মোবাইল কোর্টের অভিযান : শব্দ দূষণ করায় ৪ মামলা ও জরিমানা আদায়

মোবাইল কোর্টের অভিযান : শব্দ দূষণ করায় ৪ মামলা ও জরিমানা আদায় চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী ৩টি বাস ও ১টি ট্রাকচালককের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয় এবং ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সহযোগিতায়, মোবাইল কোর্টের নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ্র। প্রসিকিউশন প্রদান করেন— পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ। এসময় শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান বা মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে ১ দিনে আরো ১৬ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ১ দিনে আরো ১৬ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৮ জন ও বহির্বিভাগে ৫ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৫ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জন, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন করে রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন পুরুষ ও ৬ জন মহিলাসহ ১৫ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৬ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ পুরুষ ও ১ জন মহিলাসহ ৩ জন রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৭০ জন।
বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। আজ সকালে অনুষ্ঠিত সংলাপে কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মসিদুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আবদুল হাই। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক আয়েশা বেগম, আইরিন বেগম, সালমা বেগম, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ অন্যরা। অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেন এসএসবিসি প্রকল্পের তহরুল হক। সংলাপটি স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্প এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল ও বেগবান করতে চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীণ জনগণের জন্য ন্যায়বিচার সহজতর করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দেশের বিভিন্ন ইউনিয়নে গরিব দরিদ্র মানুষেরা এ আদালতের মাধ্যমে অভিযোগ করে বিচার ও সমাধান পাচ্ছে। সেই সাথে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ও অবগত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর উপজেলা নিবার্হী অফিসার মারুফ আফজাল রাজন, গোমস্তাপুর উপজেলা নিবার্হী অফিসার জাকির মুন্সি, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কাইসাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল ৩টায় কৃষ্ণগোবিন্দপুর ধুমিহায়াতপুর গোরস্থন প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তানোরে র্যাবের অভিযানে মাদকসহ আটক ২

তানোরে র্যাবের অভিযানে মাদকসহ আটক ২ রাজশাহীর তানোর উপজেলার হাটদহ এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- একই উপজেলার গাকরন্দ্র গ্রামের আবছার আলীর ছেলে রবিউল ইসলাম ও রায়তানবর্ষ এলাকার মোহাম্মদ নওশাদের ছেলে রুবেল আলী। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় মোটরসাইকেলসহ তাদের দেহ তল্লাশী করে মোট ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ও ৬০ পিস ইয়াবা জব্দ করে। এ ঘটনায় তানোর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ করেছে সিরিয়া

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ করেছে সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা নাকচ করেছেন সিরিয়ার বিপ্লবী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। একই সঙ্গে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি ইস্যুতেও কঠোর অবস্থান নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে তার আব্রাহাম অ্যাকর্ডস উদ্যোগকে সক্রিয় করার চেষ্টা করছেন তখনই সিরিয়ার পক্ষ থেকে এই অবস্থান জানানো হলো। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আল শারা স্পষ্টভাবে বলেন, মার্কিন পৃষ্ঠপোষকতায় যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, সিরিয়ার পরিস্থিতি সেই দেশগুলোর মতো নয়। তিনি বলেন, “সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত রয়েছে, আর ইসরায়েল ১৯৬৭ সাল থেকে গোলান মালভূমি দখল করে রেখেছে। বর্তমানে আমরা (ইসরায়েলের সঙ্গে) কোনও সরাসরি আলোচনায় যাচ্ছি না। হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এই ধরনের আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে।” তিনি আরও জানান, ২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে দখলদারিত্ব আরও বাড়িয়েছে। আর এটি সিরিয়ার জন্য বাস্তবেই বড় সংকট তৈরি করেছে।
ধর্মেন্দ্রর ‘মৃত্যুর’ খবরে হেমা মালিনীর ক্ষোভ প্রকাশ

ধর্মেন্দ্রর ‘মৃত্যুর’ খবরে হেমা মালিনীর ক্ষোভ প্রকাশ বলিউডের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক ধর্মেন্দ্র সিং দেওল ‘মারা গেছেন’ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন সহধর্মিণী হেমা মালিনী। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল গণমাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন তার সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার ও তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।’ শ্বাসকষ্টের কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন ধর্মেন্দ্র। এরমধ্যেই হঠাৎ প্রবীণ এই অভিনেতার মৃত্যুর ভুয়া খবর স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। মৃত্যুর সংবাদটি মিথ্যা বলে জানিয়েছেন তার মেয়ে এশা দেওল। তিনি জানিয়েছেন, বাবা সুস্থ হয়ে উঠছেন। মিডিয়ায় বাবার মৃত্যুর খবরে ক্ষুব্ধ এশা দেওল ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, ‘মিডিয়াগুলো অতিরিক্ত প্রচারণা চালাচ্ছে। মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে। আমার বাবা স্থিতিশীল। সুস্থ হয়ে উঠছেন। আমরা সকলকে আমাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের প্রার্থনার জন্য ধন্যবাদ।’
‘জীবনকেই বিশ্বাস করে উঠতে পারছি না’- ব্ল্যাকপিঙ্কের রোজ

জীবনকেই বিশ্বাস করে উঠতে পারছি না- ব্ল্যাকপিঙ্কের রোজ গ্র্যামি অ্যাওয়ার্ডসের রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পাওয়া শিল্পীদের নাম ঘোষণার সময় টিভির পর্দায় নিজের নাম শুনতেই আনন্দে ফেটে পড়েন কোরিয়ান পপ তারকা ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের রোজ। আপ্লুত হয়ে রোজ বলেই দিলেন, ‘আমি আমার জীবনকেই বিশ্বাস করে উঠতে পারছি না! সবকিছু বুঝে উঠতে এখনো সময় লাগছে।’ গত ৭ নভেম্বর ঘোষিত গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় শুধু এক বিভাগে নয়, রোজের নাম উঠে এসেছে তিন বিভাগে। রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার এবং বেস্ট পপ ডুয়ো/ গ্রুপ পারফরম্যান্স বিভাগে জায়গা পেয়েছেন তিনি। এর মাধ্যমে কে-পপ তারকা হিসেবে বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন রোজ। তিনিই গ্র্যামিতে মনোনয়ন পাওয়া দক্ষিণ কোরিয়ার প্রথম নারী শিল্পী। আর তার এ সাফল্য সম্ভব হয়েছে তার ‘আপাতে’ গান দিয়ে। গানটিতে রোজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। গত বছর প্রকাশ পাওয়া রোজের প্রথম একক অ্যালবাম ‘রোজি’তে ছিল গানটি। প্রকাশের পর থেকেই ইউটিউব থেকে বিলবোর্ডের টপ লিস্ট—সবখানে জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নেয় আপাতে। ফলে রোজে যে এবার গ্র্যামিতে মনোনয়ন পেতে পারেন, এ জল্পনা ছিল বছরজুড়ে। অবশেষে সে ধারণাই সত্যি হয়ে ধরা দিল। ব্যাড বানি, সাবরিনা কার্পেন্টার, দোয়েচি, বিলি আইলিশ, লেডি গাগা, কেনড্রিক লামারদের পেছনে ফেলে রোজে যদি এবার সত্যিই গ্র্যামি জিতে যান; তাহলে সেটা হবে কে-পপের ইতিহাসে আরেকটি বড় অর্জন।
তিন মাস পর দ্বিতীয় বিয়ের খবর জানালেন রশিদ খান

তিন মাস পর দ্বিতীয় বিয়ের খবর জানালেন রশিদ খান অনেক দিন ধরেই আলোচনা চলছিল রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে। অবশেষে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানিয়েছেন এই আফগান ক্রিকেটার। বিয়ের তিন মাস পর খবরটি প্রকাশ্যে আনলেন এই লেগ স্পিনার। চলতি বছরের ২ আগস্ট দ্বিতীয় বিয়ে করেছেন রশিদ খান। সোমবার (১০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নতুন বিয়ের খবর জানিয়েছেন তিনি। বরের বেশে একটি ছবি পোস্ট করে রশিদ লেখেন, ‘২০২৫-এর ২ আগস্ট জীবনের নতুন ও অর্থবহ এক অধ্যায় শুরু করলাম। আমি আমার বিয়ে সারলাম। এমন এক নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন। এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেক দিন ধরেই।’ কিছু দিন আগে নেদারল্যান্ডসে এক নারীর সঙ্গে রশিদ খানের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ছবি নিয়ে নেটিজেনদের মন্তব্য ভালো লাগেনি রশিদের। ইনস্টাগ্রাম পোস্টে এই আফগান স্পিনার আরও লেখেন, ‘কদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম। কিন্তু মানুষজনের কাছ থেকে যে ধারণা পেলাম, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। সত্যি কথা হচ্ছে সে আমার স্ত্রী। এখানে গোপনীয়তার কিছু নেই। সবাইকে ধন্যবাদ।’ গত বছরের অক্টোবরে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে ধুমধাম করে প্রথম বিয়ে করেছিলেন রশিদ। সেবার তিনি একা নন। রশিদের তিন ভাইও বিয়ের পিঁড়িতে বসেছিলেন। সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদের জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থ।