চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে নুর আলম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শল্লা মোড় এলাকার মনিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সকলের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয় নুর আলম। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে দুপুর ২টার দিকে বাড়ির পাশের সরকারি পুকুর থেকে নুর আলমের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গোমস্তাপুরে কম্বল বিতরণ

গোমস্তাপুরে কম্বল বিতরণ গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে ১হাজার ২০০ জনকে কম্বল বিতরণ করছে মেসার্স রফিক অটো রাইস মিলস। আজ সকালে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কম্বলগুলো বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স রফিক অটো রাইস মিলসের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, জুয়েল ইসলাম, বিএনপি নেতা জামিল আলম কাদরী, মাইনুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু সুস্হতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন।

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৫৬৫ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৫৬৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৯৪ হাজার ৪০৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।  চলতি বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৬২৭ জন। এর মধ্যে ৬২ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ছয় শতাংশ নারী রয়েছেন।  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

বীরকে নিয়ে গাড়ির শোরুমে বুবলী, লিখলেন আমাদের ছেলে ‘গাড়িপ্রেমী’ ঢালিউড নায়িকা শবনম বুবলী সিনেমার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সমানভাবে সক্রিয়। নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন তিনি। এবার ছেলেকে নিয়ে প্রকাশ করা কিছু নতুন ছবিই আবার আলোচনায় এনে দিল তাকে। আজ (৩ ডিসেম্বর) দুপুরে বুবলী ছেলেকে নিয়ে মার্সিডিজের একটি বিলাসবহুল গাড়ির শোরুমে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়-শেহজাদ খান বীর লাল, নীলসহ বিভিন্ন রঙের মার্সিডিজ গাড়ির পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। কখনও গাড়ির ভেতরে বসে, আবার কখনও শোরুমজুড়ে হাঁটাহাঁটি করে গাড়ি দেখে মুগ্ধ হচ্ছে ছোট্ট বীর। ছেলের প্রতি এই গাড়িপ্রেম তুলে ধরে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের গাড়িপ্রেমী ছেলে।’ মুহূর্তেই ছবিগুলো ভক্তদের নজরে আসে এবং অনেকে বীরের আগ্রহ ও স্টাইল দেখে প্রশংসায় ভরিয়ে দেন। ২০১৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও বুবলী। তাদের ঘর আলো করে জন্ম নেয় ছেলে শেহজাদ খান বীর। বিয়ের তথ্য প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় উঠলেও এখন দুজনে আলাদা থাকেন; তবে সন্তানের বিষয়ে যোগাযোগ রয়ে গেছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে শেহজাদকে নিয়ে শাকিব-বুবলীকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। সেই ছবি সামনে আসতেই গুঞ্জন ওঠে-তারা কি আবার কাছাকাছি আসছেন? সম্প্রতি এক ইভেন্টে বুবলী জানান, ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। হাসতে হাসতে তিনি আরও বলেন, শাকিব নাকি ছেলেকে শিখিয়েছেন-পছন্দের কোনো মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে! বাবা-ছেলের এমন খুনসুটি দেখেই নাকি তার মন ভরে যায়।

শুটিং সেটে অগ্নিদগ্ধ চিত্রনায়ক আরিফিন শুভ

শুটিং সেটে অগ্নিদগ্ধ চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকার বাইরে নিভৃত লোকেশনে চুপিসারে ‘মালিক’ সিনেমার শুটিং চলছে। পুরো ইউনিটই বিষয়টি গোপন রেখে কাজ করতে চাইলেও তা আর পুরোপুরি সম্ভব হয়নি। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে সিনেমাটির কয়েকটি শুটিং দৃশ্য। এর মধ্যেই নতুন খবর, সিনেমাটির শুটিং করতে গিয়েই আহত হয়েছেন আরিফিন শুভ। অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে শরীরে আগুন লেগে যায় ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়কের। তবে শুটিং ইউনিটের একাধিক সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যে আরিফিন শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল। কিন্তু ক্যামেরা ঘুরতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়—আগুন হঠাৎ ধরে উঠে শুভর পায়ে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা যেন আরো উঁচু হয়ে ওঠে। ইউনিট সূত্রে আরো জানা যায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই শিখা নিভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখনই ইউনিট সদস্যরা এগিয়ে এসে আগুন নেভান। আগুন নিভে গেলেও শুভর পায়ে দগ্ধচিহ্ন পড়ে। দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুট বন্ধের সিদ্ধান্ত নিলেও, শুভ নাকি পিছু হটেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের সব শুট শেষ করেন তিনি। সূত্র বলছে, পায়ে ক্ষত নিয়েই এখনো নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন এই নায়ক। এই দুর্ঘটনা নিয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনুষ্ঠানিক মন্তব্য করতে চাননি। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি চলছে অ্যাকশনধর্মী ‘মালিক’ সিনেমার। যেখানে আরিফিন শুভর বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

সেঞ্চুরি করে ৭ বছরের মধ্যে উল্টো পিঠ দেখলেন কোহলি

সেঞ্চুরি করে ৭ বছরের মধ্যে উল্টো পিঠ দেখলেন কোহলি বিরাট কোহলির সেঞ্চুরি মানেই ভারত জয়ের দুয়ারে, এ ধারণা ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা। রাঁচিতে বুধবার অনুষ্ঠিত ওয়ানডেতে কোহলি টানা দ্বিতীয় শতক তুলে নিয়ে দলকে বড় সংগ্রহে পৌঁছে দিলেও শেষ পর্যন্ত ভারতের জয় অধরাই রইল। কোহলির ১০২ রানের ইনিংসে ভারত তোলে ৩৫৮ রান। তবে দারুণ দৃঢ়তা ও কৌশল প্রদর্শন করে প্রোটিয়ারা সেই বিশাল লক্ষ্য তাড়া করে জয় পেল চার উইকেট হাতে রেখেই। এর মধ্য দিয়ে শেষ হলো কোহলি সেঞ্চুরি করলে ভারতের টানা সাত বছরের অপরাজেয় রেকর্ড। এর আগে সর্বশেষ ২০১৯ সালের মার্চে রাঁচিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির শতকের পর ভারত হেরেছিল। সেবার তিনি করেছিলেন ১২৩ রান। ক্যারিয়ারে কোহলির শতকের পর ভারত মাত্র আটবার হেরেছে। এর সর্বশেষ উদাহরণ বুধবারের রায়পুর ম্যাচ।কোহলির সেঞ্চুরির পরও ভারত যেসব ম্যাচে হেরেছে। ১০৭ বনাম ইংল্যান্ড, ২০১১ (কার্ডিফ) ১২৩ বনাম নিউজিল্যান্ড, ২০১৪ (নেপিয়ার) ১১৭ বনাম অস্ট্রেলিয়া, ২০১৬ (মেলবোর্ন) ১০৬ বনাম অস্ট্রেলিয়া, ২০১৬ (ক্যানবেরা) ১২১ বনাম নিউজিল্যান্ড, ২০১৭ (মুম্বাই) ১০৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮ (পুনে) ১২৩ বনাম অস্ট্রেলিয়া, ২০১৯ (রাঁচি) ১০২ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০২৫ (রায়পুর) ২০১৯ সালের পর থেকে মঙ্গলবারের আগের ম্যাচ পর্যন্ত কোহলি আরো ১১টি সেঞ্চুরি করেছেন, যার সবগুলোই ভারতের জয়ে পরিণত হয়েছিল। ৫৩টি ওয়ানডে সেঞ্চুরির মধ্যে ৪৪টি এসেছে জয়ের ম্যাচে।

আর্নল্ডের চোট নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

আর্নল্ডের চোট নিয়ে দুশ্চিন্তায় রিয়াল লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বুধবারের জয়ের পর নতুন দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ। সান মামেসে ৩-০ গোলের জয়ে দুর্দান্ত খেললেও ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। ক্রিড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, চোটের ধরন জানতে শিগগিরই তার বিস্তারিত পরীক্ষা করা হবে। ম্যাচে প্রথম গোলটি আসে আর্নল্ডের নিখুঁত ক্রস-ফিল্ড পাস থেকে, যা থেকে লক্ষভেদের কাজটি সারেন কিলিয়ান এমবাপ্পে। ঠিক যখন নিজের সেরা প্রদর্শনীগুলোর একটি উপহার দিচ্ছিলেন ইংলিশ এই ডিফেন্ডার, তখনই ঘটে বিপত্তি। ম্যাচের ৫৫ মিনিটে বল দূরে পাঠানোর পরই পেশিতে টান অনুভব করে সাইডলাইনে দাঁড়ান তিনি। কিছুক্ষণ পরই তাকে তুলে নিয়ে নামানো হয় রাউল আসেন্সিওকে। মধ্যমাঠের এদুয়র্দো কামাভিঙ্গাকেও গোড়ালির সমস্যায় বদলি করে নিতে হয়, যদিও তার চোটকে তুলনামূলক কম গুরুতর বলেই মনে করছে ক্লাবের চিকিৎসক দল।

চীনে ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

চীনে ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত চীনে আজ বৃহস্পতিবার জিনজিয়াংয়ে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে।   চীনে আজ বৃহস্পতিবার জিনজিয়াংয়ে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে। সিইএনসি জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩ টা ৪৪ মিনিটে  চীনের উত্তর-পশ্চিমে অবস্থিত কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্তের কাছে আক্কি কাউন্টির কাছে ভূমিকম্পটি আঘাত হানে। যার কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে হতাহতের বা ভবন ধসের কোনো খবর পাওয়া যায়নি।

দেশে আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

দেশে আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওয়ানা হবেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। বিবিসি বাংলা খবর অনুযায়ী, বাংলাদেশে পৌঁছানোর পর জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন। বৃহস্পতিবার কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুল্যান্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে। এর আগে, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সবশেষ বুধবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত ২৪ ঘণ্টায়, এবং তার এ অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ১ ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এর মধ্যে তার চিকিৎসায় দেশি, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড।

বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।