বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড প্রথম ওয়ানডেতে ২৯২ রান করে ৮৭ রানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল দ্বিতীয় ম্যাচেও কাছাকাছি সংগ্রহ ছিল আজিজুল হাকিম তামিমের দলের। ৯ উইকেটে ২৭৩ রান তুলেছিল তারা। ডিএল মেথডে ৪৭ ওভারে ইংল্যান্ড পেয়েছিল ২৭১ রানের লক্ষ্য, ম্যাচটি ২৩ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে নিল তারা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড জেতায় পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আসল। দুদল ১০ সেপ্টেম্বর তৃতীয়, ১২ সেপ্টেম্বর চতুর্থ ও ১৪ সেপ্টেম্বর পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে।  

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তারা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৩ জন শিশু রোগী রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১ জন পুরুষ রোগীকে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ৮০০ জন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ২৪৯ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘনায় নিহত দুই প্রবাসীর দাফন সম্পন্ন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘনায় নিহত দুই প্রবাসীর দাফন সম্পন্ন   মালয়েশিয়া সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী রেমিটেন্সযোদ্ধার মরদেহ দেশে এসে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। আজ তাদের দাফন সম্পন্ন হয়। এরআগে তাদের দুজনের মরদেহ গোমস্তাপুর ইউনিয়নের নিজ গ্রামে এসে পৌছালে পরিবারসহ এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত তুহিন আলি গোপালনগর গ্রামের বাসিন্দা শুকুরুদ্দিন কালুর ছেলে। অপরজন একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের কাবিলের ছেলে শামিম রেজা। তারা দুজনই মালেশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন। গত ৩১ আগষ্ট তারা সড়ক দুর্ঘনায় নিহত হন। এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার দিন মালেশিয়ায় সরকারি ছুটি ছিল। ওইদিন তুহিন ও শামীমসহ ৫জন ওভারটাইম কাজ করছিলেন। কাজ শেষে তারা একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন। পথে পাহাড়ি এলাকার সুঙ্গাই কোয়ানে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সে সময় তাদের সঙ্গে থাকা ৩জন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তারা প্রায় ৩ বছর আগে জীবন ও জীবিকার তাগিদে এবং পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়ায় গিয়েছিলেন। নিহত তুহিনের স্ত্রীসহ এক ছেলে, এক মেয়ে এবং মা-বাবা রয়েছে। এছাড়া শামিমের ভ্যানচালক বাবা রয়েছে। তিনি ধারদেনাসহ এনজিওতে ঋণ করে ভাগ্য পরিবর্তেনর আসায় প্রবাসে যান। হুজরাপুর মডেল একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শামিম গত কয়েকবছর আগে তার প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেন। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বলেন, তুহিন ও শামিমের মরদেহ আজ সকালে গ্রামে ফেরার পর দাফন সম্পন্ন হয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। কোন সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে একশত গ্রাম হেরোইন বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় রনি ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র পলাতক আসামী রনির অনুপস্থিতিতে এ আদেশ প্রদান করেন। দন্ডিত রনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি মাদারপুর মান্দেরপুর এলাকার মজিবুর রহমান ওরফে কালুর ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানাগেছে, গত ২০২৩ সালের ৬ এপ্রিল গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন রনি। এ ঘটনায় রনিকে একমাত্র আসামী করে সদর থানায় মামলা করেন ডিবি’র তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আসগার আলী। ৯ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ রনিকে দোষী সাব্যস্ত করে মামলায় সাজা ঘোষণা করেন।

পলাতক মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

পলাতক মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সদর উপজেলায় মাদক মামলায় ৩ বছরের কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি সদর উপজেলার রামচন্দ্রপুর চোখাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সেলিম রেজা। র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য ২০১৯ সালে সদর থানায় সেলিম রেজার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়েরের পর থেকে ৬ বছর যাবৎ তিনি পলাতক ছিলেন। ২০২৪ সালের ৩১ মার্চ তাঁর অনুপস্থিতিতেই মামলার বিচারকার্য সম্পন্ন হয়। এতে আসামিকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন আদালত।

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক (মানব সম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, জ্যেষ্ঠ সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আব্দুস সালাম ও আবুল কালাম আজাদসহ, সকল আরএম, জোন প্রধান, আরএম (এমই), প্রকল্প ফোকাল পার্সন, প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী সংস্থার প্রতিনিধি বৃন্দ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।

যে করেই হোক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে: প্রেস সচিব

যে করেই হোক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে: প্রেস সচিব ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, নির্বাচন যে করেই হোক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারবে। নির্বাচন হবেই। সেজন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে, প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। প্রেস সচিব জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। শফিকুল আলম বলেন, বৈঠকে আলোচনায় আসে, যখনই দেখছে দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, তখনই পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি মরিয়া ও বেপরোয়া হয়ে পড়ছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সব শক্তি নিয়ে মাঠে নামছে। প্রেস সচিব বলেন, এটা এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে বলা হয় দেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সরকার মনে করে দেশের স্বার্থে জনগণের সাথে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানকে সামনে রেখে রাজনৈতিক ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, গত কিছুদিনে কিছু ঘটনার ঘটেছে, তার আলোকে এই বৈঠক হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আনুতিন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আনুতিন রাজার অনুমোদনের পর থাইল্যান্ডের ধনাঢ্য ব্যবসায়ী আনুতিন চার্নভিরাকুল রোববার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন রক্ষণশীল নেতৃত্বের যাত্রা শুরু হলো। ব্যাংকক থেকে এএফপি জানায়, থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষের মহাসচিব আরপাথ সুখানুন্ত এক অনুষ্ঠানে রাজ-আদেশ পড়ে শোনান। ব্যাংককে আনুতিনের ভুমজাইথাই পার্টির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মহামান্য রাজা আনুতিন চার্নভিরাকুলকে এখন থেকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছেন। ৫৮ বছর বয়সী আনুতিন এর আগে উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত দুই বছরের মধ্যে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আনুতিন। তবে চার মাসের মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন করার শর্তে তিনি ক্ষমতায় এসেছেন। আনুতিন জনপ্রিয় সিনাওয়াত্রা পরিবারের ফেউ থাই পার্টিকে পরাজিত করলেন। তারা ২০২৩ সালের নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী পদে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিল। তবে গত মাসে আদালতের আদেশে তাদের উত্তরাধিকারী পেতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত হন।

নাইজেরিয়ায় জিহাদিদের হামলায় নিহত ৬৩

নাইজেরিয়ায় জিহাদিদের হামলায় নিহত ৬৩ জিহাদিরা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে হামলা চালিয়ে কমপক্ষে ৬৩ জনকে হত্যা করেছে। শহরের বাসিন্দাদেরকে একটি বাস্তুচ্যুত শিবির থেকে শহরটিতে পুনর্বাসিত করা হয়েছে। শুক্রবার রাতের হামলায় দারুল জামাল শহরে আঘাত হানা হয়, যেখানে জিহাদি হামলায় বিধ্বস্ত নাইজেরিয়া-ক্যামেরুন সীমান্তের একটি সামরিক ঘাঁটি থেকে বাসিন্দারা বাসিন্দারা এসেছে। যুদ্ধবিধ্বস্ত বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুমের বরাত দিয়ে একটি নিরাপত্তা সূত্র এএফপিকে নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে পাঁচ জন সৈন্য রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য শিবির বন্ধ করে তাদের বাসিন্দাদের গ্রামাঞ্চলে ফিরিয়ে আনার জন্য নাইজেরিয়ার চাপ বেড়েছে। হামলার ঘটনাস্থলে উপস্থিত জুলুম সাংবাদিকদের বলেন, ‘এটা খুবই দুঃখজনক। এই সম্প্রদায়কে কয়েক মাস আগে পুনর্বাসিত করা হয়েছিল এবং তারা তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিল।’ ‘এখন পর্যন্ত, আমরা নিশ্চিত করছি যে বেসামরিক ও সেনাবাহিনী উভয় মিলে মোট ৬৩ জন প্রাণ হারিয়েছে।’ ২০১৩-২০১৫ সাল পর্যন্ত বোকো হারামের বিদ্রোহের শীর্ষে পৌঁছানোর পর থেকে জিহাদি সহিংসতা হ্রাস পেয়েছে। প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট জঙ্গিরা ওয়েস্ট আফ্রিকান প্রভিন্সসহ উত্তর-পূর্বের গ্রামীণ এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। জুলুম বলেন, ‘নাইজেরিয়ান সেনাবাহিনীর সংখ্যাগত শক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যথেষ্ট নয়। তিনি আরও বলেন, ফরেস্ট গার্ডস নামে একটি নতুন প্রতিষ্ঠিত বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা কর্মী বৃদ্ধি করার জন্য প্রস্তুত ছিল। বাসিন্দারা জানান, রাত ৮টা ৩০ মিনিট নাগাদ আক্রমণ শুরু হয়। ওই সময়ে কয়েক ডজন যোদ্ধা মোটরবাইকে করে এসে অ্যাসল্ট রাইফেল গুলি চালায় ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে গ্রামাঞ্চলে পালিয়ে যাওয়া মালাম বুকার এএফপিকে বলেন, ‘তারা চিৎকার করতে করতে এসেছিল। ওরা এসেই দেখামাত্রই এখানকার মানুষের ওপর গুলি করে।’ তিনি আরো বলেন, ‘আমরা যখন ভোরে ফিরে আসি, তখন সর্বত্র লাশ পড়ে ছিল।’ এদিকে দেশটির বিমান বাহিনী জানিয়েছে, তারা ‘সন্ত্রাসীদের’ হত্যা করেছে। এর আগে, বেসামরিক মিলিশিয়া কমান্ডার বাবাগানা ইব্রাহিম বলেন, এই ঘটনায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনজিও কর্মী এএফপিকে জানিয়েছেন, নিহতের সংখ্যা ৬৪।

পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা উচ্চকক্ষের নির্বাচনে বিপর্যয়কর ফলাফলের পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি রোববার জানিয়েছে, এই বিপর্যয়ের তার ক্ষমতাসীন দলের সদস্যরা নতুন নেতৃত্বের নির্বাচনের আয়োজনের চেষ্টা করায় পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। ৬৮ বছর বয়সী ইশিবা প্রায় এক বছর আগে দীর্ঘদিন প্রভাবশালী লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব গ্রহণ করেন।  তারপর থেকে তিনি পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারান। জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, বিভাজন এড়াতে ইশিবা এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে আসাহী শিমবুন দৈনিক সংবাদপত্র বলেছে, পদত্যাগের আহ্বান বৃদ্ধির কারণে তিনি টিকে থাকতে পারেননি। কৃষি মন্ত্রী ও সাবেক একজন প্রধানমন্ত্রী শনিবার রাতে ইশিবার সঙ্গে দেখা করে স্বেচ্ছায় পদত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন। এনএইচকে জানিয়েছে, ইশিবা দিনের শেষের দিকে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে, দলের দুই নম্বর নেতা হিরোশি মোরিয়ামাসহ চার জন সিনিয়র এলডিপি কর্মকর্তা পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। জুলাই মাসে উচ্চকক্ষের ভোটের পর ইশিবার বিরোধীরা তাকে নির্বাচনের ফলাফলের দায়িত্ব নিয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়ে আসছিলেন। স্থানীয় গণমাধ্যমের মতে, এই পদক্ষেপকে সমর্থনকারীদের মধ্যে ৮৪ বছর বয়সী প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী তারো আসোও ছিলেন। তবে আরও কিছু প্রবীণ সদস্য সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেছেন, এলডিপির পুরনো ধাঁচের রাজনীতি তাদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করছে। নতুন নেতৃত্ব নির্বাচন চান এমন জাপান জুড়ে এলডিপি আইন প্রণেতা এবং আঞ্চলিক কর্মকর্তারা সোমবার একটি অনুরোধ জমা দেবেন। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে নেতৃত্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দলীয় নেতা হিসেবে ইশিবার মেয়াদ ২০২৭ সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তার প্রতিদ্বন্দ্বী সানা তাকাইচি মঙ্গলবার বলেছিলেন যে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সানাকে একজন কট্টর জাতীয়তাবাদী হিসেবে দেখা হয়। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি ও উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমান চাল নীতি পরিবর্তনের সরকারের সিদ্ধান্তের পর ইশিবার মন্ত্রিসভার প্রতি সমর্থন ফিরে আসছে। ভোটাররা ২০২৪ সালের শেষ নেতৃত্ব নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকারী তাকাইচির প্রতি খুব একটা আগ্রহী নন। পরিশ্রমী রাজনীতিবিদ ইশিবা গত বছর তার পঞ্চমবারের প্রচেষ্টায় ‘নতুন জাপান’-এর প্রতিশ্রুতি দিয়ে এলডিপির নেতা নির্বাচিত হন।