ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মতবিনিময় সভা 

ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মতবিনিময় সভা  ভোলাহাট উপজেলায় কর্মরত সাংবদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ভোলাহাটে যোগদান করেন তিনি। ভোলাহাট উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, আগামী দু’মাস খুব চ্যালেঞ্জিং সময়। যেহেতু জাতীয় সংসদ নির্বাচন সেহেতু সবদিক চোখ কান খোলা রাখতে হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা দরকার। এছাড়াও উঠে আসে সড়ক দুর্ঘটনায় নিহত আহতদের আর্থিক সহায়তা প্রদান, সড়ক দুর্ঘটনা কমাতে পদক্ষেপ নেওয়া, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করা, সড়ক দখল করে খড়ি ও গরু বেঁধে রাখা দূর করাসহ নানা বিষয় আলোচনা হয়। সাংবাদিকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে ভোলাহাট উপজেলার উন্নয়ন করতে চান নবাগত ইউএনও। তিনি টাংগাইলের ধনপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকেই তিনি ভোলাহাট উপজেলায় বদলী হয়ে আসেন।  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি রুবেল আহমেদ,বরেন্দ্র নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ জামিল হোসেন, আমার দেশ ভোলাহাট প্রতিনিধি আলি হায়দার, আমার সংবাদের প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, সিনিয়র সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, মইনুল ইসলাম ও মোঃ শরিফুল ইসলামসহ অন্যান্যরা।

পলশায় সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পলশায় সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। বিকেলে পলশা আলিম মাদ্রাসা মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্র-ছাত্রী কৈশোর কর্মসূচির কিশোর-কিশোরী উন্নয়নের যুবসমাজ কার্যক্রমের যুবরা। এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াসের ইউনিট-০১ গোবরাতলা অফিসের ম্যানেজার মোহন কুমার, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিনসহ স্বাস্থ্য পরিদর্শক ও শিক্ষকবৃন্দ। উন্নয়নে যুবসমাজ কার্যক্রমের আওতায় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে নসিপুর ফুটবল দল বনাম চকঝগড়ু ফুটবল দল। খেলায় নসিপুর ফুটবল দল ৫-০ গোলে বিজয় লাভ করে। নসিপুর দলের পক্ষে রিফাত সর্বোচ্চ ৩ গোল দিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

সচিবালয় আন্দোলনের ঘটনায় ১৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

সচিবালয় আন্দোলনের ঘটনায় ১৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় সরকারি বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে একাধিক প্রজ্ঞাপন জারি করে এই সাময়িক বরখাস্ত কার্যকর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির এবং সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম। এ ছাড়া বরখাস্ত হওয়া অন্যরা হলেন— স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, অফিস সহায়ক আবু বেলাল, অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মো. তায়েফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, কর্মচারী ইসলামুল হক ও মো. মহসিন আলী; জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন ও মো. আলিমুজ্জামান; অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব; তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন চলাকালে সরকারি কর্মচারীরা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় সাত ঘণ্টা সচিবালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের সহায়তায় রাত সোয়া ৮টার দিকে তিনি সচিবালয় ত্যাগ করেন। পরদিনও আন্দোলন অব্যাহত রেখে সচিবালয়ের রাস্তা অবরোধ করা হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যায়ক্রমে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে। পরে তাদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালত তাদের রিমান্ডে পাঠান। প্রসঙ্গত, সরকার দাবি পূরণে আশ্বাস দেওয়ার পরও আন্দোলন অব্যাহত রাখায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারের পক্ষ থেকে সতর্ক করা হলেও আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার না করায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেয়।

নির্বাচন ‘বিঘ্নিত’ করার অভিযোগে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা 

নির্বাচন ‘বিঘ্নিত’ করার অভিযোগে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা  সামরিক বাহিনী পরিচালিত আসন্ন নির্বাচন ‘বিঘ্নিত’ করার অভিযোগে ২০০ জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। বুধবার দেশটির জান্তা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে জান্তা সরকারের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী টুন টুন নাউং জানান, নির্বাচনী প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টার অভিযোগে মোট ২২৯ জনের বিরুদ্ধে নতুন আইনের আওতায় মামলা করা হবে। মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, ভিন্নমত দমন করতেই এই আইন প্রণয়ন ও প্রয়োগ করা হচ্ছে। তাদের মতে, নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী কণ্ঠ দমন করাই জান্তার মূল উদ্দেশ্য। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে আগামী ২৮ ডিসেম্বর থেকে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে জান্তা সরকার। এই ভোটকে তারা ‘জাতীয় পুনর্মিলনের পথে একটি পদক্ষেপ’ হিসেবে তুলে ধরছে। তবে বাস্তবতায় বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা দেশের বিস্তীর্ণ অঞ্চলে এই নির্বাচন আয়োজন কার্যত অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর শীর্ষ প্রতিনিধিরা এই নির্বাচনকে সামরিক শাসন দীর্ঘায়িত করার কৌশল হিসেবে দেখছেন এবং তা প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে ‘বাধা, বিঘ্ন ও ধ্বংস’ থেকে রক্ষার অজুহাতে চলতি বছরের জুলাইয়ে একটি কঠোর আইন প্রণয়ন করে জান্তা সরকার। ওই আইনে নির্বাচন নিয়ে সমালোচনা করা বা নির্বাচনবিরোধী বিক্ষোভে অংশ নিলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

অস্কারের শর্টলিস্টে ‘হোমবাউন্ড’

অস্কারের শর্টলিস্টে ভারতের ‘হোমবাউন্ড’ অস্কারের ৯৮তম আসরের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের সিনেমা ‘হোমবাউন্ড’। নীরাজ গেওয়ান পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ঈশান খাট্টার, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠোয়া। এর আগে ছবিটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয়। পাশাপাশি ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ ওয়ারশো ও জুরিখ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘হোমবাউন্ড’। উত্তর ভারতের একটি গ্রামের দুই বাল্যবন্ধুর গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় সমাজে মর্যাদা অর্জনের স্বপ্নে জাতীয় পুলিশ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সংগ্রাম তুলে ধরা হয়েছে। স্বপ্নপূরণের একেবারে কাছাকাছি এসে বন্ধুত্বে ফাটল ধরে তাদের। জীবিকার প্রয়োজনে তারা গ্রাম ছাড়লেও করোনা মহামারিতে তাদের জীবনের সব হিসাব-নিকাশ ও আশা-ভরসা ভেঙে পড়ে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ১২টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সদস্যদের ভোটে ১৫টি ছবি শর্টলিস্টে জায়গা পেয়েছে। এই তালিকা থেকে চূড়ান্তভাবে পাঁচটি ছবি মনোনীত হবে। ‘হোমবাউন্ড’-এর পাশাপাশি শর্টলিস্টে রয়েছে আর্জেন্টিনার বেল ন, ব্রাজিলের দ্য সিক্রেট এজেন্ট, ফ্রান্সের ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, জার্মানির সাউন্ড অব ফলিং, জাপানের কোকুহো, নরওয়ের সেন্টিমেন্টাল ভ্যালু, দক্ষিণ কোরিয়ার নো আদার চয়েস, তাইওয়ানের লেফট-হ্যান্ডেড গার্লসহ মোট ১৫টি দেশের ছবি। চূড়ান্ত মনোনয়ন নির্ধারণে ভোটগ্রহণ শুরু হবে ২০২৬ সালের ১২ জানুয়ারি এবং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিটি বিভাগে মনোনীত হবে পাঁচটি করে ছবি, তবে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন থাকবে ১০টি। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ২২ জানুয়ারি। আগামী ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি টানা দ্বিতীয়বারের মতো সঞ্চালনা করবেন কোনান ও’ব্রায়েন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে এই আয়োজন।

আইপিএলের প্রায় পুরো মৌসুমে খেলতে পারবেন মোস্তাফিজ

আইপিএলের প্রায় পুরো মৌসুমে খেলতে পারবেন মোস্তাফিজ আইপিএলের প্রায় পুরো মৌসুমে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাচ্ছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। নিলামে রেকর্ড দামে তাকে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্সের জন্য এটি স্বস্তির খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম। আগামী বছরের ২৬ মার্চ শুরু হবে আইপিএলের ১৯তম আসর, ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সিতে খেলবেন মোস্তাফিজ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা, যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম। তবে পুরো মৌসুমে মোস্তাফিজকে পাওয়া নিয়ে শুরুতে শঙ্কা তৈরি হয়েছিল। কারণ এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের, যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে। সে ক্ষেত্রে জাতীয় দলের ব্যস্ততার কারণে আইপিএলে তার অনুপস্থিতির আশঙ্কা ছিল। এ বিষয়ে নাজমূল আবেদীন ফাহিম জানান, সিরিজ চলাকালীন সর্বোচ্চ ৮ থেকে ১০ দিনের জন্য মোস্তাফিজকে দেশে ফিরতে হতে পারে। ওই সময় তিনি ওয়ানডে বা টি-টোয়েন্টির যেকোনো একটি সিরিজ খেলবেন। এরপর আবার আইপিএলে যোগ দেবেন। ফলে বলা যায়, প্রায় পুরো মৌসুমেই কলকাতার হয়ে খেলতে পারবেন কাটার মাস্টার। এদিকে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোস্তাফিজ। কলকাতার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন,“হাই কেকেআর ফ্যানস, আমি মোস্তাফিজুর রহমান। কেকেআর টিমের অংশ হতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত। শিগগিরই দেখা হবে।” এর মধ্য দিয়ে চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সি গায়ে তুলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও লিটন দাস এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সব মিলিয়ে আইপিএলে এটি হবে মোস্তাফিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি।

নতুন ফরম্যাটে মাঠে গড়াচ্ছে পিএসএল ২০২৬

নতুন ফরম্যাটে মাঠে গড়াচ্ছে পিএসএল ২০২৬ নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। ২০২৬ সালের ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যার মোট সময়কাল ৩৯ দিন। এবার প্রথমবারের মতো পিএসএলে অংশ নেবে আটটি দল। জিও নিউজ এ তথ্য জানিয়েছে। অনুমোদিত সূচি অনুযায়ী, পিএসএল ২০২৬ অনুষ্ঠিত হবে দুই ধাপে। প্রথম ধাপে থাকবে সিঙ্গেল লিগ পর্ব, যেখানে আটটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দলই লিগ পর্বে সব প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। দ্বিতীয় ধাপে টুর্নামেন্ট গড়াবে ‘সুপার ফোর’ কাঠামোতে। এ পর্যায়ে আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। এ ধাপে মোট ম্যাচ হবে ১২টি। সুপার ফোর শেষে সেরা দুটি দল উঠবে প্লে-অফে। প্লে-অফ পর্বে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্য দিয়েই নির্ধারিত হবে পিএসএল ২০২৬-এর চ্যাম্পিয়ন। দল সংখ্যা ছয় থেকে আটে বাড়লেও ম্যাচসংখ্যায় বড় কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন ফরম্যাটেও প্রতিটি দল ন্যূনতম ১০টি করে ম্যাচ খেলবে। আগের আসরগুলোর ধারাবাহিকতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসএল ২০২৬-এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের পাঁচটি শহরে— করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও ফয়সালাবাদ। এই প্রথমবারের মতো টুর্নামেন্টের ভেন্যু তালিকায় যুক্ত হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম। উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে যাত্রা শুরু করে পাকিস্তান সুপার লিগ। ২০১৮ সালে দল সংখ্যা বাড়িয়ে করা হয় ছয়টি। আগামী ১১তম আসরে আরও দুইটি নতুন দল যুক্ত হওয়ায় পিএসএল প্রবেশ করতে যাচ্ছে নতুন এক অধ্যায়ে।

তানোরে নেশাকারক ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তানোরে নেশাকারক ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীর তানোরে ৮০ পিস নেশাকারক ট্যাবলেটসহ মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে তানোর থানার জামিন সিদাইর স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে আটক করা হয়। আটক ব্যক্তি একই এলাকার মৃত ইমরান মন্ডলের ছেলে। আটকের সময় মনিরুলের দেহ তল্লাশি করে ৮০ পিস নেশাকারক ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড উদ্ধার করা হয়। ধৃত মনিরুল ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় র‌্যাব। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ট্যাপেন্টাডল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করছিল। এ ঘটনায় তানোর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে শিশু কল্যাণে সমমনা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয় সভা 

চাঁপাইনবাবগঞ্জে শিশু কল্যাণে সমমনা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয় সভা  শিশুদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে সমমনা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয় সভা ও সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিসিডিবি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সমমনা উন্নয়ন সহযোগী প্লাটফর্ম, সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, সিসিডিবি, এফএইচ অ্যাসোসিয়েশন, এসআইএল ইন্টারন্যাশনাল ও এনএজিআর—এই পাঁচটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সভার মূল উদ্দেশ্য ছিল শিশুদের অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করা। সভায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার, জেলা শিশু নিরাপত্তা অফিসার এবং সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। জেলা শিশু নিরাপত্তা অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিশু কল্যাণে এ ধরনের সমন্বিত প্লাটফর্ম গঠনের জন্য আয়োজকদের প্রশংসা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভার দ্বিতীয় পর্বে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে আগামী দিনে শিশু কল্যাণে আরও কার্যকর ও সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এপির কর্মকর্তা রিপন গমেজ, লিন্ডা রিচিল, লাভলী খাতুন ও শ্যামল এইচ কস্তা সহযোগিতা করেন।

বিদেশে কর্মী পাঠাতে দালালমুক্ত ব্যবস্থা গড়ার তাগিদ প্রধান উপদেষ্টার

বিদেশে কর্মী পাঠাতে দালালমুক্ত ব্যবস্থা গড়ার তাগিদ প্রধান উপদেষ্টার বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালাল ও প্রতারণামুক্ত একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রাতিষ্ঠানিক দালালচক্র, নথি জালিয়াতি ও কাঠামোগত দুর্বলতার কারণে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানে গভীর সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিদেশগমন এখন বিপজ্জনকভাবে দালাল ও প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়েছে। এই অবস্থা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত অর্থবহ অগ্রগতির কথা বলা যায় না। সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও দালালনিয়ন্ত্রিত ব্যবস্থার মূল কাঠামো এখনো ভাঙা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি। গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, গ্রামাঞ্চলের নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণের জন্য আবেদন করতে গিয়ে প্রথম দালালচক্রের ভয়াবহ বাস্তবতা তার সামনে তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশেই বাংলাদেশ থেকে অভিবাসন কার্যত দালালনিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যেই পরিচালিত হচ্ছে। নথি জালিয়াতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভুয়া কাগজপত্রের কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ হয়ে যায়, এমনকি কোথাও কোথাও নাবিকদের জাহাজ থেকে নামতে দেওয়া হয়নি। তবে সরকারের উদ্যোগে এসব সমস্যার ধীরে ধীরে সমাধান হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কিছু দেশের শ্রমবাজার আবারও বাংলাদেশের জন্য খুলছে। বিশ্বে বিপুল শ্রমিক চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ বড় সুযোগ হারাচ্ছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, শুধু জাপানই কয়েক লাখ শ্রমিক নিতে প্রস্তুত। তিনি জানান, আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব দিলে জাপান তা সঙ্গে সঙ্গেই গ্রহণ করেছে। বাংলাদেশকে ‘যুবাদের সোনার খনি’ আখ্যা দিয়ে তিনি বলেন, দেশের প্রায় ৯ কোটি মানুষ ২৭ বছরের নিচে। এই তরুণদের দক্ষ ও সুশাসিত ব্যবস্থার মাধ্যমে বৈশ্বিক শ্রমবাজারে যুক্ত করা গেলে দেশের ভাগ্য বদলে যেতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য বীমা সুবিধা, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান ও বৃত্তির চেক বিতরণ করা হয়।