আরও ৩১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া

আরও ৩১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া অবৈধ ও অনিয়মিতভাবে লিবিয়ায় বসবাস করা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩১০ জন বাংলাদেশিকে লিবিয়ার সরকার আজ দেশে ফেরত পাঠিয়েছে। এই ফেরত আসা অভিবাসীদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং অপহরণের শিকার হয়ে উদ্ধার পরবর্তীতে দেশে ফিরেছেন। সকাল ৮টয় তাঁদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই নিয়ে একই প্রক্রিয়ায় চলতি অক্টোবর মাসে ৩টি ফ্লাইটে মোট ৯২৮ জন বাংলাদেশি দেশে ফিরলেন। এই ফিরে আসা অভিবাসীদের বেশিরভাগই অবৈধভাবে সেখানে বসবাস করতেন। দূতাবাস জানিয়েছে, আজকের চার্টার ফ্লাইটে দুজন নারীসহ দেশটির মিসরাতা শহরের ২১১ জন এবং ত্রিপলির ৯৯ জন অভিবাসী দেশে ফিরেছেন। বর্তমানে ত্রিপলী ও বেনগাজীতে আরও কিছু বাংলাদেশি আটক রয়েছেন, তাদেরও দ্রুত দেশে পাঠাতে দূতাবাস কাজ করছে।
মাদ্রাসার ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ নভেম্বর

মাদ্রাসার ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ নভেম্বর আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে মাদ্রাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফরম পূরণ করতে পারবে। তবে নির্ধারিত সময় শেষে কোনোভাবেই ফরম গ্রহণ করা হবে না। গতকাল বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে জানানো হয়, বোর্ড অনুমোদিত দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসায় অধ্যয়নরত ৮ম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিটি পরীক্ষার্থীর জন্য বোর্ড ফি বাবদ ৪০০ টাকা অনলাইনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে এবং কেন্দ্র ফি বাবদ ২০০ টাকা সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে।
যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছর মেয়াদী একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ এক ‘এক্স’ পোস্টে তিনি এই খবর জানিয়েছেন। পিট হেগসেথ বলেছেন, এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকের পরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এই চুক্তি স্বাক্ষরের খবর দেন।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ১২ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ১২ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৬ জন ও বহির্বিভাগে ২ জন এবং নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২০ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৫ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে, অবস্থার অবনতি হওয়ায় ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৫ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ১৬ জন, শিবগঞ্জে ১ জন পুরুষ, গোমস্তাপুরে ১ জন মহিলা এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
বিনোদপুর ডিগ্রী কলেজে তিন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিনোদপুর ডিগ্রী কলেজে তিন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিনোদপুর ডিগ্রী কলেজে ৩ জন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষকগণ হলো, মোহাঃ মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, মহাঃ শাহজাহান, সহকারী অধ্যাপক জীব বিজ্ঞান বিভাগ ও মহাঃ তৌহিদ উল আলম ,সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ । বৃহস্পতিবার সকালে বিনোদপুর কলেজে অবসর জনিত বিদায় সংবর্ধনা শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মুহাঃ সেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মহাঃ আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মহা তোহরুল আমীন এবং সহকারী অধ্যাপক মোঃ আলমগীর প্রমূখ। দোয়া ও মোনাজাত শেষে অধ্যক্ষ সাহেব বিদায়ী শিক্ষকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ও মিষ্টিমুখ করেন।
গোমস্তাপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার গোমস্তাপুর উপজেলা থেকে আবু সফিয়ান নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পার্বতীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বিকেলে বাড়ির অদুরে ইউপি ভবন এলাকার একটি আমবাগানের আমগাছের ডালের সাথে গলায় রশির ফাঁস দেয়া মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুফিয়ান আত্মহত্যা করেছেন। তবে এর কারণ নিশ্চিত হওয়া যায় নি। গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে সুপিয়ানের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যন মোয়াজ্জেম হোসেন বলেন, সুফিয়ানের আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায় নি।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোলাই মদসহ চোরচালানকৃত ভারতীয় পন্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোলাই মদসহ চোরচালানকৃত ভারতীয় পন্য জব্দ শিবগঞ্জ ও ভোলাহাট সীমা„ন্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরাচালানকৃত ১৪০ বোতল ভারতীয় মদ, ১২টি অবৈধ চোরাই স্মার্ট ফোন সেট ও ২৭২টি ভারতীয় কসমেটিকস জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতকাল বিকেল থেকে আজ ভোর পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আজ ভোর ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতের শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ফতেপুর বিওপি পরিচালিত অভিযানে জব্দকৃত ৪৭ বোতল চোলাই মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত শিবগঞ্জের শিয়ালমারা সীামন্তে এবং সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট এলাকায় পৃথক অভিযানে ১২টি ফোন ও ২৭২টি কসমেটিকস জব্দ করে বিজিবি। ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রাম থেকে জবাদকৃত ফোন ও কমমেটিকস কাস্টমস অফিসে জমা করা হয়েছে। এছাড়া, গতকাল বিকেলে বিশেষ অভিযানে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে চামুচা গ্রামের ধানক্ষেত থেকে ৯৩ বোতল মদ জব্দ করেছে বিজিবি। স্থানটি ১৯৭/৩ মেইন আন্তর্জূাতিক সীমান্ত পিলার থেকে বাংলাদেশের ৪০০ গজ ভেতরে ফরেষ্ট ক্যানালের নিকট অবস্থিত বলেও জানান অধিনায়ক।
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযান সাড়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযান সাড়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের অভিযানে সংঘবদ্ধ সড়ক ডাকাত চক্রের সদস্য এবং সদর থানায় দায়ের হওয়া একটি সড়ক ডাকাতি প্রস্তুতি মামলায় সাড়ে ৪ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজেলার আমনুরা ঝিলিম বাজার এলাকার ফারুক আলীর ছেলে আতিক। র্যাাব জানায়, গতকাল রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে জেলার নাচোল উপজেলাগামী সড়কের আমনুরা রেলক্রসিং এলাকায় অভিযান চালালে, আতিককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আজ দুপুর আড়াইটায় র্যাব-৫ ব্যাটলিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে দায়ের সড়ক ডাকাতি প্রস্তুতি মামলায় আসামী আতিককে দোষী সাব্যস্ত করে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সাজা দেয় আদালত। সাজা ঘোষণাকালে তিনি পলাতক ছিলেন। সাজা ঘোষণার পর ওয়ারেন্ট ইস্যু হলে তাকে খুঁজতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় আসামী আতিককে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব-৫ ।
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রসাশক মোহাম্মদ সোলায়মান। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বক্তব্য দেন, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। এসময় আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবুসহ অন্যান্যরা। মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার মাদক, চোরাচালান, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও নানান সমস্যার কথা তুলে ধরে ধরেন। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের আমসহ সম্ভাবনাময়ী নানা খাতের উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং দূরদৃষ্টি সম্পন্ন। দেশের সকল সমস্যা, সম্ভাবনা উন্নয়নে মিডিয়া বড় ভূমিকা পালন করে চলেছে। তিনি আরো জানান, প্রশাসন ও গনমাধ্যম এ জেলার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করে এ জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার কাজ করবেন । এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নকিব উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান।
রাজশাহীর পুঠিয়ায় র্যাব-৫ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় র্যাব-৫ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীর পুঠিয়ায় র্যাব-৫ এর অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিড়ালদহ মাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১টি পিকআপ, ২ টি মোবাইলসহ সীমকার্ড ও নগদ ২ হাজার ৫০০ টাকা পরিবহনের সময় শেখ ফয়সাল মিয়া ও আলম নামে ২জনকে গ্রেফতার করা হয়। র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ এর আভিযানিক দল, ঐ ২ জন মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে রাজশাহী অভিমুখে আসছে এমন তথ্যের ভিত্তিতে তাদরে গতিবিধি পর্যবেক্ষন করে, নাটোর- রাজশাহী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে ০২ জনকে অভিনব কায়দায় বহন করা উল্লেখিত আলামতসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধওে আন্ত:জেলা মাদক চক্রের সদস্য এবং রাজশাহী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় পুঠিয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।