ত্রাণ নিতে যাওয়া ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

ত্রাণ নিতে যাওয়া ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে কমপক্ষে ১১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে ৯২ জনকে উত্তরে জিকিম ক্রসিং এবং দক্ষিণে রাফাহ এবং খান ইউনিসে ত্রাণ কেন্দ্রে খাবার পেতে চেষ্টা করার সময় গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। রবিবার এই হত্যাকাণ্ড এমন সময় ঘটেছে যখন গাজায় ইসরায়েলিদের অব্যাহত অবরোধের ফলে ক্ষুধা সংকট আরো খারাপ হয়েছে। সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ গত দিনে দুর্ভিক্ষে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে। জিকিমে জাতিসংঘের ত্রাণ কনভয় থেকে আটা পাওয়ার আশায় বিশাল জনতা সেখানে জড়ো হয়েছিল। সেখানে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৭৯ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। রাফাহের একটি ত্রাণ কেন্দ্রের কাছে আরো নয়জন হত্যার শিকার হয়েছেন। এর আগের ২৪ ঘন্টায় সেখানে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩৬ জন প্রাণ হারিয়েছিলেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মতে, খান ইউনিসে একটি দ্বিতীয় ত্রাণ কেন্দ্রের কাছে আরও চারজন হত্যার শিকার হয়েছেন। জিকিমে হামলায় বেঁচে যাওয়া ফিলিস্তিনি রিজেক বেতার বলেন, “কোনো অ্যাম্বুলেন্স নেই, খাবার নেই, জীবন নেই, আর বাঁচার কোনো উপায় নেই। আমরা খুব কষ্ট করে অপেক্ষা করছি।” আরেকজন বেঁচে যাওয়া ব্যক্তি ওসামা মারুফ গুলিবিদ্ধ ও আহত একজন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেছিলেন। মারুফ বলেন, “আমরা জিকিম থেকে এই বৃদ্ধকে নিয়ে এসেছিলাম। সে কেবল কিছু আটা আনতে গিয়েছিল। আমি তাকে সাইকেলে করে বাঁচানোর চেষ্টা করেছি – আমি আর আটা চাই না, সে আমার বাবার মতো, এই বৃদ্ধ। ঈশ্বর আমাকে ভালো করার শক্তি দিন। এবং এই কষ্ট যেন বেশি দিন স্থায়ী না হয়।”
সরকারি চাকরিতে কোটা পাচ্ছেন না ‘জুলাই যোদ্ধারা’: উপদেষ্টা

সরকারি চাকরিতে কোটা পাচ্ছেন না ‘জুলাই যোদ্ধারা’: উপদেষ্টা সরকার জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা চালু করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য সরকারের গৃহীত পুনর্বাসন কার্যক্রম বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের কোটা বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “না, কোনো কোটা থাকবে না। আমরা তাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ করে দেব।” তিনি বলেন, “পুনর্বাসন বলতে আমরা সরাসরি ফ্ল্যাট বা চাকরির কোটা বুঝি না। বরং, এটি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দিয়ে বাস্তবায়ন করা হবে। কেউ যদি হাঁস-মুরগি পালন করতে চান অথবা পশুপালন কিংবা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চান, তাতেও সরকার সহায়তা দেবে।” জুলাই যোদ্ধাদের সরকারি সহায়তার পরিমাণ মুক্তিযোদ্ধাদের সমান হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ফারুক-ই-আজম বলেন, “মুক্তিযোদ্ধাদের সঙ্গে তুলনা টানা উচিত নয়। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান অতুলনীয়।”২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের পুনর্বাসনের দাবি তুলেছে বিভিন্ন সংগঠন। এর পরিপ্রেক্ষিতেই সরকারের পক্ষ থেকে এ পুনর্বাসন কার্যক্রম ঘোষণা করা হলো।
ভুটানের লিগে নতুন চ্যালেঞ্জে তহুরা ও শামসুন্নাহার জুনিয়র

ভুটানের লিগে নতুন চ্যালেঞ্জে তহুরা ও শামসুন্নাহার জুনিয়র বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দুই উদীয়মান তারকা তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র এবার পা রাখতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্লাব ফুটবলে। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো লিগে অংশ নিতে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন তারা। ভুটানের নারী ফুটবল লিগে রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে মাঠে নামবেন এই দুই ফরোয়ার্ড। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছেন তহুরা ও শামসুন্নাহার জুনিয়র। সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাইপর্বে দুজনেই ৩টি করে গোল করেছেন। তাদের এই উজ্জ্বল পারফরম্যান্সই হয়তো এনে দিয়েছে নতুন এই সুযোগ। বাংলাদেশও প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। ভুটানে রওনা দেওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তহুরা লেখেন, ‘ভুটানের উদ্দেশে রওনা দিচ্ছি। নতুন পথচলা শুরু হচ্ছে, সবাই দোয়া করবেন। ’ এ নিয়ে ভুটানের নারী লিগে খেলা বাংলাদেশি ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১২ জনে। প্রথম ধাপে সেখানে পাড়ি জমান জাতীয় দলের অভিজ্ঞ অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। তারা বর্তমানে খেলছেন পারো এফসির হয়ে। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেন মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও কৃষ্ণা রানী সরকার। থিম্পু সিটি ক্লাবের হয়ে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র। অন্যদিকে, ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে মাঠে নামছেন রুপনা, মাসুরা ও কৃষ্ণা। ভুটানের বিভিন্ন ক্লাবের হয়ে মাঠে নেমে নিজেদের দক্ষতা প্রমাণ করে চলেছেন বাংলাদেশের মেয়েরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও দুই ফুটবলার—তহুরা ও শামসুন্নাহার জুনিয়র।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের লাশ উদ্ধার

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের লাশ উদ্ধার রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২১ জুলাই) দুপুরে বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, বিমান দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলমান আছে। লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট কাজ করছে। এদিকে, দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর শিক্ষার্থী-অভিভাবকসহ আতঙ্কিত লোকজন ছোটাছুটি করছে।
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক ২ আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক ২ আসামী গ্রেফতার শিবগঞ্জে চঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের সলেমান আলীর ছেলে সাদিকুল ইসলাম ও তার স্ত্রী মোকতারা বেগম। র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাত ৩টার দিকে নাচোল উপজেলার গোলাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ৬ জুলাই শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়েয়ে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। উল্লেখ্য গত ৫ জুলাই পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভায়ের হাসুয়ার আঘাতে খালেদা বেগম ওরফে শুকমন নামে এক গৃহবধু নিহত হন। তিনি ধাইনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়মহেষপুর গ্রামের দুবাই প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী। তাঁর ৬ মাস বয়সী কন্যাশিশু রয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের পিতা সৈবুর আলী, মা এরিনা বেগম এবং বোন লিপি খাতুন। ঐই ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিলেন। উক্ত ঘটনায় খালেদার পিতা সবুর আলী ৬ এপ্রিল শিবগঞ্জ থানায় গ্রেফতারকৃত আসামীসহ মোট ১৫ জনের নামে মামলা করেন।
ভোলাহাটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

ভোলাহাটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ভোলাহাট উপজেলায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টা থেকে সারাদিন ব্যাপি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনে ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। ভোলাহাট মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম ক্বওমী মাদ্রাসা, গোপিনাথপুর আশ্রাফূল উলুম তুহফানিয়া হাফিজিয়া মাদ্রাসা, ইমামনগর হাফিজিয়া ও কেরাতিয়া মাদ্রাসা, চরধরমপুর দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসার মোট ৩’শ ৬০ জন শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এসময় উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেণ, ভোলাহাট মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ, সদস্য শুভ, সুজন আলী, রজব আলী, মানিক, চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জনাব সোহেল রানা এবং সদস্য আসাদুজ্জামান প্রাণ।
শিবগঞ্জে নদীতে ডুবে ও বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

শিবগঞ্জে নদীতে ডুবে ও বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু শিবগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পদ্মার শাখা নদীতে ডুবে দুই শিশু এবং বজ্রপাতে এক শিশু সহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ও সকালে ঘটনাগুলো ঘটে। নদীতে ডুবে মৃতরা হল- উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর মাঝাপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে আনিম আলী ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম। উভয়ই উত্তর উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরদিকে, বজ্রপাতে মারা গেছে মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামের রাজু সিংহের ছেলে রহিত সিংহ। সে চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। উজিরপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুল ইসলাম বলেন, আজ দুপুর ১২টার দিকে একই গ্রামের ৩ শিশু বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গ্রামের অদূরে পদ্মার শাখা নদীতে গোসল করতে নামে। পরে তাদের একজন ফিরলেও অন্য দু’জন ফেরেনি। দ্রুত তাদের উদ্ধার তৎপরতা শুরু করা হলে দুপুর ১টার পর নদী থেকে আনিম ও মিমের মরদেহ উদ্ধার হয়। মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদৎ হোসেন খুররম বলেন, আজ সকাল ১০টার দিকে বিদ্যালয়ে ক্লাস করছিল রহিত। এক পর্যায়ে সে শিক্ষকের অনুমতি নিয়ে বাইরে যায়। এসময় বজ্রপাত হলে বিদ্যালয়ের সামনের একটি গাছের নীচে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার পরিধর্শক(তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, পুলিশ মরদেহগুলো উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন : হাসপাতালে ভর্তি ৬৪

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন : হাসপাতালে ভর্তি ৬৪ চাঁপাইনবাবগঞ্জে উন্নতি হয়নি ডেঙ্গু পরিস্থিতির। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৪ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ৩৩ জন এবং বহির্বিভাগে ৪৮ জন ও শিবগঞ্জে ৩ জন আক্রান্ত হয়েছেন। অন্যান্য উপজেলায় গত ২৪ ঘণ্টায় কেউ শনাক্ত হননি। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬০ জন, শিবগঞ্জে ৩ জন ভর্তি আছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ৬০ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২৮ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৩০ জনকে। এই ৩০ জনের মধ্যে ১৮ জন পুরুষ ও ৮ জন মহিলা ও ৪ শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জন মহিলা রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৫৭ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৮৮ জনে।
আজ দুপুরের বৃষ্টিতে পানির নিচে শহরের কয়েকটি এলাকা

আজ দুপুরের বৃষ্টিতে পানির নিচে শহরের কয়েকটি এলাকা ভারী বৃষ্টিতে রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনসাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা পড়ে বিপাকে। পরীক্ষা ও ক্লাস শেষে তাদের হাঁটুপানি ভেঙে ঘরে ফিরতে হয়েছে। রবিবার সকাল থেকেই শুরু হয় শ্রাবণের অঝোর ধারা। দুপুর সোয়া ১টা পর্যন্ত ঝরা বৃষ্টিতে জেলা প্রশাসকের কার্যালয় এলাকার সড়ক, গ্রিন ভিউ স্কুল সড়ক, সিভিল সার্জন কার্যালয় সড়ক, শহীদ সাটু হল ও ক্লাব সুপার মার্কেট সড়ক, পুরাতন স্টেডিয়াম সড়ক, নবাবগঞ্জ সরকারি কলেজ সড়ক, বড়ইন্দারা মোড়-নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় সড়ক, নিমতলা-হাসপাতল সড়ক, বাতেন খাঁর মোড় সড়ক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনের সড়কে ড্রেন উপচে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে ঘরমুখী মানুষ আটকা পড়ে। দুপুর সোয়া ১টার দিকে বৃষ্টি কমলে পথচারীদের কোথাও হাঁটু পানি তো কোথাও তার বেশি পানি ভেঙে চলাচল করতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খেলার মাঠে পানি জমে যায়। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পানির মধ্যে মজা করে ফুটবল খেলতে দেখা যায়।
ময়না গানে বুবলীর সঙ্গে জীবনের ‘কেমিস্ট্রি’

ময়না গানে বুবলীর সঙ্গে জীবনের ‘কেমিস্ট্রি’ ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ শবনম বুবলী। এবার সিনেমার বাইরেও ধরা দিলেন নতুন এক অভিজ্ঞতায়— নাচলেন মিউজিক ভিডিওতে। ‘ময়না’ শিরোনামের গানটিতে তার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। প্রথমবারের মতো দুজনকে একসঙ্গে দেখা যাবে একটি মিউজিক ভিডিওর রঙিন পরিবেশনায়। সম্প্রতি এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে শুটিং হয়েছে ময়নার। এটি ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান। মুক্তি পাবে ২৪ জুলাই। ‘ময়না’ গানটি গেয়েছেন কোনাল। আসিফ ইকবালের কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। কোনালের সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। গান প্রসঙ্গে বুবলী বলেন, “বলতে পারেন এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি। শুধু মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটি এতোটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, স্টেজে সব সময় যেটা পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত।”