হাইকোর্টের আদেশ স্থগিত, এই মুহূর্তে ডাকসু নির্বাচন পরিচালনায় বাধা নেই

হাইকোর্টের আদেশ স্থগিত, এই মুহূর্তে ডাকসু নির্বাচন পরিচালনায় বাধা নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিভিল মিসলিনিয়াস পিটিশন-সিএমপি (হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন) দাখিল করা পর্যন্ত এ স্থগিতাদেশ দিয়েছেন চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান, একটি রিট করে রুল নেওয়া হয়েছে এবং নির্বাচন স্থগিত করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা এ বিষয়ের গুরুত্ব বিবেচনা করে চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করি। এ আবেদন নিয়ে চেম্বার জজ হাইকোর্ট বিভাগের আদেশ সিএমপি ফাইল বা শুনানির আগ পযন্ত স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাধা থাকল না। প্রচারণাও চালানো যাবে। আগামীকাল সকালে অফিস খুললেই সিএমপি দায়ের করব। আশা করি আগামীকাল শুনানি হবে। এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ নির্বাচন প্রক্রিয়া ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে রুলসহ আদেশ দেন। আদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান, অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে। ২৬ তারিখে ফাইনাল প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। তারপর পাঁচ দিন চলে গেছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন প্রক্রিয়া যদি স্থগিত থাকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৪৭১। গত ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত চূড়ান্ত তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদস্য পদে। এবার মোট ২১৭ জন প্রার্থী সদস্য পদে লড়বেন। সবমিলিয়ে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ৪৭১ জন প্রার্থী।

শসা ভেজানো পানির বিস্ময়কর স্বাস্থ্যগুণ

শসা ভেজানো পানির বিস্ময়কর স্বাস্থ্যগুণ চাকতি করে কাটা শসা পানিতে ভিজিয়ে তৈরি হয় শসাপানি। সাধারণ পানির মতো হলেও এতে বাড়তি পুষ্টিগুণ যোগ হয়।এতে যেমন ভিন্ন স্বাদ, তেমনি রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। ত্বকের যত্ন শসায় রয়েছে বিভিন্ন অ্যান্টি-অক্সিডেন্ট যা দেহের ক্ষতিকর উপাদান দূর করে। নিয়মিত শসাপানি পান করলে বলিরেখা, ব্রণ ও র‌্যাশ কমে আসে। ত্বক থাকে টানটান ও উজ্জ্বল। ওজন নিয়ন্ত্রণ শসা ক্ষুধা মেটাতে সহায়ক। শসাপানি খাবারের আগেই পান করলে অযথা বেশি খাওয়ার প্রবণতা কমে, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। হৃদযন্ত্রের সুরক্ষা শসাপানির পটাসিয়াম শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এর ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও করোনারি রোগের ঝুঁকি হ্রাস পায়। হাড়ের স্বাস্থ্য শসাপানির সিলিকা ও ম্যাঙ্গানিজ হাড় মজবুত করতে কার্যকর। শিশুদের হাড় গঠনে এটি বিশেষভাবে সহায়ক, বয়স বাড়লেও হাড়ের ঘনত্ব অটুট রাখে। ক্যানসার প্রতিরোধ শসার কিউকারবিটাসিন নামক উপাদান ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। গবেষণা বলছে, এটি প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়। দেহের দূষণ প্রতিরোধ শসাপানি দেহকে ডিটক্সিফাই করে। মূত্রের মাধ্যমে বিষাক্ত উপাদান বের হয়ে যায়, ফলে বিপাকক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়। পেশি গঠনে সহায়ক শসার সিলিকা দেহের কানেকটিভ টিস্যুকে শক্ত করে। এটি পেশি গঠনে ও শরীরকে সবল রাখতে সহায়ক ভূমিকা রাখে।

ফেরদৌস-শাবনূরকে ছাড়াই ফিরছে ‘বিয়াইন সাব’, থাকছেন অমি-আঁচল

ফেরদৌস-শাবনূরকে ছাড়াই ফিরছে ‘বিয়াইন সাব’, থাকছেন অমি-আঁচল বাংলা চলচ্চিত্রের দর্শক-শ্রোতাদের মনে এখনো গেঁথে আছে জনপ্রিয় গান—‘আসসালামালাইকুম বিয়াইন সাব’। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের জ্বালা’ সিনেমার এই গানে কণ্ঠ দিয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে গানটি সেই সময় সিনেমার পর্দায় ফেরদৌস-শাবনূর জুটিকে প্রাণবন্ত করে তুলেছিল। ২৩ বছর পর আবারও ফিরে আসছে গানটি নতুন রূপে, ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ শিরোনামে। এবার পুরোনো গানটির কেবল প্রথম দুই লাইন রাখা হয়েছে ব্রিজ হিসেবে, বাকি অংশ সাজানো হয়েছে একেবারেই নতুন কথা ও সুরে। নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও কনা। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন সৈয়দ অমি আর সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গানের ভিডিওতে রয়েছে বাড়তি চমক। ফেরদৌস-শাবনূরের বদলে এবার মডেল হয়েছেন গায়ক অমি এবং তার স্ত্রী, চিত্রনায়িকা আঁচল আঁখি। এর আগে ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’ ও ‘পরি পাইছি রে’সহ বেশ কিছু গানে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বিশাল সেটে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। শুটিং শেষে ফেসবুকে ছবি শেয়ার করে অমি লিখেছেন, “সফলভাবে ভিডিও ধারণ শেষ হয়েছে, শিগগিরই গানটি মুক্তি পাবে।” সবশেষ খবর অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’।

৬ বছর পর ফিরছেন অমৃতা !

৬ বছর পর ফিরছেন অমৃতা ! প্রায় ছয় বছর পর পর্দায় ফিরছেন অমৃতা রাও। এই অভিনেত্রীকে দেখা যাবে আসন্ন ‘জলি এলএলবি ৩’ সিনেমায়। সিনেমাটির টিজার মুক্তির পর থেকেই অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ার্সির এ সিনেমাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। টিজারে অমৃতা রাওয়ের চরিত্রের এক ঝলক দেখানো হয়েছে এবং ভক্তরা তার প্রত্যাবর্তনের জন্য উচ্ছ্বসিত। একজন লেখেন, ‘আমি আনন্দিত। ’ আরেকজন ভক্ত লেখেন, ‘একটি ফ্র্যাঞ্চাইজিতে নারী প্রধান চরিত্রদের ধরে রাখা দেখে খুব খুশি। এটা খুব কমই ঘটে। ’ আরেকজন আরও লেখেন, ‘মানুষ সহজেই নায়িকার কথা ভুলে যায়, এখানে তার ফিরে আসা দেখে খুশি। ’ সুভাষ কাপুর পরিচালিত ‘জলি এলএলবি ৩’ সিনেমাটিতে আরশাদ ওয়ার্সি জগদীশ ত্যাগী ওরফে জলি চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন সংগ্রামী আইনজীবী। তিনি একটি হাই-প্রোফাইল হিট-এন্ড-রান মামলার নেতৃত্ব দেন। অমৃতাকে দেখা যাবে জলির সহায়ক বান্ধবী সন্ধ্যার চরিত্রে। ‘জলি এলএলবি ৩’ নির্মিত হয়েছে স্টার স্টুডিও ১৮-এর প্রযোজনায়। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌরভ শুক্লা, হুমা কুরেশি, আন্নু কাপুর, তেজ সাপ্রু, শরৎ সাক্সেনা এবং গজরাজ রাও প্রমুখরা অভিনয় করেছেন।

‘বন্ড’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে আপত্তি নেই ব্রসনানের

‘বন্ড’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে আপত্তি নেই ব্রসনানের অভিনেতা পিয়ার্স ব্রসনান ব্রিটিশ সিক্রেট সার্ভিস এজেন্ট ‘জেমস বন্ডের’ সঙ্গে এতটাই একাত্মতা বোধ করেন যে পরিচালক ডেনিস ভিলেনিউভ চাইলে ফের এ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে আপত্তি নেই তার। তবে এই বয়সে তেমন কোনো আমন্ত্রণ পাওয়ার সম্ভাবনা যে নেই সেই কথাও রেডিও টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ব্রসনান। রসিকতা করে তিনি বলেন, “অনেক দুর্দান্ত প্রার্থী আছেন, আমি নিশ্চিত তাদের মধ্যে কেউ না কেউ আসবেন। আমার মনে হয় না কেউ ৭২ বছর বয়সী মোটাসোটা কাউকে বন্ড হিসেবে দেখতে চায়। কিন্তু যদি ভিলেনিউভের হাতে পুরো বিষয়টি থাকত, তাহলে কি হত বলা যায় না। আমার হৃদয় এখনই চঞ্চল হয়ে উঠেছে এটা ভেবে।” আইরিশ অভিনেতা ব্রসনান ১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত জেমস বন্ড সিরিজের চারটি ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। ব্রসনানের ভাষায়, তিনি ‘জেমস বন্ড’ চরিত্রের একজন বড় ভক্ত। এখন নতুনভাবে পর্দায় ‘জেমস বন্ড’ চরিত্রের প্রত্যাবর্তন পুরনো আমেজ ঠিক কতটা ধরে রাখতে পারে তা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। মাসখানের আগে অ্যামাজন এমজিএম স্টুডিওস জানিয়েছে, ‘ডিউন’, ‘অ্যারাইভাল’ আর ‘ব্লেড রানার ২০৪৯’ এর মত সিনেমার জন্য পরিচিত অস্কার জয়ী নির্মাতা ডেনিস ভিলেনিউভ এবার ‘০০৭’ এর হাল ধরছেন। তবে নির্মাতা ঠিক হলেও এখনো নির্ধারণ হয়নি ‘বন্ড’ হচ্ছেন কোন অভিনেতা। এ ব্যাপারে অ্যামাজন মুখ খোলেনি। পরিচালক ভিলেনিউভ নতুন জেমস বন্ডের নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব কাঁধে নিয়েছেন। ছয় দশকের বেশি সময় ধরে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট জেমস বন্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল ইয়ন ফিল্মস। বন্ড কে হবেন, তার চলাফেরা থেকে শুরু করে অস্ত্র তাক করার স্টাইল কেমন হবে সব ঠিক করতেন ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি।

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ ক্রিকেট খেলেই জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা। গতকাল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৫ উইকেটে হারায় সফরকারীরা। শেষ ওভারে রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। দলটির পক্ষে ওপেনার বেন কারান করেন ৭৯ রান, আর শেষ দিকে সিকান্দার রাজা ৫৫ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ক্লাইভ ম্যাডান্ডে করেন ৩৬ এবং ব্রায়ান বেনেট ও ব্রেন্ডন টেইলর যথাক্রমে ২১ ও ২০ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দুশমান্থা চামিরা নেন ৩ উইকেট এবং অসিথা ফার্নান্দোর শিকার ২টি। ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শক্তিশালী শুরু পায় শ্রীলঙ্কা। ওপেনিংয়ে পাথুম নিসাঙ্কা ও নুয়ানিদু ফার্নান্দো যোগ করেন ৪৮ রান। এরপর নিয়মিত বিরতিতে কিছু উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান নিসাঙ্কা। তার ব্যাট থেকে আসে ১৩৬ বলে ১২২ রান। চতুর্থ উইকেট জুটিতে নিসাঙ্কার সঙ্গে ৮৭ বলে ৯০ রানের মূল্যবান জুটি গড়েন চারিথ আসালাঙ্কা। ইনিংসের শেষভাগে এসে এনগারাভার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে আসালাঙ্কা করেন ৬১ বলে ৭১ রান। শেষ ১২ বলে দরকার ছিল ১২ রান। চাপের মুহূর্তে এনগারাভার ওভারে একটি চার ও একটি উইকেট আসে। তবে শেষ ওভারে কামিন্দু মেন্ডিসের ব্যাটে জয় নিশ্চিত হয়। ৩ বল হাতে রেখেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। দুই ম্যাচের এই ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা অপরাজিত থেকে ২-০ ব্যবধানে সিরিজ জেতে। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিসাঙ্কার অসাধারণ সেঞ্চুরি এবং বোলিংয়ে চামিরার কার্যকর পারফরম্যান্স শ্রীলঙ্কার জয়ের মূল ভিত্তি গড়ে দেয়।

ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল রাত ৮টায় ঢাকা ত্যাগ করে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুবারা। সিরিজটি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ইতোমধ্যে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফরম্যান্স করেছে। এবার ইংল্যান্ডের কন্ডিশনে নিজেদের প্রমাণ করার অপেক্ষায় যুবা টাইগাররা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন, ফারহান শাহরিয়ার। স্ট্যান্ড বাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি, মোহাম্মদ সবুজ।

নারী বিশ্বকাপের প্রাইজমানি ছাড়াল পুরুষদের আসরকেও

নারী বিশ্বকাপের প্রাইজমানি ছাড়াল পুরুষদের আসরকেও পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও নারীদের আসরের জন্য বেশি অর্থ পুরস্কার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার, যা ২০২২ সালের ৩.৫ মিলিয়ন ডলার থেকে প্রায় চারগুণ বেশি। এই অঙ্ক পুরুষদের সর্বশেষ বিশ্বকাপের ১০ মিলিয়ন ডলারকেও ছাড়িয়ে গেছে। একে নারীদের ক্রিকেটে এক ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে আইসিসি। এ বিষয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, নারীদের ক্রিকেটের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রাইজমানি বৃদ্ধির মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি যে, নারীরা পেশাদারভাবে ক্রিকেট বেছে নিলে তাদের পুরুষদের সমান মর্যাদা দেওয়া হবে। এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার, যা ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাওয়া ১.৩২ মিলিয়নের তুলনায় ২৩৯ শতাংশ বেশি। আর রানার্সআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার, যেখানে ইংল্যান্ড গত আসরে পেয়েছিল মাত্র ৬ লাখ ডলার। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। উদ্বোধনী ম্যাচে গৌহাটিতে মুখোমুখি হবে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। দুই প্রতিবেশী দেশের জন্য নিরপেক্ষ ভেন্যু নীতির অংশ হিসেবে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বোয়। আগামী ২ নভেম্বর মুম্বাই বা কলম্বোতে ফাইনাল অনুষ্ঠিত হবে। পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি হবে কলম্বোয়, অন্যথায় মুম্বাইতে।

শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প শুল্ক ছাড়া যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে’বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতাও তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ার করেছেন ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত রায় দেন, ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশিরভাগ শুল্ক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার কয়েকদিন পরে রবিবার তিনি এমন মন্তব্য করেন। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আদালতের রায়কে আক্রমণ করে বলেন, “একটি র‌্যাডিকাল লেফট বিচারক দলের ৭৪ ভোটে দেওয়া সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে দুর্বল করবে।” তবে তিনি কৃতজ্ঞতা জানান একজন ডেমোক্রেট বিচারকের প্রতি। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় নিয়োগ পেয়েছিলেন। ট্রাম্প বলেছেন, ওই বিচারক দেশ বাঁচাতে ভোট দিয়েছেন। তিনি লিখেছেন, “শুল্ক ছাড়া এবং ইতোমধ্যে সংগৃহীত ট্রিলিয়ন ডলার ছাড়া, আমাদের দেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। আর আমাদের সামরিক শক্তি তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যেত। ৭৪ ভোটের রায়ে একদল র‌্যাডিকাল লেফট বিচারক দেশকে বাঁচানোর কথা ভাবেনি। কিন্তু ওবামার সময়ে নিয়োগ দেওয়া একজন ডেমোক্রেট বিচারক আসলেই আমাদের দেশ বাঁচাতে ভোট দিয়েছেন। আমি তার সাহসের জন্য কৃতজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রকে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন।” সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট আপিল আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখে। আদালত জানান, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে যে শুল্ক আরোপ করেছিলেন, তা আইন বহির্ভূত। আদালত আরও বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ ছিল প্রেসিডেন্টের ক্ষমতার নজিরবিহীন অপব্যবহার। সংবিধান অনুযায়ী কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে ন্যস্ত। এর আগেই ট্রাম্প আদালতের সিদ্ধান্তকে ‘অত্যন্ত পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, সব শুল্ক এখনও বহাল আছে। এক অত্যন্ত পক্ষপাতদুষ্ট আপিল আদালত ভুলভাবে বলেছেন আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত। কিন্তু তারা জানে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত জিতবে। যদি এই শুল্ক তুলে দেওয়া হয়, তা হবে দেশের জন্য সম্পূর্ণ বিপর্যয়। এতে আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ব, অথচ আমাদের শক্ত থাকতে হবে।

পানি ছেড়েছে ভারত, পাকিস্তানের ৯ জেলায় উচ্চ বন্যার সতর্কতা

পানি ছেড়েছে ভারত, পাকিস্তানের ৯ জেলায় উচ্চ বন্যার সতর্কতা হরিকে ও ফিরোজপুর হেডওয়ার্কস থেকে পানি ছেড়েছে ভারত। এরপর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শতদ্রু নদীর জন্য উচ্চ বন্যার সতর্কতা জারি করেছে পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)। পিডিএমএ সতর্ক করে বলেছে, আগামী দিনগুলোতে নয়টি জেলায় উচ্চ মাত্রার বন্যা হতে পারে। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে- কাসুর, ওকারা, পাকপত্তন এবং বাহাওয়ালনগর। এছাড়া, ভেহরি, লোধরান, বাহাওয়ালপুর, মুলতান এবং মুজাফফরগড়ও এই তালিকায় আছে। পাকিস্তানের পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় হাই কমিশন শতদ্রু নদীতে উচ্চ মাত্রার বন্যার বিষয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, আজ থেকে উচ্চ মাত্রার বন্যার ঝুঁকি রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রাদেশিক সরকারগুলোকে সতর্ক করা হয়েছে। এরই মধ্যে, চেনাব নদীতে পানির স্তর বেড়ে যাওয়ায় অন্তত ২৫১টি গ্রাম প্লাবিত হয়েছে। ডেপুটি কমিশনার আলী আকবর ভান্ডার জানিয়েছেন, ত্রিম্মু হেডওয়ার্কসে বন্যার পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে ০.৫ কিউসেকের বেশি। তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় আটকা পড়া মানুষদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। সেই সঙ্গে বন্যা দুর্গতদের জন্য খাদ্য ও পশুর খাবারও সরবরাহ করা হচ্ছে।