থাইল্যান্ডের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ

থাইল্যান্ডের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ দীর্ঘ ১২ বছর পর আবারও ব্যাংককে অনুষ্ঠিত থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে ম্যাচে ৩-০ ব্যবধানে হেরেছে লাল-সবুজের মেয়েরা। আজকের ম্যাচটি ফিফা স্বীকৃতিপ্রাপ্ত হলেও বাফুফে ও থাই ফুটবল অ্যাসোসিয়েশন এটি ক্লোজড ডোরে আয়োজন করে। ম্যাচের প্রথম মিনিটে ওরাপিন ওয়েনগিওন গোল দিয়ে থাইল্যান্ডকে এগিয়ে দেন। ৫১তম মিনিটে সোয়ালাক পেঙ্গাম এবং ৮৬তম মিনিটে পাত্তারানান বাড়ান ব্যবধান। গত জুলাইয়ে উইমেন’স এশিয়ান কাপ বাছাই পর্ব পেরোনোর পর টানা পাঁচ ম্যাচ অপরাজিত থেকে এই ম্যাচে তারা হারের মুখোমুখি হলো। দুই দলের দ্বিতীয় প্রীতি ম্যাচ আগামী সোমবার অনুষ্ঠিত হবে। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী দল থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলছে।

নাচোলে দু’ভাই নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ 

নাচোলে দু’ভাই নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ    নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ্র ফুলবাড়ি, মারকইল, পাহাড়পুর গ্রামে গত ১৪ অক্টোবর স্থানীয় বিবাদমান দু’পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন ও আলম নামে দুই সহোদরসহ অন্তত: ১৪ জন গুরুতর আহত হন। ওই সময় ভাংচুর ও হামলা করা হয় ১০/১২ বাড়িঘর। পরেরদিন ১৫ অক্টোবর দু’ভাই মিলন ও আলম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ সকালে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ভূক্তভোগি পরিবারের ব্যানারে ফুলবাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন নিহত  মিলনের স্ত্রী সুমেরা খাতুন, আলমের স্ত্রী রেখা খাতুন, আলমের ছেলে সাদেক আলী, ইউপি সদস্য শাহজাহানসগহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ ব্যাপারে নাচোল থানার পরিদর্শক(তদন্ত) নুরুল কাদির সৈকত বলেন, ওই ঘটনায়  থানায় একটি হত্যা এবং বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায়  আরও ২টি সহ মোট ৩টি মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই ৩টি মামলায় এ পর্যন্ত  এক সন্দেহভাজন ও ৪ এজাহারনামীয় আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

দেশে চিকিৎসাধীন ২ হাজার ৯০১ ডেঙ্গু রোগী

দেশে চিকিৎসাধীন ২ হাজার ৯০১ ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তাই চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ২৫৯ জনই আছে। এদিকে মৃত্যু না থাকলেও গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬৮ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ৬৩ হাজার ৬৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ৬০ হাজার ৭৩৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২৯০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।  

লিবিয়া থেকে ফিরলেন আরো ৩০৯ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরো ৩০৯ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরো ৩০৯ বাংলাদেশি। আজ সকাল সাড়ে ৯টার দিকে তাদের বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সহায়তা ও দূতাবাসের তত্ত্বাবধানে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করা এসব প্রবাসীকে গতকাল দেশে পাঠানো হয়। এর আগে গত ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফিরেন। প্রত্যাবাসিত বাংলাদেশিরা এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। পরবর্তীকালে দূতাবাস লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে।

ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখল বিল পাসে তীব্র নিন্দা

ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখল বিল পাসে তীব্র নিন্দা  ইসরায়েলি পার্লামেন্ট দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের প্রস্তাবিত একটি বিলকে প্রাথমিক অনুমোদন দিয়েছে। এই পদক্ষেপ কার্যত ফিলিস্তিনি ভূখ- সংযুক্তির সমতুল্য, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। বিতর্কিত এ বিল পাস হওয়ায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে। বিভিন্ন দেশের মতো এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরের ওপর ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার লক্ষ্যে তেল আবিবের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়।  

ছুটির দিনে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

ছুটির দিনে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস বায়ুদূষণে বিশ্বের ১২৭ শহরের তালিকায় শীর্ষ ৯ নম্বরে উঠে এসেছে ঢাকা। ছুটির দিনে আজ সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়। আজ আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ৩৬২। পাশাপাশি তালিকার শীর্ষ ২ ও ৩ নম্বরে অবস্থান করছে যথাক্রমে প্রতিবেশী ভারতের দিল্লি ও কলকাতা। এরমধ্যে দিল্লির স্কোর ২০৩ ও ১৭১ স্কোর কলকাতার। এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৯ নম্বরে ১৫৫ স্কোর নিয়ে আছে রাজধানী ঢাকা।

অন্ধ্রপ্রদেশে মোটরসাইকেল-বাস সংঘর্ষে পুড়ে ছাই ২০ যাত্রী 

অন্ধ্রপ্রদেশে মোটরসাইকেল-বাস সংঘর্ষে পুড়ে ছাই ২০ যাত্রী  ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুলে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। ঘটনাটি ঘটে আজ ভোরে। বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এ ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের পর বাসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। বাসটিতে দুইজন চালকসহ মোট ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও প্রাণ হারান। পুলিশ জানায়, ‘কাবেরি ট্রাভেলস’-এর একটি প্রাইভেট ভলভো বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত প্যাটেল এনডিটিভিকে জানান, এটি একটি এসি বাস ছিল। ফলে আগুন লাগার পর যাত্রীরা দরজা খুলে বের হতে পারেননি। যারা জানালার কাচ ভেঙে বের হতে পেরেছেন, তারাই বেঁচে গেছেন।

দুর্দান্ত বোলিংয়ে রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

দুর্দান্ত বোলিংয়ে রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এই ম্যাচে ৩ উইকেট নিয়ে রিশাদ গড়েছেন এক নয়, দুইটি বড় রেকর্ড। তিন ম্যাচের সিরিজে ১২ উইকেট শিকার করে রিশাদ ভেঙে দিয়েছেন আফগানিস্তানের রশিদ খানের বিশ্বরেকর্ড। এতদিন পর্যন্ত ওয়ানডের ৩ ম্যাচের কোনো সিরিজে স্পিনার হিসেবে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছিলেন রশিদ খান ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। রিশাদ এবার সেটি টপকে গড়লেন নতুন ইতিহাস। শুধু তাই নয়, বাংলাদেশের হয়েও নতুন রেকর্ডের মালিক হয়েছেন তিনি। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ ছিলেন আরাফাত সানি। রিশাদ সেই রেকর্ডও নিজের করে নিয়েছেন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহ উদযাপন

বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন অফিস র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বৃহস্পতিবার সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের করা হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া। উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতসহ জেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসারসহ আরো অনেকে। সভায় মানসিক স্বাস্থ্য নিয়ে মাল্টিমিডিয়ায় বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এনসিডি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান শাহীন। কর্মসূচিতে বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে রোধে ওরিয়েন্টেশন

শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে রোধে ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টেশন/প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা। তিনি বলেন, “শিশু ও নারীর নিরাপত্তা শুধু পরিবারের নয়, সমাজেরও দায়িত্ব। ধর্ম আমাদের ন্যায়, ভালোবাসা আর মানবিকতার পথ দেখায়।” এস.এস.বি.সি. প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল বাল্যবিয়ের ক্ষতিকর দিক, আইন ও শাস্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আরো বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা আব্দুল কাদের। ওরিয়েন্টশনটি স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।