আজ রাত থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ

আজ রাত থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। নতুন ফরম্যাটে দ্বিতীয়বার মাঠে গড়াচ্ছে যাচ্ছে এই টুর্নামেন্ট। যেখানে ইউরোপ ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বে মুকুট পড়ার জন্য লড়াই করবে ৩৬ দল। নতুন মৌসুমের সেই লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম রাতে অনুষ্ঠিত হবে ৬ ম্যাচ। ২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব অ্যাতলাটিক বিলবাও এবং ইংলিশ ক্লাব আর্সেনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেসে। গেল মৌসুমে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল আর্সেনাল। অন্যদিকে ১০ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ফিরেছে বিলবাও। সবশেষ ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব খেলেছিল স্প্যানিশ ক্লাবটি।
দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান মাঝারি

দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান মাঝারি দীর্ঘদিন ধরে দূষণের কবলে থাকা মেগাসিটি ঢাকার বায়ুমান সম্প্রতি কিছুটা উন্নতির দিকে। আজ সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ৭১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৩তম অবস্থানে রয়েছে ঢাকা। একই সময়ে ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এছাড়া, ১৩৭ স্কোর নিয়ে দ্বিতীয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৩৪ স্কোর নিয়ে তৃতীয় পাকিস্তানের লাহোর, ১১১ স্কোর নিয়ে চতুর্থ সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ১০৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন মাহিকা শর্মা

হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন মাহিকা শর্মা ভারতের জাতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে নাম জড়িয়েছে মডেল মাহিকা শর্মার। বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা। তবে গুঞ্জন ঘিরে কৌতূহল যখন তুঙ্গে তখনই প্রশ্ন উঠেছে কে এই মাহিকা শর্মা? সম্প্রতি একটি পোস্টে হার্দিক ও মাহিকার কয়েকটি ছবি প্রকাশ পায়, যেখানে তাদের একসঙ্গে দেখা যায়। শুধু তাই নয়, দু’জন একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেছেন- এমন প্রমাণও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। একই সময়ে তাদের দু’জনকে আলাদা আলাদা পোস্টে এক ধরনের বাথরোব পরা অবস্থায় ছবিও শেয়ার করতে দেখা যায়। তাদের প্রেমের গুঞ্জন আরও বাড়িয়ে দেয় এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে দুবাইয়ের স্টেডিয়ামে মাহিকার উপস্থিতি। মাহিকা শর্মা একজন তরুণ মডেল ও অভিনেত্রী। তিনি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি নেভি চিলড্রেন স্কুল, নয়াদিল্লিতে পড়াশোনা করেন। এরপর ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত গুজরাটের পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও ফাইন্যান্সে স্নাতক সম্পন্ন করেন। এর মাঝেই ২০২০-২০২১ সালে এক বছর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি সাইকোলজি পড়েছেন। ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, মাহিকা শর্মা কয়েকটি ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে অরল্যান্ডো ভন আইন্সিডেলের ‘ইনটু দ্য ডাক’ এবং ওমং কুমারের ‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমায় কাজ করেছেন। এছাড়া ভিভো ও ইউনেক্লো-এর মতো বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন মাহিকা। ফ্যাশন দুনিয়ায় তিনি ভারতের খ্যাতনামা ডিজাইনার অনিতা ডোংরে, রিতু কুমার, তরুণ তাহিলিয়ানি, মণীশ মালহোত্রা ও অমিত আগরওয়ালের সঙ্গেও কাজ করেছেন তিনি। উল্লেখ্য, ২০২০ সালে নাতাশা স্তানকোভিচকে বিয়ে করেছিলেন হার্দিক। ২০২৩ সালে তাদের ঘরে আসে পুত্রসন্তান। তবে ২০২৪ সালেই দাম্পত্যজীবন ভেঙে যায়। এরপরই হার্দিকের সঙ্গে জেসমিন ওয়ালিয়ার প্রেমের খবর ছড়ায়। তাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিল, জেসমিনকে নিয়মিত মাঠেও দেখা যেত। কিন্তু কয়েক মাস পরেই ভেঙে যায় সেই সম্পর্কও। এবার হার্দিকের সঙ্গে নাম জড়ালো মাহিকার।
পাকিস্তানের বেলুচিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৫ সেনা

পাকিস্তানের বেলুচিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৫ সেনা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কেচ জেলার শেরবান্দি এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্লিয়ারেন্স অভিযান চলাকালে ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন। একই অভিযানে ‘ভারত-সমর্থিত’ পাঁচজন সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবর সামা টিভির। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, শেরবান্দি এলাকায় সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছিল। এ সময় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে সেনাবাহিনীর গাড়ি আঘাতপ্রাপ্ত হয়, এতে পাঁচজন সেনা নিহত হন। নিহত সেনারা হলেন- ক্যাপ্টেন ওয়াকার আহমদ (লোরালাই), নায়েক আসমাতুল্লাহ (ডেরা গাজী খান), ল্যান্স নায়েক জুনায়েদ আহমদ (সুক্কুর), ল্যান্স নায়েক খান মোহাম্মদ (মারদান) এবং সিপাহী মোহাম্মদ জাহুর (সোয়াবি)। আইএসপিআর বলেছে, পাকিস্তানের সাহসী অফিসার ও সেনাদের ত্যাগ দেশ থেকে সন্ত্রাস নির্মূলের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করে। এদিকে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে। শুধু গত এক সপ্তাহেই খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অভিযানে অন্তত ১৯ জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ার লালকিলা মাইদান এলাকায় ‘ভারত সমর্থিত সন্ত্রাসী’দের সঙ্গে বন্দুকযুদ্ধে সাতজন সেনা সদস্য নিহত হন।
দেশে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জরুরি নির্দেশনা

দেশে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জরুরি নির্দেশনা ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। এমন পরিস্থিতিতে দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ ওয়ার্ড চালু ও নির্দিষ্ট চিকিৎসক টিম গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ জারি করা এক জরুরি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু রোগীদের দ্রুত সেবা দিতে আলাদা ওয়ার্ড ও চিকিৎসক দল গঠন আবশ্যক। পাশাপাশি এনএস-১ টেস্ট, পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও জরুরি সেবা নিশ্চিত করতে হবে। এতে আরো বলা হয়েছে, মেডিসিন, শিশু চিকিৎসকসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে বোর্ড গঠন করতে হবে। তাদের তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকেরা শুধু ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসা দেবেন। সন্দেহভাজন রোগীদেরও বহির্বিভাগে নির্দিষ্ট কক্ষে পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধনের জন্য সিটি করপোরেশন বা পৌরসভাকে চিঠি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া, প্রতি শনিবার সকাল ১০টায় হাসপাতাল পরিচালক ও সিভিল সার্জনের নেতৃত্বে সমন্বয় সভা আয়োজন করতে বলা হয়েছে।
হিট নায়িকা বনশ্রী মারা গেছেন

হিট নায়িকা বনশ্রী মারা গেছেন হিট নায়িকা হয়েও থাকতেন বস্তিতে। করুণ একটা জীবন যাপন করেছেন তিনি। অবশেষে সাঙ্গ হলো সেই জীবনের ঘানি টানা। ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন। আজ ১৬ সেপ্টেম্বর সকাল মাদারীপুর জেলার শিবচড় উপজেলা সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। তিনি জানান, চিত্রনায়িকা বনশ্রী বেশকিছু অসুখে ভুগছিলেন। আজ তিনি মারা গেছেন। আজই বাদ আসর তাকে মাদারীপুর দাফন করা হবে। সনি রহমান বলেন, ‘বনশ্রী আপার ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি উনি গত পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হৃদরোগ, কিডনির সমস্যাসহ একাধিক ব্যাধি ছিল। তিনি চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন। এক সন্তান রেখে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করছি।তিনি জানান, আজ বাদ আসর শিবচর পৌরসভা গোরস্থানে তাকে দাফন করা হবে। শিবচরের মাদবরের চর ইউনিয়নের মেয়ে বনশ্রী। ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্ম তার। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বনশ্রী বড়। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে রাজধানী ঢাকায় গিয়ে বসবাস শুরু করেন তিনি। ১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ছবিটি ব্যবসা সফল হয়। পরিচিতি পান বনশ্রী। এরপর আরও গোটা দশেক সিনেমায় অভিনয় করেন। নায়ক মান্না, আমিন খান, রুবেলের বিপরীতেও নায়িকা হিসেবে অভিনয় করেন বনশ্রী। রুপালি পর্দার মতো জীবনও হয়ে ওঠে আলো ঝলমল। তবে খুব বেশিদিন সেই সুখ সয়নি বনশ্রীর কপালে। ১৯৯০-এর শেষে বনশ্রীর আলো-ঝলমল জীবনে ঘটল ছন্দপতন-ছিটকে গেলেন চলচ্চিত্রজগৎ থেকে। এরপর একে একে হারালেন বিত্ত-বৈভব। ঠাঁই হলো বস্তিতে। একসময় তার কাছ থেকে ছিনতাই হলো মেয়ে শ্রাবন্তী। অর্থের অভাবে ছোট ছেলেটিকে রাখলেন সুবিধাবঞ্চিত শিশুদের সংস্থায়। শহুরে জীবনের নানা চড়াই-উৎরাই শেষে তিনি ফিরে এসেছেন নিজ এলাকা মাদারীপুরের শিবচর উপজেলায়। নানান জায়গায় ঘুরে অবশেষে ঠাঁই মিলেছে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। ছেলে মেহেদী হাসান রোমিওকে নিয়ে থাকছেন সেখানেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া ২০ লাখ টাকার সুদ দিয়ে চলছে তার সংসার।
গ্যাং হামলায় হাইতিতে নিহত অর্ধশতাধিক

গ্যাং হামলায় হাইতিতে নিহত অর্ধশতাধিক গত সপ্তাহে হাইতিতে একাধিক গ্যাং হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সংকটে জর্জরিত ক্যারিবীয় দেশটির সর্বশেষ ভয়াবহ গণহত্যার ঘটনা এটি। স্থানীয় একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে সোমবার পোর্ট-অ-প্রিন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। জাতীয় মানবাধিকার প্রতিরক্ষা নেটওয়ার্ক (আরএনডিডিএইচ) এএফপিকে পাঠানো এক প্রতিবেদনে জানায়, গত ১১ ও ১২ সেপ্টেম্বর রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তর এলাকায় এই হামলাগুলো ঘটে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিহত হওয়া বহু মানুষের লাশ এখনও পাওয়া যায়নি। লাশগুলো এখনও ঝোপের মধ্যে পড়ে আছে এবং কুকুর লাশগুলো খেয়ে ফেলেছে।’ গ্যাংগুলোর একটি জোট আক্রমণ শুরু করলে ২০২৪ সালের গোড়ার দিকে পরিস্থিতি আরও খারাপ হয়। যার ফলে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেন এবং প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। হাইতির পুলিশকে সমর্থন করার জন্য কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী মোতায়েন করার পরও সহিংসতা দমন করা সম্ভব হয়নি। আরএনডিডিএইচ জানিয়েছে, ‘ভিভ আনসানম’ গ্যাং জোট নিকটবর্তী ল্যাবোডেরি শহরে ‘বেসামরিক জনগণের বিরুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে।’ ২০২৪ সালের মার্চ মাস থেকে ক্যাবারেট শহরটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। সংস্থাটি আরো জানায়, ‘তারা ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।’
সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ এশিয়া কাপে হংকংকে হারিয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে টাইগাররা। এই হারের ফলে সুপার ফোরে যাওয়ার পথ কঠিন হয়ে গেছে লিটন-মুস্তাফিজদের জন্য। বর্তমানে দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা এবং ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আফগানিস্তান। তবে নেট রানরেটে তারা এগিয়ে আছে। বাংলাদেশের সুপার ফোরে যেতে হলে আজ আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। একইসঙ্গে শ্রীলঙ্কার জন্য প্রার্থনা করতে হবে যেন আফগানদের বিপক্ষে জয়ী হয়। তাতে বাংলাদেশ পাবে ৪ পয়েন্ট, শ্রীলঙ্কা ৬ পয়েন্ট এবং আফগানিস্তান ২ পয়েন্টে থেকে বিদায় নেবে। তবে আফগানদের কাছে হারলে কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন। একমাত্র ভরসা তখন হবে হংকংয়ের অঘটন, যদি তারা শ্রীলঙ্কাকে হারায় এবং আফগানিস্তানও লঙ্কানদের হারায়, তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান হবে। সে ক্ষেত্রে নেট রানরেট নির্ধারণ করবে কারা যাবে পরের রাউন্ডে।
দুর্গাপূজায় শর্তসাপেক্ষে ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান

দুর্গাপূজায় শর্তসাপেক্ষে ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান আসন্ন দুর্গাপূজায় উপলক্ষে ধর্মীয় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার। ফলে ভারতে ইলিশ রপ্তানি করতে শর্তসাপেক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ৩৭ প্রতিষ্ঠানের অনুকূলে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে মাছ রপ্তানির ক্ষেত্রে বেশকিছু শর্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এগুলো হলো- রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে।
মারা গেছেন সংগীতশিল্পী দীপ

মারা গেছেন সংগীতশিল্পী দীপ রাস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সোমবার ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ। আজ সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।