ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪ জন আক্রান্ত

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন রোগী। এছাড়া গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮ জন পুরুষ ও ২ জন নারীসহ ১০ জন, শিবগঞ্জ ১ জন পুরুষ ও ১ জন নারীসহ ২ জন এবং গোমস্তাপুরে ১ জন নারী রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

পানি কমেছে পদ্মা মহানন্দায়, সামান্য বেড়েছে পুনর্ভবায়

পানি কমেছে পদ্মা মহানন্দায়, সামান্য বেড়েছে পুনর্ভবায়   জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা ও মহানন্দা পানি কমতে শুরু করেছে। তবে পুনর্ভবা নদীর পানি সামন্য বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় ৮ সেন্টিমিটার ও মহানন্দায় ৩ সেন্টিমিটার পানি কমেছে। অন্যদিকে পুনর্ভবায় পানি বেড়েছে ২ সেন্টিমিটার। আজ চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯.৮০ মিটার, আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ সেমিন্টমিটার কমে সমতল দাঁড়িয়েছে ১৯.৭২ মিটার। অন্যদিকে গতকাল সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৭.৯৫ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ৩ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ১৭.৯২ মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৭.৯৮ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ২ সেন্টিমিটার বেড়ে সমতল দাঁড়িয়েছে ১৮.০০ মিটার। উল্লেখ্য, পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার। বিপৎসীমার অনেক নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে এই তিন নদীর পানি।

এমপিওভুক্ত শিক্ষকদের পাওনা আদায়ে বিক্ষোভ ও আলোচনা সভা

এমপিওভুক্ত শিক্ষকদের পাওনা আদায়ে বিক্ষোভ ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে নন-এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তকরণ ও এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া, বোনাস, চিকিৎসা, অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি আদায়ের দাবিতে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ও মহিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাজাবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু বকর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ শরিফুল আলম, নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, নামোশংকরবাটি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, নবাবগঞ্জ কামিল মাদ্রাসার মুফাসির আব্দুল মতিন, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার আলীসহ অন্যরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান। বক্তরা বলেন, ‘অত্যন্ত দুঃখের বিষয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৫০ শতাংশ উৎসব ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে নিয়োজিত থেকে আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য। ‘তা ছাড়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা নেই, আর্থিক নিশ্চয়তা নেই, সামাজিক মর্যাদা নেই, অবসর ও কল্যাণের নিশ্চয়তা নেই। শিক্ষকদের গুণগত মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিকল্প নেই। জাতীয়করণ ত্বরান্বিত করার লক্ষ্যে অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা দিতে হবে।

সীমান্তে অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী

সীমান্তে অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্র,গুলি বা বিস্ফোরকের প্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিবিজি, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব এবং পুলিশের বিভিন্ন  ইউনিট সহ বাহিনীগুলো। সামনে নির্বাচনকে ঘিরে এই অবস্থান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীগুলোর কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার মধ্যে সদর,শিবগঞ্জ,গোমস্তাপুর  এবং ভোলাহাট উপজেলা ভারত সীমান্ত ঘেরা। এর মধ্যে রয়েছে নদী সীমান্ত। রয়েছে কাঁটাতারের বেড়াবিহীনও কিছু সীমান্ত।  সমগ্র চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মোতায়েন রয়েছে বিজিবি’র ৩টি পৃথক ব্যাটালিয়ন। বাহিনীগুলো সূত্রে জানা যায়,চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকে মাদক,অস্ত্রসহ বিভিন্ন পণ্য চোরাচালানের  অন্যতম রুট হিসেবে চিহ্নিত করা হলেও সাম্প্রতিককালে অস্ত্র উদ্ধারের তেমন কোন ঘটনা ঘটে নি। অতীতের বহু ইতিহাস থাকলেও স্পর্শকাতর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্র আসছে এমন তথ্য কোন বাহিনীর তরফে বা স্থানীয় কোন সূত্রে  সম্প্রতি জানা যায় নি। তবে সম্ভাবনার কথা উড়িয়ে দেয় নি কেউ। বিগত ৬ সপ্তাহে দুটি ঘটনার কথা জানা গেছে। গত ২৩ সেপ্টেম্বর শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার হয়। এর আগে গত ২৪ আগষ্ট সদর উপজেলা সীমান্তে ৭ কেজি বিস্ফোরক তৈরীর উপাদান উপাদান জব্দ করে বিজিবি। ঘটনাগুলোই কেউ আটক না হলেও ৫ জনকে পলাতক আসামী করে মামলা করে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের ২টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, কাজী মুস্তাফিুজুর রহমান ও পাশ্ববর্তী ১৬ বিজিবি নওগাঁ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, জেলার কোনো সীমান্ত দিয়ে কোনক্রমেই অস্ত্র পাচার হতে দেয়া হবে না। তবে এ সংক্রান্ত নজরদারি কঠোর করা হবে। অন্যদিকে, র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) সাঈদ মাহমুদ সাদান বলেন, বিজিবির পাশাপাশি র‌্যাবও সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে কিনা তা নজরদারি করছে। সুনির্দিষ্ট তথ্য পেলেই যথাযথ প্রক্রিয়ায় অভিযান চালানো হবে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, সীমান্তে অস্ত্র ঢোকার সাম্প্রতিক তেমন কোন তথ্য বা ইঙ্গিত নেই। তবে জোর গোয়েন্দা নজরদারি চলছে।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস উদযাপন “ডিম আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” – এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। আজ সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. এমরান আলী প্রামাণিক, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবীর উদ্দীন আহমেদ, শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমীন আক্তার, লাইভস্টক সার্ভিস প্রোভাইডার আব্দুস সালাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শামীমা নাসরিন সহ অন্যরা। সভায় বক্তারা জানান, ডিম সাশ্রয়ী, পুষ্টিকর ও সহজলভ্য খাবার হিসেবে দেশের পুষ্টি ঘাটতি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালিতে পথচারীদের সেদ্ধ ডিম খাওয়ানো হয়।

বিসিসিসিআই এর পরিচালক হলেন চাঁপাইনবাবগঞ্জের জিন্নাতুল ইসলাম

বিসিসিসিআই এর পরিচালক হলেন চাঁপাইনবাবগঞ্জের জিন্নাতুল ইসলাম বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান গতকাল বাংলাদেশের রাজধানী ঢাকার বিসিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নারগিস মুরশিদা। তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলমের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। বিসিসিসিআই-এর ২৪ জন কার্যনির্বাহী সদস্য ২০২৫—২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে হেবেই উইলসন টেক্সটাইল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতী সন্তান জিন্নাতুল ইসলাম পরিচালক (জনসংযোগ) হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে এসএসসি ও নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৯৮ সালে এইচএসসি পাস করেছেন। পরবর্তীতে তিনি ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। উল্লেখ্য, তিনি চায়না সরকারের স্কলারশিপ নিয়ে ২০১০ সালে সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে চায়না ভাষায় উচ্চতর শিক্ষা অর্জন করেন।

চাঁপাইনবাবগঞ্জে আইডিএফ’র কর্মী কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আইডিএফ’র কর্মী কর্মশালা অনুষ্ঠিত দারিদ্র বিমোচনের সংগ্রামে আমরা অবিচল এ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন সংস্থা আইডিএফ’র কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় রাজশাহী জোনের চাঁপাইনবাবগঞ্জ এরিয়ার কর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশ নেন। এতে আইডিএফ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জহিরুল আলম এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, আইডিএফ’র প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক শহীদুল আমীন চৌধুরী ও সাধারণ পরিষদ সদস্য হোসনে আরা বেগম। দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মন্টু আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মন্টু আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এবং সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী মন্টু আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল ১১টায় দূর্লভপুর কেন্দ্রীয় গোরস্থানে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের জানাজার নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জ উপজলোর সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামসহ অন্যরা।

কাশিয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে, ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী

কাশিয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে, ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় র‌্যাব-৫ এর অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁন্না সাকুর মোড়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ লাল্টু আলী ও শাকিবুল ইসলাম নামে ২জনকে গ্রেফতার করা হয়। র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজশাহী অঞ্চলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট : ৯-১ গোলে বড় জয় শিবগঞ্জের

জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট : ৯-১ গোলে বড় জয় শিবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জে চলমান জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সোমবার ছিল শিবগঞ্জ বনাম নাচোল উপজেলা দলের খেলা। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। কিন্তু খেলা শুরুর ১৮ মিনিটের মাথায় মোমিনুলের গোলের সুবাদে ১-০ গোলে এগিয়ে যায় শিবগঞ্জ উপজেলা দল। এর পর ৩৩ মিনিটের মাথায় মাশরাফির গোলে আরো এগিয়ে যায় শিবগঞ্জ উপজেলা দল। এরপর আফিরে তাকাতে হয়নি শিবগঞ্জ উপজেলা দলকে। পুরো খেলায় মোমিনুল একাই করেন ৫ গোল এবং মাশরাফি করেন ৩ গোল আর আলমগীর করেন ১টি গোল। তবে ডিবক্সের মধ্যে ফাউল হলে নাচোল উপজেলা দল পেনাল্টি পেয়ে যায়। পেনাল্টি শট থেকে ১টি গোল করেন নাচোল উপজেলা দলের আল দিলুস। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া খেলায় ৯-১ গোলের বিরাট ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শিবগঞ্জ উপজেলা দল। তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে। নতুন স্টেডিয়ামে এই খেলা চলছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।