১৩ নভেম্বর এর জন্য সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩ নভেম্বর এর জন্য সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী ১৩ নভেম্বর সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার আশঙ্কা রয়েছে এমন কোনো সন্দেহভাজনকে দেখলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্যাট্রোলিং কার্যক্রম বাড়ানো হয়েছে, কেপিআই এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন। আজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এই তারিখ নির্ধারণ করেন। জানা যায়, গত ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। এর আগে ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে।
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো সাড়ে ৪ মাস

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো সাড়ে ৪ মাস সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাগণসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও সাড়ে চার মাস বাড়ানো হয়েছে। আজ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১২ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পট পরিবর্তনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের ৩০ সেপ্টেম্বরে প্রথমে দুই মাসের জন্য এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল। পরে তা আরও ধাপে ধাপে বাড়ানো হয়।
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ

আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধিমালা অনুযায়ী ভোটের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিদেশে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। গতকাল ইসির জারিকৃত আচরণবিধিতে বলা হয়েছে- একজন প্রার্থী তাঁর নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, যার দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৬ ফুট এবং প্রস্থ ৯ ফুট। আলোকসজ্জা ও পলিথিন বা পিভিসি জাতীয় উপকরণ ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রচারে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আচরণবিধি ভাঙলে গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল, অন্যান্য বিধি না মানলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং একই কারণে দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান আনা হয়েছে।
গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে সাইবার সেলের কার্যক্রম শুরু

গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে সাইবার সেলের কার্যক্রম শুরু ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই ও সত্যতা নিশ্চিতের কাজ করবে। আজ এনসিএসএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনসিএসএ এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ পিআইবি, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। কোন তথ্য বা কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার উৎস যাচাই করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে এনসিএসএ। পাশাপাশি সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে সংস্থাটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তায় এনসিএসএ ২৪/৭ হেলপলাইন সেবা চালু রয়েছে। নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য চারটি আলাদা ই-মেইল খোলা হয়েছে।
দ্বিতীয় টেস্টে মাইলফলকের দ্বারপ্রান্তে লিটন

দ্বিতীয় টেস্টে মাইলফলকের দ্বারপ্রান্তে লিটন দীর্ঘ পাঁচ মাসের বিরতির পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি এরই মধ্যে শুরু হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজের দ্বিতীয় টেস্টে, ঢাকায় প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। যে কারণে সকল আলোচনা তাকে নিয়েই। তবে মুশফিক একা নন, মাইলফলকের কাছাকাছি আছেন লিটন কুমার দাসও। ষষ্ঠ বাংলাদেশি ব্যাটার হিসেবে তার সামনে রয়েছে টেস্ট ক্যারিয়ারের ৩ হাজার রান স্পর্শ করার সুযোগ। এখন পর্যন্ত ৫১ টেস্টে তার নামের পাশে রয়েছে ২৯২৯ রান। এই সিরিজে ৭১ রান করতে পারলেই ঢুকে যাবেন ৩ হাজারি ক্লাবে। ক্যারিয়ারে ১৮টি অর্ধশতকের পাশাপাশি আছে ৪টি শতকও। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের।
মৃতের পরিবারসহ ২৩ সদস্যকে অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মৃতের পরিবারসহ ২৩ সদস্যকে অনুদান দিল শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত ৬ সদস্যের পরিবারকে ৪ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার সকালে শ্রমিক ভবনে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা দেয়া হয়। একই অনুষ্ঠানে সংগঠনের ১৭ সদস্যের সন্তানদের বিয়ের জন্য দেয়া হয় আরো ৪ লাখ ৭০ হাজার টাকার অনুদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিট সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ অন্যরা। আয়োজকরা জানান, সংগঠনের মৃত ৬ সদস্যের পরিবারকে ৭০ হাজার টাকা করে মোট ৪ লাখ ২০ হাজার টাকা দেয়া হয়। অন্যদিকে সংগঠনটির ১৭ সদস্যকে তাদের সন্তানের বিয়ের জন্য দেয়া হয় ৪ লাখ ৭০ হাজার টাকা। জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নিজস্ব তহবিল থেকে এ আর্থিক সহায়তা দিয়ে আসছে।
শাহ নেয়ামতুল্লাহ কলেজে গাইড ডে নভেম্বর শুরু

শাহ নেয়ামতুল্লাহ কলেজে গাইড ডে নভেম্বর শুরু চাঁপাইনবাবগঞ্জে শাহ নেয়ামতুল্লাহ কলেজে গাইড ডে নভেম্বর-২০২৫ শুরু হয়েছে। সোমবার কলেজের অ্যাডভোকেট সুলতানুল ইসলাম মনি উকিল মিলায়তনে মানবিক বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজটির অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকী নয়নের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— গভর্নিং বডির সভাপতি সাবেক এমপি মো. লতিফুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. শরিফুল আলম। উপস্থাপনায় ছিলেন কলেজটির জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. শামীমা আকতার। প্রধান অতিথির বক্তব্যে মো. লতিফুর রহমান শিক্ষার্থীদের ক্লাসে শতভাগ হাজির থাকার আহ্বান জানিয়ে বলেন, শাহ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার মান উন্নয়নে কলেজ কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা করছে। এই কলেজের শুধু শিক্ষার্থীই নয়— কলেজের মানও উন্নয়ন করব, এজন্য শিক্ষার্থীদের অবশ্যই ক্লাসে আসতে হবে, পড়াশোনায় মন দিতে হবে, ভালো ফলাফলের পাশাপাশি প্রত্যেককে মানবিক হতে হবে। দরিদ্র শিক্ষার্থীদের সবরকম সাহায্য সহযোগিতা করা হবে, শিক্ষার পরিবেশের উন্নয়ন ঘটানো হবে, ক্রীড়া ও সাংস্কৃতির উন্নয়ন ও তাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পর্যায়ক্রমে একদাশ শ্রেণীর বিজ্ঞান ও কমার্স বিভাগের শিক্ষার্থীদের জন্য গাইড ডে নভেম্বর পালন করা হবে বলে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৫ জন ও বহির্বিভাগে ৩ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ পুরুষ ও ২ জন মহিলাসহ ৪ জন রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৫৯ জন।
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, জ্যেষ্ঠ সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম, আব্দুস সালাম ও আবুল কালাম আজাদসহ, সকল আরএম, জোন প্রধান, আরএম (এমই), প্রকল্প ফোকাল পার্সন, প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী সংস্থার প্রতিনিধি বৃন্দ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম এদিয়ে নিতে ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়।