বিশ্ব মেডিটেশন দিবস পালিত

বিশ্ব মেডিটেশন দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। আজ সকাল ৭টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে মেডিটেশনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন গোলাম রাব্বানী সুমন। মেডিটেশনকালে অডিওর মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন মেডিটেশনকারীদের মাজী এবং অডিও মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা ও মেডিটেশন করান তাদের গুরুজী। মেডিটেশনের বিষয় ছিল ‘ভালো মানুষ ভালো দেশ-স্বর্গভূমি বাংলাদেশ, ‘ ভালো ভাবব, ভালো বলব, ভালো করব, ভালো থাকব।’ এসময় উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট সাদরুল আমিনসহ অন্যরা।

রাজশাহীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাজশাহীর দুর্গাপুর থেকে ৮ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতার ব্যক্তি রাজশাহীর দুর্গাপুর থানার দেলুয়াবাড়ি কিশোরপুর এলাকার মওলা মন্ডলের ছেলে মোসলেম মন্ডল। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোসলেম মন্ডল দীর্ঘদিন ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহারাজপুরে মাদক কারবারি গ্রেফতার

সদর উপজেলার মহারাজপুরে মাদক কারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ পরিবহনকালে শরীফ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি সদর উপজেলার মহারাজপুর পুকুরটলি এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. শরীফ। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত ৮টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্ডেরহাট ঈদগাহের উত্তর পাশে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ বোতল বিদেশি মদ ও নগদ ২ হাজার ৭’শ ৫০ টাকা উদ্ধার করা হয়। এঘনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর মডেল থানায় আসামীকে হস্তান্তর করা হয়েছে।

মিনহাসের ঝড়, পাকিস্তানের উড়ন্ত জয়; ভারত হেরে শিরোপা হাতছাড়া

মিনহাসের ঝড়, পাকিস্তানের উড়ন্ত জয়; ভারত হেরে শিরোপা হাতছাড়া দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ভারতের বিপক্ষে এক দাপুটে জয়ে শিরোপা জিতেছে। আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ৫০ ওভারের ম্যাচে পাকিস্তান ১৯১ রানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ওঠে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল ভারত, কিন্তু শুরু থেকেই ব্যাটারদের আক্রমণের মুখে পড়তে হয় তাদের। পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রান করে। পাকিস্তানের বড় সংগ্রহে প্রধান নায়ক ছিলেন সামির মিনহাস। ১১৩ বল খেলে তিনি খেলেন ১৭২ রানের দারুণ ইনিংস, যেখানে ছিল ১৭ চার ও ৯ ছক্কা। গ্রুপ পর্বে মালয়েশিয়াকে ১৭৭ রানে হারানো এই তরুণ ব্যাটারের এটি দ্বিতীয় সেঞ্চুরি। বিশেষ করে ভারতের সঙ্গে ফাইনালে প্রতিশোধ নেওয়ার মানসিকতায় যেন ঝড় তুললেন মিনহাস। নতুন বলের বোলার কিশান সিং ও দীপেশ দেবেন্দ্রনের ওপর আক্রমণ চালিয়ে মাত্র ৭১ বলেই শতক পূর্ণ করেন তিনি। যদিও ধীরগতির এক বল ধরতে না পেরে মিড অনে ক্যাচ হয়ে মাঠ ছাড়েন, তবুও তাঁর ইনিংস পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দিয়েছে। পাকিস্তানের ইনিংসে উসমান খান ৩৫ রান করেন, আর আহমেদ হুসেইন ৫৬ রানের কার্যকর ইনিংস খেলেন। মিনহাস ও আহমেদের ১৩৭ রানের জুটি পাকিস্তানকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। ৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই সমস্যায় পড়ে। নিয়মিত উইকেট হারাতে থাকে তারা, এবং পুরো দল মাত্র ১৫৬ রানে অলআউট হয়। দলের সর্বোচ্চ স্কোর আসে ৩৬ রানে, যা করেন দেবেন্দ্রন। পাকিস্তানের বোলিংয়ে আলি রাজা ৪ উইকেট নেন। আবদুল সোবহান, মোহাম্মদ সায়াম ও হুজাইফা আহসান দুটি করে উইকেট নেন। এই জয়ের মাধ্যমে পাকিস্তান দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়লাভ করল। এর আগে ২০১২ সালে ভারতকে সঙ্গে নিয়ে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০ দক্ষিণ আফ্রিকায় এক বন্দুক হামলায় ১০ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন। পুলিশ রোববার এ তথ্য জানিয়েছে। জোহানেসবার্গ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। পুলিশ এএফপিকে জানায়, নগরী থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকারসডালে এ গুলি হামলার ঘটনা ঘটে। তবে, গুলি চালানোর উদ্দেশ্য জানা যায়নি। পুলিশ জানায়, হামলাকারীদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। এক বিবৃতিতে পুলিশ জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা রাস্তায় চলাচলরত ক’জনের ওপর এলোপাতাড়ি গুলি করে। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনার তদন্ত চলছে।

যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর আরও চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি জেলেনস্কির আহ্বান

যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর আরও চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি জেলেনস্কির আহ্বান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, রাশিয়াকে শান্তি আলোচনায় রাজি করানোর সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই রয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময় এলো, যখন নতুন দফার আলোচনার লক্ষ্যে কূটনীতিকরা যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একত্রিত হয়েছেন। জেলেনস্কি বলেন, ওয়াশিংটন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ছয় মাসের মধ্যে প্রথম সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিল। তবে যুদ্ধ শেষ করতে হলে মস্কোর ওপর আরও কঠোর চাপ প্রয়োগ করা প্রয়োজন। তিনি বলেন, “যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে রাজি করানোর ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রেরই আছে। যদি কূটনীতি কাজ না করে, তাহলে পূর্ণ চাপ প্রয়োগ করতে হবে।” ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো সেই মাত্রার চাপ অনুভব করেননি, যা তার ওপর থাকা উচিত। তিনি ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহ এবং রাশিয়ার সমগ্র অর্থনীতির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রদূত কিরিল দিমিত্রিভ মিয়ামিতে পৌঁছেছেন। সেখানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মধ্যস্থতায় ইউক্রেনীয় ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা চলছে। দিমিত্রিভ সাংবাদিকদের জানান, আলোচনা গঠনমূলকভাবে শুরু হয়েছে এবং তা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। অন্যদিকে, ট্রাম্পের দূতরা একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন, যার আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে। তবে এর বিনিময়ে কিয়েভকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে—যা অনেক ইউক্রেনীয়র মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার জানিয়েছেন, ইউক্রেনের সম্মতি ছাড়া কোনো শান্তি চুক্তি চাপিয়ে দেওয়া হবে না। তিনি বলেন, “ইউক্রেন রাজি না হলে কোনো শান্তি চুক্তি হবে না।” রুবিও শনিবার নিজ শহর মিয়ামিতে আলোচনায় যোগ দিতে পারেন বলেও জানান। উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সর্বশেষ সরাসরি আনুষ্ঠানিক আলোচনা হয়েছিল গত জুলাই মাসে তুরস্কের ইস্তাম্বুলে। ওই আলোচনার ফলে বন্দী বিনিময় হলেও যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উদযাপন চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (টাউন হাই স্কুল নামে পরিচিত) ৯০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। “এসো মিলি প্রাণের টানে, ৯০ বছর উদযাপনে”—এই স্লোগানকে সামনে রেখে রোববার (২১ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উৎসবটি পালিত হয়। সকালে বিদ্যালয় মাঠে বেলুন ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে কেক কাটা হয় এবং ৯০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় ৯০ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুকুলের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বর্তমান প্রধান শিক্ষক হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মো. আকবর আজিজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম, স্বাস্থ্য বিভাগ রাজশাহী অঞ্চলের সাবেক পরিচালক ডা. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুলতানা রাজিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সভাপতি ডা. এ. টি. এম. মোজাম্মেল হক বকুল, চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর আব্দুল ওদুদ, সমাজসেবক শফিকুল আলম এবং চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সম্পাদক গোলাম জাকারিয়া। বক্তারা বলেন, এই আয়োজন সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আলোচনা সভা শেষে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকজ গম্ভীরা গান পরিবেশন করা হয়। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে দেশ-বিদেশে কর্মরত ১৬ জন সাবেক শিক্ষার্থীকে তাঁদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। বিকেলে স্মৃতিচারণ করেন সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা। সন্ধ্যায় আতশবাজির পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন

পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা রয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধনকারী ভোটারদের মধ্যে ৫ লাখ ২৩ হাজার ২৩৮ জন পুরুষ এবং ৩৪ হাজার ৬১৯ জন নারী। প্রবাসী ভোটারদের মধ্যে সর্বাধিক নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। দেশটি থেকে ১ লাখ ৩৬ হাজার ৩১৯ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া কাতার থেকে ৫১ হাজার ৫৮২ জন, ওমান থেকে ৩৭ হাজার ৭৫৫ জন, মালয়েশিয়া থেকে ৩৫ হাজার ৪৬৭ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৪১৮ জন, যুক্তরাষ্ট্র থেকে ২৩ হাজার ৮০২ জন, কুয়েত থেকে ১৯ হাজার ৬৭৯ জন, যুক্তরাজ্য থেকে ১৮ হাজার ৪৭৯ জন, সিঙ্গাপুর থেকে ১৭ হাজার ৫৯ জন, ইতালি থেকে ১৩ হাজার ৬৯২ জন এবং কানাডা থেকে ১১ হাজার ১১১ জন ভোটার নিবন্ধন করেছেন। অন্যদিকে, ইন-কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে দেশে অবস্থানরত ৮৩ হাজার ৮২ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। জেলা ভিত্তিক নিবন্ধনে কুমিল্লা জেলা শীর্ষে রয়েছে। জেলাটি থেকে ৫৬ হাজার ৮৮৯ জন ভোটার নিবন্ধন করেছেন। ঢাকা জেলায় ৪৮ হাজার ২৫৪ জন, চট্টগ্রামে ৪৭ হাজার ৩৩৯ জন, নোয়াখালীতে ৩২ হাজার ৭৪৫ জন, সিলেটে ২৩ হাজার ৫৯৫ জন এবং চাঁদপুরে ২২ হাজার ৩০৫ জন ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচনী আসন অনুযায়ী সর্বাধিক নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে, যেখানে ৮ হাজার ৭৯২ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৮ হাজার ৭৫ জন, নোয়াখালী-১ আসনে ৭ হাজার ৭৫৭ জন, কুমিল্লা-১০ আসনে ৭ হাজার ৬৪৩ জন এবং নোয়াখালী-৩ আসনে ৭ হাজার ২৯০ জন ভোটার নিবন্ধন করেছেন। এদিকে, নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, শুক্রবার ও শনিবার মোট ১০টি দেশের ৪১ হাজার ৫৪৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে ভোটাররা অ্যাপ বা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের তালিকা দেখতে পারবেন এবং নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ব্যালট পেপারে ভোট প্রদান করবেন। এছাড়া, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত দেশগুলোতে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। রোববার বেলা ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে বেলা ১টা ৫ মিনিটের দিকে তিন বাহিনী প্রধান নির্বাচন কমিশন ভবন ত্যাগ করেন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তাদের বিদায় জানান। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অংশ নেন। এছাড়া বৈঠকে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, রোববার দুপুর ১২টায় তিন বাহিনী প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে নির্বাচন ভবনে পৌঁছালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তিন বাহিনী প্রধানকে পৃথকভাবে অভ্যর্থনা জানান। এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত নির্বাচন কমিশনের একটি সভা রোববার দুপুর আড়াইটায় আগারগাঁওয়ের ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভাশেষে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফিং করা হবে। এ বিষয়ে ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার এই সভা প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচন পূর্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণ বিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচ্য সূচিতে থাকবে।

রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েছে, দুই দিন সূর্যের দেখা নেই

রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েছে, দুই দিন সূর্যের দেখা নেই রাজশাহী মহানগর ও আশপাশের উপজেলায় হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশার কারণে টানা দুই দিন সূর্যের দেখা মেলেনি। গভীর রাত থেকে দুপুর পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। রোববার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (১৯ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে রাজশাহীসহ উত্তরাঞ্চলে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। হঠাৎ শীত বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। কাজের সুযোগ কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন দিনমজুররা। শীতের কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারছেন না। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তারেক রহমান জানান, শুক্রবার রাত থেকে তাপমাত্রা হঠাৎ কমে গেছে এবং সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। শনিবার সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। বিকেলের পর আবার সূর্য আড়ালে চলে যায়। তাপমাত্রা খুব বেশি না কমলেও শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তিনি আরও জানান, চলতি মাস থেকেই মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এবং এই পরিস্থিতি আগামী ১৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এবার শৈত্যপ্রবাহের স্থায়িত্ব তুলনামূলক বেশি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তীব্র শীতের প্রভাবে রাজশাহী নগরীতে মানুষের চলাচল কমে গেছে। সকালে দোকানপাট খুলছে দেরিতে এবং রাত ১০টার পর শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। গ্রামাঞ্চলে সন্ধ্যার পর লোকজনের উপস্থিতি কমে যাচ্ছে এবং দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে আগেভাগেই। এদিকে শীত বাড়ায় নগরীর গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। অভিজাত মার্কেট থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতেও গরম কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন মানুষ। নগরীর রেলগেট এলাকায় কাজের সন্ধানে বসে থাকা শ্রমিক নাজমুল হোসেন বলেন, শীতের কারণে সকালে আসতে দেরি হওয়ায় আজ আর কাজ পাননি। পবার পারভেজ জানান, শীত পড়লে কাজ পাওয়া যেমন কঠিন হয়ে যায়, তেমনি শীতের মধ্যে কাজ করাও কষ্টকর হয়ে পড়ে। শীতের তীব্রতায় বিশেষ করে গ্রামাঞ্চলের শ্রমিকরা বেশি বেকার হয়ে পড়ছেন। দিনের বেশিরভাগ সময় কুয়াশা থাকায় কাজের সুযোগ কমে যাচ্ছে, যা তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। সূত্র: বাসস