ক্লিনটন থেকে বাইডেন, সবাইকে বোকা বানিয়েছেন পুতিন, কিন্তু আমাকে নয়: ট্রাম্প

ক্লিনটন থেকে বাইডেন, সবাইকে বোকা বানিয়েছেন পুতিন, কিন্তু আমাকে নয়: ট্রাম্প   রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কঠিন মানুষ’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুতিন অতীতে মার্কিন চার প্রেসিডেন্টকে বোকা বানিয়েছেন, কিন্তু তাঁকে পারেননি। গতকাল হোয়াইট হাউজে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘এটা বহু বছর ধরে প্রমাণিত হয়েছে, পুতিন অনেক মানুষকে বোকা বানিয়েছেন… তিনি (পুতিন) ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেন— সবাইকে বোকা বানিয়েছেন। কিন্তু আমাকে ঠকাতে পারেননি।’ তিনি আরও বলেন, ‘একসময় কথার সময় শেষ হয়, তখন কাজে নামতে হয়, ফল আনতে হয়। আমি চাই সে (পুতিন) সেটা করুক। রাশিয়া এমন একটি শক্তিশালী দেশ, এত মানুষকে যুদ্ধের মাধ্যমে নষ্ট করা দুঃখজনক।’ ট্রাম্প জানান, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ না করে, তাহলে নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধের দায় চাপিয়েছেন তাঁর পূর্বসূরি জো বাইডেনের ওপর। ‘এই যুদ্ধ আমার নয়, বাইডেনের যুদ্ধ। এটা ডেমোক্র্যাটদের যুদ্ধ, রিপাবলিকান বা ট্রাম্পের নয়। এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। আমি চেষ্টা করছি এই যুদ্ধ থামাতে,’ বলেন ট্রাম্প। তিনি জানান, দুই মাস আগেও তিনি ভেবেছিলেন পুতিনের সঙ্গে একটি চুক্তি হবে। কিন্তু সেটা হয়নি বলেই নতুন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিচ্ছেন। বৈঠকে ট্রাম্প ও রুট ন্যাটোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র কিনে ইউক্রেনকে পাঠানোর একটি বড় চুক্তির ঘোষণা দেন। এর মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। রুটে বলেন, ‘এই চুক্তি অনেক বড় পদক্ষেপ। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের একক বোঝা কমাতে এটি কার্যকর ভূমিকা রাখবে।’ তিনি জানান, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য এ অস্ত্র সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছে। ট্রাম্পের শাসনের দ্বিতীয় মেয়াদের শুরুতে তিনি পুতিনের সঙ্গে একটি সমঝোতার চেষ্টা করেছিলেন, যেখানে তিনি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন অনেকেই আশঙ্কা করেছিলেন, তিনি হয়তো ইউক্রেনকে ‘বেচে’ দেবেন। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন, কারণ রুশ বাহিনী আগের চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ট্রাম্প জানান, তাঁর স্ত্রী মেলানিয়া এই বিষয়ে তাঁর মনোভাব পাল্টাতে সাহায্য করেছেন। ‘আমি বাড়ি ফিরে মেলানিয়াকে বলি, আমি আজ পুতিনের সঙ্গে কথা বলেছি, দারুণ কথা হয়েছে। সে বলে, ও আচ্ছা? আরেকটা শহর তো হামলায় উড়ে গেল!’ পুতিন সম্পর্কে ট্রাম্প আরও বলেন, ‘আমি বলছি না যে তিনি খুনি, তবে তিনি একজন কঠিন লোক।’ এদিকে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট দলের হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিজ ট্রাম্পের ইউক্রেন নীতির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ভ্লাদিমির পুতিন পুরো বছরজুড়েই ট্রাম্পকে নিয়ে খেলছেন।’ ‘ট্রাম্প তাঁর শাসনের প্রথম ছয় মাসে পুতিনের সঙ্গে সখ্য গড়ার চেষ্টা করেছেন, অথচ পুতিন যা করেছেন তা হলো— ইউক্রেনের শিশু, নারী ও সাধারণ মানুষদের ওপর সন্ত্রাস চাপিয়ে দিয়েছেন,’ বলেন জেফরিজ। তিনি আরও বলেন, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। ‘আমেরিকান জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে তিনি বারবার তা ভঙ্গ করছেন।’ জেফরিজ বলেন, কংগ্রেস স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখে এবং রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে হবে। ‘ইউক্রেনের বিজয় শুধু তাদের নয়, বরং আমাদের মিত্র ও গোটা মুক্ত বিশ্বের বিজয়।’

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন ফিলিপাইনের উত্তরাঞ্চলে আজ ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইলোকোস নর্টে প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে কাগায়ান, ইলোকোস সুর, ইসাবেলা এবং আবরা প্রদেশগুলোও কেঁপে ওঠে।ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।ফিলিপাইন স্টার জানিয়েছে, ভূমিকম্পটি পাসুকুইন শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ২৭ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।সংস্থাটি সতর্ক করে দিয়েছে, ভূমকম্পের আফটারশক এখনো প্রত্যাশিত। তবে উল্লেখযোগ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের পাশে অবস্থিত হওয়ার কারণে ফিলিপাইন ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়।

তৈরি করুন ম্যাংগো ক্রিম পুডিং

তৈরি করুন ম্যাংগো ক্রিম পুডিং এখন আমের সময়। পাওয়া যাচ্ছে সবার প্রিয় পাকা আম। তাই তৈরি করতে পারেন দারুণ স্বাদের ম্যাংগো ক্রিম পুডিং। উপকরণ : পাকা মিষ্টি আমের রস-১ কাপ, ঘন দুধ ৩ কাপ, চিনি ১ কাপ, ডিম ৫টি, এলাচ গুঁড়া সামান্য, ক্রিম ২ টেবিল চামচ। যেভাবে করবেন : এক লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করুন। আমের রস ও ডিমের সঙ্গে চিনি মিশিয়ে দুধ, ডিম, চিনি, এলাচ গুঁড়া ও ক্রিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। চিনি দিয়ে ক্যারামেল করা পাত্রে মিশ্রণ ঢেলে পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারে পানি দিয়ে ৮ সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। পুডিং নিজে থেকে ঠাণ্ডা হলে ওপরে আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ক্যারামেল তৈরি : ঢাকনাসহ স্টিলের বক্সে প্রথমে একটু চিনি দিয়ে চুলায় দিন। যতক্ষণ চিনি বাদামি রং না হয় সে পর্যন্ত পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় লাগিয়ে নিন। এবার ক্যারামেল ঠান্ডা করে পুডিং-এর মিশ্রণ ঢালুন।

পাঁচ যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পাঁচ যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত জাতীয় রাজস্ব বোর্ডের ( এনবিআর) কর বিভাগের পাঁচ যুগ্ম কর কমিশনার ও তিন উপ- কর কমিশনার সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরীন সুস্মিতা ও কক্সবাজারের কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম প্রধান এবং উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, কুমিল্লার উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল ও রংপুরের নুসরাত জাহান শমী।

কণ্ঠস্বর বসে গেলে যা করবেন

কণ্ঠস্বর বসে গেলে যা করবেন বর্ষা মৌসুম এলেই ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ে। বিশেষ করে সর্দি-কাশি ও কফের সমস্যা দেখা দেয়। এর সঙ্গে আবার গলা বসে কথা ফ্যাসফেসে হয়ে যাওয়া আপাতদৃষ্টিতে খুবই সাধারণ সমস্যা মনে হলেও আদতে তা না-ও হতে পারে। গলা বসে যাওয়া অনেকেই খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেন না। কিন্তু এই গলা ভাঙাই অনেক সময় মারাত্মক কোনো রোগের উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই গলা বসার কারণ হলো শ্বাসনালিতে সংক্রমণ। এমনকি সাধারণ ঠান্ডা লাগা বা দীর্ঘক্ষণ জোরে কথা বললেও গলার স্বর ভাঙতে পারে। দীর্ঘদিন এ সমস্যা হচ্ছে, কিছুতেই সারছে না, বিশেষ করে আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন, কাজেই অবহেলা করবেন না! অল্পতেই তৎপর হন! তবে প্রথমেই চিকিৎসকের কাছে গিয়ে গাদা গাদা অ্যান্টিবায়োটিক না খেয়ে বরং ঘরোয়া উপায়ে এর মোকাবিলা করুন—লবণপানি দিয়ে গড়গড়া করাটা সবচেয়ে সাধারণ এবং একই সঙ্গে কার্যকর পদ্ধতি। দিনে অন্তত চারবার লবণপানি দিয়ে গড়গড়া করতে হবে। গলা ভাঙা উপশমে ভালো আরেকটি পদ্ধতি হলো গরম বাষ্প টানা। ফুটন্ত পানির বাষ্প যদি প্রতিদিন ১০ মিনিট মুখ ও গলা দিয়ে টানা হয়, তবে উপকার হবে। ভাঙা গলায় হালকা গরম লেবুপানি ও আদা বেশ কার্যকর। শুকনো আদায় ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান রয়েছে, যা গলার বসে যাওয়া স্বরকে স্বাভাবিক করে তুলতে পারে। নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক জানাচ্ছেন, ১০ মিনিট গরম পানির ভাপ মুখ ও নাক দিয়ে নিলে গলার স্বর দ্রুত স্বাভাবিক হতে পারে। কণ্ঠস্বরেরও যত্ন দরকার। প্রথমেই চিৎকার-চেঁচামেচি থেকে বিরত থাকতে হবে। ঠান্ডা লেগে যদি গলা বসে যায়, তবে কথা বলা বন্ধ করতে হবে বা কমিয়ে দিতে হবে। এমনকি ফিসফিস করেও কথা বলবেন না তখন। ধূমপান গলার যে কোনো সমস্যাকে আরও বাড়িয়ে দেয় বা জটিল করে তোলে। তাই ধূমপান থেকে বিরত থাকতে হবে।

মারা গেছেন বরেণ্য অভিনেতা-প্রযোজক ধীরাজ কুমার

মারা গেছেন বরেণ্য অভিনেতা-প্রযোজক ধীরাজ কুমার বরেণ্য অভিনেতা-প্রযোজক ধীরাজ কুমার মারা গেছেন। আজ মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১২ জুলাই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরবর্তীতে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় এই অভিনেতাকে। সেখানে মারা যান এই অভিনেতা। রাজেশ খান্না এবং সুভাষ ঘাইয়ের সঙ্গে ক্যারিয়ার শুরু করেন ধীরাজ কুমার। ১৯৬৫ সালে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বহু বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরাজ নিজের জায়গা তৈরি করেন। ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ২১টি পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেন। এরপর টেলিভিশন প্রযোজনার কাজ শুরু করেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ক্রিয়েটিভ আই। পাঞ্জাবি ছাড়াও বলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন ধীরাজ কুমার। এ তালিকায় রয়েছে— ‘রতন কা রাজা’, ‘হীরা পান্না’, ‘রোটি কাপড়া অর মাকান’, ‘সরগম’, ‘ক্রান্তি’ প্রভৃতি।

এই সম্মান মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে: আনোয়ারা

এই সম্মান মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে: আনোয়ারা নিজের দীর্ঘ অভিনয় জীবনের বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন চলচ্চিত্রের মমতাময়ী মা’খ্যাত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম। চোখের জলে ভিজেই নিজের ক্যারিয়ারের নানা গল্প শোনালেন প্রখ্যাত এই অভিনেত্রী। এসময় তিনি বলেন, বাচসাস আমার অনেক আপন। অনেক আগে থেকেই বাচসাসের সঙ্গে পরিচয়। বাচসাসকে আমি ভালোবাসি, সম্মান ও শ্রদ্ধা করি। এই আয়োজনে হাজির হয়ে আমার যে চোখের পানি ঝরেছে তা গ্লিসারিন নয়, শ্রদ্ধা আর সম্মানে এই পানি। বাচসাস আমাকে যে সম্মান দিয়েছে তা কখনো ভুলবো না। এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। ’ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এমন আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। অনুষ্ঠানে আগত সাংবাদিকদের চোখও এসময় আবেগের জলে ভিজে যায়। পিনপতন নীরবতায় আয়োজনের পরিবেশ ভারি হয়ে উঠে কিছু সময়ের জন্য। শুরুতেই গুণী এই অভিনেত্রীকে বাচসাস থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। দোয়েল ওটিটির সহযোগিতায় সোমবার বিকেলে মগবাজারস্থ বাচসাস কার্যালয়ে অনুষ্ঠিত হয় নিয়মিত ‘মিট দ্য প্রেস’-এর প্রথম পর্ব। সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণের সভাপতিত্বে এই আয়োজনের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল। বাচসাস’র সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, বাচসাস এই প্রথম ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করেছে। আনোয়ারার মতো কিংবদন্তি অভিনেত্রীকে দিয়ে ধারাবাহিক এই আয়োজনের পথচলা শুরু করতে পেরে বাচসাস আনন্দিত। এখন থেকে নিয়মিত চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতের তারকাশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করা হবে। তারা উপস্থিত হয়ে নিজেদের বর্ণাঢ্য ক্যারিয়ার ও সমসাময়িক প্রসঙ্গে কথা বলবেন। এই আয়োজনে সহযোগিতা করছে ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল। বাচসাস তার প্রতি কৃতজ্ঞ। সম্পাদক রাহাত সাইফুল বলেন, বাচসাস কার্যালয়ে এই প্রথমবার ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করা হয়। কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আন্তরিক সহযোগিতা, সাংবাদিক সহকর্মী ও বাচসাস পরিবারের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে-আমরা সবার প্রতি কৃতজ্ঞ। আনোয়ারা শুধু একজন অভিনেত্রী নন, তিনি আমাদের চলচ্চিত্র ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তার চোখের জল ছিল আমাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। এই আবেগই আমাদের আগামী পথচলার প্রেরণা হয়ে থাকবে। সবশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খ্যাতিমান এই অভিনেত্রী। তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয়ের অভিজ্ঞতা এবং ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসময় আরো উপস্থিত ছিলেন আনোয়ারা কন্যা জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। উপস্থিত ছিলেন বাচসাস-এর সহ-সভাপতি লিটন রহমান, সালাম মাহমুদ, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য হাফিজ রহমান, পান্থ আফজাল, নিয়াজ মোর্শেদ শুভ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা। বলা দরকার, ছয় শতাধিক চলচ্চিত্রের নন্দিত এই অভিনেত্রী অনবদ্য অভিনয়ের সুবাদে ৪ বার বাচসাস পুরস্কার পেয়েছেন। মা (১৯৭৭), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), কসাই (১৯৮০), লাল কাজল (১৯৮২) সিনেমার জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন।

বুলবুল আহমেদকে হারানোর দেড় দশক

বুলবুল আহমেদকে হারানোর দেড় দশক ২০১০ সালের আজকের দিনে না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা, প্রযোজক ও পরিচালক বুলবুল আহমেদ। আজ তাঁর ১৫তম মৃত্যুবার্ষিকী। বুলবুল আহমেদের আসল নাম তাবাররুক আহমেদ। মা-বাবা আদর করে ডাকতেন বুলবুল। ‘ইয়ে করে বিয়ে’ (১৯৭৩) ছবির মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়। ‘দেবদাস’, ‘সূর্য কন্যা’, ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘মোহনা’, ‘মহানায়ক’সহ বহু ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন। পেয়েছেন চারবার জাতীয় পুরস্কারও। টিভিতে ‘এই সব দিনরাত্রি’, ‘বরফ গলা নদী’সহ বহু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।

বার্সেলোনায় সম্ভাবনাময় উইঙ্গার রুনি

বার্সেলোনায় সম্ভাবনাময় উইঙ্গার রুনি বার্সেলোনায় নতুন তারকা। ১৯ বছর বয়সেই নজর কাড়া পারফরম্যান্সের সুবাদে সুইডিশ উইঙ্গার রুনি বার্দগিকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি। গতকাল এক আনুষ্ঠানিক বিবৃতিতে কোপেনহেগেনের এই তরুণ ফুটবলারকে চার বছরের চুক্তিতে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।কুয়েতে জন্ম নেওয়া বার্দগি খেলবেন ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত। যদিও তার ট্রান্সফার ফি সম্পর্কে কিছু জানায়নি বার্সা কর্তৃপক্ষ। বার্দগি ২০২০ সালে এফসি কোপেনহেগেনের যুব দলে যোগ দেন এবং মাত্র দুই বছরের মাথায় জায়গা করে নেন মূল দলে। দ্রুতই তিনি হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। মাঝখানে এক বছরের জন্য চোটে পড়লেও ফিরে এসে ফের নিজের দক্ষতার প্রমাণ রাখেন এই ডানপ্রান্তের গতি সম্পন্ন ফুটবলার। ইউরোপের সবচেয়ে প্রতিভাবান তরুণদের একজন হিসেবে ধরা হয় বার্দগিকে। কোপেনহেগেনের হয়ে তিনি ৮৪টি ম্যাচে মাঠে নেমে করেছেন ১৫ গোল, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্ট। তার হাত ধরে ক্লাবটি জিতেছে তিনটি ডেনিশ লিগ ও দুটি ডেনিশ কাপ।

২৭ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড উইন্ডিজের

২৭ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড উইন্ডিজের জ্যামাইকায় দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিন বল হাতে আগুন ঝরালেন শততম টেস্ট খেলতে নামা মিচেল স্টার্ক। রেকর্ড গড়া বোলিংয়ে মাত্র ৯ রানে ৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধসিয়ে দেন অভিজ্ঞ বাঁহাতি এই পেসার। পরে বোল্যান্ড হ্যাটট্রিকে মাত্র ২৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ২০৪ রানের মাঝারি লক্ষ্য দিয়েও অস্ট্রেলিয়া ম্যাচ জিতে যায় ১৭৬ রানের ব্যবধানে। টেস্ট ইতিহাসে এর চেয়ে কম রানে অলআউট হওয়ার ঘটনা আছে মাত্র একটি। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড টেস্টে মাত্র ২৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। প্রায় ৭০ বছর পর অল্পের জন্য সেই রেকর্ডে বসেনি ওয়েস্ট ইন্ডিজের নাম। সেই হিসাবে লজ্জার তালিকায় নিউজিল্যান্ডের পরের স্থানে ঠাঁই পেয়েছে উইন্ডিজ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুই টেস্ট হেরেছিল যথাক্রমে ১৫৯ ও ১৩৩ রান ব্যবধানে। পেসারদের দাপটের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করল অস্ট্রেলিয়া। জ্যামাইকায় ক্যারিবিয় টপ-অর্ডারে ধস নামিয়ে নিজের প্রথম ১৫ বলেই ৫ উইকেট নিয়ে নেন স্টার্ক। টেস্ট ইতিহাসে এত কম বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি নেই আর কারও। সব মিলিয়ে ৭.৩ ওভারে ৯ রানে তার শিকার ৬টি। শততম টেস্টে এটিই সেরা বোলিংয়ে রেকর্ড। গোলাপি বলের টেস্টে আগে থেকেই সবার সেরা স্টার্ক। সেই রেকর্ড আরেকটু সমৃদ্ধ করে ২৭ ইনিংসে এখন তার শিকার ৮১ উইকেট। আর কারও ৫০ উইকেটও নেই। ইনিংসে ৫ উইকেট পাঁচবার। আর কারও নেই দুইবারের বেশি। টেস্টে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া অস্ট্রেলিয়ার দশম বোলার বোল্যান্ড। নিজ দেশের হয়ে ২০১০ সালে পিটার সিডলের পর তিনিই প্রথম পেলেন হ্যাটট্রিকের দেখা। স্টার্ক ও বোল্যান্ডের তোপে ওয়েস্ট ইন্ডিজের সাত ব্যাটসম্যান আউট হন রানের খাতা খোলার আগে। টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো ইনিংসে দেখা গেল এত ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার ঘটনা। আজ ম্যাচের তৃতীয় দিনে উইন্ডিজকে জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারায় স্বাগতিকরা। মিচেল স্টার্কের সেই ওভারে কোনো রানই নিতে পারেনি ক্যারিবীয়রা। ইনিংসের প্রথম এবং নিজের তৃতীয় ওভারে আরও দুই শিকার করেন স্টার্ক। তখন উইন্ডিজের বোর্ডে ৭ রান, নেই ৫ উইকেট। মাত্র ১৫ বলে ৫ উইকেট শিকারে ইতিহাস গড়েছেন স্টার্ক। টেস্টে দ্রুততম ফাইফার এখন এই অজি পেসারের। ১৯ বলে ৫ উইকেট শিকার করে এতদিন রেকর্ডটি ছিল যৌথভাবে- আর্নি টোসাক, স্টুয়ার্ট ব্রড এবং স্কট বোল্যান্ডের। বিশ্বরেকর্ড গড়ে ৪০০ টেস্ট উইকেটের মাইলফলকেও পৌঁছে গেছেন মিচেল স্টার্ক। স্টার্কের ফাইফারের পরের ওভারে আঘাত হানেন জশ হ্যাজলউড। তিনি আউট করেন স্বাগতিক অধিনায়ক রস্তন চেজকে। এরপর ক্ষণিকের জন্য থামে উইকেট বৃষ্টি। তারপর ১৪তম ওভারে বোল্যান্ডের তাণ্ডব। প্রথম তিন বলে তিন উইকেট শিকার করে হ্যাটট্রিক করে বসেন। তখন উইন্ডিজের সংগ্রহ ছিল ২৬ রান। ভাগ্যক্রমে আরেকটি রান পায় উইন্ডিজ। তাই অন্তত নিউজিল্যান্ডের লজ্জা ভাগাভাগি করতে হয়নি। দলীয় ২৭ রানে তাদের দশম উইকেটের পতন ঘটে স্টার্কের গতিতে। ইতিহাস গড়া দিনে ৭.৩ ওভারে ৯ রান দিয়ে ৬ উইকেট শিকার করে অজি পেসার। উইন্ডিজের সাত ব্যাটার আউট হন শূন্য রানে।