সদরের নবাগত ইউএনও মারুফ আফজাল রাজন

সদরের নবাগত ইউএনও মারুফ আফজাল রাজন চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনকে। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার মাহমুদুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। আজ এই প্রজ্ঞাপন জারি করা হয়। মারুফ আফজাল রাজন ৩৬তম বিসিএস ব্যাচের একজন সদস্য। তিনি ঢাকা জেলার বাসিন্দা।
গোমস্তাপুরে বিজিবি’র সচেতনামূলক সভা

গোমস্তাপুরে বিজিবি’র সচেতনামূলক সভা গোমস্তাপুরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিয়ে সচেতনামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ ১৬ বিজিবি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। বক্তব্য দেন, নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রোকনপুর বিওপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আউয়াল, বিভিষণ ক্যাম্প কমান্ডার আতিকুর রহমান, জেলে সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান। এসময় ইউপি সদস্য,এলাকার বাসিন্দা ও জেলেরা উপস্থিত ছিলেন। সচেতনামূলক সভায় বক্তারা বলেন, বিলে জেলেরা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃস্টি করছে। বিশৃঙ্খলা না করে মিলেমিশে সবাইকে বিলে এসে মাছ ধরতে আহ্বান জানান তারা। এদিকে ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, বিজিবি মানুষের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, বিলে মিলেমিশে মাছ ধরেন, বিশৃঙ্খল করলে সীমান্তের শুণ্যরেখায় কাউকে যেতে দেওয়া হবে না।
চরঅনুপনগরে প্রয়াসের খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

চরঅনুপনগরে প্রয়াসের খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চরঅনুপনগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামচন্দ্রপুর হর্টিকালচারের নার্সারী তত্ত্বাবধায়ক খন্দকার মাহাতাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক, প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, ইউনিট-১২ এর শাখা ব্যবস্থাপক ইতিআরা খাতুন ও সিএমও সিভিল রোকনুজ্জামানসহ ২০ জন সিসিএজি সদস্য। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)- এর সহযোগিতায় এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
চাঁপাইনবাবগঞ্জে পরিসংখ্যান দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে পরিসংখ্যান দিবস উদযাপন সবার জন্য মানসম্মত পরিসংখ্যান-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়েছে। আজ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাজীব কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। অন্যদের মধ্যে আলোচনা অংশ নেন শিবগঞ্জ মহিলা কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম ও পরিসংখ্যান বিষয়ক তথ্য উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাজিব কুমার কর্মকার। তিনি তার উপস্থাপনায় পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেন।
ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ভোলাহাট উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত দায়িত্বে থাকা ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি শামীম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, আরডিও সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদসহ অন্যরা। এসময় উপজেলায় ৪ হাজার ৪৯০জন প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় চাষে সহযোগিতার জন্য অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক একটি মাত্র ফসল পাবেন। একজন কৃষক ১ বিঘা জমির জন্য ২০ কেজি করে গম বীজ অথবা ১ কেজি করে সরিষা বীজ অথবা ১০ কেজি করে চিনাবাদাম বীজ বা ১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার অথবা ৫ কেজি করে মুগ বীজ বা ৫ কেজি করে মসুর বীজ বা ৮ কেজি করে খেসারি বীজ অথবা ২ কেজি করে অড়হড় বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।
পরিচালকের বান্ধবী-স্ত্রী হতে চাননি বলেই দেশ ছেড়েছিলেন জয়া

পরিচালকের বান্ধবী-স্ত্রী হতে চাননি বলেই দেশ ছেড়েছিলেন জয়া অভিনয় দিয়ে সীমান্ত পেরিয়ে দুই বাংলায় নিজের প্রতিভার ছাপ রেখেছেন জয়া আহসান। ঢাকার মেয়ে হয়েও কলকাতার সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করছেন এক যুগেরও বেশি সময় ধরে। তবে ঢালিউডে তাকে দেখা যায় তুলনামূলক কম। কেন এমনটা সে প্রশ্নের জবাব দিয়েছেন সম্প্রতি এক পডকাস্টে। জয়া জানান, দেশে তিনি মনভরা কাজ পাচ্ছিলেন না। তাই শিল্পের প্রতি টান থেকেই কলকাতায় যাওয়া। তার ভাষায়, ‘তখন বাংলাদেশে আমি করতে পারি সে রকম কাজ পাচ্ছিলাম না। সেই কষ্টের জায়গা থেকে এবং শিল্পের প্রতি আমার প্যাশনের কারণেই কলকাতায় গিয়েছি। অভিনয় ছাড়া তো আমি কিছু করিনি বা পারি না। অভিনয় করতেই হতো আমাকে।’ দেশের চলচ্চিত্র অঙ্গনে টিকে থাকতে অনেক সময় পরিচালকদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকা লাগে এমন ইঙ্গিত দিয়ে জয়া বলেন, ‘যে পরিচালকদের জন্য আমি সব সময় হাজির থেকেছি তারা আমাকে প্রোপারলি ব্যবহার করেননি। বাংলাদেশে একটা সমস্যা, পরিচালকের হয় বান্ধবী থাকে, না হয় স্ত্রী। এটা আমার পক্ষে সম্ভব না। এসবে আমি যাইনি, যাবও না। তাই হয়তো আমাকে কর্নারড হতে হয়েছে। কিন্তু কলকাতায় তেমন হয়নি। সেখানে আউটসাইডার হয়েও তারা আমাকে গুরুত্ব দিয়েছে, আমার জন্য গল্প লিখেছে। আমার জন্য চরিত্র তৈরি করেছে।’ নারীশিল্পীকে কেন্দ্র করে সিনেমা নির্মাণে অনীহার কথাও তুলে ধরেন জয়া আহসান। তিনি বলেন, ‘এখনও বাংলাদেশে নারীকে কেন্দ্র করে কাজ করতে ভয় পান অনেক পরিচালক। করলেও হয় তার বান্ধবীকে নেবেন, না হয় স্ত্রীকে। অথবা কোনো মেগাস্টারকে নেবেন। একজন পিওর আর্টিস্টকে নিয়ে বাজি ধরতে চান না তারা। তবে এর বাইরেও অনেক প্রতিভাবান নির্মাতা আছেন যারা আমার কাছ থেকে বা আরও গুণী শিল্পীদের কাছ থেকে ভালো কাজ বের করতে পারতেন। কিন্তু করেননি।’ সর্বশেষ জয়া আহসান অভিনয় করেছেন বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার ‘ফেরেশতে’ সিনেমায়। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ পরিচালিত ছবিটিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক।
আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো

আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো চিলির সান্তিয়াগোতে ফুটে উঠল আফ্রিকার নতুন ইতিহাস। আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবার ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতে নিলো মরক্কো। ম্যাচের নায়ক ছিলেন ইয়াসির জাবিরি। ১২ আর ২৯ মিনিটে দলের হয়ে দুটি গোলই করেছেন এই তরুণ ফরোয়ার্ড, যিনি মরক্কোর ফুটবলে লিখে দিলেন নতুন অধ্যায়। পুরো ম্যাচ জুড়ে বলের দখল ছিল আর্জেন্টিনার হাতে, কিন্তু মরক্কোর শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগের সামনে একবারও জাল খুঁজে পাননি তারা। জিয়ানলুকা প্রেস্টিয়ানি ও মাহের কারিজোরা একাধিক সুযোগ তৈরি করলেও শেষ তৃতীয়াংশে যথাযথ নির্ভুলতা ছিল না। টুর্নামেন্টে এই প্রথমবার পিছিয়ে পড়ে আর্জেন্টিনা, আর সেই ভুলটাই তাদের শিরোপা হাতছাড়া করে দেয়। অন্যদিকে, মরক্কো দেখিয়েছে অসাধারণ ধৈর্য ও কৌশলগত ভারসাম্য। গোলরক্ষক ইব্রাহিম গোমিস করেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ, আর ওথমান মাাম্মা ও ইয়াসির জাবিরি মিলে আর্জেন্টিনার প্রতিটি ভুলের সুযোগ নিয়েছেন নিখুঁতভাবে। এটি শুধু একটি ট্রফি নয়, এটি মরক্কোর ফুটবলে এক নতুন যুগের সূচনা। প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতে আফ্রিকার দেশটি প্রমাণ করল তাদের যুব ফুটবলের অসাধারণ অগ্রগতি। এই সোনালি প্রজন্ম যেন মরক্কোর ফুটবলের গর্ব হয়ে বিশ্বমঞ্চে লিখে গেল ইতিহাসের নতুন পাতা।
ভোটের আগে-পরে ৮ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ইসি সচিব

ভোটের আগে-পরে ৮ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ইসি সচিব এবার ভোটের আগে-পরে আটদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে। সোমবার (২০ অক্টোবর) প্রাক-প্রস্তুতিমূলক আইনশৃঙ্খলা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বৈঠক শেষে তিনি বলেন, ইসির এবার ভোটে পাঁচদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখার পরিকল্পনা ছিল। আজ বৈঠকে আটদিন রাখার প্রস্তাব এসেছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সচিব জানান, ভোটের আগে তিনদিন, ভোটের দিন ও ভোটের পরে নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনেও আটদিনের জন্য মাঠে নেমেছিল সশস্ত্র বাহিনী। তবে যাতায়াতের জন্য আরও পাঁচদিন সময় নিয়েছিল। একাদশ সংসদ নির্বাচনে ১০ দিন মাঠে নেমেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৈঠক থেকে কোনো ধরনের দিকনির্দেশনা দেওয়া হয়নি বলে জানান তিনি। সচিব জানান, এআইয়ের অপব্যবহার রোধ, ড্রোন ব্যবহার নিষিদ্ধ ও বডিওর্ন ক্যামেরা থাকবে পুলিশের। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে এই বৈঠক দুই ঘণ্টা চলে।
আমাকে পুরস্কার দেওয়া হলে, তা ডাস্টবিনে ফেলে দেব: বিশাল

আমাকে পুরস্কার দেওয়া হলে, তা ডাস্টবিনে ফেলে দেব: বিশাল ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা-প্রযোজক বিশাল কৃষ্ণা রেড্ডি। শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রাখেন। পরবর্তীতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। ২০০৪ সালে ‘চেলামাই’ সিনেমায় নায়ক হিসেবে পর্দায় হাজির হন। এরপর ‘সান্ডাকোঝি’, ‘তিমিরু’, ‘বেদি’-এর মতো অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে এখনো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি বিশাল। কয়েক দিন আগে ‘ইয়োর্স ফ্র্যাঙ্কলি বিশাল’ শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই অভিনেতা। এ আলাপচারিতায় পুরস্কারের সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার ভাষ্য—“আমাকে পুরস্কার দেওয়া হলে তা ডাস্টবিনে ফেলে দেব।” ‘চাক্রা’ তারকা বিশাল বলেন, “আমি পুরস্কারে বিশ্বাস করি না। পুরস্কার একেবারেই পাগলাটে ব্যাপার। সাত কোটি মানুষের মধ্যে মাত্র চারজন মানুষ কীভাবে সিদ্ধান্ত নিতে পারেন—কে সেরা অভিনেতা, কে সেরা সহ-অভিনেতা বা কোনটি সেরা সিনেমা হবে? এরা কি সবার বস? ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি, এজন্য আফসোস নেই ‘মার্ক অ্যান্টনি’ তারকার। এ তথ্য স্মরণ করে বিশাল বলেন, “আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েও একই কথা বলছি। আমি পুরস্কার পাইনি বলে এসব কথা বলছি না। তবে জরিপ করে মানুষের মতামত নেওয়া উচিত। এটা গুরুত্বপূর্ণ। এই পুরস্কার আসলে আটজন মানুষ বসে ঠিক করে কে সেরা অভিনেতা—এটা হাস্যকর। আমি পুরস্কারে বিশ্বাস করি না; এটা বাজে ব্যাপার। আয়োজকদের প্রতি অনুরোধ করে বিশাল বলেন, “আমি আয়োজকদের বলেছি, যদি আমাকে পুরস্কার দেওয়া হয়, আমি সেটা ডাস্টবিনে ফেলে দেব। যদি সেটা স্বর্ণ দিয়েও তৈরি হয়, আমি বিক্রি করে টাকাটা দান করে দেব। আমি তাদের অনুরোধ করি, আমাকে যেন পুরস্কার না দেওয়া হয়। বরং যে সত্যিকার অর্থে প্রাপ্য, তাকে দেওয়া হোক।” ব্যক্তিগত কারণে পুরস্কার গ্রহণ করেন না বিশাল। তবে এটাও স্বীকার করেন যে, অনেকেই এই স্বীকৃতি গুরুত্ব সহকারে নেন, তাই আয়োজকদের প্রতি আহ্বান, যারা পুরস্কারকে মূল্য দেন, তাদেরই যেন সম্মান জানানো হয়। উল্লেখ্য, তামিল সিনেমায় অবদানের জন্য ২০০৬ সালে বিশালকে কালাইমামানি পুরস্কারে ভূষিত করা হয়। জানা যায়, এ পুরস্কার তিনি গ্রহণ করেছেন। যদিও সেই মুহূর্তের কোনো ছবি খোঁজে পাওয়া যায়নি। বিশাল এখন ‘মাগুডাম’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অ্যাকশন-গ্যাংস্টার ঘরানার সিনেমাটিতে একাধিক চরিত্রে দেখা যাবে তাকে। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন দুশারা বিজয়ান। এটি পরিচালনা করছেন রবি আরাসু। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে এটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। তথ্যসূত্র: পিঙ্কভিলা
শান্তিচুক্তির মধ্যেই গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

শান্তিচুক্তির মধ্যেই গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা হামাসের সঙ্গে শান্তিচুক্তির গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রবিবার স্থানীয় সময় বিকেলের দিকে দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েল কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। খবর বিবিসির। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, তাদের সৈন্যদের ওপর হামাস যোদ্ধাদের হামলার অভিযোগ পাওয়ার পর তারা দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে। আইডিএফ জানিয়েছে, তাদের সৈন্যরা যুদ্ধবিরতি চুক্তি অনুসারে রাফাহ এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ ভেঙে ফেলার সময় তাদের ওপর গুলি চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এটিকে ‘যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। আইডিএফ আরো বলেছে, তারা ‘শক্তভাবে জবাব দেবে’। হতাহতের কোনো তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। এদিকে হামাস বলেছে, তারা যুদ্ধবিরতিতে অঙ্গীকারবদ্ধ এবং বরাবরের মতো এবারও ইসরায়েলই চুক্তি ভঙ্গ করেছে। ইসরায়েল তাদের অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য ‘অজুহাত তৈরি করেছে বলে অভিযোগ করেছে হামাস। সর্বশেষ এই সংঘর্ষের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের ‘গাজা উপত্যকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে জোরপূর্বক ব্যবস্থা নেওয়ার’ নির্দেশ দিয়েছেন।