হলিউড নির্মাতা রব রেইনার ও স্ত্রীর মরদেহ উদ্ধার

হলিউড নির্মাতা রব রেইনার ও স্ত্রীর মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা রব রেইনার (৭৮) ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের (৬৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের একটি বাড়িতে তাদের মৃত অবস্থায় পাওয়া গেছে। স্কাই নিউজের মার্কিন সহযোগী এনবিসি নিউজের বরাতে জানা গেছে, প্রাথমিক তদন্তে তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। রেইনারের ঘনিষ্ঠজনের এক সূত্র জানিয়েছে, রব রেইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের শরীরে ছুরিকাঘাতের ক্ষত ছিল। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ডাকাতি ও হত্যা বিভাগের গোয়েন্দাদের এই মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ-এর ক্যাপ্টেন মাইক ব্ল্যান্ড এটিকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন। এদিকে সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, রেইনারের বাড়িতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস রেইনারের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, এটি শহরের জন্য এক অপূরণীয় ক্ষতি। রব রেইনার হলিউডের একজন কিংবদন্তী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ‘স্লিপলেস ইন সিয়াটেল’ এবং ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি, তিনি ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ এবং ‘এ ফিউ গুড মেন’-এর মতো কালজয়ী সিনেমাগুলো পরিচালনা করে খ্যাতি অর্জন করেন। রব রেইনার ১৯৮৯ সাল থেকে মিশেল সিঙ্গার রেইনারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ সিনেমার পরিচালনার সময় তাদের পরিচয় হয়। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে।

গোল্ডেন গ্লোবের মনোনয়নে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’র দাপট

গোল্ডেন গ্লোবের মনোনয়নে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’র দাপট বিনোদন জগতে বছরের অন্যতম আলোচিত পুরস্কার গোল্ডেন গ্লোবের মনোনয়ন তালিকায় বাজিমাত করেছে হলিউডি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর বহুল আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। গোল্ডেন গ্লোব পুরস্কারের তালিকায় পল টমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি মোট নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে বলে লিখেছে বিবিসি। ইয়েকিম ত্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আটটি মনোনয়ন। এই সিনেমাটি চলচ্চিত্র উৎসবগুলোতে আলোচিত ছিল। এছাড়া ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’ পেয়েছে ছয়টি করে মনোনয়ন। ৮৩তম গোল্ডেন গ্লোবের মনোনয়ন ঘোষণা হয় সম্প্রতি। লস অ্যাঞ্জেলেস থেকে দুই অভিনয়শিল্পী মার্লন ওয়ারনস ও স্কাই পি মার্শাল মনোনীত সিনেমা ও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন। আগামী ১১ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে গোল্ডেন গ্লোব বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অস্কারের আগে এই অনুষ্ঠানকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। এছাড়া ছয়টি করে মনোনয়ন পেয়েছে ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’ পেয়েছে। এছাড়া ‘উইকেড: ফর গুড’ ও ‘ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমা দুটি পেয়েছে পাঁচটি করে মনোনয়ন।

আমার ছবি তোলার জন্যই কি আপনারা মেসিকে দেখতে পাননি, প্রশ্ন শুভশ্রীর

আমার ছবি তোলার জন্যই কি আপনারা মেসিকে দেখতে পাননি, প্রশ্ন শুভশ্রীর সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে কলকাতায় তুলকালাম কাণ্ড ঘটে গেছে। এদিন ‘খুদে জাদুকর’কে একনজর দেখতে না পারার আক্ষেপে পুড়ছেন অনুরাগীরা। এর মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির সঙ্গে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ছবি পোস্ট যেন আগুনে ঘি ঢেলে দেয়! মন্তব্যের ঘরে ক্ষোভ উগরে দেন নেটিজেনদের একাংশ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে সমস্ত বিতর্কের জবাব দিলেন শুভশ্রী। পুরো ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, G.O.A.T ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিনোদন জগতের প্রতিনিধি হিসেবে আমি এবং কৌশিক গাঙ্গুলি সেখানে আমন্ত্রিত ছিলাম। তার কথায়, আমন্ত্রণ পেয়েই আমরা মেসির হোটেলে যাই। নির্ধারিত সময়ে আমরা মেসির সঙ্গে দেখা করি এবং ছবিও তুলি। সেখান থেকে বেরিয়ে আসার সময় ওদের পিআর টিমের পক্ষ থেকে আমাকে যুবভারতীতে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। বলা হয়, আমি গেলে ওদের সুবিধা হবে। মাঠে আমাদের জন্য একটি নির্দিষ্ট তাঁবুর ব্যবস্থা ছিল, আমরা সেখানেই অপেক্ষা করছিলাম। তিনি আরও বলেন, যে সময়ে ছবিগুলো পোস্ট করা হয়েছে, নেটওয়ার্কের সমস্যার জন্য সেই মুহূর্তে তা পোস্ট হয়নি। কারণ, ক্রীড়াঙ্গনে জ্যামার লাগানো ছিল। মেসি ক্রীড়াঙ্গনে ঢোকেন সাড়ে ১১টা নাগাদ। তাকে নিয়ে যে বিশৃঙ্খলা শুরু হয়েছিল, সেটা আমি নিজের চোখে দেখেছি। সমালোচনার বিষয়ে নায়িকা বলেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে আমার ছবিগুলো কিছুটা দেরিতে পোস্ট হয়। আর সেটাই দুরন্ত গতিতে ছড়িয়ে পড়ে। এরপরই আমাকে নিয়ে ট্রোলিং শুরু হয়। আমাকে প্রোপাগান্ডা এবং অবজেক্ট বানিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কেউ কি বলতে পারবেন যে, আমার ছবি তোলার জন্যই আপনারা মেসিকে দেখতে পাননি? আমি কি মাঠের কোথাও ছিলাম? এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। তার অভিযোগ, এসব মন্তব্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। প্রসঙ্গত, গত শনিবার নির্ধারিত সময়েই যুবভারতী স্টেডিয়ামে পৌঁছান মেসি। কিন্তু আয়োজকসহ অন্যান্যদের ভিড়ে এবং ছবি তোলার মাঝে ঢাকা পড়ে যান মেসি। হাসিমুখে গ্যালারির উদ্দেশে হাত নাড়লেও সেটা দেখতে পাননি দর্শক। কারণ কিংবদন্তি ফুটবলারকে ঘিরে রেখেছিলেন অন্তত ৫০ জন। যার জেরে কেউ মাঠে বোতল ছুড়ে, কেউ বা চেয়ার-ব্যারিকেড ভেঙে, পোস্টার পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করা শুরু করেন।

দক্ষিণ-পশ্চিম চীনে নতুন প্রজাতির ক্যাটফিশ আবিষ্কার

দক্ষিণ-পশ্চিম চীনে নতুন প্রজাতির ক্যাটফিশ আবিষ্কার দক্ষিণ-পশ্চিম চীনের পার্বত্য এলাকায় নতুন এক প্রজাতির মাছ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। চীনের শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জায়ুল কাউন্টিতে এই মাছের সন্ধান পাওয়া গেছে। গবেষকদের মতে, এই আবিষ্কার হিমালয় অঞ্চলের মাছের বৈচিত্র্য ও বিবর্তন (ধীরে ধীরে পরিবর্তনের প্রক্রিয়া) বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই মাছের নাম দেওয়া হয়েছে গ্ল্যারিডোগ্লানিস ভেরুকিলোবা (Glaridoglanis verruciloba sp. nov)। এটি এক ধরনের ক্যাটফিশ, যা দেখতে অন্য মাছের চেয়ে কিছুটা ভিন্ন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর নিচের ঠোঁট বেশ বড় এবং ঠোঁটের মাঝামাঝি অংশে চার থেকে সাতটি গুটি বা খাঁজের মতো অংশ রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমেই মাছটিকে অন্য প্রজাতি থেকে আলাদা করা গেছে। চলতি বছরের এপ্রিল মাসে শিজাং অঞ্চলের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত শিয়াও নদী থেকে প্রথম এই মাছ সংগ্রহ করা হয়। গবেষণায় অংশ নেয় শিজাং ইনস্টিটিউট অব প্ল্যাটো বায়োলজি, শিজাং ন্যাচারাল সায়েন্স মিউজিয়াম, জাওঝুয়াং বিশ্ববিদ্যালয় এবং চীনা একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব হাইড্রোবায়োলজির একটি যৌথ গবেষক দল। শুরুতে মাছটিকে ভুল করে গ্ল্যারিডোগ্লানিস অ্যান্ডারসোনি নামে পরিচিত অন্য একটি প্রজাতি মনে করা হয়েছিল। পরবর্তীতে মাছটির দেহগঠন বিশ্লেষণ এবং জিনগত পরীক্ষা (মলিকুলার ফাইলোজেনেটিক বিশ্লেষণ—জিনের মাধ্যমে আত্মীয়তা নির্ধারণ) করার পর গবেষকরা নিশ্চিত হন, এটি আগে অজানা একটি নতুন প্রজাতি। এই গবেষণার ফলাফল আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক জার্নাল ZooKeys-এ প্রকাশিত হয়েছে। গবেষকদের ভাষ্য অনুযায়ী, এটি গ্ল্যারিডোগ্লানিস গণের তৃতীয় স্বীকৃত প্রজাতি। এই আবিষ্কার হিমালয়ের দক্ষিণ-পূর্ব প্রান্তের মিঠাপানির মাছের উৎপত্তি, বৈচিত্র্য ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া বুঝতে নতুন দৃষ্টিভঙ্গি দেবে। বিজ্ঞানীরা মনে করছেন, এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যৎ গবেষণায় এই তথ্য বিশেষভাবে সহায়ক হবে।

আইএল টি-টোয়েন্টি : তাসকিনের প্রথম উইকেটের ম্যাচে জয় পেল শারজাহ

আইএল টি-টোয়েন্টি : তাসকিনের প্রথম উইকেটের ম্যাচে জয় পেল শারজাহ আইএল টি-টোয়েন্টিতে প্রথম তিন ম্যাচে হার দিয়ে শুরু করলেও ছন্দে ফিরেছে শারজাহ ওয়ারিয়র্স। টানা দ্বিতীয় জয়ে গ্তকাল গালফ জায়ান্টসকে হারিয়েছে তাসকিন আহমেদের দল। এই ম্যাচেই টুর্নামেন্টে নিজের প্রথম উইকেটের দেখা পান বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে শারজাহ ওয়ারিয়র্স। দলের পক্ষে টম অ্যাবেল ছিলেন সবচেয়ে উজ্জ্বল। তিনি ৪১ বলে ৬৮ রানের কার্যকর ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে গালফ জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি। গালফের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি। সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে আগের ম্যাচে এমআই এমিরেটসের বিপক্ষে অভিষেক হলেও উইকেট পাননি তাসকিন। সেই ম্যাচে ৪ ওভারে ৩৯ রান দিয়েছিলেন তিনি। তবে গালফ জায়ান্টসের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রান খরচায় একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই টাইগার পেসার। ইনিংসের প্রথম ওভারেই তাসকিনকে বল তুলে দেন অধিনায়ক সিকান্দার রাজা। প্রথম ওভারে ৮ রান দেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে চার ও ছক্কা হজম করলেও পরের চার বলে দেন মাত্র ১ রান। ওই ওভারেই গালফ অধিনায়ক জেমস ভিন্সকে ফিরিয়ে নিজের আইএল টি-টোয়েন্টির প্রথম উইকেট শিকার করেন তাসকিন। ওভারটিতে মোট ১২ রান দেন তিনি। পাওয়ারপ্লের শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৬ রান দেন তাসকিন। ম্যাচের শেষ দিকে গালফ জায়ান্টসের যখন জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩২ রান, তখন ১৯তম ওভারে মাত্র ৮ রান খরচ করেন তিনি। এতে শারজাহ ওয়ারিয়র্সের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

চীনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে নৈশভোজ সংবর্ধনা

চীনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে নৈশভোজ সংবর্ধনা চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চীন-বাংলাদেশ ক্রিকেট ফ্রেন্ডশিপ ট্যুরে অংশ নিতে বর্তমানে চীনে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এই সফরের অংশ হিসেবে গ্তকাল চাইনিজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এক নৈশভোজ সংবর্ধনায় অংশ নেয় বাংলাদেশ দল। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন চীনের নারী অনূর্ধ্ব-১৯ দল এবং চীনা নারী জাতীয় ক্রিকেট দলের সদস্যরাও। নৈশভোজ শেষে উভয় দেশের খেলোয়াড়রা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো ক্রিকেট দলের জন্য এটি প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চীন সফর। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই সিরিজ আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৪ সদস্যের মূল স্কোয়াড ও চারজন স্ট্যান্ডবাই খেলোয়াড় নিয়ে এই সফরের দল ঘোষণা করে। চীনে পৌঁছানোর পরদিনই দলটি এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়। এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। পরবর্তী দুই ম্যাচ মাঠে গড়াবে ১৯ ও ২১ ডিসেম্বর। তিনটি ম্যাচই চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে। সফর শেষে আগামী ২২ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের মেয়েদের। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের স্কোয়াড: সুমাইয়া আক্তার, আরতি মন্ডল, সাদিয়া ইসলাম, অদৃতা নওশের, মায়মুনা নাহার, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, অতসী মজুমদার, জেরিন তাসনিম, লামিয়া মৃধা, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাত, ববি খাতুন, কুমারি শ্রাবণী। স্ট্যান্ডবাই:

অ্যাডিলেড টেস্টে ফিরলেন অধিনায়ক কামিন্স

অ্যাডিলেড টেস্টে ফিরলেন অধিনায়ক কামিন্স চোট কাটিয়ে অবশেষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাডিলেড টেস্টের জন্য ঘোষিত দলে আরও একটি পরিবর্তন হিসেবে জায়গা ফিরে পেয়েছেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। কামিন্স ও লায়নের ফেরায় একাদশ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মাইকেল নেসার এবং পেসার ব্রেন্ডন ডগেট। পিঠের চোটে ভোগা উসমান খাজাও অ্যাডিলেড টেস্টের একাদশে জায়গা পাননি। তাঁর পরিবর্তে সাত নম্বরে ব্যাট করবেন জশ ইংলিস। সিরিজে এগিয়ে থাকা অবস্থায় একাদশের বাইরে থাকা নিয়ে হতাশ হলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন খাজা। অধিনায়ক কামিন্স খাজার পেশাদারিত্বের প্রশংসা করে বলেন,’সে একজন প্রকৃত টিমম্যান। দলের প্রয়োজনে সে সবকিছু করতে প্রস্তুত।’ এই টেস্টের মধ্য দিয়ে চলতি অ্যাশেজে প্রথমবার মাঠে নামছেন কামিন্স। চোটের কারণে পার্থ ও ব্রিসবেন টেস্টে খেলতে পারেননি তিনি। সর্বশেষ চলতি বছরের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন এই পেসার। নিজের ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী কামিন্স জানিয়েছেন, পুরো ওভার বোলিং করার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন,’আমি এখন পুরোপুরি ফিট। কিছুদিন ধরেই শতভাগ ফিটনেসে বোলিং করছি। যদি ব্রিসবেনে খেলতাম, হয়তো ওভার সীমিত থাকত, কিন্তু এই টেস্টে আমার কোনো সীমাবদ্ধতা নেই।’ অ্যাডিলেড টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।

মেগাভূমিকম্পের সতর্কতা তুলে নিল জাপান

মেগাভূমিকম্পের সতর্কতা তুলে নিল জাপান জাপানের উত্তর উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর সম্ভাব্য মেগাভূমিকম্পের জন্য জারি করা সতর্কতা প্রত্যাহার করেছে দেশটির আবহাওয়া সংস্থা। আজ এ তথ্য জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এবং অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এফডিএমএ) জানায়, গত ৮ ডিসেম্বরের ভূমিকম্পে সর্বোচ্চ ৭০ সেন্টিমিটার, অর্থাৎ ২৮ ইঞ্চি উচ্চতার সুনামি ঢেউ সৃষ্টি হয়। এতে ৪০ জনেরও বেশি মানুষ আহত হন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর জেএমএ একটি বিরল সতর্কতা জারি করে। এতে দেশটির উত্তরে ৮ মাত্রা বা তার বেশি শক্তিশালী মেগাভূমিকম্পের ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করা হয়। বিজ্ঞানীরা বলছেন, ৭ মাত্রা বা তার বেশি মাত্রার ভূমিকম্পের পর সাত দিনের মধ্যে মেগাভূমিকম্প ঘটার আশংকা প্রায় এক শতাংশ। এ সতর্কতার অংশ হিসেবে বাসিন্দাদের জরুরি ব্যাগ ও প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রেখে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। জেএমএর কর্মকর্তা ইসেই সুগানুমা আজ এএফপিকে বলেন, বাসিন্দাদের জন্য জারি করা বিশেষ সতর্কতার সময়সীমা মধ্যরাতে শেষ হয়ে গেছে।

মেক্সিকোতে জরুরি অবতরণকালে ছোট প্লেন বিধ্বস্ত, ৭ আরোহী নিহত

মেক্সিকোতে জরুরি অবতরণকালে ছোট প্লেন বিধ্বস্ত, ৭ আরোহী নিহত মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের সময় একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিন আরোহী ছাড়া বাকি সবাই নিহত হয়েছেন। আজ বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর মধ্যাঞ্চলে সোমবার একটি ছোট প্লেন জরুরি অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন কো-অর্ডিনেটর আদ্রিয়ান হার্নান্দেজ এ তথ্য নিশ্চিত করেছেন। সান মাতেও আতেনকো এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এটি একটি শিল্পাঞ্চল এবং টোলুকা বিমানবন্দর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। রাজধানী মেক্সিকো সিটি থেকে এলাকাটির দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে। প্লেনটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করেছিল। হার্নান্দেজ জানান, ব্যক্তিমালিকানাধীন ওই জেটে ৮ জন যাত্রী ও ২ জন ক্রু সদস্য ছিলেন। তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পর্যন্ত মাত্র ৭টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্লেনটি একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল। কিন্তু অবতরণের সময় পাশের একটি কারখানার ধাতব ছাদে আঘাত হানে, যার ফলে বড় ধরনের আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ

৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ দীর্ঘ ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে ফের বসতে চলেছে বিশ্ব ইজতেমার আসর। নতুন বছরের শুরুতেই হুগলি জেলার তাজপুর থানার অন্তর্গত দাদপুরের পুইনান এলাকায় আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক এই ধর্মীয় মহাসমাবেশ। আগামী ২ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে ইজতেমা। ৫ জানুয়ারি আখরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইজতেমাকে ঘিরে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন। আয়োজকদের প্রাথমিক অনুমান, চার দিনে দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ২০ লাখ মুসল্লির সমাগম হতে পারে। নামাজ আদায়, ইসলামী বয়ান শোনা এবং শান্তি-কল্যাণ ও আল্লাহর রহমত কামনায় একত্রিত হবেন মুসল্লিরা। বিশ্ব ইজতেমার মতো এত বড় জনসমাবেশ নির্বিঘ্নে সম্পন্ন করতে সোমবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, বিশিষ্ট ইমাম, পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা। বৈঠকে মুখ্যমন্ত্রী বিশ্ব ইজতেমা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, রাজ্যের শান্তি-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। নবান্ন সূত্রে জানা, হুগলি জেলা প্রশাসনকে ইতোমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ২০ লাখ মানুষের জন্য থাকা, খাবার, বিদ্যুৎ ও স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজর দিতে বলা হয়েছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা বা গুজব রুখতে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ছড়ানো ঠেকাতে সাইবার সেলকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৯৯১ সালে শেষবার পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। তিন দশকের বেশি সময় পর ২০২৬ সালে বৃহৎ এই ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।