বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু সুপার ফোরের খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু সুপার ফোরের খেলা   ভারত আর ওমানের ম্যাচটি দিয়ে আজ শেষ হচ্ছে এশিয়া কাপের গ্রুপপর্ব। তবে ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোরের চার দল। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত আর পাকিস্তান। আর ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সুপার ফোর পর্বে খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ৪ দল একে অপরের সাথে খেলবে। সেরা দুই দল যাবে ফাইনালে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আগামী ২০ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে গ্রুপের ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এবার সুপার ফোরে লড়বে দুই দল। লঙ্কা ম্যাচের পর কিছুটা বিশ্রাম পাবেন লিটনরা। পরের ম্যাচ ২৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ টুর্নামেন্টের হট ফেভারিট ভারত।

জোড়া গোলে বার্সেলোনার জয়ে ইংল্যান্ডে ফেরা

জোড়া গোলে বার্সেলোনার জয়ে ইংল্যান্ডে ফেরা ইংল্যান্ডে ফেরাটা স্মরণীয় করে রাখলেন মার্কাস রাশফোর্ড। বার্সেলোনার জার্সিতে প্রথমবার জালের দেখা পাওয়ার ম্যাচেই জোড়া গোল করলেন ইংলিশ ফরোয়ার্ড। তার দারুণ নৈপুণ্যে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করেছে হান্সি ফ্লিকের দল। সেন্ট জেমস পার্কে গতকাল রাতে স্প্যানিশ চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকদের। চোটের কারণে উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে ছাড়াই খেলতে নামে বার্সেলোনা। বল দখলে ৬৫ শতাংশ আধিপত্য আর ১৯টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রেখেছিল তারা। অন্যদিকে নিউক্যাসল ১০টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

মারা গেছেন সংগীতশিল্পী জুবিন গার্গ

মারা গেছেন সংগীতশিল্পী জুবিন গার্গ   ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ মারা গেছেন। আজ সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদন জানানো হয়েছে, সিঙ্গাপুর পুলিশ জুবিন গার্গকে সমুদ্র থেকে উদ্ধার করে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যায়। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হলেও, চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। জুবিন গার্গ নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। শনিবার ২০ সেপ্টেম্বর সেখানে তার পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার হঠাৎ মৃত্যু ভক্ত ও সমগ্র আসামবাসীকে স্তব্ধ করে দিয়েছে এবং ভারতের সংগীত জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। জুবিনের মৃত্যুতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা ও সমবেদনা জানানো হচ্ছে। সবাই প্রিয় শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। প্রাক্তন রাজ্যসভা সংসদ সদস্য রিপুন বোরা মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) লেখেন, “আমাদের সাংস্কৃতিক আইকন জুবিন গার্গের অকাল প্রয়াণে অত্যন্ত শোকাহত ও মর্মাহত। তার কণ্ঠ, সংগীত এবং অদম্য মনোভাব আসাম এবং এর বাইরেও বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তার পরিবার, ভক্ত ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। শান্তিতে ঘুমান, কিংবদন্তি। ১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন জুবিন গার্গ। তিনি একাধারে ছিলেন গায়ক, সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, সংগীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯২ সালে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবন বদলে যায়। ১৯৯২ সালে অসমিয়া অ্যালবাম ‘অনামিকা’ মুক্তির মাধ্যমে জুবিন পেশাদার সংগীতজগতে প্রবেশ করেন। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ইয়া আলি’ গান গেয়ে তাক লাগিয়ে দেন জুবিন। তারপর বেশ কয়েকটি সুপারহিট গান উপহার দেন তিনি। পরে বলিউডে খুব একটা কাজ করতে দেখা যায়নি তাকে। তবে আসামের আঞ্চলিক সংগীত নিয়েই বেশি ব্যস্ত ছিলেন এই শিল্পী।

বিব্রত মিশা সওদাগর মৃত্যুর গুজব

বিব্রত মিশা সওদাগর মৃত্যুর গুজব   ঢালিউডের খলঅভিনেতা মিশা সওদাগরের আবারও মৃত্যুর গুজব ছড়িয়েছে। গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দাবি করা হচ্ছে বাংলা সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর আর নেই। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা অভিনেতার কানে যায়। এতে ঢালিউডের আলোচিত খলঅভিনেতা বিব্রতকর অবস্থায় পড়েন। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তিনি সুস্থ আছেন এবং এমন ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান। মিশা বলেন, এ মুহূর্তে কী বলা উচিত তা ঠিক বুঝে উঠতে পারছি না। এমন গুজবে আমি খুবই ব্রিবত। কারণ এর আগেও আমার বিরুদ্ধে এমন গুজব ছড়ানো হয়েছিল। এ খলঅভিনেতা বলেন, গত দুদিন আগে আমি আমেরিকা থেকে দেশে ফিরেছি। আমার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং চলতি সপ্তাহে শুরু করব। সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে এমন একটি গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিশা সওদাগর বলেন, সবার উদ্দেশে বলতে চাই আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় সুস্থ ও ভালো আছি। অহেতুক কেউ গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন। উল্লেখ্য, মিশা সওদাগরের ভুয়া এ মৃত্যুসংবাদ এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এ গুজব ছড়িয়েছিল ।

আজ মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’ ও ‘ফেরেশতে’

আজ মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’ ও ‘ফেরেশতে’   আজ দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র। একটি লীসা গাজী নির্মিত ‘বাড়ির নাম শাহানা’, অন্যটি মুর্তজা অতাশ জমজমের ‘ফেরেশতে’। দুটি সিনেমাই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ সমাদৃত হয়েছে। এবার উৎসব ঘুরে মুক্তি পেল দেশের মাটিতে। সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে কেন্দ্র করে ফেরেশতে পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। আরও রয়েছেন সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। এতে পিয়াস মজিদের লেখা ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ গানটি গেয়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি। গানটির সুরও করেছেন বেলাল খান। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ হেজাজি (ফ্রান্স)। ছবিটি ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার। এ ছাড়া ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে প্রশংসিত। ছবিটি স্টার সিনেপেক্সের সব শাখা, ব্লকবাস্টার সিনোমাস ও লায়নে। অন্যদিকে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় উঠে এসেছে এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। অন্যান্য চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন পরিচালক লীসা গাজী ও আনান সিদ্দিকা। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির। সংগীত পরিচালনা করেছেন সোহিনী আলম। প্রযোজনা প্রতিষ্ঠান গুপী বাঘা প্রোডাকশন্স সূত্রে জানা যায়, বাড়ির নাম শাহানা মুক্তি পেয়েছে ৯টি সিনেমা হলে। সেগুলো হলো স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সনি স্কয়ার (মিরপুর), সেন্টার পয়েন্ট (উত্তরা), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), লায়ন (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি), গ্র্যান্ড রিভার ভিউ হোটেল (রাজশাহী) ও মোমো ইন পার্ক অ্যান্ড রিসোর্ট (বগুড়া)।

সালমান শাহ স্মরণে শাকিব

সালমান শাহ স্মরণে শাকিব অমর নায়ক সালমান শাহর আজ জন্মদিন। নব্বই দশকের তুমুল জনপ্রিয় ঢাকাই সিনেমার এ তারকাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন। অল্প সময়ের মধ্যেই তিনি এদেশের সিনেমাপ্রেমীদের মন জয় করেছিলেন। সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে অনন্তের পথে পাড়ি জমান। তার মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তিনি সবার হৃদয়ে আছেন। সালমান শাহর এবারের জন্মদিনেও অনুরাগীরা তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন। অনুরাগীদের পাশাপাশি দেশের শোবিজ তারকারাও এ নায়ককে স্মরণ করছেন। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সালমানের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সঙ্গে একিট ফটোকার্ডও পোস্ট করেছেন। আজ দুপুরে শাকিব খান তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস এর পক্ষ থেকে একটি ফটোকার্ড শেয়ার করেন, যাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন সালমান শাহ।’ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মানুষ অমরত্ব পায় তার দ্যুতিময় কর্মের মাধ্যমে। সালমান শাহ তেমনই এক মহান শিল্পীর নাম। শাকিব খান এরপর নিজেই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে লেখেন, ‘আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য! আপনি অমর এখনো বেঁচে আছেন। শাকিবের এ পোস্টটি দেখে তার অনুরাগীরা বেশ আপ্লুত হয়েছেন। সালমানকে নিয়ে পোস্টটি দেওয়ার জন্য সবাই শাকিব খানের প্রশংসাও করছেন।

মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী মিথিলা

মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী মিথিলা   মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৫’ বিজয়ী হলেন তানজিয়া জামান মিথিলা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিনহাউজে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তাকে সেরার মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। এবারই প্রথম নয়, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ বিজয়ী হন তানজিয়া জামান মিথিলা। তবে প্রথমবার বিজয়ী হওয়ার পর মিস ইউনিভার্সের বিশ্ব মঞ্চে যাননি এই অভিনেত্রী। তবে আগামী নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা। অনুভূতি ব্যক্ত করে তানজিয়া জামান মিথিলা বলেন, “আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার চেষ্টা করব। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তানজিয়া জামান মিথিলা বলেন, “আমি আজ যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও। দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তানজিয়া জামান মিথিলা। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। ‘রোহিঙ্গা’ নামে এ সিনেমা পরিচালনা করেন ভারতের হায়দার খান। তিনি বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ২০২১ সালের ১৫ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব অর্জন করেন।

গাজায় নি*হ*তদের স্মরণে স্পেনে প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন

গাজায় নি*হ*তদের স্মরণে স্পেনে প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নভেম্বরে স্পেনের বিলবাওতে প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন ফুটবল দল। তাদের প্রতিপক্ষ হবে বাস্ক জাতীয় দল। এই দলটি ফিফার স্বীকৃত না হলেও তাদের নিজস্ব ফুটবল ফেডারেশন রয়েছে। স্প্যানিশ গণমাধ্যম কাদেনা সার জানিয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরের ১৫ তারিখ, সান মামেস স্টেডিয়ামে। ম্যাচটি আয়োজিত হবে বাস্ক ফুটবল ফেডারেশন ও ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সহযোগিতায়। গাজায় প্রাণ হারানোদের স্মরণে আয়োজন হওয়া এই ম্যাচকে ফিলিস্তিনি ফেডারেশন উদযাপনের উপলক্ষ হিসেবে দেখছে। এর আগে আথলেতিক বিলবাওয়ের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে সমর্থকরা গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা টাঙান। ব্যানারে বাস্ক ভাষায় লেখা ছিল, ‘আজ থেকে শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকব। ’ এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞ নিয়ে সারা বিশ্বে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এর মধ্যে স্পেন প্রথম দিকের দেশগুলোর একটি যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস প্রকাশ্যে ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ড ও বেড়ে চলা মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সময়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে বাংলাদেশের ভাগ্যও জড়িয়ে রয়েছে। শ্রীলঙ্কা যদি আজকের ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে সরাসরি সুপার ফোরে জায়গা পাবে বাংলাদেশ। অন্যদিকে, আফগানিস্তান জয় লাভ করলে, বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা নির্ভর করবে রান রেটের ওপর। এই কারণেই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক। আফগানিস্তান আজ একাদশে দুটি পরিবর্তন এনেছে। অভিজ্ঞ পেস অলরাউন্ডার গুলবাদিন নাঈবকে বিশ্রাম দিয়ে দারভিশ রাসুলিকে সুযোগ দেয়া হয়েছে, আর আল্লাহ গজনফরের জায়গায় খেলছেন মুজিব উর। শ্রীলঙ্কা একাদশেও একটি পরিবর্তন এনেছে। পেসার মহেশ থিকসানার জায়গায় দুনিথ ভেল্লালাগে মাঠে নামছেন। আবুধাবির উইকেটটি স্পিনারদের জন্য ভালো বলে মনে হলেও, পিচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে আজকের উইকেটে কিছু ঘাস থাকার কারণে পেসাররাও সুবিধা পেতে পারেন। আফগানিস্তানের একাদশ: সাদেকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারভিশ রাসুলি, কারিম জানাত, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর, নুর আহমেদ, ফজলহক ফারুকি। শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, দাশুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা।

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৬ জন ও বহির্বিভাগে ৮ জন এবং শিবগঞ্জে ১ জন ও গোমস্তাপুরে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন রোগী এবং ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৩ জন পুরুষ ও ১০ জন মহিলাসহ ১৩ জন, শিবগঞ্জে ২ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৩ জন, গোমস্তাপুরে ১ জন মহিলা রোগী। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ১ জনকে এবং গোমস্তাপুর থেকে ১জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮১৭ জন এবং জেলা হাসপাতালের বহির্বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ২৭৮ জন। সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।