শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা “আমার উপজেলা, আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে আবারও বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাল্যবিয়ে থেকে ফিরে আসা এক শিশু তার অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিতদের আবেগাপ্লুত করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অপারেশন উপপরিচালক রাজু উইলিয়াম রোজারিও। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরাও অংশ নেন। এ সময় বাল্যবিয়ে মুক্ত উপজেলা গঠনের শপথ গ্রহণ ও ঘোষণাপত্র পাঠ করা হয়। এর আগে বাল্যবিয়ে মুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণার ফলক উন্মোচন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন

গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের আয়োজন করে রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও ওই মহল্লার চার জামায়াত। এতে স্থানীয় ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, ছাত্র, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমন। বক্তব্য দেন পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা, উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তাজামুল হক, উপদেষ্টা ব্যবসায়ী জান মোহাম্মদ জানু, রহনপুর স্টেশন বাজার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম এবং স্টেশনপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসাইন। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রহনপুর এলাকায় চলমান অসামাজিক কার্যকলাপ বন্ধ করা ও মাদক ব্যবসায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর কাছে একটি স্মারকলিপি জমা দেন।

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু  

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু   ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়, মৃতদের মধ্যে চারজন নারী এবং একজন পুরুষ। একই সময়ে নতুন করে ৬২২ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৯৯ জন, বরিশালে ১৩১ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১০৪ জন, চট্টগ্রামে ৯৮ জন, রাজশাহীতে ৫১ জন, ময়মনসিংহে ১৯ জন, খুলনায় ১৪ জন এবং রংপুরে ৬ জন ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৬১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া জানুয়ারি থেকে আজ পর্যন্ত এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ৩৯ হাজার ৮১৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন একনেক সভায় ৮ হাজার ৩৩৩ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ (বুধবার) প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক  সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোতে সরকারি  অর্থায়ন থাকবে ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লক্ষ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লক্ষ টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৭টি, সংশোধিত ৫টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ১টি প্রকল্প রয়েছে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন; মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান উপদেষ্টা ফারুক ই আজম; শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা একনেক সভার কার্যক্রমে অংশ নেন। অনুমোদিত ১৩টি প্রকল্প হল: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ১টি প্রকল্প তথ্য আপা : তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) (৩য় সংশোধিত) প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের গবেষণাগার সমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প, (১) ‘২০০০ হর্স পাওয়ার রিগ ক্রয় প্রকল্প’ প্রকল্প এবং (২) ৪টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (শাহবাজপুর-৫, ৭ এবং ভোলা নর্থ-৩, ৪) এবং ১টি অনুসন্ধান কুপ (শাহবাজপুর নর্থ-ইস্ট-১) খনন (৩) ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মর্ডানাইজেশন’ প্রকল্প। বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসি৪জে)” (৩য় সংশোধন) প্রকল্প। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, “উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়)’ প্রকল্প। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, (১) শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল (১ম সংশোধিত সমাপ্তিকরদের উদ্দেশ্যে) প্রস্তাবিত ‘যমুনা স্পেশালাইজড জুট এন্ড টেক্সটাইল মিল (১ম সংশোধিত)’। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৩টি (১) ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প (ধাপ-২)’ এবং (২) ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদমরসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ (১ম সংশোধিত) প্রকল্প (৩) ‘ইন্টিগেটেড অ্যান্ড লাইভিহুড ফর ডিসপ্লেসড পিপল অব মিয়ানমার এন্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট’ প্রকল্প। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়) (১ম সংশোধিত)’। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ১টি প্রকল্প ‘ঢাকাস্থ মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (১ম সংশোধিত) ৪র্থ বার বৃদ্ধি’ প্রকল্প অনুমোদন করা হয়েছে। সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ১১টি প্রকল্প সর্ম্পকে একনেক সদস্যদের অবহিত করা হয়। সেগুলো হল: ফসলের উৎপাদন ব্যয় জরিপ-২০২৫ প্রকল্প; সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প; পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন (২য় সংশোধিত) (অসমাপ্ত রেখে সমাপ্তকরণ) প্রকল্প; সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট প্রকল্প; ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মেডিকেল যন্ত্রপাতি আধুনিকীকরণ ও বিশ্বমানে উন্নীতিকরণ; বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত); পিরোজপুর জেলায় নতুন সার্কিট হাউজ নির্মাণ প্রকল্প; রামু সেনানিবাসে পানির সমস্যা সমাধানকল্পে একটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট ব্যবস্থাকরণ প্রকল্প; সিলেট সেনানিবাসে অফিসার্স বাসস্থান নির্মাণ প্রকল্প; উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ২য় মহানন্দা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প।

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমইপি) মুনির সাতোরির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে জানান, ‘আমরা ইতিমধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির শুরুতে, রমজানের ঠিক আগে।’ তিনি উল্লেখ করেন, জনসাধারণ বিশেষ করে তরুণদের মধ্যে নির্বাচনী উৎসাহ বাড়ছে, কারণ দীর্ঘদিন পর—কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তিন দশকেরও বেশি সময় পর—ছাত্র সংসদ নির্বাচন আবার শুরু হয়েছে। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর।’ তিনি যোগ করেন, কিছু শক্তি এখনো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, তরুণ ভোটাররা এবার রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবে, কারণ ১৫ বছরেরও বেশি সময় পর অনেকেই প্রথমবারের মতো ভোট দেবে। তিনি বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য এক নতুন সূচনা বয়ে আনবে। এটি আমাদের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে—জাতির জন্য এক নতুন যাত্রা।’ এক ঘণ্টাব্যাপী আলোচনায় প্রধান উপদেষ্টা ও ইউরোপীয় আইনপ্রণেতারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তরে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থন এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে মতবিনিময় করেন। আগামী নির্বাচন বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে বলে আশা প্রকাশ করেন ইউরোপীয় আইনপ্রণেতারা। একজন আইনপ্রণেতা প্রধান উপদেষ্টা ও তাঁর সরকারের গত ১৪ মাসের ‘অসাধারণ’ প্রচেষ্টার প্রশংসা করেন। একজন ডাচ আইনপ্রণেতা মন্তব্য করেন, বাংলাদেশ কতিপয় দেশের মধ্যে অন্যতম, যেখানে ‘ঘটনাগুলো সঠিক পথে এগোচ্ছে।’ প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে অবস্থানরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বাড়তি তহবিল প্রদানের আহ্বান জানান। বিশেষ করে সম্প্রতি অর্থাভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালু করতে সহায়তা প্রদানের অনুরোধ জানান তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ শ্রম সংস্কারগুলো তুলে ধরে বলেন, এসব পদক্ষেপ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ আগামীকাল এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে এই গ্রুপ থেকে কোন দু’টি দল সুপার ফোরে খেলবে। শ্রীলংকা ও আফগানিস্তানের সাথে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। তাই এ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের। আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ। আর আফগানরা জিতলে শ্রীলংকার সাথে রান রেটের হিসাব-নিকাশে বসতে হবে টাইগারদের। আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শ্রীলংকা। ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। টেবিলের তৃতীয় স্থানে আছে ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান। এই গ্রুপের পয়েন্ট টেবিল বলছে- সুপার ফোরের দৌড়ে টিকে আছে শ্রীলংকা-বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপের আরেক দল হংকং ৩ ম্যাচে ৩টিই হেরেছে। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে কোন দু’টি দল খেলবে, সেটি জানা যাবে কাল শ্রীলংকা ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর। সমীকরণ বলছে- আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা জিতলেও, লংকানদের সাথে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলংকার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে। আবার শ্রীলংকার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। কারণ শ্রীলংকা ও বাংলাদেশের সাথে পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলংকার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০। আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে শ্রীলংকাকে। এছাড়াও শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে লংকানদের নিয়ে সুপার ফোরে উঠবে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি আমাদের কাছে অনেক বড় ম্যাচ। মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং মানসিকভাবে শক্ত থাকতে হবে। শ্রীলংকার ম্যাচটি আমাদের সবার জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাই খেলব। সবসময় যেমন জয়ের জন্য মাঠে নামি, কালও একই লক্ষ্য নিয়ে খেলতে নামব।’ টি-টোয়েন্টিতে ৮বার মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও আফগানিস্তান। এরমধ্যে লংকানরা ৫বার ও আফগানরা ৩বার জয় পেয়েছে।

লুক্সেমবার্গ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে

লুক্সেমবার্গ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আরো কয়েকটি দেশের সাথে যোগ দিবে বলে জানিয়েছে। গাজায় প্রায় দুই বছরের অভিযানের কারণে আন্তর্জাতিকভাবে ইসরাইলের নিন্দা বৃদ্ধি পাওয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। ব্রাসেলস থেকে এএফপি এই খবর জানিয়েছে। সোমবার রাতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন বলেছেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে’। ফ্রিডেন বলেছেন, ‘দুই রাষ্ট্র সমাধান এখনো প্রাসঙ্গিক তা প্রমাণ করার জন্য ইউরোপ এবং বিশ্বজুড়ে এখন একটি আন্দোলন গড়ে উঠছে’। ‘এ কারণেই লুক্সেমবার্গ সরকার আগামী সপ্তাহের দ্বি-রাষ্ট্র সমাধান সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের সাথে যোগ দিতে চায়।’ ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং বেলজিয়ামসহ দেশগুলো জানিয়েছে, তারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। ইসরাইল এবং তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার বলেছেন, এই পদক্ষেপ হামাসকে ‘উৎসাহ’ দিয়েছে। এএফপি’র সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের ইসরাইলের ওপর আক্রমণের ফলে গাজায় যুদ্ধ শুরু হয়েছিল। ওই হামলায় ১,২১৯ জন বেসামরিক ইসরাইলি নাগরিক নিহত হয়েছিল। জাতিসংঘের কাছে নির্ভরযোগ্য বলে মনে করা হয় এমন অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসর্ইালের প্রতিশোধমূলক অভিযানে কমপক্ষে ৬৪,৯০৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের তদন্তকারীরা গতকাল মঙ্গলবার ইসরাইলকে ‘ফিলিস্তিনিদের ধ্বংস করার’ লক্ষ্যে গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগ এনেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের উস্কানির জন্য দায়ী করেছেন।

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে আঘাত, স্বামী গ্রেপ্তার

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে আঘাত, স্বামী গ্রেপ্তার নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার অভিযোগে স্বামী মো. কাশিম উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। র‌্যাব-৫ জানায়, গত ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে সিংড়া উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। যৌতুকের টাকা আনার জন্য চাপ দিলে স্ত্রী মোছাঃ শাকিলা খাতুন ওরফে শরিফা (২৯) অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে কাশিম উদ্দিন হাতে থাকা রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত ধারালো পাট্টা দিয়ে তাকে আঘাত করেন। আঘাতে শাকিলা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক তার মাথার ক্ষতস্থানে চারটি সেলাই দেন। পরে শাকিলা থানায় যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক ছিলেন। পরে র‌্যাব-৫ এর একটি দল ধারাবাহিক অভিযান চালিয়ে ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কাশিম উদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামিকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শিবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শিবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার শিবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর গ্রামে আব্দুস সাত্তারের ছেলে মিলন বাবু ওরফে মিলন মিয়া। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-৪ মানিকগঞ্জের যৌথ অভিযানে গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তর্ত্তিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিলনের বিরুদ্ধে ২০১৮ সালে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার রায় অনুযায়ী চলতি বছরের ২৮ এপ্রিল আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ-ে দ-িত করে। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গ্রেপ্তারের পর মিলনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

রাঘব ফাঁস করলেন কেন আরিয়ানের মুখে হাসি নেই

রাঘব ফাঁস করলেন কেন আরিয়ানের মুখে হাসি নেই   বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বাবার মতো হাঁটাচলা ও কণ্ঠস্বরেও মিল আছে। অমিল শুধু মুখের হাসিতে। ক্যামেরার সামনে সবসময় গম্ভীর তিনি। সম্প্রতি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আরিয়ানকে দেখে এমনটিই মনে হয়েছে সিনেমাপ্রেমী দর্শকদের। কেন এমন আরিয়ান? সে বিষয়ে কথা বলেছেন অভিনেতা রাঘব জুয়াল। বাদশাহ ছেলে আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সবসময়েই থাকে আতশ কাচের তলায়। খুব শিগগির বলিউডে আত্মপ্রকাশ করছেন আরিয়ান খান। তবে অভিনেতা নয়, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন। আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এর ঝলক ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। আরিয়ান খান কোনো ফটোসাংবাদকি দেখলেই মুখ ঘুরিয়ে নেন। কখনও একদম মুখোমুখি হলে পোজ দেন ঠিকই কিন্তু মুখে হাসি থাকে না। সারাক্ষণই আরিয়ানের মুখ ভার থাকে। তবে হাতেগোনা কয়েকবারই তাকে হাসতে দেখা গেছে। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে এসে বোন সুহানাকে নিয়ে হাসাহাসি করতে দেখা যায় আরিয়ানকে। এরপর নিজের ওয়েব সিরিজের প্রচার ভিডিওতেও তাকে হাসতে দেখা গেছে। বাইরে থেকে যতটা কঠিন মনে হয়, আসলে আরিয়ান তেমন নয় বলে জানালেন এ সিরিজের অভিনেতা রাঘব জুয়াল। তিনি বলেন, এক ধরনের ভয় আছে আরিয়ানের, তাই এমন করেন তিনি। যদিও রাঘবও আরিয়ানকে ক্যামেরার সামনে হাসাবেন বলে কথা দিয়েছেন। রাঘব বলেন, হাসতে ভয় পায়। এছাড়া ও ক্যামেরার সামনে হাবভাব দেখাতে ভালোবাসে। তবে ওর মধ্যে শিশুসুলভ একটা ব্যাপার আছে। তবু ক্যামেরার সামনে হাসবে না। যেটা আমার বেশ ভালো লাগে। এছাড়া মেয়েদেরও এটা বেশ ভালো লাগে।