জেলায় ডায়রিয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ৫০ জন

জেলায় ডায়রিয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ৫০ জন চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪০ জন রোগী। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, গোমস্তাপুরে ৭ জন, নাচোলে ৫ জন ও ভোলাহাটে ৬ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪০ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ১৬ জন, শিবগঞ্জ থেকে ৮ জন, গোমস্তাপুর থেকে ২ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৮ জন রোগী বাড়ি ফিরেছেন।
ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩ জন আক্রান্ত

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন ও গোমস্তাপুরে ১ জন রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৩ জনকে ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১১ জন, শিবগঞ্জে ৩ জন, গোমস্তাপুরে ১ জন এবং ভোলাহাটে ২ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
নাচোলে সংঘর্ষের ঘটনায় আলাদা তিনটি মামলা ও গ্রেপ্তার ৫

নাচোলে সংঘর্ষের ঘটনায় আলাদা তিনটি মামলা ও গ্রেপ্তার ৫ নাচোলে সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এজাহার নামীয় ৪ জনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-নাচোল উপজেলার ঘাঁসুরা এলাকার টুটুল আলীর ছেলে সুমন আলী, মাড়কইল গ্রামের হুমায়ন কবীরের ছেলে রাকিব আলী, মৃত আমজাদ হোসেনের ছেলে শরীফুল ইসলাম, শরীফুল ইসলামের ছেলে তারেক মনোয়ার, ফুলবাড়ি গ্রামের মামুনুর রশিদের ছেলে ইউসুফ আলী। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন-গতকাল রাতে নাচোলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪জনই এজাহারভুক্ত আসামি। আজ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কইল এসাহাপুর লাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৪ জন আহত হন। আহতদের মধ্যে গত বুধবার রাতে মিলন আলী ও তার ভাই আলম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষের ঘটনায় হত্যা ও লুটপাটের অভিযোগে নাচোল থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন পুরুষ ও বহির্বিভাগে ২ জন রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১১ জন, শিবগঞ্জে ৩ জন, গোমস্তাপুরে ২ জন এবং ভোলাহাটে ২ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫২০ জন।
৬৮তম জোটা ও ২৯তম জোটির উদ্বোধন

৬৮তম জোটা ও ২৯তম জোটির উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে স্কাউটের ৬৮তম জোটা (Jamboree on the Air, JOTA) ও ২৯তম জোটি (Jamboree on the Internet, JOTI) উদ্বোধন করা হয়েছে। জেলা স্কাউটস ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে। এতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিষয়ে ধারনা দেয়া হয়। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত পুরো বিশ্ব স্কাউটে এই ৬৮তম জোটা ও ২৯তম জোটি অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাবলিডার রাকিব উদ্দীন আহম্মেদ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমান, সদর উপজেলা সম্পাদক মাইনুল ইসলাম, স্কাউট লিডার শামিম আহমেদসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের ৩ দিনের কর্মশালা সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের ৩ দিনের কর্মশালা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলার জন্য ধর্মীয় নেতাদের মতামত গ্রহণের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার শেষ দিনে আজ আলোচক ছিলেন, সদর থানার এএসআই রক্সি খাতুন ও মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। রামচন্দ্রপুরহাট জামে মসজিদের খতিব আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের সহয়তাকারী তোহরুল ইসলাম। ইউনিসেফ এর সহায়তায় স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেবিহার চেঞ্জ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অফিস। কর্মশালায় অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার ইমাম, পুরোহিত, মাওলানা ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ। প্রশিক্ষণে “শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা এবং আইনগত সহায়তার কৌশল” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস

চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। সূচনা বক্তব্য দেন শিল্পকলা অ্যাকাডেমির জেলা কালচারাল অফিসার শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম। বক্তারা লালন শাহ’র মানবতার ধর্ম সবখানে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালনের বিভিন্ন গান পরিবেশ করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা অ্যাকাডেমি এই কর্মসূচির আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন পুরুষ ও ৩ জন মহিলাসহ ৬ জন, হাসপাতালটির বহির্বিভাগে ২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন মহিলা রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৫ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন পুরুষ ও ৭ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জে ২ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৩ জন, গোমস্তাপুরে ১ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ২ জন এবং ভোলাহাটে ১ জন পুরুষ ও ১ জন মহিলা রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫১৮ জন।
গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোমস্তাপুরে গর্তের পানিতে ডুবে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল সোয়া ৯টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামে নিজেদের বাড়ির সামনের গর্তের পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের মো. তহিরুল ইসলামের ছেলে আব্দুর রহমান। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ও স্থানীয় সূত্র জানান, সকাল সোয়া ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিজেদের বাড়ির সামনের গর্তের পানির মধ্যে পড়ে মারা যায় শিশু আব্দুর রহমান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহারাজপুরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

মহারাজপুরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া ব্যক্তি জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর বাবুর বাগান গ্রামের মৃত ঝডু রবিদাশের ছেলে সুচেন রবিদাশ। আজ সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়কের মহারাজুপর মেলার মোড় থেকে মৃতদেটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, সুচেন রবিদাশ পেশায় মুচি ছিলেন এবং উচ্চ রক্তচাপজনিত অসুখে ভূগছিলেন। বুধবার দিবাগত গভীর রাতে ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।