১ ডলার= ৯১ রুপি, ভারত ছাড়ছে বিনিয়োগকারীরা

১ ডলার= ৯১ রুপি, ভারত ছাড়ছে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। শেয়ার বাজার থেকে ধারাবাহিকভাবে বিদেশি পুঁজি তুলে নেওয়া হচ্ছে। ফলে তরতর করে কমছে রুপির দাম। এবার ৯০-এর ঘর পেরিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে রুপির মূল্যমান। ডলারের হিসেবে রুপির দাম ৯১-এর ঘরে ঠেকেছে। আজ মঙ্গলবার বাজার খোলার পর এক ডলারের বিপরীতে রুপির মূল্য কমে দাঁড়ায় ৯১.০৭১-এ। এই প্রথম ৯১-এর ঘর পার করল মার্কিন মুদ্রা। ডলারের নিরিখে ধারাবাহিক ভাবে পতনের ফলে রুপির দামে রের্কড পতন দেখা গিয়েছে এদিন। ভারতের বিদেশি মুদ্রা লেনদেনকারীদের অনুমান, পরিস্থিতি এমন থাকলে আগামী এক মাসের মধ্যে ডলারের বিনিময় রেট ৯২ রুপিতে ঠেকতে পারে। অর্থনীতিবিদদের একাংশের মতে রুপির পতন কোনও আশ্চর্য ঘটনা নয়। তবে পতনের গতি অপ্রত্যাশিত। বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলোর পুঁজি প্রত্যাহার অব্যাহত। এই সবেরই প্রভাব পড়েছে রুপিতে। দিনের শুরুতে, ডলারের বিপরীতে টাকার দাম ৯০.৮৩-এর রেকর্ড সর্বনিম্ন দরে পৌঁছে যায়। লেনদেন শুরু হওয়ার পর ০.১ শতাংশ কমে ৯০.৭৯-এ দাঁড়ায়। আমেরিকার মু্দ্রার হিসাবে রুপি সর্বকালের সর্বনিম্ন দামে নেমে আসে মঙ্গলবার।
আইপিএল নিলামে ইতিহাস, ২৫ কোটিতে কলকাতায় গ্রিন

আইপিএল নিলামে ইতিহাস, ২৫ কোটিতে কলকাতায় গ্রিন আইপিএল মিনি-নিলামে ২৫ কোটি ২০ লাখ টাকায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই চমকপ্রদ লেনদেনের মাধ্যমে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে নিলামে বিক্রি হলেন। আজ আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএল মিনি-নিলাম। এবারের নিলামে মোট ৩৬৯ জন ক্রিকেটারের নাম তোলা হয়েছে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড পূরণ করতে পারবে এবং সব মিলিয়ে নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন। নিলামের শুরুতেই ডাকা হয় অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের নাম। তবে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এরপর দিল্লি ক্যাপিটালস ২ কোটি টাকায় দলে ভেড়ায় অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মিলারকে। নিলামে অবিক্রিত থাকেন ভারতের পৃথ্বী শ। একইভাবে কোনো দল পাননি নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। তবে এরপরই নিলামের চিত্র পাল্টে যায় ক্যামেরন গ্রিনের নাম উঠতেই। ২ কোটি টাকা ভিত্তিমূল্যের এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নিতে শুরুতে আগ্রহ দেখায় মুম্বাই ইন্ডিয়ান্স। পরে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সও লড়াইয়ে যোগ দেয়। দর দ্রুতই ছাড়িয়ে যায় ১০ কোটি টাকা। শেষ দিকে প্রতিযোগিতায় নামে চেন্নাই সুপার কিংস, তবে রাজস্থান রয়্যালস ছিটকে যাওয়ার পর কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে মূল লড়াই চলে। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে নিলামে বিক্রি হলেন তিনি। এদিকে মিনি-নিলামের আগে প্রকাশিত সূচি অনুযায়ী, আসন্ন আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ৩১ মে। সব মিলিয়ে এবারের আসরও আগের মতোই দুই মাসের কিছু বেশি সময় ধরে চলার সম্ভাবনা রয়েছে।
একইদিনে মাঠে গড়াচ্ছে আইপিএল ও পিএসএল : শুরু ২৬ মার্চ

একইদিনে মাঠে গড়াচ্ছে আইপিএল ও পিএসএল : শুরু ২৬ মার্চ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র তিন সপ্তাহ পরে একই তারিখে মাঠে গড়াবে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ—ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আইপিএলের ১৯তম আসর এবং পিএসএলের ১১তম আসর শুরু হবে আগামী ২৬ মার্চ। আইপিএল চলবে ৬৭ দিন ধরে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে। অন্যদিকে, পিএসএল অনুষ্ঠিত হবে ৩৯ দিনব্যাপী এবং ফাইনাল হবে ৩ মে। আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএল মিনি-নিলাম। পিএসএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি ইসলামাবাদে, সেখানে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা হবে। ২০২৬ পিএসএলে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। গত বছর থেকেই দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ একই সময়ে মাঠে গড়াচ্ছে। তবে একে অপরের সময়সূচির সঙ্গে সংঘর্ষ হওয়ায় কোনো কোনো খেলোয়াড় একাধিক টুর্নামেন্টের মধ্যে বেছে নিতে বাধ্য হচ্ছেন। উদাহরণস্বরূপ, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি এবং ইংল্যান্ডের ডেভিড উইলি আইপিএলের পরিবর্তে পিএসএলে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
শীতে খসখসে ত্বক? বাড়িতে থাকা এই ৩ উপাদানেই মিলবে সমাধান

শীতে খসখসে ত্বক? বাড়িতে থাকা এই ৩ উপাদানেই মিলবে সমাধান শীত এলে ত্বকে তার প্রভাব পড়বেই। এসময় ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়। অনেক সময় দেখা যায় নানাকিছু ব্যবহার করেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না। শীতে ত্বকের আর্দ্রতা হারিয়ে যাওয়া সাধারণ সমস্যা। আপনিও নিশ্চয়ই এই সমস্যা কম-বেশি মোকাবিলা করছেন? কেমিক্যালযুক্ত ফেসওয়াশ ব্যবহারের ফলে অনেক সময় ত্বকের পিএইচ ব্যালান্স ও প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। যার ফলে ত্বক আরও বেশি খসখসে হয়ে যায়। এই সমস্যা থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক ক্লিনজার। চলুন জেনে নেওয়া যাক- কাঁচা দুধ : দুধ শুধু শরীরকে ভেতর থেকেই পুষ্টি জোগায় না, বরং এটি ত্বককে বাইরে থেকেও উপকার করতে পারে। আমাদের ত্বকের কোমলতা বজায় রাখতে কাজ করে কাঁচা দুধ। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের জমে থাকা ময়লা দূর করে সহজেই। সেজন্য পরিষ্কার তুলো নিয়ে কাঁচা দুধে চুবিয়ে নিন। এবার মুখে ধীরে ধীরে মাসাজ করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানিতে ধুয়ে নিতে হবে। মধু : মধুর যে কত গুণ, তার কয়টাই বা আমরা জানি! এই যেমন ত্বকের খসখসেভাব দূর করার জন্য মধুটা কতটা কার্যকরী তা কি আপনি জানতেন? যদি না জেনে থাকেন তাহলে আজই একবার ব্যবহার করে দেখতে পারেন। মধুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের অনেকগুলো সমস্যা দূর করে। যার মধ্যে একটি হলো এটি ত্বকের খসখসেভাব কমায়। ফলে ত্বক হয়ে ওঠে কোমল। এক চা চামচ মধুর সঙ্গে খুব সামান্য লেবুর রস মিশিয়ে ত্বকে মাসাজ করুন। কিছুক্ষণ ওভাবেই রেখে দিন। এরপর পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিন। পরিবর্তনটা নিজেই দেখতে পাবেন। আলু : ত্বকের যত্নে যে আলুও বেশ কার্যকরী, তা জানা আছে নিশ্চয়ই? সম্ভবত এমন কোনো বাড়ি নেই, যেখানে আলু খুঁজে পাওয়া যাবে না। তাই হাতের কাছে আর কিছু না পেলে আলুকেই বেছে নিন। আমাদের ত্বকে সৃষ্ট ডার্ক সার্কেল থেকে শুরু করে সানবার্ন দূর করা পর্যন্ত আলু অনেকভাবে সাহায্য করে। সেজন্য একটি আলু খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর সেই ব্লেন্ড করা আলু ত্বকে লাগিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে মিনিট পনেরো। আর তারপর পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিলেই ত্বকে তার প্রভাব বুঝতে পারবেন।
কোন রঙের আঙুর সবচেয়ে পুষ্টিকর?

কোন রঙের আঙুর সবচেয়ে পুষ্টিকর? আঙুর পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফলের মধ্যে একটি। শুধু স্বাদেই অনন্য নয়, এই ক্ষুদ্র ফলে আশ্চর্যজনক পরিমাণে পুষ্টি রয়েছে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কোনো একটি রঙের আঙুর অন্যগুলোর চেয়ে স্বাস্থ্যকর কিনা? সবুজ, কালো এবং লাল আঙুর দেখতে একই রকম হতে পারে, তবুও স্বাদ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্য উপকারিতার দিক থেকে এগুলো আলাদা। সবচেয়ে পুষ্টিকর আঙুর পেতে আপনার কোনটি খাওয়া উচিত? চলুন জেনে নেওয়া যাক- সবুজ আঙুরের উপকারিতা ভিটামিনের চমৎকার উৎস: সবুজ আঙুর ভিটামিন সি সরবরাহ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভিটামিন কে, যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। জার্নাল অফ ফুড সায়েন্স অনুসারে, এই পুষ্টি উপাদানগুলো সবুজ আঙুরকে সুষম খাদ্য করে তোলে। হাইড্রেশন এবং ওজন নিয়ন্ত্রণ: এতে থাকা পানি এবং কম ক্যালোরির পরিমাণ হাইড্রেটেড থাকার এবং ওজন নিয়ন্ত্রণের জন্য আদর্শ, বিশেষ করে উষ্ণ মাসগুলোতে। হালকা অ্যান্টিঅক্সিডেন্ট: সবুজ আঙুরে ফ্ল্যাভোনয়েড এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তবে লাল এবং কালো আঙুরের তুলনায় কম পরিমাণে, যা প্রতিদিনের খাবারের জন্য হালকা পুষ্টিকর বৃদ্ধি প্রদান করে। লাল আঙুরের উপকারিতা হৃদযন্ত্রের জন্য উপকারী: লাল আঙুর রেসভেরাট্রলের একটি প্রাকৃতিক উৎস, যা হৃদযন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত একটি অ্যান্টিঅক্সিডেন্ট। জার্নাল অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে, রেসভেরাট্রল প্রদাহ কমাতে সাহায্য করে এবং হৃদপিণ্ডের কার্যকারিতা সমর্থন করে। কোষীয় সুরক্ষার জন্য পলিফেনল: এই যৌগগুলো অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। ভাস্কুলার স্বাস্থ্য: আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের গবেষণায় দেখা গেছে যে আঙুর পলিফেনল রক্তনালীর নমনীয়তা উন্নত করতে এবং রক্তচাপ কমাতে পারে। কালো আঙুরের উপকারিতা সর্বোচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি: কালো আঙুর অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ, যা এই ফলকে গাঢ় রঙ দেয় এবং শক্তিশালী প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য প্রদান করে। জার্নাল অফ নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি অন্যান্য জাতের তুলনায় এই আঙুরের উচ্চতর অ্যান্টিঅক্সিডেন্ট প্রোফাইল তুলে ধরে। মস্তিষ্ক এবং হৃদরোগের উপকারিতা: এর ফ্ল্যাভোনয়েড এবং রেসভেরাট্রল জ্ঞানীয় কার্যকারিতা এবং হৃদরোগের স্বাস্থ্য ভালো রাখতে করে, যা সামগ্রিক সুস্থতার জন্য তাদের একটি পাওয়ার হাউস হিসেবে কাজ করে। স্মৃতিশক্তি এবং জ্ঞান উন্নত করে: ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনের একটি গবেষণায় দেখা গেছে যে কালো আঙুরের পলিফেনল বয়স্কদের স্মৃতিশক্তি এবং মানসিক কর্মক্ষমতা বৃদ্ধি করে। কোন আঙুর সবচেয়ে পুষ্টিকর? সবুজ, লাল এবং কালো আঙুর সবই স্বাস্থ্য উপকারিতা প্রদান করে, তবে কালো আঙুরের কিছুটা সুবিধা রয়েছে। উচ্চ মাত্রার অ্যান্থোসায়ানিন, রেসভেরাট্রল এবং ফ্ল্যাভোনয়েডের জন্য এটি সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা প্রদান করে এবং মস্তিষ্ক এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। লাল আঙুর তাদের হৃদয়-বান্ধব রেসভেরাট্রল এবং পলিফেনলের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হয়, যেখানে সবুজ আঙুর হাইড্রেশন এবং প্রতিদিনের খাবারের জন্য একটি সতেজ, ভিটামিন-সমৃদ্ধ বিকল্প হিসেবে কাজ করে। তাই যদি আপনি সর্বাধিক পুষ্টি ও উপকারিতা চান তবে কালো আঙুরই সবচেয়ে ভালো। তবে সম্ভব হলে আপনার খাদ্যতালিকায় সবুজ, লাল এবং কালো আঙুরের রঙিন মিশ্রণ উপভোগ করুন।
আবারও আলোচনায় শিল্পা শেঠি

আবারও আলোচনায় শিল্পা শেঠি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার। এবার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে বড় ধরনের আইনি ঝামেলার মুখে পড়েছেন এই গ্ল্যামার কন্যা। বেঙ্গালুরুতে শিল্পার মালিকানাধীন রেস্টুরেন্ট ‘বাস্তিয়ান’-এর বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দায়ের করেছে কর্ণাটক পুলিশ। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবদেন বলা হয়, গত ১১ ডিসেম্বর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও রেস্তোরাঁটি খোলা রাখা হয়েছিল। গভীর রাত পর্যন্ত সেখানে উচ্চ শব্দে গান-বাজনা এবং নাচ-গান চলার অভিযোগ উঠেছে। আইন অমান্য করে এমন উদযাপনের খবর পাওয়ামাত্রই কঠোর অবস্থানে যায় পুলিশ। এই ঘটনায় বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ম্যানেজারকে তলব করা হয়েছে। তবে কেবল সময় অতিক্রম নয়, ‘বাস্তিয়ান’ নিয়ে বিতর্কের শুরু গত সপ্তাহ থেকে। বিগ বসের প্রাক্তন বিজয়ী সত্য ওই রেস্টুরেন্টে ডিনার করতে গেলে বিল পরিশোধ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তুঘলকি কাণ্ড ঘটে। বচসার সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে রেস্টুরেন্টে কর্তৃপক্ষ। সেই রেশ কাটতে না কাটতেই এবার পুলিশের মামলায় নতুন করে আলোচনায় এলেন শিল্পা। ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়ে বারবার এমন হোঁচট খাওয়ায় বেশ বিব্রত এই অভিনেত্রী। যদিও এই আইনি জটিলতা নিয়ে এখন পর্যন্ত শিল্পা শেঠির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
৪০ মিনিট বিরতির পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

৪০ মিনিট বিরতির পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিটের স্বল্প বিরতির পর মেট্রোরেল এখন স্বাভাবিকভাবে চলাচল করছে। একইসঙ্গে সরকারি ছুটির দিন হলেও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সময়সূচি অনুযায়ী, আজ রাত সাড়ে ৯টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন এবং ১০টা ১০ মিনিট পর্যন্ত মতিঝিল স্টেশনে ট্রেন চলাচল করবে। আজ দুপুরে ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় একটি প্যারাজাম্পে অংশ নেওয়া প্যারাট্রুপারদের নিরাপত্তার জন্য বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এরপর আবার আগের মতোই ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন স্বাভাবিকভাবেই নির্ধারিত সময় পরপর ট্রেন চলাচল করছে। আজ সরকারি ছুটির দিন কতক্ষণ মেট্রোরেল চলাচল করবে জানতে চাইলে তিনি বলেন, শনিবার ও অন্যান্য সব সরকারি ছুটির দিনের জন্য আমাদের সময়সূচি নির্ধারিত। সে অনুযায়ী আজ উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে ৬টা ৩০ মিনিটে৷ সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে৷ আর মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে৷ আর সবশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। উল্লেখ্য, ডিএমটিসিএলের নিয়ম অনুযায়ী নিয়মিত দিনে (শুক্রবার ছাড়া) সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত, এবং শুক্রবার রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত যেকোনো স্টেশন থেকে সিংগেল জার্নি টিকিট কেনা ও এমআরটি বা র্যাপিড পাস টপ-আপ করা যাবে। তবে শুক্রবার শুধু উত্তরা উত্তর স্টেশনে বিকাল ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশনে বিকাল ৩টা ৫ মিনিট থেকে এই সেবা চালু হয়। আর রাত ৯টা ২০ মিনিটের পর সব টিকিট অফিস ও মেশিন বন্ধ হয়ে যায়।
বিজয় দিবসের শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র-ভারত-চীন

বিজয় দিবসের শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র-ভারত-চীন বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেন। আজ পৃথক বার্তায় সংশ্লিষ্ট দেশগুলোর ঢাকার দূতাবাস বিজয় দিবসের শুভেচ্ছা জানায়। মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়, এই বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালের সেই সাহসী বাংলাদেশিদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও সম্মান জানাচ্ছি, যাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করেছে। চীনের বার্তায় উল্লেখ করা হয়, মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন বিজয়ের প্রেরণায় একসাথে সবার জন্য একটি সমৃদ্ধ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলি। ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়, ভারতীয় হাইকমিশন, ঢাকা বাংলাদেশের জনগণকে জানাচ্ছে বিজয় দিবসের শুভেচ্ছা। এ ছাড়া, পৃথক পৃথক বার্তায় যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেন বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে।
রণবীরের সিনেমার আয় ৭৮৯ কোটি টাকা ছাড়িয়ে

রণবীরের সিনেমার আয় ৭৮৯ কোটি টাকা ছাড়িয়ে প্রায় আড়াই বছর পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গত ৫ ডিসেম্বর ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমা। চলতি বছরে রণবীর সিংয়ের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এটি। লাদাখে শুটিং করতে গিয়ে সিনেমাটির শতাধিক ক্রু সদস্য অসুস্থ হয়ে পড়েছিলেন, ট্রেইলার মুক্তির পর রণবীরের মারকাটারি উপস্থিতিও আলোচনার জন্ম দিয়েছিল। ফলে আদিত্য ধর নির্মিত এ সিনেমার জন্য অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরাও। অপেক্ষার ইতি টেনে সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়ে ভক্তদের হতাশ করেননি রণবীর সিং। পাশাপাশি বক্স অফিসেও ঝড় তুলেছে সিনেমাটি। বক্স অফিসে ‘ধুরন্ধর’ সিনেমার শুরুটা মন্দ হয়নি। বলি মুভি রিভিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত বলিউডের প্রায় ৫০টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সিনেমার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি)। এ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ‘ধুরন্ধর’ সিনেমা। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ২৪ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ৩০ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ৩৭ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে আয় করে ২১ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করে ২৫.৫ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে আয় করে ২৫ কোটি রুপি (নিট), সপ্তম দিনে আয় করে ২৫ কোটি রুপি (নিট), অষ্টম দিনে আয় করেছে ৩১ কোটি রুপি (নিট), নবম দিনে আয় করেছে ৫০ কোটি রুপি (নিট), দশম দিনে আয় করেছে ৫৭ কোটি রুপি (নিট), একাদশতম দিনে আয় করেছে ২৮ কোটি রুপি (নিট)। ১১ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৩২.৮১ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ৭১৫ কোটি ২৭ লাখ টাকা। তবে স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ধুরন্ধর’ সিনেমার আয় খানিকটা বেশি। মুক্তির ১১ দিনে শুধু ভারতে আয় করেছে ৪৫৭.৫ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৮৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮৯ কোটি ৩৬ লাখ টাকা)। ভারতীয় একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। পাকিস্তানের লিয়ারি শহরের ভেতরে ঢুকে অপারেশন চালান তিনি। সত্য-মিথের সীমানা মিলিয়ে সিনেমাটিতে উঠে এসেছে বাস্তব চরিত্রও। অক্ষয় খান্না অভিনয় করেছেন আলোচিত গ্যাংস্টার রেহমান ডাকাতের চরিত্রে আর সঞ্জয় দত্তকে দেখা গেছে এসপি চৌধুরী আসলামের ভূমিকায়। এ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেছেন সারা অর্জুন। এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। তাছাড়াও অভিনয় করেছেন—অর্জুন রামপাল, রাজেশ বেদি, আর. মাধবন, মানব গোহিল প্রমুখ। ২৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য ধর, লোকেশ ধর, জ্যোতি দেশপান্ডে।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে ভাষণটি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।