ভূমিকম্প সতর্কতা অ্যাপের বিষয়ে ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভূমিকম্প সতর্কতা অ্যাপের বিষয়ে ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা  বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি বাড়লেও আগাম সতর্কতার জন্য কোনো ব্যবস্থা এখনো নেই, উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অনেক দেশ ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে সতর্ক সংকেত পাঠাতে সক্ষম অ্যাপ ব্যবহার করছে। বাংলাদেশেও এমন অ্যাপ চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার। রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভূমিকম্পের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড অমান্য করার প্রবণতা বড় বিপদের কারণ হতে পারে। জলাশয় ভরাট করে ভবন তুলছি। খোলা মাঠ হারিয়ে যাচ্ছে। বড় ভূমিকম্প হলে মানুষের দাঁড়ানোর জায়গাটুকুও থাকবে না। রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে আরো কঠোর হতে হবে। ফায়ার সার্ভিসের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ভূমিকম্পের মাত্রা অনুযায়ী পরিস্থিতি ভিন্ন হয়। সেদিনের ঘটনায় তারা দ্রুত সাড়া দিয়েছে। তবে, বড় কিছু হলে তখনই বোঝা যাবে, প্রস্তুতি কতটা যথেষ্ট। আল্লাহ না করুন, তেমন কিছু যেন না হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলায় অবনতির শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলায় অবনতির শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে। নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর মিছিল-বিক্ষোভ ও সভা-সমাবেশ স্বাভাবিকভাবেই বাড়বে। তবে, পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা আমরা দেখছি না। তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ততটা অনুকূলে ছিল না। গত দেড় বছরে বিভিন্ন উদ্যোগের ফলে তা এখন অনেকটাই উন্নতির পথে। নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য প্রসঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, একজন নিরাপত্তা বিশ্লেষকের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওই বিশ্লেষক কে, তার যোগ্যতা কী, আমি জানি না। এখন অনেকেই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক পরিচয় দেন। যাদের সম্পর্কে পরিষ্কার ধারণা নেই, তাদের মন্তব্য নিয়ে আমি কিছু বলতে চাই না।  সম্প্রতি রাতের বেলা এক সাংবাদিককে গোয়েন্দা পুলিশের তুলে নেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঘটনাটি নিয়ে সাংবাদিকসমাজের মধ্যেও আলোচনা হয়েছে। তিনি যে কাজটি করছিলেন, সেটি সাংবাদিকতার দায়িত্বের মধ্যে ছিল না, এ ধরনের তথ্যও এসেছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯০

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯০ ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো ১২ জন। রবিবার (২৩ নভেম্বর) দেশটির পরিবেশ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, অক্টোবরের শেষ থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বৃষ্টি হচ্ছে। এই দুর্যোগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রসহ অনেক ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহে মধ্য ভিয়েতনামের মধ্যাঞ্চলের কিছু এলাকায় ১,৯০০ মিমি (৭৪.৮ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। এই অঞ্চলটি দেশের একটি প্রধান কফি উৎপাদন এলাকা এবং জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর আবাসস্থল।  পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৬ নভেম্বর থেকে ৬০ জনেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে পাহাড়ি মধ্য ডাক লাক প্রদেশে। সেখানে কয়েক হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে। দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ডাক লাক প্রদেশের বে নদীর পানির স্তর দুটি স্থানে ১৯৯৩ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে, অন্যদিকে খান হোয়া প্রদেশের কাই নদীর পানি বেড়েও নতুন উচ্চতায় পৌঁছেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম থান নিয়েন জানিয়েছে, মধ্য গিয়া লাই ও ডাক লাক প্রদেশে বন্যার পানিতে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করার জন্য সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে একত্রিত করা হয়েছে। জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভিয়েতনামে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছে এবং দেশটিতে ২ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের ক্ষতি হয়েছে।

২১৭ রানের জয়ে আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ

২১৭ রানের জয়ে আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ ২১৭ রানের জয়ে আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ মধ্যাহ্ন বিরতির পর উইকেটে দারুণভাবে থিতু হয়েছিলেন কুর্টিশ ক্যাম্ফার ও গ্যাভিন হোয়ে। নবম উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে ৩২.২ ওভারে যোগ করেন ৫৪ রান। ১১৩.২ ওভারের মাথায় দলীয় ২৯১ রানের সময় হাসান মুরাদের বলে এলবিডব্লিউ হয়ে যান হোয়ে। পরের বলেই নতুন ব্যাটসম্যান ম্যাথু হামফ্রিজ বোল্ড হয়ে গেলে বাংলাদেশের ২১৭ রানের বড় জয় নিশ্চিত হয়। পাশাপাশি নিশ্চিত হয় ২-০ ব্যবধানের সিরিজ জয়ও। আয়ারল্যান্ডের নবম উইকেটের পতন দলীয় ২৯১ রানের মাথায় নবম উইকেট হারাল আয়ারল্যান্ড। হাসান মুরাদের বলে এলবিডব্লিউ হন গ্যাভিন হোয়ে। যাওয়ার আগে ১০৪ বলে ৪টি চারে ৩৭ রানের ইনিংস খেলে যান। আর ক্যাম্ফারের সঙ্গে নবম উইকেটে দলীয় সংগ্রহে যোগ করেন মূল্যবান ৫৪ রান। ক্যাম্ফার-হোয়ের প্রতিরোধ ২৩৭ রানের মাথায় অষ্টম উইকেট হারায় আয়ারল্যান্ড। সেখান থেকে দলের হাল ধরেন ক্যাম্ফার ও হোয়ে। নবম উইকেট জুটিতে ইতোমধ্যে তারা দলীয় সংগ্রহে ৪৫ রান যোগ করেছেন ২৫.২ ওভারে। তাতে আয়ারল্যান্ডের দলীয় সংগ্রহ বেড়ে হয়েছে ৮ উইকেটে ২৮২। ক্যাম্ফার ৬৯ ও হোয়ে ৩০ রানে ব্যাট করছেন। ৮ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে আয়ারল্যান্ড ৮ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে আয়ারল্যান্ড। জিততে এখনো তাদের প্রয়োজন ২৪৬ রান। আর বাংলাদেশের প্রয়োজন মাত্র ২ উইকেট। ক্যাম্ফার ৬৩ রানে ও হোয়ে ১৮ রানে অপরাজিত আছেন। ক্যাম্ফারের ফিফটি, অষ্টম উইকেট হারাল আয়ারল্যান্ড ২৩৭ রানের মাথায় অষ্টম উইকেট হারাল আইরিশরা। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়েছেন জর্ডান নীল। যাওয়ার আগে ৪৬ বলে ৫টি চার ও ১ ছক্কায ৩০ রানের ইনিংস খেলে গেছেন। ক্যাম্ফারের সঙ্গে যোগ দিয়েছেন গ্যাভন হোয়ে। ক্যাম্ফার তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন ১৫৭ বলে ২টি চার ও ২ ছক্কায়। তাইজুলের চতুর্থ শিকার ম্যাকব্রাইন ১৮৯ রানের মাথায় সপ্তম উইকেট হারাল আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের করা ৬৮তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান ম্যাকব্রাইন। ৫৩ বল খেলে ৩ চারে ২১ রান করে যান তিনি। ক্যাম্ফারের সঙ্গে নবম ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন জর্ডান নীল। পঞ্চম দিনের খেলা শুরু বাংলাদেশের ছুড়ে দেওয়া ৫০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। সেখান থেকে আজ রবিবার পঞ্চম দিনে ব্যাট করতে নেমেছে তারা। দুই অপরাজিত ব্যাটসম্যান কুর্টিশ ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রান নিয়ে দিন শুরু করেছেন।

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আয়েশ উদ্দীন

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আয়েশ উদ্দীন শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আয়েশ উদ্দীন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে মোবারকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিচক টিকোরি গ্রামের নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর আড়াইটায় কালিচক গ্রামের পারিবারিক গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী, শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী, সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী ও এরফান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু সদর উপজেলায় একতলা ভবনের ছাদ থেকে পড়ে সানজিদা আক্তার সাথী ওরফে যুথী নামের এক কিশোরির মৃত্যু হয়েছে। সে বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার জুয়েল ইসলামের মেয়ে এবং চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে একই এলাকায় নানা খাইরুল ইসলামের বাড়ির ছাদে একটি নির্মানাধীণ ্ঘরের একপাশের দেয়ালে ভর দিয়ে পাশের আমগাছের পাতা ছিঁড়ছিল যুথী। এক পর্যায়ে ওই দেয়াল ভেঙ্গে নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, যুথীর বাবা-মায়ের বিচ্ছেদে সে মায়ের সাথে নানার বাড়িতেই থাকত। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে।

ভোলাহাটে হেরোইনসহ স্বামী ও স্ত্রী আটক

ভোলাহাটে হেরোইনসহ স্বামী ও স্ত্রী আটক ভোলাহাটে বসত বাড়িতে খুচরা ও পাইকারি ভিত্তিতে হেরোইন বিক্রয়কালে ১৬৫ গ্রাম মাদক বিক্রেতা স্বামী ও স্ত্রীকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতরা হলো গোয়ালবাড়ী ইউপি’র সুরানপুর গ্রামের রবিউল ইসলাম ও তার স্ত্রী ময়না। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয় গতকাল সন্ধ্যায় র‌্যাবের একটি আভিযানিক দল রবিউল এর বাড়িতে অভিযান চালালে ঘরের ভিতর থেকে ১৬৫ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে। আটককৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‌্যাব।

নাইজেরিয়ায় ৩১৫ জন ছাত্র-শিক্ষক অপহৃত

নাইজেরিয়ায় ৩১৫ জন ছাত্র-শিক্ষক অপহৃত নাইজেরিয়ায় ৩১৫ জন ছাত্র ও শিক্ষককে অপহরণ করা হয়েছে। শনিবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। মধ্য নাইজেরিয়ার নাইজার রাজ্যের সেন্ট মেরি’স কো-এডুকেশন স্কুলে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে। এর আগে সোমবার বন্দুকধারীরা প্রতিবেশী কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ২৫ জন ছাত্রীকে অপহরণ করেছিল। নাইজেরিয়ার খ্রিস্টান অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুক্রবার ভোরে গণ অপহরণের পর ‘সংখ্যা যাচাইকরণের পরে’ বিষয়টি জানা গেছে। অপহৃতদের মধ্যে ৩০৩ জন ছাত্র এবং ১২ জন শিক্ষক। নাইজেরিয়ার সরকার অপহৃত ছাত্র ও শিক্ষকদের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। ইতিমধ্যেই ক্যাটসিনা এবং মালভূমির নিকটবর্তী রাজ্যগুলোর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নাইজার রাজ্য সরকার অনেক স্কুল বন্ধ করে দিয়েছে এবং প্রেসিডেন্ট বোলা টিনুবু সংকট মোকাবেলায় জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানসহ আন্তর্জাতিক কর্মকাণ্ড বাতিল করেছেন।

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুইজন বরিশাল বিভাগের বাসিন্দা। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৯৩ জন রোগী। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৮ জন ও খুলনা বিভাগে ২৯ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে গত একদিনে সারা দেশে ৬২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৬ হাজার ৩৩১ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৯ হাজার ৪৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের। প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এবার রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ভোট দেখবে

এবার রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ভোট দেখবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এই নির্বাচন হবে একেবারেই ঐতিহাসিক, যা দেশের গণতন্ত্রে নতুন সূচনা ঘটাবে। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে। এর মধ্য দিয়েই গণতন্ত্রের পুনঃসূচনা ঘটবে। তিনি আরও জানান, এই নির্বাচনের সাক্ষী হতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। এ সময় তিনি বলেন, অংশীদার সংস্থাগুলোর অনুরোধে স্থানীয় পর্যবেক্ষকদের বয়স কমানো হয়েছে। তবে কম বয়সী পর্যবেক্ষকদের অভিজ্ঞতার ঘাটতি পূরণে আরও প্রশিক্ষণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। কর্মশালায় থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। বিশেষজ্ঞরা বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রার্থী, পুলিশ, গণমাধ্যমসহ সব অংশীজনের আস্থা অর্জন জরুরি। তারা প্রার্থী ও দলগুলোর অনলাইনে প্রচারণার ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রস্তাবও দেন।