বিজয়ের শেষ সিনেমা

বিজয়ের শেষ সিনেমা দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননয়গণ’। তাই ভক্ত-অনুরাগীদের মধ্যে স্বাভাবিকভাবেই তার শেষ সিনেমা ঘিরে কৌতূহল তুঙ্গে। অগ্রীম টিকিট নিয়েও ছিল দর্শক উন্মাদনা। সেই উন্মাদনা আবারও বাড়িয়ে দিয়েছে শনিবার মুক্তি পাওয়া ট্রেলার। তবে মুক্তির নির্ধারিত সময়ের তিনদিন আগেও নাকি সেন্সর ছাড়পত্র পায়নি সিনেমাটি। আগামী ৯ জানুয়ারি বড় পর্দায় আসার কথা থাকলেও বড় আইনি জটিলতায় পড়েছেন নির্মাতারা। এখন পর্যন্ত সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর চূড়ান্ত ছাড়পত্র পায়নি। ফলে মুক্তির আগে সব জায়গায় টিকিট বুকিং খোলাও সম্ভব হচ্ছে না। মঙ্গলবার দুপুরে মাদ্রাজ হাইকোর্টে ‘জননয়গন’-এর প্রযোজকদের একটি আবেদন শোনা হবে। সিনেমার তামিল সংস্করণ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত অন্য ভাষার সংস্করণগুলোও অনুমতি পাবে না। নির্মাতারা জানিয়েছেন, প্রায় এক মাস আগে পোস্ট-প্রোডাকশন শেষ করে ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়। ১৯ ডিসেম্বর সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কিছু কাটছাঁট ও সংলাপ মিউট করার পরামর্শ দেয়। এরপর থেকেই প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। ট্রেলারে ঝড় এইচ বিনোথ পরিচালিত এ সিনেমায় বিজয়কে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাচ্ছে। দুই মিনিটেরও বেশি সময়ের ট্রেলারে দেখা যায়, বিজয় মা-বাবা ছোট্ট শিশুকে বড় করছেন। এক মুহূর্তে ছোট্ট মেয়েটি বিস্ময়ে জিজ্ঞেস করে, ‘আপনি একাই পুরো ব্যাটালিয়নকে হারিয়েছেন-আপনি কি সুপারম্যান?’ বিজয় নম্রভাবে জবাব দেন, ‘আমি একজন সাধারণ মানুষ, কিন্তু মানুষ বলে আমি যা করি তা সুপার।’ বিজয়ের চরিত্রের স্বপ্ন তাঁর মেয়ে সেনাবাহিনীতে যোগ দিক। কিন্তু মেয়েটির একটি গভীর ভয় রয়েছে, যা পরবর্তী সময় ‘অপারেশন ওএম’-এর সঙ্গে যুক্ত একটি ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত বলে প্রকাশ পায়। এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন খলচরিত্রে অভিনয় করা ববি দেওল। ছবির ট্রেলারে বিজয় অভিনীত চরিত্রটি রাজনৈতিকদেরও তীক্ষ্ণ সমালোচনা করে এই বলে, ‘মানুষের সেবার জন্য রাজনীতিতে প্রবেশ করার পরিবর্তে, আপনি নিরীহ জীবন লুটতে ও ধ্বংস করতে প্রবেশ করেন! মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে বিজয়ের ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। কেউ লিখেছেন, ‘এই বিজয়কেই চাই।’ কেউ আবার আরও সিনেমা করার অনুরোধ জানিয়েছেন বিজয়কে। অগ্রীম টিকিট বিক্রির রেকর্ড ‘জননায়গন’ মুক্তি পেতে চলেছে আগামী ৯ জানুয়ারি। মুক্তির আগেই বিশ্বজুড়ে বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলেছে সিনেমাটি। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, সিনেমাটি বিশ্বব্যাপী প্রি-সেল ইতিমধ্যেই প্রায় ৩৫ কোটি টাকা ছুঁয়েছে, যার মধ্যে বিদেশি বাজার থেকেই এসেছে ২৫ কোটিরও বেশি। মালয়েশিয়ায় মাত্র দুই ঘণ্টার মধ্যে ৫০ হাজার টিকিট বিক্রি হয়, যা মালয়েশিয়ায় কোনও ভারতীয় ছবির ক্ষেত্রে সবচেয়ে দ্রুত টিকিট বিক্রির রেকর্ড। এছাড়া নর্থ আমেরিকা ও যুক্তরাজ্যসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারেও ছবিটির অগ্রিম বুকিং দুর্দান্ত চলছে। সব মিলিয়ে বিদেশে ছবিটির আয় ২৫ কোটির বেশি ছুঁয়েছে। ভারতে প্রি-সেল প্রায় ৭ কোটি টাকা, যার মধ্যে কর্ণাটক থেকেই এসেছে ৪ কোটির বেশি। সবচেয়ে বড় বিষয়, এখন পর্যন্ত তামিলনাড়ু সহ ভারতের একাধিক রাজ্যে পুরোপুরি অগ্রিম টিকিট বুকিং শুরু হয়নি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সীমিত সংখ্যক শো থাকলেও শুধু তামিলনাড়ুতেই সিনেমটি ইতিমধ্যেই প্রায় ১ কোটি টাকার অগ্রিম বিক্রি করে ফেলেছে। আজ (মঙ্গলবার) থেকে সব রাজ্যে ‘জননায়গন’-এর অগ্রিম বুকিং শুরু হওয়ার কথা রয়েছে। বিতর্ক এর মধ্যেই আরও বড় বিতর্কের জন্ম দিয়েছে এক ঝলক দেখা একটি গুগল জেমিনি এআই লোগো। এই লোগোটি চোখে পড়া প্রায় অসম্ভব ছিল, একদম মিলিসেকেন্ডের জন্য স্ক্রিনে ভেসে উঠেছে। কিন্তু তীক্ষ্ণ নজরের নেটিজেনরা সেটিও ধরে ফেলেছেন। এক্স ও রেডিটে সেই স্ক্রিনশট ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড়। ‘টক্সিক’-এর সঙ্গে তুলনা কারও কারও দাবি, ‘টক্সিক’ সিনেমার পোস্টারেও নাকি এআই ব্যবহারের চিহ্ন মিলেছে। ‘জননায়াগন’ ও ‘টক্সিক’-দুটি সিনেমাই একই প্রোডাকশন হাউসের হওয়ায় দুটো ছবির ভিজ্যুয়াল নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজয়ের সঙ্গে ছবিতে আছেন পূজা হেগডে, ববি দেওল, গৌতম বসুদেব মেনন, প্রকাশ রাজ ও প্রিয়মণি। সূত্র: দ্য লাইভমিন্ট ডটকম ও দ্য ওয়াল
তাসনুভা তিশা অডিশন ছাড়া নিতে পারেন সিনেমার মিটিংয়ে বলেছিলাম

তাসনুভা তিশা অডিশন ছাড়া নিতে পারেন সিনেমার মিটিংয়ে বলেছিলাম বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত পছন্দ এবং ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমার প্রস্তাব নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে তিশা তার এক অদ্ভুত ভীতির কথা স্বীকার করেন। তিনি জানান, শুটিংয়ের পরিবেশ বা লাইট-ক্যামেরার সেট ছাড়া তিনি চরিত্রের গভীরে প্রবেশ করতে পারেন না। এ কারণে অডিশন দিতে গেলেই তিনি নার্ভাস হয়ে পড়েন। তার কথায়, ‘আমি তো আসলে অভিনয় শিখিনি। অডিশন দিলে আমি নিশ্চিত যে আমাকে বাদ দিয়ে দেবেন। তাই সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিলে নিতে পারেন। শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি তাকে শাকিব খানের একটি সিনেমার জন্য অডিশন দিতে ডাকা হয়েছিল। কিন্তু নিজের অডিশন ভীতির কারণে সেখানে আর অংশ নেওয়া হয়নি তার। তিশার ভাষ্যমতে, শুটিং সেটে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হলে তিনি সাবলীলভাবে কাজ করতে পারেন না। কাজের ব্যস্ততা নিয়ে তিশা জানান, বর্তমানে নাটক এবং মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সুনামগঞ্জে সম্প্রতি একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। এছাড়া বড় একটি প্রজেক্টের কাজ নিয়ে কথা চলছে যা আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গোপনীয়তার খাতিরে প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত এখনই কিছু বলতে চাননি তিনি। তিনি জানান, কাজের ক্ষেত্রে তানভীর, নিলয় এবং আরশ এই তিন সহকর্মীর মধ্যে মজার ছলে তিনি তানভীরকে ‘কিল’, নিলয়কে ‘হুক আপ’ এবং আরশকে বিয়ের জন্য বেছে নেবেন। সহকর্মীদের সাথে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই কাজে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানান এই অভিনেত্রী।
রাতে মোজা পরে ঘুমানো উপকারী না ক্ষতিকর

রাতে মোজা পরে ঘুমানো উপকারী না ক্ষতিকর হাড়কাঁপানো এই শীতে রাতের বেলা হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। অনেক সময় লেপ-কম্বল গায়ে দিয়ে শুলেও পা গরম হতে চায় না। অনেকেই তাই আরাম পেতে উলের বা সুতির মোজা পরে ঘুমাতে যান। কিন্তু এই অভ্যাসটি শরীরের জন্য কি আদৌ উপকারী? চিকিৎসকদের মতে, মোজা পরে ঘুমানোর যেমন কিছু সুফল রয়েছে, তেমনি অসতর্ক থাকলে শরীরের জন্য ক্ষতিকরও হতে পারে। মোজা পরে ঘুমানোর সুফল দ্রুত ঘুম আসতে সাহায্য করে: গবেষণায় দেখা গেছে, পা গরম থাকলে শরীরের রক্তনালীগুলো প্রসারিত হয়। এটি মস্তিষ্ককে সংকেত দেয় যে এখন ঘুমানোর সময়। ফলে যারা অনিদ্রায় ভোগেন, তাদের দ্রুত ঘুম আসে। পায়ের গোড়ালি ফাটা রোধ: শীতকালে অনেকেরই পা ফাটার সমস্যা বাড়ে। রাতে পায়ে ক্রিম বা ময়েশ্চারাইজার লাগিয়ে মোজা পরলে পায়ের আর্দ্রতা বজায় থাকে। চামড়াও হয় নরম। রেনল্ডস ডিজিজ প্রতিরোধ: অনেকেরই ঠান্ডায় আঙুল নীল হয়ে যায় বা অবশ লাগে। মোজা পরলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে । ফলে এ ধরনের সমস্যার ঝুঁকি কমে। মোজা পরে ঘুমানোর ঝুঁকি রক্ত সঞ্চালনে বাধা: অতিরিক্ত টাইট বা ইলাস্টিকযুক্ত মোজা পরে ঘুমালে পায়ে রক্ত চলাচলে সমস্যা হতে পারে। এর ফলে পায়ে ঝিঁঝিঁ ধরা বা ফোলা ভাব দেখা দিতে পারে। সংক্রমণের ঝুঁকি: নোংরা বা সারাদিন পরে থাকা মোজা পরে ঘুমালে ব্যাক্টেরিয়া বা ছত্রাক ঘটিত সংক্রমণ হতে পারে। এছাড়া সিন্থেটিক মোজায় পা অতিরিক্ত ঘেমে দুর্গন্ধ তৈরি হতে পারে। শরীরের তাপমাত্রা বৃদ্ধি: শিশুদের ক্ষেত্রে মোজা পরে ঘুমালে শরীর অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। এটি তাদের শরীরে অস্বস্তি তৈরি করে। নিরাপদ থাকবেন যেভাবে শীতে মোজা পরে ঘুমাতে চাইলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যেমন- ঢিলেঢালা মোজা বাছুন: খুব বেশি টাইট এমন মোজা এড়িয়ে চলুন। সাধারণ সুতির বা নরম উলের ঢিলেঢালা মোজা সবচেয়ে ভালো। পরিচ্ছন্নতা: সবসময় পরিষ্কার এবং শুকনো মোজা ব্যবহার করুন। দিনের বেলা যে মোজা পরে বাইরে যান সেটি পরে কখনওই বিছানায় যাওয়া ঠিক নয। পা পরিষ্কার রাখুন: ঘুমানোর আগে পা ভালো করে ধুয়ে ও মুছে শুকিয়ে নিন। পা ভেজা থাকলে মোজা পরা ঠিক নয়। বিকল্প পদ্ধতি: যাদের মোজা পরলে অস্বস্তি হয়, তারা ঘুমানোর আগে কুসুম কুসুম গরম পানিতে পা ধুয়ে নিতে পারেন অথবা বিছানায় গরম পানির ব্যাগ ব্যবহার করতে পারেন।
শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা দৃশ্যের খোঁজে

শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা দৃশ্যের খোঁজে ‘জংলি’ সিনেমার পর এবার রোজার ঈদকে সামনে রেখে নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসতে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করছেন ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে সিনেমাটির শুটিং শুরু হয়। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিয়ামের ফার্স্ট লুক ও অ্যানাউন্সমেন্ট টিজার। নায়িকার নামও ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরকে লক্ষ্য করে পুরোদমে এগিয়ে চলছে ‘রাক্ষস’ টিম। দেশের লোকেশনে শুটিং শেষ করে এবার দৃশ্যের খোঁজে বিদেশে পাড়ি জমাচ্ছে ইউনিট। নির্মাতা জানান, ৪ জানুয়ারি রাতে তারা শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে প্রায় দুই সপ্তাহ ধরে সিনেমার গুরুত্বপূর্ণ অংশের শুটিং চলবে। বিদেশের শিডিউল শেষ করে ইউনিট ঢাকায় ফিরে বাকি দৃশ্যের শুটিং সম্পন্ন করবে। এরপর পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে ঈদে মুক্তির জন্য প্রস্তুত করা হবে সিনেমাটি। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এবং কয়েক দিনের মধ্যেই শ্রীলঙ্কায় টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। ২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় সুস্মিতার। এরপর তিনি ‘চেঙ্গিজ’, ‘মানুষ’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘রাক্ষস’ দিয়েই তার ঢাকাই সিনেমায় অভিষেক হতে যাচ্ছে। গত মাসে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুস্মিতা জানান, সিনেমাটির গল্পই তাকে অভিনয়ে আগ্রহী করেছে। তিনি বলেন, ‘নির্মাতার কাছ থেকে গল্পটি শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। গল্পের কারণেই এই সিনেমায় যুক্ত হওয়া। এখানে নায়িকার চরিত্রে অনেক কিছু করার সুযোগ আছে। চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের ২০০ ভাগ দিয়ে চেষ্টা করব। ভালো একটি টিমের সঙ্গে প্রথমবার বাংলাদেশি সিনেমায় কাজ করতে পারাটা আমার জন্য বড় পাওয়া। নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, ‘বরবাদ’-এর মতোই ‘রাক্ষস’ সিনেমাতেও থাকবে ভরপুর অ্যাকশন ও ভায়োলেন্স। পাশাপাশি এতে রয়েছে একটি প্রেমের গল্প, যে প্রেমের কারণেই সিয়াম অভিনীত চরিত্রটি একসময় রাক্ষসে পরিণত হয়। সিনেমাটিতে আরও অভিনয় করছেন বাপ্পারাজ, আলীরাজসহ আরও অনেকে। ‘রাক্ষস’ নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে।
ব্রেড কাটলেট তৈরির সহজ রেসিপি

ব্রেড কাটলেট তৈরির সহজ রেসিপি শীতের বিকেলে মুখরোচক কিছু খেতে আমাদের সবারই ইচ্ছা করে। তবে বাইরে থেকে কিনে আনা পুরি কিংবা পিঁয়াজু আপনার কল্পনার থেকেও বেশি অস্বাস্থ্যকর হতে পারে। এ ধরনের খাবার যত কম খাওয়া যায়, ততই ভালো। তবে মাঝে মাঝে বাড়িতে তৈরি করে খেলে স্বাস্থ্যঝুঁকি কম থাকে। চলুন জেনে নেওয়া যাক ব্রেড কাটলেট তৈরির সহজ রেসিপি- তৈরি করতে যা লাগবে পাউরুটি- ৮ স্লাইস ডিম- ১টি ধনিয়া পাতা কুচি- পরিমাণমতো পেঁয়াজ কুচি- পরিমাণমতো কাঁচা মরিচ কুচি- পরিমাণমতো লবণ- পরিমাণমতো গরম মসলা গুঁড়া- ২ চা চামচ বেসন- সামান্য। যেভাবে তৈরি করবেন পাউরুটির টুকরাগুলোকে পানিতে ভিজিয়ে নরম করে নিন। এরপর পানি খুব ভালোভাবে চিপে ঝরিয়ে নিন। এখন একটি বাটিতে নরম করা পাউরুটির সঙ্গে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি দিন। গরম মসলা গুঁড়া ও ডিম ফেটিয়ে দিন। লবণ পরিমাণমতো দিন, সামান্য বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। চুলায় প্যান বসিয়ে পরিমাণমতো তেল দিয়ে তাতে মিশ্রণ থেকে কাটলেটের আকৃতি দিয়ে মচমচে করে ভেজে তুলুন সুস্বাদু ব্রেড কাটলেট।
এক টুনা মাছের দাম ৩৯ কোটি টাকা!

এক টুনা মাছের দাম ৩৯ কোটি টাকা! জাপানের রাজধানী টোকিওর তোয়োসু মাছবাজারে একটি বিশাল ব্লুফিন টুনা মাছ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বছরের প্রথম নিলামেই মাছটি রেকর্ড ৫১০ দশমিক ৩ মিলিয়ন ইয়েন বা ৩ দশমিক ২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ কোটি টাকায় বিক্রি হয়। ২৪৩ কেজি ওজনের টুনা মাছটি কিনে নিয়েছে কিয়োমুরা করপোরেশন। জনপ্রিয় সুশি চেইন ‘সুশি জানমাই’-এর পরিচালনাকারী এই প্রতিষ্ঠানের ব্যবসা জাপানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত। কোম্পানির প্রেসিডেন্ট কিয়োশি কিমুরা বলেন, “বছরের প্রথম টুনা সৌভাগ্য বয়ে আনে।” স্থানীয় বার্তা সংস্থা কিয়োডোর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নববর্ষের এই বার্ষিক নিলামে কিমুরা নিয়মিত মুখ। ‘টুনা কিং’ নামে পরিচিত কিমুরা নববর্ষের নিলামে সর্বোচ্চ দামে ব্লুফিন টুনা কেনার জন্য সুপরিচিত। নিলাম শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ভেবেছিলাম একটু কম দামে কিনতে পারব, কিন্তু বুঝে ওঠার আগেই দাম হু হু করে বেড়ে গেল।” এর আগে ২০১২ সালে তিনি একটি ব্লুফিন টুনার জন্য ৫৬ দশমিক ৫ মিলিয়ন ইয়েন এবং ২০১৩ সালে ১৫৫ মিলিয়ন ইয়েন খরচ করে রেকর্ড গড়েছিলেন। ২০১৯ সালে তিনি ৩৩৩ দশমিক ৬ মিলিয়ন ইয়েন দিয়ে আরেকটি ব্লুফিন টুনা কেনেন, সেটিও রেকর্ডবই তোলপাড় করে। তখন সাংবাদিকদের কিমুরা বলেছিলেন, তিনি হয়তো ‘অতিরিক্তই করে ফেলেছেন’। কিন্তু বছর ছয়েক পরে এসে তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। টোকিওর তোয়োসু মাছবাজারে বছরের প্রথম নিলামে সাধারণত রেকর্ড দামে মাছ বিক্রি হয়। গত বছর নিলামের প্রথম টুনাটি ২০৭ মিলিয়ন ইয়েনে কিনে নেয় আরেকটি সুশি চেইন প্রতিষ্ঠান অনোদেরা গ্রুপ। নিলাম শেষ হওয়ার পরপরই মিলিয়ন ডলারের টুনাটি কিমুরার সুশি রেস্তোরাঁগুলোতে গ্রাহকদের পরিবেশন করা হয়। কিমুরার রেস্তোরাঁয় উপস্থিত এক ক্রেতা সংবাদমাধ্যমকে বলেন, “বছরের শুরুতে এমন কিছু খেতে পেরে আমার মনে হচ্ছে, বছরটা ভালোভাবেই শুরু হলো।” সূত্র: বিবিসি
মোস্তাফিজ ইস্যুতে সোহেল রানা ও মিশা সওদাগরের ধিক্কার

মোস্তাফিজ ইস্যুতে সোহেল রানা ও মিশা সওদাগরের ধিক্কার বিনোদন প্রতিবেদক | ঢাকা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি কেবল ক্রীড়াঙ্গনে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনেও। এ প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ভারতীয় টেলিভিশন সম্প্রচার ব্যবস্থার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা এবং শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান অভিনেতা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই অধিক পরিচিত। পোস্টে তিনি লেখেন, আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। একই দিনে দেওয়া আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের তীব্র সমালোচনা করেন তিনি। সোহেল রানা বলেন, ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই ইস্যুতে সরব হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগরও। রবিবার (৪ জানুয়ারি) নিজের জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। মিশা সওদাগর বলেন, মোস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই। ক্রিকেটপ্রেমী এই অভিনেতা মোস্তাফিজুর রহমানের ব্যক্তিত্ব ও ক্যারিয়ারের ভূয়সী প্রশংসা করে বলেন, মোস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। বাংলাদেশে মাশরাফির পর এত দীর্ঘ সময় ধরে এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার গড়ে তুলেছে, অথচ তার চোখে অহংকারের কোনো চিহ্ন নেই। রাজনীতি ও সংস্কৃতির সংঘাত প্রসঙ্গে মিশা সওদাগর আরও বলেন,শিল্প ও ক্রীড়া হওয়া উচিত উন্মুক্ত। এখানে রাজনীতির কোনো জায়গা নেই। রাজনীতি বা উগ্রতার কারণে যারা সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল, তাদের এই কাজ খুবই দুঃখজনক ও কুরুচিপূর্ণ। বিশ্ব ক্রীড়াঙ্গনে এ সিদ্ধান্ত নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, মোস্তাফিজের মতো একজন তারকাকে এভাবে বাদ দেওয়া শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যই একটি নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে। উল্লেখ্য, আসন্ন আইপিএলের জন্য রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে মৌলবাদী হিন্দু গোষ্ঠীর পক্ষ থেকে কেকেআরের মালিক শাহরুখ খান ও টিম ম্যানেজমেন্টকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারি ‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআরকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এ সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই দেশে-বিদেশে শুরু হয় ব্যাপক সমালোচনা।
হ্যাটট্রিক জয়ে শীর্ষে রংপুর রাইডার্স

হ্যাটট্রিক জয়ে শীর্ষে রংপুর রাইডার্স শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও খুশদিল শাহর ঝড়ো ব্যাটিংয়ে রুদ্ধশ্বাস ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের লড়াইয়ে ৫ উইকেটের জয় পেয়ে চট্টগ্রামকে সরিয়েই শীর্ষে উঠে গেছে রংপুর। গ্তকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৬৯ রান। জবাবে রংপুর ৭ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। চট্টগ্রামের ইনিংসে ওপেনার অ্যাডাম রসিংটন টানা তৃতীয় ম্যাচে ফিফটি করেন। তিনি ৪১ বলে ৫৮ রান করেন। তার সঙ্গে হাসান নাওয়াজের জুটিতে আসে ৬১ বলে ৮২ রান। বিপিএল অভিষেকে নাওয়াজ খেলেন দারুণ এক ইনিংস, ৩৮ বলে ৪৬ রান। শেষদিকে আমির জামাল ১০ বলে ১৯ এবং শেখ মেহেদি হাসান ৭ বলে ১৩ রান যোগ করলে লড়াইয়ের পুঁজি পায় চট্টগ্রাম। রংপুরের রান তাড়া শুরু হয় আগ্রাসী ভঙ্গিতে। কাইল মায়ার্স শুরু থেকেই আক্রমণে যান। তৃতীয় ওভারের পর ফ্লাডলাইট সমস্যায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও খেলা শুরু হতেই ভয়ংকর রূপ নেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তিনি মাত্র ২৫ বলে ৫০ রান করে দলকে শক্ত ভিত এনে দেন। ডেভিড মালানের সঙ্গে তার জুটিতে ২৭ বলে আসে ৬১ রান। মালান পরে ৩০ বলে ৩০ রান করে আউট হলে ম্যাচে আবার চাপ বাড়ে রংপুরের ওপর। মায়ার্স ও মালান ফিরে যাওয়ার পর শেষ চার ওভারে প্রয়োজন ছিল ৪১ রান। সেই চাপের মুহূর্তে দায়িত্ব নেন মাহমুদুল্লাহ রিয়াদ। আমির জামালের এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি। পরের ওভারে খুশদিল শাহ শরিফুল ইসলামকে দুটি চার ও একটি ছক্কা মেরে জয়ের পথ সহজ করে দেন। মাহমুদুল্লাহ ১৯ বলে অপরাজিত ৩০ রান করেন, আর খুশদিল শাহ ১২ বলে ২২ রান করে আউট হন। ততক্ষণে জয় নিশ্চিত হয়ে গেছে রংপুরের। এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রংপুর রাইডার্স, আর গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে শীর্ষস্থান হারাল চট্টগ্রাম রয়্যালস।
টি-টোয়েন্টি বিশ্বকাপ: রাষ্ট্রীয় নিরাপত্তা প্রস্তাব পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: রাষ্ট্রীয় নিরাপত্তা প্রস্তাব পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় বিসিবি কঠোর অবস্থান নেওয়ায় বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যকার দ্বৈরথ এখন ভিন্ন মাত্রা নিয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে বড় ধরনের আর্থিক লোকসান পড়তে যাচ্ছে ভারত। কারণ বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায়, তবে সম্প্রচার স্বত্ব ও টিকিট বিক্রিসহ বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়বে আয়োজক দেশটি। এই সংকট নিরসনে নজিরবিহীন এক প্রস্তাব নিয়ে হাজির হতে যাচ্ছে ভারত। ভারত এখন বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। সাধারণত কোনো দেশের সরকারপ্রধানরা যে ধরনের নিচ্ছিদ্র প্রোটোকল ও নিরাপত্তা পান, টাইগারদের জন্য ঠিক সেই স্তরের নিরাপত্তার নিশ্চয়তা দিতে চাইছে ভারত। ভারতের পক্ষ থেকে এমন নজিরবিহীন নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও বিসিবির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। জানা গেছে, আজই আইসিসির সাথে বিসিবির একটি গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা রয়েছে। সেখানে আইসিসির মাধ্যমেই ভারতকে এই রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে পারে। বিসিসিআই আশা করছে, সর্বোচ্চ স্তরের নিরাপত্তার নিশ্চয়তা পেলে হয়তো বিসিবি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে। তবে এখন পর্যন্ত বিসিবি তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে অনড় রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দল ভারতে নিরাপদ বোধ করছে না। আইপিএল থেকে মোস্তাফিজের মতো তারকা ক্রিকেটারকে যেভাবে অসম্মানজনক উপায়ে বাদ দেওয়া হয়েছে, তাতে ক্রিকেটারদের মানসিক নিরাপত্তা ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বোর্ড। এদিকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের যে সিদ্ধান্ত তথ্য মন্ত্রণালয় নিয়েছে তাকে পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে বিসিবি। বোর্ড সভাপতি পরিষ্কার জানিয়েছেন, আইসিসি থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে আপাতত ভারতের মাটিতে পা না রাখার বিষয়ে বিসিবির মনোভাব অত্যন্ত কঠোর। এখন দেখার বিষয়- ভারতের দেওয়া এই রাষ্ট্রীয় প্রোটোকল এর প্রস্তাবে বিসিবির মন গলে কি না, নাকি টাইগারদের বিশ্বকাপ ম্যাচগুলো শেষ পর্যন্ত শ্রীলঙ্কাতেই সরিয়ে নিতে হয়।
ঈদে বড়পর্দায় ফিরছেন শাকিব-অপু, তবে আলাদা সিনেমায়

ঈদে বড়পর্দায় ফিরছেন শাকিব-অপু, তবে আলাদা সিনেমায় বিনোদন প্রতিবেদক | ঢাকা, ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ বিরতির পর আবারও ঈদের বড়পর্দায় ফিরছেন এই দুই তারকা। তবে এবার একসঙ্গে নয়, আলাদা আলাদা সিনেমায় দেখা যাবে তাদের। চলতি বছরের ঈদুল ফিতরকে সামনে রেখে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তাদের নতুন সিনেমা নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। রোজার ঈদে শাকিব খান হাজির হচ্ছেন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা নিয়ে। ছবিটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। গত বছরের জুলাইয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় জানানো হয়েছিল, সিনেমাটি ২০২৬ সালের রোজার ঈদে মুক্তি পাবে। বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলছে। আগামী ১০ জানুয়ারি থেকে শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে শাকিব খানের। এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক গ্যাংস্টার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, যার নাম গত ডিসেম্বরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবিতে আরও অভিনয় করছেন অভিনেতা এজাজুল ইসলাম। নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, ভারতের ভিসা জটিলতার কারণে আপাতত দেশের মধ্যেই শুটিং শুরু করা হয়েছে। তিনি বলেন, ‘কাজ থামিয়ে না রাখতে দেশেই শুটিং শুরু করেছি। আশা করছি দ্রুত ভিসা সমস্যার সমাধান হবে। অনুমতি পেলেই নির্ধারিত লোকেশনে দুই দেশের শিল্পীদের নিয়ে শুটিং করা হবে।’ শিগগিরই সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হবে বলেও জানান তিনি। প্রযোজনা সূত্রে জানা গেছে, বাংলাদেশের অংশের শুটিং শেষ হলে পুরো ইউনিট শ্রীলঙ্কায় যাবে, যেখানে ছবির বড় একটি অংশের শুটিং হবে। অন্যদিকে, শাকিব খানের সাবেক সহশিল্পী ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও ফিরছেন বড়পর্দায় নতুন রূপে। নির্মাতা কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ অভিনয় করছেন তিনি। নতুন বছর উপলক্ষে ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম পোস্টার, যেখানে রক্তমাখা মুখ ও রহস্যময় লুকে দেখা গেছে অপু বিশ্বাসকে। এটি তার দীর্ঘ ক্যারিয়ারে একেবারেই ভিন্ন ধরনের চরিত্র বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ‘দুর্বার’ সিনেমায় প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সজল। নির্মাতা কামরুল হাসান ফুয়াদ বলেন, ‘দর্শকরা এই ছবিতে অপু বিশ্বাসকে একেবারেই নতুন রূপে দেখতে পাবেন। এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র।’ জানা গেছে, ইতোমধ্যে সিনেমাটির প্রায় ৪০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের পর বড়পর্দায় নিয়মিত দেখা না গেলেও ২০২৬ সালের ঈদে ‘দুর্বার’ দিয়ে অপু বিশ্বাসের জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে। নতুন সহশিল্পী সজলকে নিয়ে সন্তুষ্ট অপু বিশ্বাসও তার অভিনয় ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। সব মিলিয়ে আসন্ন ঈদে শাকিব খান ও অপু বিশ্বাস দুজনেরই নতুন সিনেমা ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।