চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩ চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন রোগী এবং ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন পুরুষ ও ১০ জন মহিলাসহ ১২ জন, শিবগঞ্জে ২ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৩ জন, গোমস্তাপুরে ১ জন মহিলা রোগী রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ২ জনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৪৪ জন এবং জেলা হাসপাতালের বহির্বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ২৮০ জন। সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে।
পূজা উপলক্ষে রবিদাস পরিবারের নারীদের মাঝে শাড়ি বিতরণ

পূজা উপলক্ষে রবিদাস পরিবারের নারীদের মাঝে শাড়ি বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই চামারপাড়া মহল্লার রবিদাস পরিবারের ৩০ জন নারীর মধ্যে শাড়ি বিতরণ করেছে নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা।’ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে নতুন শাড়ি উপহার দেয়া হয়। আজ বিকেলে চাঁদলাই মিরের বাগান এলাকায় শাড়ি বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফারুকা বেগম, সহসভাপতি শিরিন বেগম, সাধারণ সম্পাদক মনোয়রা খাতুন, সহসম্পাদক ছবি রানী, সদস্য বিলকিস চৌধুরী, নাদিরা বেগম, শাহনাজ রুমী, লিপি রায়, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, চামারপাড়া মহল্লার মোড়ল নিত্য দাস। ৬২ বছর বয়সী বিধবা নারী চঞ্চলা রবিদাস বলেন ‘হামারঘে এ পাড়ার বিধবা নারী বা ছ্যালাপিল্যাকে পূজা উপলক্ষে কেহু কুনুদিন কোন শাড়ি-কাপড় বা পোশাক দেয়নি। হামারঘে কথা কেহু ভাবে না। কিন্তু আইজ পূজা উপলক্ষে হামরা শাড়ি পাইনু। কিযে ভালো লাগছে কহ্যা বুঝাইতে পারবো না। যারা কাপড় দিল তারঘে লাইগ্যা ম্যালা ভালোবাসা।’ সংগঠনের সভাপতি ফারুকা বেগম বলেন, আমরা কিছু নারীরা মিলে জাগো নারী বহ্নিশিখা নামের একটি সংগঠন করেছি। আমাদের উদ্দেশ্য অসহায়, দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো। প্রতি ঈদে ও পূজায় আমরা দরিদ্র নারীদের মধ্যে কাপড় বিতরণ করে থাকি।
লালন শিল্পী ফরিদা পারভিনকে স্মরণ করল বাউল ভক্তকুল

লালন শিল্পী ফরিদা পারভিনকে স্মরণ করল বাউল ভক্তকুল লালন শিল্পী ফরিদা পারভিনকে স্মরণ করেছে চাঁপাই বাউল ভক্তকুল। আজ বিকেলে বিশ্বরোড মোড়ে ভক্তকুল কক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়। চিশতী আলাল উদ্দিন সাধুর সভাপতিত্বে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের সংগীত জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জালাল উদ্দিন সাধু, চিশতী সাদিকুল ইসলাম, গম্ভীরা শিল্পী ও সাংবাদিক মাহবুবু আলম, কবি আনিফ রুবেদ, সুফি তানভীর, শিক্ষক আসরাফুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, ফরিদা পারভিন ছিলেন, লালন সংগীতের প্রচারক ও অনুসারী, তিনি লালনের দর্শন ও বাণীকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। বাংলা সংস্কৃতির ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভক্ত কাউসার রিপন। পরে ভক্তদের পরিবেশনায় লালন সংগীতের মধ্য দিয়ে স্মরণ করা হয় সদ্য প্রয়াত লালন সম্রাজ্ঞী ফরদা পারভিনকে।
বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানির তালিকায় সফিউর রহমান

বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানির তালিকায় সফিউর রহমান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় টানা চতুর্থবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের রসায়ন বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. সফিউর রহমান। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের শনিবার যৌথভাবে এ তালিকা প্রকাশ করেছে। স্কোপাস ইনডেক্সড আর্টিকেলকে ভিত্তি হিসেবে ধরে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬টি উপ-ক্ষেত্রে শ্রেণীবদ্ধ করে দুটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেরা গবেষকদের তালিকায় নাম আসায় প্রতিক্রিয়া জানিয়ে ড. মো. সফিউর রহমান বলেন-আমার দেশ আমাকে সুশিক্ষিত হবার ও ভালো গবেষণা করবার সুযোগ করে দেয়ায় এ দেশের প্রতি আমার দায়িত্ব রয়েছে। আর সে কারণেই দীর্ঘ ১১ বছর (২০০৪-২০১৪) কানাডাতে লেখাপড়া, গবেষণা ও শিক্ষকতা করবার পরও কানাডাতে চাকরি/অবস্থান না করে আমি মাতৃভূমির টানে ২০১৪ সালে দেশে ফিরে এসে পূর্বের কর্মস্থল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করি। আজ কিছুটা হলেও তার প্রতিদান দিতে পেরেছি বলে আমার বিশ্বাস এবং এটা আমার অনেক বড় প্রাপ্তি বলে আমি মনে করি। পরমাণু শক্তি কমিশনের ফুল টাইম চাকরির পাশাপাশি তিনি “ঢাকা বিশ্ববিদ্যালয়” ও “স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ”-এ খণ্ডকালীন অধ্যাপক হিসাবে শিক্ষকতা করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়-এর অ্যাকাডেমিক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি ২০১৫ সাল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ কিছু গবেষণা কার্যক্রমের প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এ পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫ জন ডক্টরাল এবং ৬৫ পোস্টগ্রাজুয়েট ছাত্র ও ছাত্রী তাঁর তত্ত্বাবধানে গবেষণা সম্পন্ন করে ডিগ্রী অর্জন করেছেন এবং দেশ ও বিদেশে কর্মরত আছেন। ড. সফিউর রহমান ৮টি বিজ্ঞান বিষয়ক বইয়ের লেখক। জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তাঁর ১৫০-এর অধিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, ব্রাজিল, স্লোভাকিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের বৈজ্ঞানিক সভা, কর্মশালা ও প্রশিক্ষণে তিনি অংশগ্রহণ করেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিজ্ঞানীদের সাথে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পানির গুণগত মান উন্নয়ন, পরিবেশ দূষণ পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। তিনি বিভিন্ন সময় বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন। প্রফেসর ড. সফিউর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ সাইফুদ্দিন আহমেদ একজন আদর্শ শিক্ষকতার পাশাপাশি একজন সমাজসেবক এবং মাতা আলহাজ চেনার বেগম একজন গৃহিনী ছিলেন। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সর্ব কনিষ্ঠ। জন কল্যাণে ভবিষতে আরো ভালো গবেষণা করবার জন্য তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল মানুষের দোয়া চান।
ভোলাহাটে প্রয়াসের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

ভোলাহাটে প্রয়াসের ফ্রি চিকিৎসা সেবা প্রদান ভোলাহাটে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চলে। চাঁপাইনবাবগঞ্জ প্রয়াস হসপিটালের সহায়তায় চিকিৎসা সেবা প্রদান করেন, প্রয়াস হসপিটালের আবাসিক এমবিবিএস চিকিৎসক ডাঃ মুক্তাদির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের কণিষ্ঠ সহকারী পরিচালক মু: তাকিউর রহমান, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ভোলাহাট ইউনিট ব্যাবস্থাপক আবুল হাসনাতসহ অন্যরা। এ সময় উপজেলার প্রায় ৫০ জন অসুস্থ নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
নওগাঁয় র্যাবের হাতে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় র্যাবের হাতে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকা থেকে ট্যাপেন্টাডলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গতকাল র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এর নেতৃত্বাধীন একটি আভিযানিক দল, মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ঐ এলাকা থেকে মোঃ তরিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। পরে গ্রেফতারকৃত আসামি স্বীকারোক্তিতে এবং সাক্ষীদের উপস্থিতিতে আটক তরিকুুল ইসলাম এর নিকট হতে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তরিকুল ইসলাম নওগাঁ জলোর ধামুইরহাট থানার রঘুনাথপুরের মোঃ আব্দুল মতিনের ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি আগ্নেয়গিরিতে একাধিকবার অগ্ন্যুৎপাতের কারণে আকাশে ছাইয়ের কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করার পর আজ সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে স্থানীয় বিমানবন্দরের। গতকাল সন্ধ্যায় ফ্লোরেস দ্বীপের ১ হাজার ৫৮৪ মিটার উঁচু দ্বি-শৃঙ্গ আগ্নেয়গিরি মাউন্ট লেওটোবি লাকি-লাকিতে ধারাবাহিক অগ্ন্যুৎপাত শুরু হয়। এর মধ্যে সবচেয়ে বড়টি ঘটে স্থানীয় সময় রাত ১০টা ৪৬ মিনিটে। দেশটির আগ্নেয়গিরি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বড় অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরি শিখর থেকে ছাই ছড়িয়ে পড়ে ছয় কিলোমিটার ওপরে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা আগ্নেয়গিরির সতর্কতা সর্বোচ্চ চার স্তরে উন্নীত করার পরে ধারাবাহিক অগ্ন্যুৎপাত শুরু হয়। ভূতত্ত্ব সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের আগ্নেয়গিরি থেকে কমপক্ষে ছয় কিলোমিটার দূরে থাকতে বলেছে। তার মতে, আগ্নেয়গিরির ছাই বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত করতে পারে। ওয়াফিদ আরও বলেন, ভারী বৃষ্টিপাত হলে বিপজ্জনক লাহার বন্যা (আগ্নেয়গিরির পদার্থের এক ধরণের কাদা বা ধ্বংসাবশেষ) প্রবাহের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে ফ্লোরেসের মাউমেরে শহরে অভ্যন্তরীণ বিমান পরিষেবা প্রদানকারী একটি বিমানবন্দর অগ্ন্যুৎপাতের পর তাদের কার্যক্রম স্থগিত করেছে। ফ্রান্স সেদা বিমানবন্দরের প্রধান পারতাহিয়ান পাঞ্জাইতান এএফপিকে জানিয়েছেন, কর্তৃপক্ষ রবিবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং সিদ্ধান্ত নেবে বিমানবন্দর পুনরায় খোলার ব্যাপারে।
দক্ষ কর্মীদের ভিসা ফি বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প

দক্ষ কর্মীদের ভিসা ফি বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চ-দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ফি বাড়িয়ে এক লাখ ডলার নির্ধারণ করার ঘোষণা করেছেন। বিশেষ করে এইচ-১বি ভিসার জন্য তিনি ফি বাড়িয়েছেন। ভারত থেকে আসা কর্মীরা ব্যাপকভাবে এই ভিসাটি ব্যবহার করেন বলে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। এইচ-১বি ভিসার ওপর নতুন করে বাড়ানো এই ফি ট্রাম্পের বৃহত্তর দমন-পীড়নের অংশ। ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে অভিবাসনের বিরুদ্ধে ব্যাপক চাপ শুরু করেছেন। একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ভিসার খরচ এখন এক হাজার ডলারের নিচে, যা এক লাখ ডলারে উন্নীত করা হচ্ছে। এই পদক্ষেপের খবর প্রথম ব্লুমবার্গ নিউজ কর্তৃক প্রকাশিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর লটারি পদ্ধতিতে ৮৫ হাজার এইচ-১বি ভিসা প্রদান করে। প্রায় তিন-চতুর্থাংশ ভিসা ভারতীয়রা পেয়ে থাকে। বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলো ভারতীয় কর্মীদের ওপর নির্ভর করে, যারা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয় অথবা দুই দেশের মধ্যে আসা-যাওয়া করে। ট্রাম্পের সাবেক মিত্র ইলন মাস্কসহ প্রযুক্তি উদ্যোক্তারা এইচ-১বি ভিসার ওপর কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতের চাকরির শূন্যপদ পূরণের জন্য পর্যাপ্ত স্বদেশী প্রতিভা নেই।
শহীদ স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’র উদ্বোধন

শহীদ স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’র উদ্বোধন জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’র উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । আজ দুপুরে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে এ গ্রাফিতি উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই প্রজন্ম ও আগামীর প্রজন্মকে জানতে হবে-জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র-জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরণের উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হতে। তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হবে তাদের এ ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং একইসঙ্গে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে তিনি সবাইকে আহ্বান জানান, যে বাংলাদেশে থাকবে ন্যায়, সমতা ও মানবিকতার অবিচল প্রতিশ্রুতি। জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তের ম্যুরাল চত্বরে জুলাই বিপ্লবের বীরত্ব ও আত্মত্যাগকে মূল উপজীব্য করে ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর পরামর্শ অনুযায়ী গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এজন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আগামীকাল শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া

আগামীকাল শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া আগামীকাল। এদিন থেকেই শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হচ্ছে। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষে শুরু হচ্ছে দেবীপক্ষ। চন্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যে দেবী দুর্গাকে জানানো হবে আহ্বান। মহালয়া উপলক্ষে চন্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। মূলত মহালয়া মানেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়ে যাওয়া। মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। পুরাণে আছে- দুর্গোৎসবের তিনটি পর্ব- মহালয়া, বোধন আর সন্ধিপূজা। মহামায়া অসীম শক্তির উৎস। পুরাণ মতে, মহালয়ার দিনে, দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলে অসীম ক্ষমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায়। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব ত্রয়ী সম্মিলিতভাবে ‘মহামায়া’র রূপে অমোঘ নারীশক্তি সৃষ্টি করলেন এবং দেবতাদের দশটি অস্ত্রে সুসজ্জিত হয়ে সিংহবাহিনী নিয়ে দেবী দুর্গা ৯ দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করে। মহালয়ার ভোর থেকেই শুরু হয় পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করা। সনাতন ধর্মে বলা হয়, পিতৃপক্ষে প্রয়াত আত্মারা স্বর্গ থেকে মর্ত্যলোকে আসেন। মৃত আত্মীয়পরিজন ও পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন অনেকে। পূর্বপুরুষদের উদ্দেশে জল-তিল-অন্ন উৎসর্গ করে তর্পণ করা হয়। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আগামীকাল থেকেই দুর্গাপূজার আগমনধ্বনি শোনা যাবে। দুর্গাপূজার এই সূচনার দিনটি সারা দেশে বেশ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হবে। মহালয়া উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজা কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করবে। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজা মণ্ডপে, ঢাকাস্থ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বরদেশ্বরী কালীমাতা মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, সিদ্ধেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, রামসীতা মন্দির, জয়কালী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে ভোর থেকেই চন্ডীপাঠ, চন্ডীপূজা ও বিশেষ পূজার মধ্য দিয়ে মহালয়ার ঘট স্থাপন করা হবে।