গান প্রকাশের পর শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষা কোনাল

গান প্রকাশের পর শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষা কোনাল   প্রথমবারের মতো জ্যাজ ঘরানার গানে কণ্ঠ দিলেন আলোচিত কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। শিরোনাম চূড়ান্ত না হওয়া গানটির কথা লিখেছেন স্থপতি, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, সুরকার ও এনামুল করিম নির্ঝর। সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। এখন চলছে ভিডিওর নির্মাণের কাজ। শিগগিরই গানশালা ইকেএনসির ইউটিউব চ্যানেলে কোনালের জ্যাজ ঘরানার গানটি প্রকাশ পাবে। এ নিয়ে কোনাল বলেন, ‘এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে আগেও বেশ কিছু গান গেয়েছি। আমার শিল্পীজীবনে গাওয়া গানগুলো থেকে সেগুলো একেবারেই ভিন্ন ধাঁচের। তাঁর প্রতিটি সৃষ্টি গতানুগতিক ধারা থেকে একেবারেই আলাদা। তাঁর গীতিকবিতা ও সুরে যে বৈচিত্র্য, তা দারুণভাবে মনকে নাড়া দেয়। তারপরও নির্ঝর ভাই যখন জ্যাজ ঘরানার গান গাওয়ার প্রস্তাব দেন, তখন ঠিক গাইতে পারব কিনা, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। তখন নির্ঝর ভাই সাহস জুগিয়েছিলেন এই বলে যে, গায়কিতে কোনো পরিবর্তন আনতে হবে না, সুর ঠিক রেখে গাইলেই হবে। শেষমেশ তাঁর নির্দেশনা মেনে গানটি নিজের মতো করেই গেয়েছি। রেকর্ডিং শেষে অনেকে যখন কাজটি পরিকল্পনামাফিক হয়েছে বলে জানিয়েছেন, তখনই কেবল স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পেরেছি। এখন শুধু গান প্রকাশের পর শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষা। এদিকে নতুন এই একক গান ছাড়াও আরও বেশ কিছু ভিন্ন ধাঁচের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন কোনাল। সর্বশেষ তাঁর গাওয়া ‘ময়না’ গানটি শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। গানটিতে কোনালের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন ডি’রকস্টার তারকা নিলয়। অন্যদিকে এনামুল করিম নির্ঝর ধারাবাহিকভাবে প্রকাশ করে যাচ্ছেন তাঁর কথা ও সুরে বিভিন্ন শিল্পীর গাওয়া ভিন্ন ধাঁচের সব গান। গত বছর নন্দিত এই গীতিকবি ও সুরকার ‘এক নির্ঝরের গান’ প্রকল্পের আরেকটি নতুন আয়োজন শুরু করেছিলেন। শিরোনাম ‘যেটা আমাদের নিজের মতোন’। এ আয়োজনে ৫৪ জন শিল্পী গেয়েছেন মোট ৬৩টি গান; যেগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।

‘ভেতরটা কত কুৎসিত’ কাদের বিষয়ে বললেন প্রভা?

‘ভেতরটা কত কুৎসিত’ কাদের বিষয়ে বললেন প্রভা? আবারও অভিনয় ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের বাইরে সামাজিকমাধ্যমেও বেশ সরব তিনি। কাজের পাশাপাশি ব্যক্তিগত ও নানা বিষয় নিয়ে প্রায়ই ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। তারই ধারাবাহিকতায় প্রভা লেখন, ‘কেউ যখন হেসে হেসে খোঁচা মেরে কথা বলে, আমিও তার সঙ্গে হাসি। আমার খারাপ লাগেনি তাকে বোঝাই। কিন্তু সত্যটা হচ্ছে খারাপ লাগে। সেসব যন্ত্রণাদায়ক উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, ‘কেনো জানি যখন কেউ মজার ছলে এমন কিছু বলে ফেলে যেটা আমার জন্য যন্ত্রণাদায়ক, তখন মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝড়। খোঁচা দিয়ে কথা বলা মানুষেরা আসলে জানেই না তাদের ভিতরটা কত কুৎসিত। এদিকে, ছোট পর্দা পেরিয়ে প্রথমবারের মতো সিনেমায় কাজ করছেন প্রভা। তাও আবার একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায়। এগুলো হলো- রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে একটি ও ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’। জানা গেছে, এর মধ্যে ‘দেনা পাওনা’ সিনেমাটিতে প্রভার বিপরীতে রয়েছে চিত্রনায়ক ইমন ও ‘দুই পয়সার মানুষ’ সিনেমাটিতে রয়েছে এ বি এম সুমন। ইতোমধ্যে দুটি সিনেমারই শুটিং শুরু করেছেন তিনি। ‘দেনা পাওনা’ সিনেমাটিতে নিরুপমা চরিত্রে দেখা যাবে প্রভাকে। আর ‘দুই পয়সার মানুষ’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে মফস্বলে বেড়ে ওঠা একটি মেয়েকে ঘিরে। যে আইন নিয়ে পড়াশোনা করেছে। যার পরিবার শিক্ষিত ও প্রভাবশালী। যাকে একসময় নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেই মেয়ে হয়েই পর্দায় আসছেন প্রভা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নতুন সব গান নিয়ে আসছেন জেনস সুমন

নতুন সব গান নিয়ে আসছেন জেনস সুমন একটা চাদর হবে’ গান দিয়ে নব্বইয়ের দশকে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন সংগীতশিল্পী জেনস সুমন। দীর্ঘ ১৬ বছরের বিরতির পর গেল বছর নতুন গান নিয়ে ফেরেন তিনি। প্রকাশিত হয় তার কণ্ঠে ‘আসমান জমিন’। এরপর থেকে নিয়মিত গান প্রকাশ করছেন এ শিল্পী। সম্প্রতি সুমনের গাওয়া নতুন ও পুরোনো সাতটি গান নিয়ে জি সিরিজ প্রকাশ করেছে একটি অডিও জুকবক্স। এতে রয়েছে ‘আসমান জমিন’, ‘যদি ভাবো তুমি’, ‘সুস্মিতা’সহ পাঁচটি নতুন গান ও দুটি পুরোনো গান। জেনস সুমন বলেন, ‘আগে একসঙ্গে অ্যালবাম প্রকাশ হতো। এখন একেকটা গান আলাদা আলাদা বের হয়, যা অনেকের কাছে খুঁজে পাওয়া কঠিন। তাই এক জায়গায় গানগুলো শোনার সুবিধার জন্যই জুকবক্স প্রকাশ করা হলো। অডিওর পর এবার ভিডিও জুকবক্সের প্রস্তুতিও নিচ্ছেন তিনি। আগামী মাসে গান জানালা ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে এই জুকবক্স। সেখানে ইতিমধ্যে তিনটি গান প্রকাশিত হয়েছে। আরও একটি নতুন গান যোগ করে সেটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। ফেরার অনুভূতি নিয়ে সুমন বলেন, ‘এটা আমার কাছে যেন পুনর্জন্ম। আবার নতুন করে গান শুরু করতে পেরে মনে হচ্ছে আমি একেবারে নতুন শিল্পী। সংগীতচর্চায় যা যা দরকার চেষ্টা করছি সবকিছু করার। বর্তমান প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চান এ শিল্পী। তিনি জানান, ‘আমরা নব্বইয়ের দশকের শিল্পী। তাই আমাদের গানে সে সময়ের ছাপ থাকে। এরপরও তরুণদের চাহিদা মাথায় রেখে চেষ্টা করছি টেকনো, আরএনবি, হিপহপ ঘরানায় কাজ করার। এরই মধ্যে চারটি গান তৈরি হয়েছে। তিনি জানান, তার গান দুটি প্রকাশ করবে জি সিরিজ। অন্য দুটি আসবে গান জানালা থেকে।

হানিয়া কেন ঢাকায় আসছেন?

হানিয়া কেন ঢাকায় আসছেন? জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় আসছেন। ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসাফার’, ‘আনা’, ‘দিলরুবা এর মতো জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করে খ্যাতি পান করেন। তার খ্যাতি কেবল পাকিস্তানেই নয়, ভারতের পাশাপাশি বাংলাদেশেও অসংখ্য ভক্তের মন জয় করেছেন হানিয়া। ফলে তার আগমনের খবরে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা। হানিয়া আমিরের ঢাকা সফর নিয়ে অন্তর্জালে চর্চা চলছে। প্রশ্ন উঠেছে, তার ঢাকা সফর নিয়ে। সব সংশয় দূর করে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। ভিডিও বার্তায় হানিয়া আমির বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে ছোট্ট একটা সারপ্রাইজ থাকছে। পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সানসিল্কের আয়োজনেই তার বাংলাদেশ সফর। আয়োজকেরা জানিয়েছেন, সম্প্রতি প্রতিষ্ঠানটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা এসেছে। এর প্রচারণার অংশ হিসেবে হানিয়ার বাংলাদেশ সফর। সফরকালে বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেবেন হানিয়া। ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। ২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা এবং অসাধারণ ফ্যাশন সেন্সের কারণে খুব দ্রুতই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সর্বাধিক অনুসরণীয় তারকাদের একজন হানিয়া। চলতি বছর ‘সর্দারজি থ্রি’ সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটেছে হানিয়ার। গত ২৭ জুন মুক্তি পায় পাঞ্জাবি ভাষার এই সিনেমা। এই সিনেমায় নূর চরিত্র অভিনয় করে দুই দেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন হানিয়া। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন দিলজিৎ।

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলেছিল আফগানিস্তান। মাঝে, লম্বা একটা বিরতি পেয়েছে রশিদ খানের দল। এরই মধ্যে হংকং তিন ম্যাচ খেলে ফেলেছে। ২টি করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। অথচ আজ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে তারা। সুপার ফোরে যেতে হলে আজ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। তবুও সুপার ফোর নিশ্চিত হবে না টাইগারদের। কারণ, শেষ ম্যাচে যদি আবার শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় আফগানরা, তখন রান রেটের হিসাব হবে। অন্যদিকে বাংলাদেশকে যদি আজ আফগানরা হারিয়ে দিতে পারে, তাহলে আর শেষ ম্যাচের দিকে তাকাতে হবে না, এই ম্যাচেই নির্ধারণ হয়ে যাবে সুপার ফোরের লাইনআপ। নিজেদের টিকে থাকার লড়াইয়ে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়। পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে আনা হয় তাসকিন আহমেদকে। বাদ দেয়া হয় তানজিম হাসান সাকিবকে। বাড়ানো হয় ব্যাটিং শক্তি। দলে নেয়া হলো নুরুল হাসান সোহানকে। ওপেনার পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে দলে নেওয়া হলো সাইফ হাসানকে। বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ অটল, ইবরাহিম জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, আজহমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), নুর আহমাদ, এএম গজনফার, ফজলহক ফারুকি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের বিপক্ষে আজ আবুধাবিতে বাঁচা-মরার ম্যাচ খেলতে নামার আগেই এক গুরুত্বপূর্ণ খবর পেয়েছে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করেছে তাদের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি। এর আগে জানা গিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ দল অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে। তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। অবশেষে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সিরিজের সময়সূচি। এই সফরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সফরের সূচনা হবে ওয়ানডে সিরিজ দিয়ে, প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৮ অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২০ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ ২৭ অক্টোবর, দ্বিতীয়টি ৩০ অক্টোবর এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ১ নভেম্বর। তবে এখনো ভেন্যু এবং ম্যাচ শুরুর সময়সূচি ঘোষণা করেনি দুই দেশের ক্রিকেট বোর্ড।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত শিক্ষার্থীদের ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের আর সি মজুমদার অডিটরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আতাউর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. এ. এন. এম. হামিদুল কবির, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. সফিউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউকের প্রধান প্রকৌশলী ও ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ঢাকা ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম। নির্বাচিত চার প্রতিনিধি হচ্ছেন কুররাতুল আইন কানিজ, সহসভাপতি (ভিপি), বেগম শামসুন্নাহার হল, তাজকিরুল ইসলাম, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, আশিক বিল্লাহ, সাধারণ সম্পাদক, বিজয় একাত্তর হল ও নাফিসা সামিহা মায়িশা, কার্যকরী সদস্য, সুফিয়া কামাল হল। সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সহসভাপতি ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন মাসুম, আনোয়ার শোয়েব, মাহফুজ আহমেদ, আশফাকুল আশেকীন, হযরত আলী, তাসলিমা খাতুনসহ অন্যরা। প্রধান অতিথি প্রফেসর ড. আতাউর রহমান বিশ্বাস বলেন, আমরা কোনো দলের নই। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমাদের পরিচয় আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করি।

নাচোলে ২ শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নাচোলে ২ শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ নাচোলে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে নূরুল হক ভদু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকালে নাচোল উপজেলার ভেরেন্ডী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল ভেরেন্ডী গ্রামের মৃত দোস্ত মোহাম্মদের ছেলে। এজাহারের বরাতে নাচোল থানার অফিসার ইনচার্জ – ওসি মনিরুল ইসলাম বলেন, গত ১৪ সেপ্টেম্বর রাতে একটি বাড়ির জানালার ইট সরিয়ে ঘরে ডুকে ভদু। এসময় ঘরে থাকা দুই খালাতো বোন ১০ ও ১১ বছরের শিশুকে ধর্ষণ করে। ওসি আরো বলেন শিশু দুটিকে পুলিশের সাপোর্ট হোমে রাখা হয়েছে। আগামীকাল তাদের ডাক্তারি পরীক্ষা করানো হবে। এ ঘটনায় শিশু দুটির পরিবারের পক্ষ থেকে নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলেও জানান ওসি।

গোমস্তাপুর ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

গোমস্তাপুর ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক গোমস্তাপুরে ব্যস্ত দিন পার করেছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। আজ বেলা ১১টার দিকে তিনি প্রথমে তিনি বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও পরিষদ সংলগ্ন মিনি পার্ক উদ্বোধন করেন। এরপর তিনি বাঙ্গাবাড়ি ইউনুস স্মরণী স্কুল ও কলেজ, ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। দুপুরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি উপজেলার ৪টি অসহায় ও হতদরিদ্র মধ্যে সেলাই মেশিণ ও শুকণো খাবার বিতরণ করেন। বিকেলে তিনি গোমস্তাপুর উপজেলা ত্যাগ করেন।

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৫

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৫ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৬৬৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন রয়েছেন। ২৪ ঘণ্টায় কোন ৬৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৩৭ হাজার ১৮০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ১৯২ জন। এর মধ্যে ৬০ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক আট শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ১৫৬ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।