পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা

পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকার নেবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আজ রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। দেশের সার্বিক দিকের অগ্রগতি ভালো জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাসা ভাড়া ও পরিবহন ব্যয় বেড়েছে। আমরা চেষ্টা করছি পণ্যের দাম সহনীয় মাত্রায় আনতে। তবে, সার্বিকভাবে পণ্যের দাম স্বাভাবিক আছে। চালের দামও সহনীয় রয়েছে। আইএমএফ-এর ঋণের কিস্তি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ-এর সঙ্গে কথা চলছে কিস্তি নিয়ে। আমাদের কাছে যেসব তথ্য আছে, তা আগামী সরকারের কাছে প্যাকেজ আকারে দেওয়া হবে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। তাই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি বা শঙ্কার কারণ নেই। আজ সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ড. আসিফ বলেন, জাতীয় নির্বাচনে বিলম্ব করার কোনো কারণ নেই। এটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
ভোলাহাটে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

ভোলাহাটে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন ভোলাহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ১৫ বছরে এক তরুণী। ঘটনাটি ঘটেছে উপজেলার দলদলী ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে। জানাগেছে, প্রেমিক সামিউল ইসলামের বিয়ের আয়োজনের খবর শুনে তার প্রেমিকা গতকাল বিকেল থেকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। মেয়েটির অভিযোগ, এক বছর আগে সামিউলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কও স্থাপন করেন। তবে সম্প্রতি সামিউল যোগাযোগ বন্ধ করে অন্য মেয়েকে বিয়ে করেন। বিয়ের প্রস্তাব পাঠিয়েও প্রতারিত হয়ে মেয়েটি অনশন শুরু করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও উভয় পক্ষ সাড়া দেয়নি। ভোলাহাট থানার ওসি মতিউর রহমান জানান, মেয়েটিকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীতে প্রেমিক হত্যাকাণ্ডের মূলহোতা র্যাবের হাতে গ্রেফতার

রাজশাহীতে প্রেমিক হত্যাকাণ্ডের মূলহোতা র্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর খুন’ মামলার মূলহোতা ও এজাহারনামীয় ১নং আসামি রতন আলী কে গ্রেফতার করেছে র্যাব-৫। গতকাল দুপুরে রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকে প্রেমের সূত্র ধরে ১৪ বছরের এক নাবালিকার সাথে দেখা করতে গিয়ে গত ২০ অক্টোবর কিশোর শিহাব শেখকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী। চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর শিহাব মারা যায়। ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় শিহাবের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। গতকাল তথ্যপ্রযুক্তির সহায়তায় রতনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৫। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি-বিএসএফের মানবিকতায় বোনের মরদেহ দেখার সুযোগ পেলেন ভাই

বিজিবি-বিএসএফের মানবিকতায় বোনের মরদেহ দেখার সুযোগ পেলেন ভাই বিজিবির মানবিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে শেষবারের মতো এক ভারতীয় বৃদ্ধা নাগরিকের মরদেহ দেখার সুযোগ পেলেন তার বাংলাদেশী স্বজনরা। গতকাল শনিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ওই ভারতীয় নাগরিকের মরদেহ দেখানোর সুযোগ করে দেয়া হয়। ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ভারতের মালদা জেলার গোপালগঞ্জ থানার শ্মশানী-চকমাহিলপুরে বসবাসরত মৃত গাজলুর রহমানের স্ত্রী সেলিনা বেগম শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান। সেলিনা বেগমের মরদেহ শেষবারের মতো দেখার জন্য বিজিবির কাছে আবেদন জানিয়েছিলেন তার ভাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা-বাগিচাপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে তোফাজ্জল হক। বিজিবি এর পরিপ্রেক্ষিতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে শনিবার বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে মরদেহ দেখার সুযোগ করে দেয়া হয়। গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে বিজিবি অত্যন্ত মানবিক ভূমিকা পালন করতে চায়। কারণ, মরদেহ স্বজনদের দেখানোসহ এ ধরনের কার্যক্রমকে মৌলিক কর্তব্য বলে মনে করি আমরা।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জনের ডেঙ্গু সনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জনের ডেঙ্গু সনাক্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডেঙ্গু রোগী বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে জেলায় ১০ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন রোগী। একই সময়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৭ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৭ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ পুরুষ ও ২ জন মহিলাসহ ৪ জন রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৪৩ জন।
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগী বেড়ে ৬৩ জন

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগী বেড়ে ৬৩ জন চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি থাকা ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িছে ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩২ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে এই হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি রয়েছেন ৬৩ জন। অরপ দিকে ২১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শনিবার হাসপাতালটির প্রতিদিনের সংক্ষিপ্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অন্যান্য উপজেলার খবর জানা যায় নি।
চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বালু বোঝাই ট্রলি উল্টে এর চালক মো: আমিন ওরফে গুধা নামে ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি সুন্দরপুর ইউনিয়নের পিরোজপুর নবাব জায়গীর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। আজ সকাল ১১টার দিকে সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামে একটি ইটভাটার নিকট দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ট্রাক্টর ভর্তি মাটি নিয়ে যাবার পথে দূর্ঘটনাটি ঘটে। ট্রাক্টর গর্তে পড়ে উল্টে গেলে এর নীচে চাপা পড়ে ঘটনাস্থলে আহত হন আমিন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথেই তাঁর মৃত্যু হয়। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিন আকন্দ বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীণ। সংশ্লিষ্ট ইউপি সদস্য মঞ্জুর হোসেন বলেন, দূর্ঘটনার সময় নিহতের ভাগিনা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অন্য একটি ট্রাক্টর দিয়ে আমিনের ট্রাক্টরটি সরানোর পর তাঁকে উদ্ধার করা হয়। তিনি মাথায় গুরুতর ছোট পেয়েছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ১ জন ও বহির্বিভাগে ২ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
গোঁফওয়ালা নয়া লুকে শাকিবকে দেখে ভক্তদের উল্লাস

গোঁফওয়ালা নয়া লুকে শাকিবকে দেখে ভক্তদের উল্লাস একটি সুপারশপের সামনে দিয়ে বয়ে গেছে পাকা রাস্তা। তার ওপরে দাঁড়িয়ে অগণিত মানুষ। কখনো শিস বাজাচ্ছেন, কখনো ‘উই লাভ শাকিব খান’ বলে স্লোগান দিচ্ছেন ভক্ত-অনুরাগীরা। অন্য একটি ভিডিওতে দেখা যায়, শো রুমের শাটার ধীরে ধীরে উঠছে, অপর প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছেন। সময়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা লোকটিকে পুরোপুরি দেখা যায়, আর তাকে দেখেই উল্লাস করতে থাকেন উৎসুক জনতা। কারণ দাঁড়িয়ে থাকা লোকটি অন্য কেউ নেন, ঢালিউড কিং শাকিব খান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। তবে শাকিব খানকে একদম নয়া লুকে দেখা যায়। গোঁফওয়ালা শাকিব খানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরাও। দেলোয়ার নামে একজন লেখেন, “কিরে বাবা বয়স খালি কমে, বাড়ে না।” মুন্না লেখেন, “বস।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। কিছু দিন আগে প্রকাশিত হয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘সোলজার’ এর লুক; যা বিশেষভাবে নজর কাড়ে। সেই লুকেই শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি সুপারশপের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন শাকিব খান। তার যাওয়ার খবরে বনানীতে ভিড় করেন ভক্ত-অনুরাগীরা। নিঃসন্দেহে বলা যায়, ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন শাকিব খান। বাংলা চলচ্চিত্রের শীর্ষ এই নায়ককে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।