ইন্দোনেশিয়ায় ৮ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ৮ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ ইন্দোনেশিয়ার দক্ষিণ বোর্নিও প্রদেশে দুই ক্রু ও ছয় যাত্রীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জাতীয় উদ্ধার সংস্থা (বাসারনাস)। নিখোঁজ হেলিকপ্টারটির নাম পিকে-আরজিএইচ, এটি ইস্টইন্ডো এয়ার নামের একটি বেসরকারি কোম্পানির মালিকানাধীন। ফ্লাইট নম্বর ছিল পিকে ১১৭-ডি৩। উদ্ধার সংস্থার প্রধান ই পুতু সুদায়ানা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হেলিকপ্টারটি দক্ষিণ বোর্নিওর মান্তেউয়ে এলাকার আকাশসীমায় নিখোঁজ হয়। দুপুরের দিকে হঠাৎ এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ অবস্থান হিসেবে ৩°৬’৫৪.৫৮” দক্ষিণ অক্ষাংশ ও ১১৫°৪১’২.৬২” পূর্ব দ্রাঘিমাংশ চিহ্নিত করা হয়েছে, যা মান্দিন দামার জলপ্রপাত এলাকার কাছাকাছি। ওই এলাকাতেই চলছে সক্রিয় উদ্ধার তৎপরতা। দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার করতে সেখানে মোতায়েন করা হয়েছে ৪০ জন উদ্ধারকর্মী। নিখোঁজ হেলিকপ্টারের বিষয়ে এখনো বিস্তারিত জানা না গেলেও, দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকা হওয়ায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বাসারনাস কর্মকর্তারা।

ডাকসু নির্বাচন স্থগিত

ডাকসু নির্বাচন স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মার্কিন দূতের সঙ্গে বৈঠকে সিইসি, নিরাপত্তা জোরদার

মার্কিন দূতের সঙ্গে বৈঠকে সিইসি, নিরাপত্তা জোরদার মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আজ দুপুর সোয়া দুইটার পরপর নির্বাচন ভবনের নিজ দপ্তরে সিইসি এ বৈঠকে বসেন। মার্কিন দূতের আগমনের উপলক্ষে যোহরের সময় থেকেই নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করে ইসি। মূল ফটকে বাইরে ব্যারিকেড বসানো হয়, বাড়ানো হয় তল্লাশিও। এছাড়া, ইসি সচিব আখতার আহমেদ নিজে নিচতলায় প্রবেশপথে দূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে অভ্যর্থনা জানান। তার নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল মার্কিন প্রতিনিধি দলকে উপরে সিইসির দপ্তরে নিয়ে আসেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই ইসির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম বৈঠক।

ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবন নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র

ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবন নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের জন্য সেদেশে প্রবেশ নিষিদ্ধ করা হবে। আজ ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ ও অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না। যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।

আফগানিস্তানে ভূ*মিকম্পে নি*হ*ত বেড়ে ৬২২

আফগানিস্তানে ভূ*মিকম্পে নি*হ*ত বেড়ে ৬২২ আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২২ জনে। আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। আজ বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পে কুনার প্রদেশে ৬১০ জন নিহত হয়েছে, আর নাঙ্গারহরে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এতে সরকারি হিসাবে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬২২ জনে। এছাড়া, দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, মোবাইল ফোন সিগন্যাল সীমিত থাকায় হতাহতের পূর্ণ তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না। উদ্ধারকর্মীরা এখনও কার্যক্রম চালাচ্ছে এবং হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ৩১ সেপ্টেম্বর রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর অন্তত আরো তিনটি কম্পন অনুভূত হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ এর মধ্যে। এর আগে আফগানিস্তান ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারান। ২০২৩ সালের অক্টোবর মাসে পশ্চিম আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষ মারা যান।

আগামীকাল ৭ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আগামীকাল ৭ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নির্বাচন, ঐকমত্য ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় আগামীকাল ৭ টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামীকাল বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলেও জানানো হয়। এর আগে গতকাল রবিবার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন। ধারাবাহিক এ সংলাপকে আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বৈঠক শেষে গতকাল রাতে বিফ্রিংয়ে এসে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারো তার প্রতিশ্রুতি জানিয়েছেন।”

মারা গেছেন আল্লু অর্জুনের দাদি, রাম চরণের নানি

মারা গেছেন আল্লু অর্জুনের দাদি, রাম চরণের নানি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের দাদি ও রাম চরনের নানি মারা গেছেন। শনিবার (৩০ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লু কানাকারাত্তিনাম। তার বয়স হয়েছিল ৯৪ বছর। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (৩০ আগস্ট) হায়দরাবাদের বাড়িতে মারা গেছেন আল্লু কানাকারাত্তিনাম। বার্ধক্যজনিত কারণে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন মেগাস্টার চিরঞ্জীবীর শাশুড়ি। রাম চরণ মুসৌরিতে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে, আল্লু অর্জুন অ্যাটলির পরবর্তী সিনেমার কাজে মুম্বাইয়ে ছিলেন। খবর পেয়ে দ্রুত হায়দরাবাদে উড়ে যান তারা। গতকালই আল্লু কানাকারাত্তিনামের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাতে যোগ দেন চিরঞ্জীবী, রাম চরণ, আল্লু অর্জুনসহ পরিবারের অন্য সদস্যরাও। দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা আল্লু রামালিঙ্গ। ২০০৪ সালের ৩১ জুলাই মারা যান তিনি। পদ্মশ্রী প্রাপ্ত এ অভিনেতার স্ত্রী আল্লু কানাকারাত্তিনাম। এ দম্পতির দুই সন্তান। তারা হলেন— আল্লু অরবিন্দ (পুত্র), সুরেখা (কন্যা)। বাবার পথ অনুসরণ করে চলচ্চিত্রে পা রাখেন আল্লু অরবিন্দ। তবে অভিনেতা নন, প্রভাবশালী প্রযোজক ও প্রদর্শক হিসেবে নিজের জায়গা গড়ে নেন। আল্লু অরবিন্দ নির্মলার সঙ্গে সংসার বেঁধেছেন। এ সংসারে জন্ম নেয় আল্লু অর্জুন ও আল্লু সিরিশ। এই দুই অভিনেতাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। অন্যদিকে, আল্লু রামালিঙ্গ-আল্লু কানাকারাত্তিনাম দম্পতির কন্যা সুরেখা শোবিজে পা রাখেননি। তবে দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চিরঞ্জীবী-সুরেখা দম্পতির তিন সন্তান। তারা হলেন—রাম চরণ (পুত্র), সুস্মিতা (কন্যা), শ্রীজা (কন্যা)। চলচ্চিত্রে রাম চরণ নিজেকে প্রতিষ্ঠিত করলেও, দুই বোনের কেউই অভিনয়ে আসেননি।

অভিনেত্রীর অভিযোগ, ক্ষমা চাইলেন অভিনেতা

অভিনেত্রীর অভিযোগ, ক্ষমা চাইলেন অভিনেতা দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিংয়ের বিরুদ্ধে আপত্তিকর স্পর্শের অভিযোগ তোলেন ভারতের হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘব। এ ঘটনার পর এক ভিডিও বার্তায় অভিনেত্রী জানিয়েছেন, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। অভিনেত্রীর অভিযোগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন পবন সিং। এবার অভিনেত্রীর অভিযোগে মুখ খুললেন ভোজপুরি অভিনেতা-সংগীতশিল্পী পবন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩১ আগস্ট) পবন তার ইনস্টাগ্রাম স্টোরিতে সহ-অভিনেত্রীর কাছে ক্ষমাপ্রার্থনা করেন। কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছেন তিনি। অভিনেতা তার পোস্টে লেখেন, ‘অঞ্জলি ব্যস্ত ছিলাম বলে আপনার লাইভ দেখার সুযোগ পাইনি। আমি যখন এই বিষয়টি জানলাম, তখন খুবই খারাপ লেগেছে। আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমার কোনো ব্যবহার যদি আপনার খারাপ লাগে তবে তার জন্য ক্ষমা চাইছি।’ সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে অঞ্জলি রাঘব ও পবন সিং উপস্থিত ছিলেন। মঞ্চে হঠাৎ অঞ্জলির কোমরে অকারণে হাত রাখেন পবন। শুরুতে বিষয়টি নিয়ে কথা না উঠলেও পরে তা ভিন্ন রূপ নেয়। ভিডিওবার্তায় তিনি বলেন, ‘অনেকেই জানতে চাইছেন কেন তিনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাননি বা চড় মারেননি। আবার কেউ কেউ তাঁকে হাসতে দেখে সমালোচনা করছেন।’ অভিনেত্রী প্রশ্ন তুলে বলেন, ‘আমি কি আনন্দ পাব যদি কেউ প্রকাশ্যে আমার অনুমতি ছাড়া ছুঁয়ে দেয়? একেবারেই এমনটা নয়।’ এরপর অঞ্জলি আরও বলেন, ‘কোনো মেয়েকে তার অনুমতি ছাড়া স্পর্শ করাই ভুল। এভাবে স্পর্শ আরও বেশি ভুল। যদি এ ঘটনা হরিয়ানায় ঘটত, আমাকে কিছু বলতেই হতো না, মানুষ নিজেরাই প্রতিবাদ করত।’ সবশেষে তিনি বলেন, ‘আমাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন কিছু না বলার জন্য। কারণ পবন সিংয়ের শক্তিশালী পিআর টিম বিষয়টিকে উল্টে দিতে পারে।’ তবুও নিজের অবস্থান স্পষ্ট করে অঞ্জলি বলেন, ‘আমি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করব না। আমি আমার পরিবার ও হরিয়ানার কাজ নিয়েই খুশি।’

পানি সংকটাপন্ন চাঁপাইনবাবঞ্জে বিনাধান চাষের তাগিদ

পানি সংকটাপন্ন চাঁপাইনবাবঞ্জে বিনাধান চাষের তাগিদ পানি সংকটাপন্ন চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনিষ্টিটিউট (বিনা) উদ্ভাবিত খরা সহিষ্ণু উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী বিনাধান-১৯ এবং বিনাধান-২১ চাষের তাগিদ দিয়েছেন কৃষি বিজ্ঞানী ও কর্মকর্তারা। আজ বিকালে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর পোড়াগ্রাম ও দেবিনগর ইউনিয়নের নতুন গ্রাম এলাকায় পৃথক দু’টি মাঠ দিবসে বিনাধান চাষের গুরুত্ব তুলে ধরা হয়। সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনিষ্টিটিউটের চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র মাঠ দিবস দুটির ব্যবস্থাপনা করে। বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আজাদুল হকের সভাপতিত্বে মাঠ দিবসে ভিডিও কনফারন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা মহাপরিচালক ড. আবুল কালম আজাদ। আরও বক্তব্য দেন বিনার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড, আশিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ্উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামানসহ অন্যরা। মাঠ দিবসে উপস্থিত কৃষক-কৃষানীদের উদ্দেশ্যে বিজ্ঞানী ও কৃষি কর্মকর্তারা বলেন, খরাপ্রবণ এলাকা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের জন্য বিনার এই ধানের জাত দুটি কার্যকর। বিভিন্ন মাঠে চাষ করে ৯৫-১০০ দিনের মধ্যেই এসব জাতের ভাল ফলন পাওয়া গেছে। আগামীতে খরা সহিঞ্চু ও উচ্চ ফলনশীল জাত দুটির পর্যাপ্ত বীজ সরবরাহ করা হবে। তাঁরা কৃষকদের যে কোন ফসল চাষে পরিমানের বেশী সার না ব্যবহারের পরামর্শ দেন। এত মাটির গুন নষ্ট হয়। তাঁরা আরও বলেন, এ অঞ্চলে ভূ-গর্ভস্ত পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ভূ-গর্ভস্ত পানির ব্যবহার কমাতে কৃষকদের বিকল্প ফসল চাষাবাদের পরামর্শ দেয়া হচ্ছে। সম্প্রতি বন্যায় নি¤œাঞ্চল প্লাবিত হওয়ায় এসব এলাকায় প্রণোদনার চেষ্টা করা হবে বলেও জানান কৃষি কর্মকর্তারা।

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় ২ জনের কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় ২ জনের কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় রবিউল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও পৃথক আরেকটি অস্ত্র মামলায় আকতারুল হক নামে একজনকে ১০ বছর কারাদ- দেন আদালত। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মিজানুর রহমান আলাদাভাবে মামলা দুটির আসামিদের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন। মাদক মামলায় দ-প্রাপ্ত রবিউল ইসলাম সদর উপজেলার রামজীবনপুর-কাচারীর আনোয়ার হোসেনের ছেলে। আর অস্ত্র মামলায় দ-প্রাপ্ত আকতারুল ইসলাম জেলার ভোলাহাট উপজেলার বড় জামবাড়িয়া গ্রামের এন্তাজ আলীল ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ১৩ জানুয়ারি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ি এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ আকতারুলকে গ্রেপ্তার করা হয়। পরদিন র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই বরুন সরকার ২০২১ সালের ৩১ জানুয়ারি আকতারুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদন্ড দেন। অপর মামলার এজাহারের বরাত দিয়ে আবদুল ওদুদ আরো জানান, ২০২৩ সালের ১৬ নভেম্বর সদর উপজেলার বটতলাহাট-শান্তিমোড় সড়কের চৌধুরী মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব। এ সময় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরদিন র‌্যাবের এসআই জাহেদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম ২০২৩ সালের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দন্ড প্রদান করেন।