আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত : তরুণ প্রজন্মকে দুর্নীতি মুক্ত দেশ গড়ার আহ্বান

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত : তরুণ প্রজন্মকে দুর্নীতি মুক্ত দেশ গড়ার আহ্বান ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ উপজেলা পর্যায়েও দিবসটি পালন করা হয়। দিবসের আলোচনা অনুষ্ঠান থেকে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নিজেদের দুর্নীতি মুক্ত থাকা এবং পরিশুদ্ধ রাখা, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান বক্তারা। আজ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন উড্ডয়ন করা হয়। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সবাইকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, নিজেকে পরিশুদ্ধ করতে পারলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব। তিনি তরুণ প্রজন্মকে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, রাষ্ট্রের অগ্রগতির অন্তরায় হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতি থেকে জেলা পুলিশ মুক্ত থাকবে। আরো বক্তব্য দেন— দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা আব্দুল মতিন। সূচনা বক্তব্য দেন— জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সহসভাপতি রোকসানা আহমদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন— হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সাফি শাহরিয়ার ভাষা ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নেয়া রিসকাত নদী দিয়া। এসময় সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি অংশগ্রহণ করে। শিবগঞ্জ : শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে একটি দুনীর্তিবিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহা. তরিকুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন— কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কমিটির সদস্য ডা. তড়িৎ কুমার সাহা, সাংবাদিক এ কে এস রোকনসহ অন্যরা। গোমস্তাপুর: গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন— উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, শিক্ষা অফিসার মুসাহাক আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন। পরে প্রধান অতিথিসহ কমিটির সদস্যদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। নাচোল: নাচোল উপজেলা দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।আলোচনা সভার আগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভোলাহাট: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ সকল ১০টার দিকে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহা. মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. এখতিয়ার উদ্দিন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ও তাহাজ্জুত হোসেন।
নাচোলে কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা

নাচোলে কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা নাচোল উপজেলার লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ফোরামের সভাপতি হাফিজুর রহমান, নেজামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি ক্লিনিক সদস্য আব্দুল গাফ্ফার, কাইউম, শাহজাদী বেগম, সংরক্ষিত আসনের সদস্য রেবিনা খাতুনসহ অন্য সদস্যরা। বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এই সমন্বয় সভার আয়োজন করে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাসুমা খাতুন, এফডব্লিউএ কামরুন নাহার, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
৫ শ্রেষ্ঠ অদম্য নারী পেলেন সংবর্ধনা

৫ শ্রেষ্ঠ অদম্য নারী পেলেন সংবর্ধনা ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা এবং জেলা পর্যায়ের ৫ অদম্য নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন— জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। এছাড়াও বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল আহাদ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর। বক্তারা বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এখনকার নারীদের পুরুষের পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার এবং নারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান। জেলাপর্যায়ে সংবর্ধনা প্রাপ্ত ৫ শ্রেষ্ঠ অদম্য নারীর মধ্যে অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে সংবর্ধনা পেয়েছেন সদর উপজেলার শরিফা খাতনু, শিক্ষা ও চাকরি জীবনে সফল নারী নিসাতারা খাতুন, সফল জননী গোমস্তাপুর উপজেলার রোকেয়া বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ভোলাহাট উপজেলার নাজিমা খাতুন ও সমাজ উন্নয়নে অসামন্য অবদান রাখা নারী শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা : বেগম রোকেয়া দিবসে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আজ সকালে পৌরসভার সামনে থেকে র্যালিটি বের হয়ে জেলাশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব, টাউন প্ল্যানার ইমরান হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। জাগো নারী বহ্নিশিখা : আজ বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা স্কাউটস ভবনের গোলাম রশিদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা ও প্রথম আলো বন্ধুসভার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জাগো নারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, জাগো নারী বহ্নিশিখার সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, বাংলাদেশ স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক উম্মে কুলসুম, জাগো নারী বহ্নিশিখার সদস্য শাহনাজ রুমি, লিপি রায়, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারাহ উলফাৎ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সদস্য শাহনিনা প্রামাণিক, সাবরিন আকতার, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। শিবগঞ্জ: নারী জাগরণ ও অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এবং শিবগঞ্জ পৌরসভায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এবং শিবগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন নবাগত শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। র্যালিতে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকতা এবং পৌর কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ পারভেজ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনসহ অন্যরা। আলোচনা শেষে চারজন অদম্য নারীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এছাড়া শ্রেষ্ঠ ৫ অদম্য নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন— উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, ওসি আছলাম আলী, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভা শেষে ৫ শ্রেষ্ঠ অদম্য নারীকে সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন— অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোমেনা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ফরিদা বেগম, সফল জননী জোৎস্না আরা খাতুন, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী শ্রীমতি মাধবী রানী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মরিয়ম খাতুন।
পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— ভোলাহাট উপজেলার ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে ১ম শ্রেণীর ছাত্র হাসান (৮), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী (৯৩), ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আশিক আলী (২৫) ও একই গ্রামের আপেল মাহমুদের ছেলে আব্দুল্লা (৩০)। এই দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, উপজেলার পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে ভোলাহাট-রহনপুর সড়কের দলদলী ইউনিয়নের ইসলামপুর নিমগাছী মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিল হাসান। এসময় দ্রুতগতির একটি ট্রলি হাসানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। ঘটনার পর ট্রলিচালক ঘটনাস্থলে ট্রলি রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। ট্রলিটি আটক করে রাখা হয়েছে। অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, আজ দুপুরে ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন বাসেদ। এ সময় ধানবোঝাই একটি ভুটভুটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বাসেদ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে গোমস্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর রহনপুর পৌর এলাকার তেঁতুলমোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুর ২টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রাম থেকে প্রতিবেশী আব্দুল্লাহকে নিয়ে আশিক মোটরসাইকেলযোগে গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় যাচ্ছিলেন। পথে রহনপুর পৌর এলাকার তেঁতুলমোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে গুরুতন আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক ঘটনাস্থলে উপস্থিত হন। ওসি জানান, পুলিশ দুজনের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃতদের পরিবারের লোকজন এসেছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। এ ব্যাপারে তিন থানায় পৃথক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
বিজিবির উদ্যোগে এবার বাংলাদেশী মায়ের মরদেহ দেখার সুযোগ পেলেন মেয়ে

বিজিবির উদ্যোগে এবার বাংলাদেশী মায়ের মরদেহ দেখার সুযোগ পেলেন মেয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এবার ভারতে বসবাসকারী মেয়েকে মায়ের মরদেহ দেখার সুযোগ করে দিল ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন। গতকাল রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন জমিনপুর গ্রামের বাসিন্দা তারাবানু। আজ সকালে মায়ের মরদেহ ভারতে বিবাহসূত্রে অবস্থানকারী মেয়ের আবেদনের প্রেক্ষিতে দেখার সুযোগ করে দেয়া হয়। মৃত তারাবানু চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী। ৫৯ বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ভারতের মালদা জেলার কালিয়া থানার দুশতদিঘী এলাকার বাসিন্দা মৃতার মেয়ে মোছা. মালেকা বেগমসহ অন্যান্য আত্মীয়স্বজন মরদেহ দেখার জন্য বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে আনুষ্ঠানিক আবেদন জানান। মানবিক বিবেচনায় ভারতীয় স্বজনদের মরদেহ দেখানোর জন্য মঙ্গলবার সকালে ১৫ মিনিটের জন্য কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩এস এর কাছে শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মরদেহ দেখানো হয়। এ সময় উভয় দেশের মৃত মহিলার স্বজনরা কান্নায় ভেঙে পড়লে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মেয়ে মালেকা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, দুটি আলাদা দেশের কারণে এবং আইনগত জটিলতার কারণে মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে খুব কষ্টে ছিলেন। শেষবার মাকে একবার একনজর দেখার জন্য আকুতি ছিল। পরে বিএসএফের কাছে আবেদনের প্রেক্ষিতে এবং বিজিবি সাড়া দেয়ায় তিনি তার মায়ের মুখটা শেষবারের মতো দেখতে পেলেন। শেষবারের মতো মরদেহ দেখে এ উদ্যোগের জন্য তিনি বিজিবি এবং বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “বিজিবি যে কোনো মানবিক কাজে সর্বদা সহানুভূতিশীল।” এর আগেও বাংলাদেশীদের আবেদনে সাড়া দিয়ে স্বজনদের মরদেহ দেখার সুযোগ করে দেয়া হয়। প্রসঙ্গত, এর আগে গত মাসের প্রথম সপ্তাহে এবং চলতি মাসের ৫ ডিসেম্বর বাংলাদেশীদের আবেদনের প্রেক্ষিতে ভারতে মারা যাওয়া দুজনের মরদেহ বিজিবি-বিএসএফের সহায়তায় দেখানোর সুযোগ করে দেয়া হয় স্বজনদের। তবে এবারই প্রথম ভারতীয় স্বজনরা মরদেহ দেখার আবেদন করে বাংলাদেশের কাছে।
শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১ শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মোড়ে প্রতিপক্ষের হামলায় নয়ন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে তার বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। নিহত নয়ন নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোড়লপাড়া নয়ালাভাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় নয়ালাভাঙ্গা বাবুপুর মোড়ে একদল ব্যক্তি নয়নকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে তার ভাইসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নয়ন মারা যায়। এছাড়া ঘটনার পর নয়নের বাড়িতে আগুন ধরিয়ে দিলে খবর পেয়ে শিবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের একটি অংশের দাবি, নিহত নয়ন এলাকায় এককভাবে দাপট খাটাত। আর এ কারণেই তার ওপর হামলা চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসারুল ইসলাম তুষার প্রতিপক্ষের হামলায় অতিরিক্ত রক্তক্ষরণে নয়নের মৃত্যুর কারণ বলে প্রাথমিক ধারণা করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রতিপক্ষের হামলায় নয়ন নামে একজন ব্যক্তি মারা গেছেন। আধিপত্য বিস্তার নাকি অন্যকিছুর কারণে হত্যা সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে নয়নের নামে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী নিহত

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী নিহত গোমস্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বিকেলে রহনপুর পৌর এলাকার তেতুলমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের সাজাহান আলির ছেলে আশিক আলি ও মৃত আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ নসু। তারা একই গ্রামের বাসিন্দা। দুপুরে বাড়ি থেকে বের হয়ে তারা গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় যাচ্ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রাম থেকে প্রতিবেশী আব্দুল্লাহকে নিয়ে আশিক মোটরসাইকেল করে গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় যাচ্ছিলেন। পথে রহনপুর পৌর এলাকার তেতুলমোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা পেয়ে চাকার নিচে পড়ে যান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন। এদিকে খবর পেয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক ঘটস্থাহলে এসে উপস্থিত হন। ওসি জানান, পুলিশ দুজনের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃতদের পরিবারের লোকজন এসেছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইগতব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
মশা তাড়ানোর ঘরোয়া কিছু উপায়

মশা তাড়ানোর ঘরোয়া কিছু উপায় সারাদেশে মশার উপদ্রব বেড়েছে। মশার কামড়েই এ বছর চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। সুস্থ ও নিরাপদে থাকতে ঘরের ভেতর-বাহির, ফুলের টব, বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই। পাশাপাশি মশা তাড়াতে ঘরোয়া কিছু উপায় মেনে চলতে পারেন। মশা তাড়াতে কর্পূরের ওপর ভরসা করতে পারেন। একটি ৫০ গ্রামের কর্পূরের টুকরা একটি ছোট পাত্রে রেখে পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। দুদিন পরপর পানি পরিবর্তন করুন। কর্পূরের গন্ধ মশা একদমই সহ্য করতে পারে না। তাই এটি ঘরে থাকলে মশা দূর হয়। কর্পূরের মতো নিমের গন্ধও মশা সহ্য করতে পারে না। আশপাশে নিমগাছ থাকলে কয়েকটি নিমপাতা সংগ্রহ করে ঘরের কোণে রেখে দিন। এতে মশার উপদ্রব কমে যাবে। নিম তেল গায়ে মাখলেও মশার কামড় থেকে রেহাই পাবেন। মশা তাড়াতে কয়েকটি রসুনের কোয়া থেঁতলে পানিতে দিয়ে সেদ্ধ করুন। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। এবার রসুন মেশানো পানি ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করুন। অল্প সময়েই মশা পালাবে। লেবু মাঝামাঝি করে কেটে, কাটা লেবুর ভেতরের অংশে অনেক লবঙ্গ গেঁথে দিন। লেবুর টুকরাগুলো পাত্রে রেখে ঘরের এক কোণে রেখে দিন। চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। কিছুক্ষণের মধ্যেই ফল পাবেন। মশাসহ যে কোনো পোকামাকড় তাড়াতে পুদিনা পাতার ওপর ভরসা রাখতে পারেন। একটি গ্লাসে অল্প পানি নিয়ে তাতে পাঁচ থেকে ছয় গাছি পুদিনাপাতা রেখে দিন। তিন দিন পরপর পানি বদলে দেবেন। পুদিনার গন্ধে অনেক ধরনের পোকামাকড় ঘরে আসবে না। মশার হাত থেকে বাঁচতে গায়ে সুগন্ধি, আতর বা লোশন মাখতে পারেন। কেননা মশা সুগন্ধি খুব অপছন্দ করে। রাতে ঘুমানোর আগেও শরীরে লোশন মাখতে পারেন। বাজারে মশা নিরোধক লোশনও পাওয়া যায়। চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে শিশুর গায়ে সে ধরনের লোশন লাগাতে পারেন। ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে তা দিয়ে মশা তাড়াতে পারেন। চা-পাতা পোড়ালে যে ধোঁয়া হয়, তাতে ঘরের সব মশা, মাছি পালিয়ে যায়। কয়লা বা কাঠকয়লার আগুনে নিমপাতা পুড়িয়েও ঘরের মশা তাড়াতে পারেন।
ন্যানসি লন্ডনে ৬ মাসের ইন্টেরিয়র ডিজাইন কোর্স শেষ করলেন

ন্যানসি লন্ডনে ৬ মাসের ইন্টেরিয়র ডিজাইন কোর্স শেষ করলেন দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। শুধু গানের জগতেই নয়, ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রেও বরাবরই মনোযোগী তিনি। সেই পছন্দের জায়গাগুলোর একটি হলো ইন্টেরিয়র ডিজাইন। বহুদিন ধরেই ঘর সাজানো-গোছানো এবং নান্দনিক বিন্যাসে তার বিশেষ আগ্রহ।নেত্রকোনায় নিজের তৈরি ডুপ্লেক্স বাড়িটির ইন্টেরিয়রও তিনি নিজস্ব রুচি ও পরিকল্পনায় করেছেন। যা তার ঘনিষ্ঠজনদের কাছেও প্রশংসা কুঁড়িয়েছে। নিজের আগ্রহকে প্রাতিষ্ঠানিক দক্ষতায় রূপ দিতে গত বছর লন্ডনের সুপরিচিত ন্যাশনাল ডিজাইন একাডেমিতে ইন্টেরিয়র ডিজাইন কোর্সে ভর্তি হন ‘দ্বিধা’, ‘পলাশী থেকে ধানমন্ডি’সহ অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী। ছয় মাসব্যাপী ডিপ্লোমা কোর্সে অংশ নিতে নিয়মিত লন্ডনে যাওয়া-আসা করতে হয়েছে তাকে। ব্যস্ত কনসার্ট, গান রেকর্ডিং, সংসার দেখাশোনার চাপে কোর্সটি শেষ করা ছিল সত্যিকারের চ্যালেঞ্জ। শিল্পী জানান, তার কোর্সটি এরইমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ন্যানসি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে গণমাধ্যমে তিনি বলেন, ‘ইন্টেরিয়র ডিজাইন আমাকে ভীষণ টানে। এটি আমার কাছে শুধু সৃজনশীলতার জায়গা নয়, বরং মানসিক প্রশান্তিরও উৎস। গান, পরিবার আর বিভিন্ন ব্যস্ততার মাঝেও কোর্সটি শেষ করতে পেরেছি-এটা আমার জন্য অনেক আনন্দের। ফেব্রুয়ারির মাঝামাঝি আনুষ্ঠানিক সার্টিফিকেট হাতে পাব। তিনি আরও জানান, ভবিষ্যতে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আরও পেশাদারভাবে কাজ করার পরিকল্পনাও আছে তার। যদিও সংগীতই তার প্রথম ভালোবাসা, তবুও ইন্টেরিয়র ডিজাইনে নিজের দক্ষতা ব্যবহার করে ঘরবাড়ি সাজানোর মতো সৃজনশীল কাজ করতে চান ন্যানসি। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ন্যান্সি নতুন গান ও বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চাই না

কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চাই না অভয়া কাণ্ডের পর থেকেই ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের রাজনীতিতে যোগদানের গুঞ্জন শুরু হয়। ওই সময় সোহিনী এই পুরো ঘটনাটি নিয়ে যেভাবে সক্রিয় ও সরব হয়েছিলেন, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো অচিরেই তাকে রাজনৈতিক মঞ্চে দেখা যাবে। এমন ভাবনার পেছনে কারণও ছিল এর আগেও টলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীকেই একইভাবে সমাজিক ইস্যুতে সরব হওয়ার পর রাজনীতিতে যুক্ত হতে দেখা গিয়েছে। যদিও অভয়া কাণ্ডের এক বছর পেরিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে দেখা যায়নি এই অভিনেত্রীকে। তবে সম্প্রতি ‘রঘু ডাকাত’ ছবির প্রচারের সময় তৃণমূল নেতার সঙ্গে সোহিনীর নাচের একটি ঘটনাকে কেন্দ্র করে ফের আলোচনা শুরু হয়। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অভিনেত্রীকে নিয়ে তির্যক মন্তব্যও করেছিলেন। অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন সোহিনী সরকার। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন রাজনীতিতে তার যোগদানের ব্যাপারে। সোহিনী বলেন, ‘আমার কাছে যদি প্রস্তাব আসে, আমি তবুও কোনোভাবেই, কোনো অর্থেই, কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চাই না। তৃণমূল হোক বা কংগ্রেস, বিজেপি হোক অথবা সিপিএম আমি কোনো রাজনৈতিক দলের অংশ হতে চাই না। আমি যদি কখনো রাজনৈতিক দলের অংশ হয়ে যাই, তাহলে আমার আর কিছু বলার থাকবে না। আমাকে তখন পুরোপুরি চুপচাপ হয়ে যেতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, ছোট ও বড় পর্দার বহু তারকাই সক্রিয়ভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। একটা সময় শিল্পীরা রাজনৈতিক ব্যাপার থেকে নিজেদের দূরে রাখলেও, এখন সেই ছবিটা অনেকটাই উল্টে গিয়েছে। দেব থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীর মতো বড় তারকারাও এখন সক্রিয়ভাবে রাজনীতি করছেন।