আলিয়া-দীপিকা-রাশমিকাকে পেছনে ফেলে শীর্ষে সামান্থা

আলিয়া-দীপিকা-রাশমিকাকে পেছনে ফেলে শীর্ষে সামান্থা ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। ‘পুষ্পা’ সিনেমায় তার নাচের হিল্লোল এখনো ভোলেননি দর্শক। এবার ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হলেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া জুন মাসের জরিপ প্রকাশ করেছে। তাতে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানাকে পেছনে ফেলে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে জানিয়েছেন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার উপরে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ তালিকার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছেন আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন। দশজনের এই তালিকার চতুর্থ, পঞ্চম, ৬ষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছেন—তৃষা কৃষ্ণান, কাজল আগরওয়াল, সাই পল্লবী। সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন নয়নতারা, রাশমিকা মান্দানা, কীর্তি সুরেশ, তামান্না ভাটিয়া। সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মার্কিন সিরিজের হিন্দি রিমেক এটি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিরিজ পরিচালনা করেন রাজ ও ডিকে। এতে সামান্থার বিপরীতে অভিনয় করেন বরুণ ধাওয়ান। ২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সামান্থা রুথ প্রভু। প্রথম সিনেমায় সামান্থার নায়ক ছিলেন নাগা চৈতন্য। পরবর্তীতে নাগার সঙ্গে ঘর বাঁধেন সামান্থা। যদিও এ সংসার টিকেনি। ব্যক্তিগত জীবন নিয়ে টালমাটাল সময় পার করছেন সামান্থা। এরই মাঝে এই খবর খানিকটা আনন্দের বলে মনে করছেন তার ভক্ত-অনুরাগীরা।

হাসপাতালে ভর্তি দক্ষিণী অভিনেতা  বিজয়

হাসপাতালে ভর্তি দক্ষিণী অভিনেতা  বিজয় হাসপাতালে ভর্তি করা হয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে। হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী। এন্টারটেইনমেন্ট এএফ জানিয়েছে, বিজয় দেবরকোন্ডার ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ২০ জুলাইয়ের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারে। অসুস্থ বিজয়ের পাশে তার পরিবার রয়েছে। বিজয় বা তার টিমের কেউ তার স্বাস্থ্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখান থেকেও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিজয় অভিনীত নতুন সিনেমা ‘কিংডম’। গৌতম তিনানুরি নির্মিত সিনেমাটি আগামী ৩১ জুলাই মুক্তি পাবে। শতকোটি রুপি বাজেটের সিনেমা মুক্তির কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লেন বিজয়।

‘হু’স সরি না ‘ খ্যাত গায়িকা কনি ফ্রান্সিস আর নেই

‘হু’স সরি না ‘ খ্যাত গায়িকা কনি ফ্রান্সিস আর নেই জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কনি ফ্রান্সিস আর নেই। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় এই কিংবদন্তি শিল্পীর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। কনি ফ্রান্সিসের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস। এক পোস্টে তিনি লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের জানাচ্ছি যে গত রাতে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। চলতি জুলাই মাসের শুরুতে তীব্র পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কনি। তখন থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত তাকে আইসিইউতে নেওয়া হয়। এর মধ্যে গত ৪ জুলাই ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন কনি। লিখেছিলেন, আজ অনেকটা ভালো লাগছে। সবাইকে ৪ জুলাইয়ের শুভেচ্ছা। কিন্তু এরপর আর সুস্থ হয়ে ওঠা হলো না তার। ‘স্টুপিড কিউপিড’, ‘হু’স সরি নাউ’, ‘প্রিটি লিটল বেবি’— এই গানগুলোর মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কনি। ‘প্রিটি লিটল বেবি’ গানটি ৬৩ বছর আগে রেকর্ড করা হলেও সম্প্রতি সামাজিক মাধ্যমে আবার ভাইরাল হয়ে যায়। ফলে আবার আলোচনায় আসেন কনি। ১৯৩৭ সালে নিউ জার্সির নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন কনি। তার আসল নাম ছিল কনচেটা ফ্রানকোনেরো। মাত্র ৪ বছর বয়স থেকেই গান গাইতেন ও অ্যাকর্ডিয়ন বাজাতেন। ছোটবেলাতেই যুক্ত হন টেলিভিশনের গানের অনুষ্ঠানে। সংগীতজীবনে সফল হলেও ব্যক্তিজীবনে কনি ফ্রান্সিসের জীবন ছিল কঠিন। চারবার বিয়ে করেও সুখী হতে পারেননি। ভালোবেসেছিলেন গায়ক ববি ড্যারিনকে, কিন্তু বাবার আপত্তির কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এ নিয়ে প্রায় সারাটা জীবনই কষ্টে কাটিয়েছেন তিনি।

মার্কিন কৃষি বিভাগে ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত 

মার্কিন কৃষি বিভাগে ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চুক্তিবদ্ধ ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত করেছে মার্কিন কৃষি বিভাগ। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সরকারি সংস্থাটি বলেছে, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানসহ প্রতিপক্ষের কাছ থেকে ‘মার্কিন খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে’ জাতীয় নিরাপত্তা পর্যালোচনার পর তারা চুক্তিবদ্ধ এসব গবেষককে বরখাস্ত করেছে। একজন মুখপাত্র বলেছেন, মার্কিন কৃষি বিভাগের চুক্তিতে কাজ করার জন্য অনুমোদিত ব্যক্তিদের মধ্যে একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা সম্পন্ন হয়েছে এবং উদ্বেগজনক দেশ থেকে প্রায় ৭০ জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, উদ্বেগজনক দেশগুলোর এই চুক্তিতে কর্মরত ব্যক্তিরা আর মার্কিন কৃষি বিভাগের প্রকল্পগুলোতে কাজ করতে পারবেন না। মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স ৮ জুলাই একটি ‘কৃষি সুরক্ষা পরিকল্পনা’ ঘোষণা করেছিলেন। এতে চারটি দেশের নাগরিকদের মার্কিন কৃষিজমি ক্রয় নিষিদ্ধ করার প্রচেষ্টা এবং তাদের সঙ্গে বিদ্যমান যে কোনো গবেষণা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। রোলিন্স বলেন, মার্কিন খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপগুলো প্রয়োজনীয়।

কারিনা কাপুরের প্রেমিক জেন-জি অভিনেতা 

কারিনা কাপুরের প্রেমিক জেন-জি অভিনেতা বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয়গুণে দর্শকদের মুগ্ধ করে চলেছেন কারিনা কাপুর খান। দুই সন্তানের জননী ও নবাব পরিবারের ‘শেষ বেগম’ হিসেবে ঘর-সংসার ও ক্যারিয়ার—দুইই দারুণভাবে সামলাচ্ছেন এই অভিনেত্রী। ২০২৩ সালে খান-কাপুর ও দেওলদের দাপুটে প্রত্যাবর্তনের পর বলিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। কারিনা কাপুর খান এবার পর্দায় হাজির হতে যাচ্ছেন একদম নতুন এক রূপে। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী একটি নতুন ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম ও ফিল্মফেয়ারের খবরে বলা হয়েছে, ছবিটির চিত্রনাট্য লিখছেন হুসেইন দালাল, যিনি আগে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’-এর স্ক্রিপ্টেও কাজ করেছেন। একটি সূত্রের বরাতে ডেকান ক্রনিকল জানায়, ‘কারিনাকে ঘিরে তৈরি হওয়া এই ব্যতিক্রমধর্মী ভূতের গল্পটি জঁরার দিক থেকে নতুনত্ব আনবে। স্ক্রিপ্টটি অনেকটা মজার ধাঁচের, প্রচলিত ধারা থেকে আলাদা এবং কারিনা এই চরিত্রে একদম মানিয়ে গেছেন।’ ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এতে বয়সের দিক থেকে কারিনার চেয়ে অনেক ছোট অভিনেতার সঙ্গে তার রোমান্স। যদিও এখনও তরুণ এই অভিনেতার নাম প্রকাশ করা হয়নি, তবে বলা হচ্ছে তিনি বয়সে কুড়ির কোঠায়। বিষয়টি ঘিরে বলিউডে ফের উঠে এসেছে ‘বয়সের ব্যবধান’ নিয়ে পুরনো বিতর্ক। সম্প্রতি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবিতে ১৮ বছর বয়সী সারা অর্জুনের সঙ্গে জুটি বাঁধার প্রসঙ্গেও তীব্র আলোচনা হয়, যেমনটি অতীতে সালমান খান, অক্ষয় কুমার কিংবা অজয় দেবগনের ক্ষেত্রেও দেখা গেছে। কারিনা সর্বশেষ দেখা গেছেন রোহিত শেঠির ‘সিংঘম এগেইন’ ছবিতে, যেখানে অজয় দেবগন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অক্ষয় কুমারসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। এদিকে ভূতের চরিত্রের পাশাপাশি কারিনা এখন ব্যস্ত মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ নিয়ে। এ ছবিতে তার বিপরীতে থাকবেন প্রিথ্বিরাজ সুকুমারান। সমাজ সচেতন ও অপরাধভিত্তিক গল্পের এই থ্রিলার ছবিটি মুক্তি পেতে পারে চলতি বছরের শেষভাগে অথবা ২০২৬ সালের শুরুর দিকে। তবে নতুন ভূতের এই ছবিটি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ছবিটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আজ হাসপাতালে নতুন রোগী ১১৪

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আজ হাসপাতালে নতুন রোগী ১১৪ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন প্রাণ হারিয়েছেন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন ডেঙ্গুরোগী। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৬১ জন মারা গেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৩৯৫ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৪১ দশমিক ৩ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১০৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ ১৫ হাজার ১১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 নতুন দিগন্ত উন্মোচন করেছে ছাত্র-জনতার অভ্যুত্থান: আসিফ

নতুন দিগন্ত উন্মোচন করেছে ছাত্র-জনতার অভ্যুত্থান: আসিফ ছাত্র-জনতার গৌরবোজ্জ্বল জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে আয়োজিত প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আজ সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে তিনি বলেন, অভ্যুত্থানের সেই মহান আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তরুণ প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই-যোদ্ধাসহ আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যদের অংশগ্রহণে প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়।

ঢাকায় বাতাসের মান ৬০ স্কোর নিয়ে ‘সহনীয়’

ঢাকায় বাতাসের মান ৬০ স্কোর নিয়ে ‘সহনীয়’ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকা ৩৯ নম্বর স্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৬০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। আজ বেলা ১২টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা ১৭৬। এরপরেই রয়েছে উগান্ডার কাম্পালা ১৫৩, ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৩, ব্রাজিলের সাও পাওলোর স্কোর ১৫১। এসব শহরের বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তথ্য জালিয়াতি করলে যুক্তরাষ্ট্র প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা

তথ্য জালিয়াতি করলে যুক্তরাষ্ট্র প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা মার্কিন ভিসাপ্রার্থীরা ভুয়া নথিপত্র দাখিল বা তথ্য গোপন করলে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের হতে পারে। আজ ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। দূতাবাস জানায়, কনস্যুলার অফিসাররা ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন নতুন কৌশল এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সবসময় জানেন। তথ্য গোপন করা বা ভুয়া কাগজপত্র দাখিল করা গুরুতর অপরাধ। এর ফল হতে পারে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলা।  

ইউক্রেনে নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সুভরিদেঙ্কো

ইউক্রেনে নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সুভরিদেঙ্কো রাশিয়ার আগ্রাসনের ৩ বছর পর ইউক্রেনে সবচেয়ে বড় সরকার পুনর্গঠনের অংশ হিসেবে নতুন প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ পদে রদবদল করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল পার্লামেন্টে অনুমোদনের পর ৩৯ বছর বয়সী ইউলিয়া সুভরিদেঙ্কো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ডেনিস স্যামিহালের স্থলাভিষিক্ত হলেন যিনি ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। সুভরিদেঙ্কো এর আগে প্রথম উপপ্রধানমন্ত্রী ও অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সুভরিদেঙ্কো সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানান, তিনি ইউক্রেনের অস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, সশস্ত্র বাহিনীকে শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে জোর দেবেন।