টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ টেলিকমিউনিকেশন অধ্যাদেশ (সংশোধনী)–এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশে ভবিষ্যতে বাংলাদেশে এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ না রাখার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে বিদ্যমান টেলিকমিউনিকেশন আইনগুলো আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। বিশেষভাবে ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে এই আইনের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর ক্ষমতা, কার্যকারিতা ও জবাবদিহিতা আরও সুসংহত করা হয়েছে। তিনি আরও বলেন, নতুন অধ্যাদেশে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সেবার মান নিশ্চিত করার পাশাপাশি প্রতারণা ও অবৈধ কার্যক্রম প্রতিহতের বিধান রাখা হয়েছে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত হবে কি না—এ বিষয়ে একটি কমিটি গঠন করে পর্যালোচনা করা হবে বলেও জানান প্রেস সচিব। এদিকে বাজেট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে খাদ্য মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে সরকার আশা করছে। পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ হবে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টাল ভোটে নিবন্ধিত ৬ লাখ ৭২ হাজার, ব্যালট পেয়েছেন পৌনে ২ লাখ প্রবাসী

পোস্টাল ভোটে নিবন্ধিত ৬ লাখ ৭২ হাজার, ব্যালট পেয়েছেন পৌনে ২ লাখ প্রবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে এখন পর্যন্ত পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ৬ লাখ ৭২ হাজার ১২ জন ভোটার। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও রয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ৬৮ হাজার ৯০০ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। ইসি’র ওয়েবসাইটে আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ৬ লাখ ২১ হাজার ৮০০ জন এবং নারী ৫০ হাজার ২১০ জন। প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৪৯ হাজার ৯১৬ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া কাতারে ৫৬ হাজার ১৪৪ জন, ওমানে ৪১ হাজার ৭৩৭ জন, মালয়েশিয়ায় ৩৯ হাজার ১০৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ৩০ হাজার ১০০ জন, যুক্তরাষ্ট্রে ২৪ হাজার ৮৪৯ জন, কুয়েতে ২২ হাজার ১২৩ জন, যুক্তরাজ্যে ২০ হাজার ২০৯ জন এবং সিঙ্গাপুরে ১৭ হাজার ৩৪৬ জন ভোটার নিবন্ধন করেছেন। অন্যদিকে, দেশে অবস্থানরত ভোটারদের মধ্যে ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ১ লাখ ৫৫ হাজার ৭৫০ জন। জেলা ও আসনভিত্তিক নিবন্ধন জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা, যেখানে ৬৪ হাজার ১৩২ জন ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন। ঢাকায় ৫৫ হাজার ৬৪০ জন, চট্টগ্রামে ৫৪ হাজার ৭৬৯ জন, নোয়াখালীতে ৩৬ হাজার ৫৯০ জন, সিলেটে ২৬ হাজার ৭৪৯ জন এবং চাঁদপুরে ২৫ হাজার ৩১৮ জন নিবন্ধন করেছেন। আসনভিত্তিক হিসাবে ফেনী-৩ আসনে সর্বোচ্চ ৯ হাজার ৬১১ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৮ হাজার ৯৩০ জন, কুমিল্লা-১০ আসনে ৮ হাজার ৪৩৮ জন এবং নোয়াখালী-১ আসনে ৮ হাজার ৩৮৪ জন ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন। ব্যালট পাঠানো শুরু গত শুক্রবার সন্ধ্যা থেকে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। ইসি আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে। প্রতীক বরাদ্দের পর ভোটাররা অ্যাপ বা ওয়েবসাইটে প্রার্থীর তালিকা দেখে ব্যালট পেপারে নির্ধারিত ঘরে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন। সালীম আহমাদ খান জানান, প্রতীক বরাদ্দের আগে কেউ ভোট দিলেও তা বাতিল হবে না, যদি ভোটটি সঠিক প্রার্থীর পক্ষে পড়ে। তবে নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের পর প্রার্থী দেখে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, প্রবাসীদের নিবন্ধনের শেষ সময় ২৫ ডিসেম্বর। এরপর আর সময় বাড়ানো হবে না। নিবন্ধনের সময়সীমা ও নির্দেশনা ইসি জানায়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ১৮ থেকে ২৫ ডিসেম্বর, আইনি হেফাজতে থাকা ভোটাররা ২১ থেকে ২৪ ডিসেম্বর এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। পোস্টাল ব্যালট পেতে হলে নিবন্ধনের সময় ভোটারের অবস্থানকালীন দেশের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। ভুল ঠিকানা দিলে ব্যালট পাঠানো সম্ভব হবে না বলে জানিয়েছে ইসি। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়।

স্বল্পআয়ের তরুণদের কর্মসংস্থানে বাংলাদেশকে ১৫০.৭৫ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

স্বল্পআয়ের তরুণদের কর্মসংস্থানে বাংলাদেশকে ১৫০.৭৫ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের স্বল্পআয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশকে ১৫০ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত অর্থায়ন অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই সহায়তায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর ওপর। বিশ্বব্যাংকের ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় এই অর্থায়নের মাধ্যমে সারা দেশে আরও প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণের জন্য কর্মসংস্থান ও আয়বর্ধক সুযোগ সৃষ্টি হবে। এর আগে প্রকল্পটির মাধ্যমে ২ লাখ ৩৩ হাজার মানুষ উপকৃত হয়েছেন। বিশ্বব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পে অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিসশিপ), উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্রঋণসহ একটি সমন্বিত সেবা প্যাকেজ পাবেন। এসব উদ্যোগের মাধ্যমে তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তারা কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। প্রকল্পটির আওতায় নারীর ক্ষমতায়নে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে মানসম্মত ও সাশ্রয়ী শিশুযত্ন (চাইল্ডকেয়ার) সেবার সুযোগ সৃষ্টি এবং জলবায়ু সহনশীল জীবিকাভিত্তিক কার্যক্রম চালু করা। এতে করে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষিত হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক গেইল মার্টিন বলেন, ‘একটি ভালো চাকরি একটি জীবন, একটি পরিবার ও একটি সমাজকে বদলে দিতে পারে। কিন্তু প্রতি বছর শ্রমবাজারে প্রবেশ করা বহু বাংলাদেশি তরুণ কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।’ তিনি আরও বলেন, এই অতিরিক্ত অর্থায়ন স্বল্পআয়ের পরিবারের তরুণদের জন্য বাজারভিত্তিক দক্ষতা ও প্রশিক্ষণের সুযোগ বাড়াবে। বিশ্বব্যাংকের সিনিয়র সামাজিক সুরক্ষা অর্থনীতিবিদ ও প্রকল্পের টিম লিডার আনিকা রহমান বলেন, ‘রেইজ প্রকল্প প্রমাণ করেছে যে লক্ষ্যভিত্তিক সহায়তা তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে।’ তিনি জানান, নতুন অর্থায়নের মাধ্যমে ক্ষুদ্রঋণ সম্প্রসারণ এবং শিশুযত্নের মতো উদ্ভাবনী উদ্যোগ আরও জোরদার করা হবে। এই অর্থায়নের ফলে প্রকল্পটির কার্যক্রম শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও সম্প্রসারিত হবে। নারীদের জন্য ঘরভিত্তিক শিশুযত্ন সেবার একটি পাইলট কর্মসূচি চালু করা হবে, যার আওতায় প্রশিক্ষণ ও প্রারম্ভিক অনুদান দেওয়া হবে। এতে নারী শ্রমশক্তির অংশগ্রহণ বাড়বে এবং পরিচর্যা খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। উল্লেখ্য, ২০২১ সালে যাত্রা শুরুর পর থেকে রেইজ প্রকল্প কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৫০ হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে সহায়তা দিয়েছে। পাশাপাশি ২ লাখ ৫০ হাজারের বেশি প্রত্যাবর্তনকারী প্রবাসী ও ১ লাখ ২২ হাজারের বেশি উপকারভোগীকে অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক সেবা প্রদান করেছে, যাদের ৫৫ শতাংশ নারী। এই অতিরিক্ত অর্থায়নের ফলে রেইজ প্রকল্পে বিশ্বব্যাংকের মোট সহায়তার পরিমাণ দাঁড়াল ৩৫০ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলারে।

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সাধারণ ক্যাডারের ১ হাজার ৩৬৭ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ৭৩৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার বিস্তারিত তারিখ ও সময়সূচি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ পাওয়া যাবে। এতে আরও উল্লেখ করা হয়, যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো অংশ সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে। আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ৪৭ মিনিটে তাইতুন কাউন্টিতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাইপে থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ভূমিকম্পটির প্রভাব রাজধানী তাইপেসহ দ্বীপটির উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। এতে কিছু ভবন কেঁপে ওঠে। তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সির তথ্যমতে, এখন পর্যন্ত দেশটির পরিবহন নেটওয়ার্কে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত ফুটেজে দেখা যায়, তাইতুন এলাকায় সুপারমার্কেটের তাক থেকে পণ্য পড়ে ভেঙে যেতে। এর আগে তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ বলে ধারণা করেছিল। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর কাছে দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ইউএসজিএসের মতে, অঞ্চলটি বিশ্বের সবচেয়ে ভূকম্পন-সক্রিয় এলাকাগুলোর একটি। সর্বশেষ বড় ভূমিকম্পটি ২০২৪ সালের এপ্রিলে সংঘটিত হয়, যখন ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী কম্পনে দ্বীপটি কেঁপে ওঠে। ওই ঘটনায় অন্তত ১৭ জন নিহত হন এবং হুয়ালিয়েন এলাকায় ব্যাপক ভবন ক্ষয়ক্ষতি ও ভূমিধসের ঘটনা ঘটে। ১৯৯৯ সালে সংঘটিত ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর এটিই ছিল তাইওয়ানের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাচোল উপজেলায় স্বপন সরেন নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নাচোল সদর ইউনিয়নের বেচেন্দ্রা গ্রামের সাগর সরেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে স্বপন ফাঁস দেয়। পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কারণে অভিমান করে স্বপন আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি আসলাম আলী।

গোমস্তাপুরে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গোমস্তাপুরে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু গোমস্তাপুরে ট্রাকে ধানের তুষের বস্তা লোড করার সময় ট্রাক থেকে পড়ে গিয়ে এত্তাব আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ট্রাক থেকে নামার সময় তিনি মাটিতে পড়ে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ভোলাহাটে পলু পালন প্রশিক্ষণ

ভোলাহাটে পলু পালন প্রশিক্ষণ ভোলাহাট উপজেলায় পলু পালন বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ভোলাহাট মিনি ফিলেচার কেন্দ্রে এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শফিকুল ইসলাম। রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (সম্প্রসারণ) ও যুগ্ম সচিব ড. এম. এ. মান্নান, প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, টেকনিক্যাল সুপারভাইজার ওলিউর রহমান এবং প্রবীণ সাংবাদিক গোলাম কবিরসহ অন্যান্যরা। মাসব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ২৫ জন রেশম চাষি অংশ নিয়েছেন। উল্লেখ্য, ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের বাস্তবায়নে “বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা–২য় পর্যায় (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

লাল নাকি সবুজ, কোন আঙুর স্বাস্থ্যের জন্য বেশি উপকারী?

লাল নাকি সবুজ, কোন আঙুর স্বাস্থ্যের জন্য বেশি উপকারী? আঙুর একটি সুস্বাদু এবং জনপ্রিয় ফল, যা অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা পুষ্টিগুণে ভরপুর। বাজারে সাধারণত লাল এবং সবুজ এই দুই রঙের আঙুর সবচেয়ে বেশি দেখা যায়। উভয়েরই রয়েছে চমৎকার স্বাস্থ্য উপকারিতা। তবে পুষ্টিগুণের বিচারে কোনটি বেশি কার্যকর, তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে। আসুন জেনে নিই লাল ও সবুজ আঙুরের পুষ্টিগত পার্থক্য এবং কোনটি আপনার জন্য বেশি উপকারী। * পুষ্টির তুলনা : মিল ও অমিল সবুজ এবং লাল উভয় ধরনের আঙুরই জলীয় অংশ, প্রাকৃতিক শর্করা, ভিটামিন ‘সি’ এবং ভিটামিন ‘কে;’-র চমৎকার উৎস। ক্যালরি ও ফাইবারের দিক থেকেও এই দুই ফলের মধ্যে খুব একটা তফাত নেই। তবে এদের রঙের পার্থক্যের কারণে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণে একটি বড় তফাত লক্ষ্য করা যায়। * লাল আঙুর কেন বেশি এগিয়ে? পুষ্টিবিদ এবং বিভিন্ন গবেষণায় লাল আঙুরকে কিছুটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর মূল কারণ হলো রেসভেরাট্রল নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা লাল আঙুরের খোসায় প্রচুর থাকে। এর কিছু বিশেষ গুণ নিচে দেওয়া হলো— হৃদরোগ প্রতিরোধ : রেসভেরাট্রল রক্তনালীর ক্ষতি রোধ করে এবং রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এটি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। বার্ধক্য রোধ : এই অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি রোধ করে বার্ধক্য বিরোধী হিসেবে কাজ করে এবং দীর্ঘায়ু লাভে সহায়তা করে। মস্তিষ্কের স্বাস্থ্য : লাল আঙুরের উপাদানগুলো মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, যা স্মৃতিশক্তি ও চিন্তা করার ক্ষমতাকে সুরক্ষা দেয়। * সবুজ আঙুরের গুণাবলি : সবুজ আঙুরও যথেষ্ট পুষ্টিকর। এতে থাকা ফ্ল্যাভোনয়েডস শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এর বিশেষ কিছু গুণ হলো— হাড়ের সুরক্ষা : এতে প্রচুর ভিটামিন ‘কে’ থাকে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করার পাশাপাশি হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। প্রদাহ দূর করা : সবুজ আঙুরে থাকা ‘কোয়ারসেটিন’ শরীরের প্রদাহ বা জ্বালাপোড়া এবং অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। সামগ্রিকভাবে বলা যায়, হৃদযন্ত্রের সুরক্ষা এবং বার্ধক্য প্রতিরোধের ক্ষেত্রে লাল আঙুর (বা কালো আঙুর) সামান্য বেশি স্বাস্থ্যকর। তবে সবুজ আঙুরও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পুষ্টিবিদদের মতে, যেকোনো রঙের আঙুরই আপনার খাদ্যতালিকার জন্য দারুণ। গুরুত্বপূর্ণ হলো নিয়মিত ফল খাওয়ার অভ্যাস করা। তাই আপনার পছন্দের আঙুরটি বেছে নিন এবং সুস্থ থাকতে নিয়মিত ফল খান।

‘হোমবাউন্ড’ গল্প চুরির দায়ে আইনি বিপাকে করণের

‘হোমবাউন্ড’ গল্প চুরির দায়ে আইনি বিপাকে করণের অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিয়ে ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বমঞ্চে নাম উজ্জ্বল করেছিল ‘হোমবাউন্ড’। কিন্তু সেই সাফল্যের আনন্দের মাঝেই এবার বড়সড় ধাক্কা খেলেন নির্মাতা ও প্রযোজকরা। জনপ্রিয় বলিউড প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে উঠেছে সরাসরি গল্প চুরির অভিযোগ। নীরজ ঘাওয়ান পরিচালিত এই ছবিটির বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন সাংবাদিক ও লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালা। তার দাবি, ২০২১ সালে প্রকাশিত তার সাড়াজাগানো উপন্যাস ‘হোমবাউন্ড’ থেকে কোনো অনুমতি ছাড়াই এই সিনেমার প্লট ও চরিত্রগুলো নেওয়া হয়েছে। পূজা ছাঙ্গোইওয়ালা জানান, ২০২০ সালের করোনা মহামারির কঠিন সময়ে ভারতের পরিযায়ী শ্রমিকদের মানবেতর জীবন এবং তাদের সংগ্রামের প্রেক্ষাপটে তিনি এই উপন্যাসটি লিখেছিলেন। সিনেমাটি দেখার পর তিনি হতবাক হয়ে লক্ষ্য করেন, তার বইয়ের গল্প, মূল চরিত্র এবং প্রেক্ষাপটের সঙ্গে ছবির হুবহু মিল রয়েছে। বিশেষ করে সিনেমার দ্বিতীয় অর্ধেকের সঙ্গে উপন্যাসের সাদৃশ্য অবিশ্বাস্য রকমের বেশি। এই অভিযোগের ভিত্তিতে গত ১৫ অক্টোবর ধর্মা প্রোডাকশন ও নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন লেখিকা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তার সৃজনশীল কাজ কোনো অনুমতি ছাড়াই পর্দায় তুলে ধরা হয়েছে, যা মেধাস্বত্ব আইনের লঙ্ঘন। অন্যদিকে, এই গুরুতর অভিযোগের বিষয়ে করণ জোহরের প্রযোজনা সংস্থা এখন পর্যন্ত সংবাদমাধ্যমে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। আইনি নোটিশ পাওয়ার পর প্রযোজনা সংস্থাটি বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে এবং আইনি পথেই এটি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।