পতির বিচ্ছেদের খবর সামনে এসেছে। বিষয়টি দৈনিক আমাদের সময় অনলাইন কে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। এ প্রসঙ্গে তাহসান খান বলেন,“খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ দিক থেকে আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। তবে আমাদের বিবাহবার্ষিকী ঘিরে ভুয়া খবর ছড়ানোয় জানাতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে নেই। তাহসানের এই বক্তব্যের মধ্য দিয়ে তাদের দাম্পত্য জীবনের টানাপোড়েনের বিষয়টি প্রকাশ্যে এলো। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া বা ভবিষ্যৎ সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। হঠাৎ এই বিয়ের খবর সে সময় ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি করেছিল। রোজা আহমেদ একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপের সঙ্গে যুক্ত। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের একটি মেকআপ প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। বিয়ে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে নিয়ে নানা আলোচনা হলেও সম্প্রতি তাদের একসঙ্গে খুব একটা দেখা যাচ্ছিল না। এবার তাহসানের বক্তব্যে স্পষ্ট হলো, তারা কয়েক মাস ধরেই আলাদা থাকছেন। সংগীত ও অভিনয় দুই মাধ্যমেই তাহসান খান দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। ব্যক্তিগত জীবনের এই ভাঙন তার ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে রোজা আহমেদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নতুন সিনেমা ও ওয়েব ফিল্ম নিয়ে ব্যস্ত ভাবনা

নতুন সিনেমা ও ওয়েব ফিল্ম নিয়ে ব্যস্ত ভাবনা ছোটপর্দা ও বড়পর্দা দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা ও সাহসী চরিত্র নির্বাচনের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বৈচিত্র্যময় চরিত্রে নিয়মিত উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনেও স্পষ্টভাষী ও সচেতন এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনা ও মতামত প্রকাশে বরাবরই সরব। বর্তমানে থ্রিলার ঘরানার একটি নতুন ওয়েব ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভাবনা। সুমন ধরের পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মটির শুটিং চলছে ঢাকার বিভিন্ন লোকেশনে। এখনো শিরোনাম ঠিক না হওয়া এই প্রকল্পে ভাবনার সঙ্গে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, প্রার্থনা ফারদিন দীঘিসহ একঝাঁক পরিচিত অভিনয়শিল্পী। নির্মাতা সূত্রে জানা গেছে, এটি একটি গল্পনির্ভর থ্রিলার, যেখানে চরিত্র নির্মাণ ও আবহের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঈদুল ফিতরকে সামনে রেখে ওয়েব ফিল্মটি নির্মাণ করা হলেও কোন ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শুটিং শেষ হওয়ার পর নাম ও মুক্তির প্ল্যাটফর্ম জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ওয়েব ফিল্মের পাশাপাশি বড়পর্দার কাজেও ব্যস্ত রয়েছেন ভাবনা। বর্তমানে তিনি অভিনয় করছেন আসিফ ইসলাম পরিচালিত সিনেমা ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এ। এই সিনেমায় তাকে দেখা যাবে এক যাত্রাপালার নায়িকার ভূমিকায়, যা তার জন্য ভিন্নধর্মী একটি চরিত্র। চরিত্রের প্রয়োজনে আলাদা শরীরি ভাষা ও মঞ্চসুলভ উপস্থিতি রপ্ত করতে হয়েছে তাকে।এ চরিত্রের জন্য নিজের শারীরিক গড়নেও পরিবর্তন এনেছেন ভাবনা। সিনেমাটির প্রয়োজনে প্রায় ৯ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। এ বিষয়ে অভিনেত্রী নিজেও আত্মবিশ্বাসী। তার মতে, চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙা ও গড়া এই চ্যালেঞ্জই একজন অভিনেত্রীর কাজকে অর্থবহ করে তোলে। সব মিলিয়ে ওয়েব ফিল্ম ও সিনেমা দুই মাধ্যমেই নতুন ভাবনায় দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আশনা হাবিব ভাবনা।
নেপালে সঞ্জয় দত্ত – পুরোনো ফর্মে ফেরা আর জীবনের নতুন বিরতি

নেপালে সঞ্জয় দত্ত – পুরোনো ফর্মে ফেরা আর জীবনের নতুন বিরতি বহু চড়াই-উতরাই পেরিয়ে আবারও আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। কখনো অভিনয়, কখনো ব্যক্তিগত জীবন, আবার কখনো অসুস্থতা কিংবা কারাবাস সব মিলিয়ে তার জীবন বরাবরই ঘটনাবহুল। সেই ধারাবাহিকতায় এবার নতুন করে চর্চায় উঠে এসেছে তার নেপাল সফর। সাতপাঁচ তোয়াক্কা না করেই বন্ধুর সঙ্গে নেপালে পাড়ি জমিয়েছেন এই অভিনেতা। ২০২৫ সালে নেপাল ভ্রমণের পরিকল্পনা থাকলেও সে সময় দেশটির উত্তপ্ত পরিস্থিতির কারণে সফর বাতিল করতে হয়েছিল সঞ্জয় দত্তকে। তবে এবার আর কোনো দ্বিধা না রেখে বন্ধুর সঙ্গে নেপালের পথে পা বাড়ান তিনি। সফরে তার সঙ্গী ছিলেন অভিনেতা ও ঘনিষ্ঠ বন্ধু রাহুল মিত্র। নেপাল সফরের পেছনে যে আধ্যাত্মিক টান রয়েছে, সে কথা অস্বীকার করছেন না ঘনিষ্ঠজনরাও। কারাবাসে থাকার সময় নিয়মিত শিবপুরাণ পাঠ করতেন সঞ্জয় দত্ত এই তথ্য অনেকেরই জানা। বন্ধু রাহুল মিত্রের ভাষায়, “শিবের সঙ্গে সঞ্জয়ের এক গভীর যোগ রয়েছে। মনে হয়েছে যেন বাবার ডাক এসেছে। তাই আর দেরি করেননি। ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক ও শারীরিক অসুস্থতার মধ্যেও অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে নেননি সঞ্জয় দত্ত। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে। অনেক দিন পর এই ছবিতে তাকে পুরোনো ছন্দে ফিরতে দেখেছেন ভক্তরা। ফলে সিনেমার সাফল্যের পর এই নেপাল সফরকে কেউ কেউ দেখছেন আত্মবিশ্লেষণ ও মানসিক প্রশান্তির খোঁজ হিসেবে। নেপালে গিয়ে সঞ্জয় দত্ত শুধু ধর্মীয় স্থানে দর্শনেই সীমাবদ্ধ থাকেননি। ভক্তদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি উপভোগ করেছেন স্থানীয় খাবারও। রাহুল মিত্র জানান, ভ্রমণের সময় স্থানীয় খাবার চেখে দেখা তাদের অভ্যাস। এর আগেও অরুণাচল প্রদেশ ও রাজস্থানে গিয়ে ডাল-ভাত, মসুর ডালের বড়া, নুডলস স্যুপ কিংবা মটন কাটিয়ার মতো খাবার উপভোগ করেছেন তারা। নেপাল সফরেও সেই অভ্যাসের ব্যতিক্রম হয়নি। সব মিলিয়ে বলা যায়, অভিনয়ের সাফল্য, আধ্যাত্মিক টান ও জীবনের ব্যস্ততা থেকে খানিক বিরতি এই তিনের সমন্বয়েই সঞ্জয় দত্তের এবারের নেপাল সফর।
সকল সরকারি অফিসের জন্য নির্বাচনসংক্রান্ত জরুরি নির্দেশনা

সকল সরকারি অফিসের জন্য নির্বাচন সংক্রান্ত জরুরি নির্দেশনা নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রাপ্ত নিম্নবর্ণিত লোগো সব ধরনের পত্র যোগাযোগে (পত্রের উপরে ডান পাশে) ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ডাবল অ্যালবাম ‘মহাশ্মশান’ প্রকাশ করল সোনার বাংলা সার্কাস

ডাবল অ্যালবাম ‘মহাশ্মশান’ প্রকাশ করল সোনার বাংলা সার্কাস দেশের জনপ্রিয় ব্যান্ডদল সোনার বাংলা সার্কাস প্রকাশ করেছে তাদের নতুন ডাবল অ্যালবাম। ‘মহাশ্মশান’ শিরোনামের এই কনসেপ্টচ্যুয়াল অ্যালবামে রয়েছে মোট ১৭টি গান। দুটি সিডিতে বিভক্ত অ্যালবামটির প্রথম অংশ ‘মহাশ্মশান ১’-এ রয়েছে ৯টি গান এবং দ্বিতীয় অংশ ‘মহাশ্মশান ২’-এ রয়েছে ৮টি গান। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অ্যালবামটি প্রকাশ করা হয়। একই সঙ্গে স্পটিফাইসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও অ্যালবামটি উন্মুক্ত করা হয়েছে। অ্যালবামটির গল্প ও ভাবনা প্রসঙ্গে ব্যান্ডের ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন বলেন,“আমাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’-এ ‘এপিটাফ’ গানের মধ্য দিয়ে একটি চরিত্রের মৃত্যু দেখানো হয়েছিল। ‘মহাশ্মশান’ সেই চরিত্রের পুনরুত্থানের গল্প। এবার তার নাম দ্রোহ। এই অ্যালবামেও সে মারা যায়, তবে তার পুনর্জন্মের সম্ভাবনা রয়েছে ভবিষ্যৎ অ্যালবামে। দ্রোহ এখানে মানুষের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে। মানুষের প্রতি প্রতিশোধের এই গল্প পুরোপুরি বুঝতে হলে একটানা ১ ঘণ্টা ৫২ মিনিটের অ্যালবামটি শুনতে হবে। ২০১৮ সালে যাত্রা শুরু করা সোনার বাংলা সার্কাস ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি প্রকাশ করে তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’র মতো গানগুলোর মাধ্যমে অল্প সময়েই তরুণ শ্রোতাদের মধ্যে আলাদা পরিচিতি গড়ে তোলে ব্যান্ডটি। ইতিমধ্যে দেশে ও বিদেশে ২০০টির বেশি কনসার্টে পারফর্ম করেছে তারা। এ ছাড়া ঢাকাসহ দেশের সাতটি বিভাগীয় শহরে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ শিরোনামে একক কনসার্টও আয়োজন করে ব্যান্ডটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী দুই মাস পর নতুন অ্যালবামকে কেন্দ্র করে ‘মহাশ্মশান যাত্রা’ শিরোনামে একক কনসার্ট শুরু করবে সোনার বাংলা সার্কাস। সেখানে নতুন অ্যালবামের সব গানের লাইভ পরিবেশনা উপভোগ করবেন দর্শকরা।বর্তমানে ব্যান্ডটির সদস্যরা হলেন—প্রবর রিপন (ভোকাল ও গিটার), শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটার), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (ড্রামস)।