চাঁপাইনবাবগঞ্জে টিআইবির দুর্নীতিবিরোধি আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে টিআইবির দুর্নীতিবিরোধি আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ সচেতন নাগরিক কমিটি-সনাকের উদ্যোগে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্নীতিবিরোধী শপথ নেন অংশগ্রহণকারীরা। আজ শহরের শহিদ সাটু হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি আশরাফুল আম্বিয়া সাগর। কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য এবং দুর্নীতিবিরোধী সমাজিক আন্দোলন বেগবান করার বিষয়ে বিশদ আলোচনা করেন টিআইবি ঢাকা অফিসের কোঅর্ডিনেটর আতিকুর রহমান। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সনাকের বিগত এক বছরের কার্যক্রম তুলে ধরেন টিআইবির জেলা কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম। মুক্ত আলোচনায় বক্তব্য দেন সনাক সদস্য কানাই চন্দ্র দাস,মজিবুর রহমান, জাহেদুল আবেদীন মিঠু, শহিদুল হক ও এনামুল হক। সবায় ইয়েস ও এ্যকটিভ সিটিজেন গ্রুপের ২০ জন সদস্য তাঁদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে শপথ পাঠ করান সনাক সদস্য সেলিনা বেগম।

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক : জেলা প্রশাসক

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলাশহরের হুজরাপুরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক। তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, জেলা প্রশাসন সমন্বয়ের জায়গা থেকে কাজ করে, আপনাদের কথা শুনতে চায়। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে। তিনি আরো বলেন, রোগ নির্ণয়, পুষ্টি এবং গবাদিপশুর উন্নয়নের সাথে জড়িত ৫টি প্রকল্প এই জেলায় পরিচালিত হচ্ছে। সরকারি প্রকল্পের সুফল যেন বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছায়, সে দিকে নজর দিতে হবে। শাহাদাত হোসেন মাসুদ আরো বলেন, গরু চুরির বিষয়ে সর্বদা সজাগ রয়েছে পুলিশ প্রশাসন। এছাড়াও আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে গরু মোটাতাজাকরণ বিষয়ে খেয়াল রাখব। তিনি আরো বলেন, আমরা সবসময় টেকসই ও গুণগতমান সাসটেইন করব। আমাদের টেকসইয়ের জায়গাতে কাজ সবসময় চলমান থাকবে এবং গুণগতমানের ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমরা সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন করব, ভোট উৎসব করবো ইনশাআল্লাহ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান। সূচনা বক্তব্য দেন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবির উদ্দিন আহমেদ। খামারিদের মধ্যে বক্তব্য দেন মুনজের আলম মানিক ও রাকিবুল আলম বাবু। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তাফা জানান, প্রদর্শনী আজকে বুধবার শেষ হবে কিন্তু আমাদের সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। যেমন ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, ইউনিয়ন পর্যায়ে ফ্রি ক্যাম্প, নারী ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে বৈঠক, কুইজ প্রতিযোগিতা ও স্কুল ফিডিং ক্যাম্পেইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমিন আক্তার, ভেটেরিনার সার্জন মোছামত আশা আনার কলিসহ খামারি ও উদ্যোক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এল.ই.ও. ডা. শামীমা নাসরিন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশিত হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পৌর এলাকার পাইলিং মোড়ে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যরা। প্রদর্শনীতে ৩০টি স্টলে হাঁস, মুরগি, পাখি, ঘোড়া ও উন্নত গরু-ছাগলসহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে। একই সঙ্গে খামারিরা তাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় ও বড় সাইজের গরু নিয়ে প্রদর্শনীতে অংশ নেন। গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ভেটেরিনারি সার্জন বরুণ কুমার প্রামানিক, প্রাণিসম্পদ উদ্যোক্তা মুসলেহউদ্দিন শিপলু সরকারসহ অন্যরা। পরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুলতানা রাজিয়া। সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ। প্রদর্শনীর জন্য ৩০টি স্টল স্থান পায়। অতিথিবৃন্দ আধুনিক প্রযুক্তির আলট্রাশনোগ্রাফি, খড় ও ঘাস কাটার মেশিন, বিভিন্ন রোগবালাই দমনের ওষুধ এবং উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, খরগোশ, হাঁস-মুরগি, টিয়াসহ বিভিন্ন প্রাণীর স্টল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন— উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েশ, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসক ডা. মাইদুর রহমান, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম। ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহজালাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. জামিল হাসানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমানসহ অন্যরা। উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীতে মোট ২৪টি স্টল অংশগ্রহণ করে। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের উদ্যোগে খরা মোকাবেলায় টেকসই কৃষির প্রশিক্ষণ

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের উদ্যোগে খরা মোকাবেলায় টেকসই কৃষির প্রশিক্ষণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজ সকালে ৭নংচরঅনুপনগর ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ) – এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন সিসিএজি সদস্য। এ সময় সিসিএজি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ শামসুদ্দোহা ও উপ-সহকারী উদ্যানত্ববিদ মোঃ গোলাম মোস্তফা, রামচন্দ্রপুর হর্র্টিকালচার এবং প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার কৃষিবিদ মোঃ ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন রিজিওনাল ম্যানেজার মোঃ রেজাউল ইসলাম এবং ইউনিট-১২ এর শাখা ব্যবস্থাপক মোসাঃ ইতিআরা খাতুন ।কর্মশালায় সহযোগিতা করেন সিএমও (সিভিল) মোঃ রোকনুজ্জামান এবং প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করেন প্রকল্প সমন্বয়কারী। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।

স্বামী পিটার হাগের বিরুদ্ধে মামলা, ৫০ কোটির দাবি সেলিনার

স্বামী পিটার হাগের বিরুদ্ধে মামলা, ৫০ কোটির দাবি সেলিনার বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি তার স্বামী পিটার হাগের বিরুদ্ধে মামলা করেছেন । গত ২১ নভেম্বর মুম্বাইয়ের আদালতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের ২(এ) ধারায় মামলাটি দায়ের করেছেন তিনি। মঙ্গলবার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এস সি তাডয়ের আদালতে মামলার আবেদন শুনানি হয়। পরে পিটার হাগকে নোটিশ পাঠান আদালত। মামলার পরবর্তী শুনানি হবে ১২ ডিসেম্বর।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মামলার অভিযোগপত্রে ৪৭ বছর বয়সী অভিনেত্রীর উল্লেখ করেন, অস্ট্রিয়ান স্বামী পিটার হাগের হাতে গুরুতর মানসিক, শারীরিক, যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি দেশ ত্যাগ করে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছেন। তার সন্তানরা অস্ট্রিয়ায় বাবার সাথে বসবাস করছে। এএনআই-এর বরাতে হিন্দুস্তান টাইমস আরও জানও, মুম্বাই আদালতে মামলা করে স্বামীর থেকে ৫০ কোটি রুপি খোরপোশ দাবি করেছেন সেলিনা, যা বাংলাদেশি মুদ্রায় ৬৮ কোটির টাকার বেশি। এছাড়া সন্তানদের জন্য মাসিক ১০ লক্ষ রুপি দাবি করেন তিনি। পিটার হাগ একজন অস্ট্রিয়ান উদ্যোক্তা ও হোটেল ব্যবসায়ী। দুবাই ও সিঙ্গাপুরের স্বনামধন্য হোটেল চেইনে কাজ করেছেন। বিশেষ করে দুবাইয়ের ইমার হসপিটালিটি গ্রুপে মার্কেটিং ও ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০১১ সালে সেলিনা জেটলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে থেকে তিনি হোটেল শিল্পে প্রতিষ্ঠিত। এক পুরোনো সাক্ষাৎকারে সেলিনা জানান, দুবাইয়ে এক ইভেন্টে প্রথম দেখা হয় তাদের। ভারতীয় একটি ফ্যাশন ব্র্যান্ডের স্টোর ওপেনিংয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা। সেখানে পারিবারিক এক বন্ধু তাকে পিটার হাগের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেলিনা বলেন, ‘ওই মুহূর্তে তাকে দেখে মনে হয়েছিল, মানুষটা আমার স্বামী হওয়ার যোগ্য। আমরা তখন কথা বলিনি, তবে পরে তার সঙ্গে আলাপ হয়। পিটারের ভদ্রতা ও কোমল স্বভাব দেখে মুগ্ধ হয়েছিলাম। ২০১০ সালে সেলিনার পরিবারকে দেখতে পিটার ভারত আসেন। এক সন্ধ্যায় তারা বাইরে ঘুরতে গেলে পিটার তাকে শাড়ি পরতে বলেন। সে রাতেই পিটার হাগ তাকে বিয়ে করার প্রস্তাব দেন। ওই বছরের ২৩ সেপ্টেম্বর মুম্বাইয়ের বাসায় পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদের আংটি বদল হয়। ২০১১ সালে তারা বিয়ে করেন এবং ২০১২ সালে যমজ সন্তানের মা–বাবা হন। পাঁচ বছর পর সেলিনা আবার যমজ সন্তানের জন্ম দেন, যার একজন হৃদরোগে মারা যায়। গত বছরও সেলিনা জেটলি স্বামীকে নিয়ে ভালোবাসায় ভরা একাধিক ছবি পোস্ট করেন। কিন্তু এক বছর পর স্বামী পিটার হাগের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগে মামলা করলেন তিনি।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২২৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন ও সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছিল সেপ্টেম্বর মাসে। তবে অক্টোবর মাসে এ সংখ্যা ছাড়িয়ে ৮০ জন হয়েছে। আর নভেম্বরে সেই সংখ্যা ছাড়িয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯২ জন। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। এ বছর সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল সবচেয়ে বেশি, ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অক্টোবরের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২২৫২০ জন রোগী, যা সেপ্টেম্বর মাসকে ছাড়িয়ে যায়। আর নভেম্বরে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ২২ হাজার ৩৫৫ জন রোগী। এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। । স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

দেবের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন রুক্মীণী

দেবের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন রুক্মীণী ভারতীয় বাংলা সিনেমার তারকা অভিনেতা ও তৃণমূলের সংসদ সদস্য দেব। রাজনীতি ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে বিয়াল্লিশের দেব এখনো অবিবাহিত। যদিও চিত্রনায়িকা রুক্মিণী মৈত্রর সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবর কারো অজানা নয়। সুযোগ পেলেই রুক্মিণীকে নিয়ে অবসর কাটাতে বিদেশে উড়ে যান দেব। তার ভক্ত-অনুরাগীরাও চান তাদের প্রিয় অভিনেতা-অভিনেত্রী বিয়ে করুক। দেবের বাবা-মাও চান ছেলে বিয়ে করুক। এ নিয়ে নানা সময়ে নানা ধরনের পরিস্থিতিতে প্রসঙ্গ যেমন এড়িয়ে গিয়েছেন, তেমনি নানা মন্তব্যও করেছেন দেব-রুক্মিণী। সংগীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার মুখ খুললেন এই অভিনেত্রী। রুক্মিণী মৈত্র বলেন, “যে দিন আমাদের সবাই প্রশ্ন করা বন্ধ করে দেবেন, সেদিন আমরা সকলকে চমকে দেব। তখন সবাই আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু বলা যায় না, বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে (এ কথা বলেই জিভ কাটেন নায়িকা)। ২০২৪ সালে গুগল সার্চ করে অনুরাগীরা চমকে গিয়েছিলেন। কারণ সেখানে লেখা ছিল দেব বিবাহিত! ২০২১ সালের ৬ মে রুক্মিণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।   কেবল তাই নয়, তাদের একটি সন্তানও রয়েছে। সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়ছিল, দেব কি টলিউডের সালমান খান? ভাইজানের মতো তিনিও কি সারা জীবন একাই জীবন কাটানোর মন স্থির করেছেন? জবাবে দেব বলেছিলেন, “আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই বেশ ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছে বেশ ভালোই আছি। তবে এই নয় যে, আমি একা ব্যাচেলর লাইফ লিড করব। রুক্মিণীকে বিয়ে করা প্রসঙ্গে দেব বলেছিলেন, “বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে, আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শিগগির সবাই জানতে পারবেন। দেবের তার হাত ধরে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দেবের সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছে। চুটিয়ে প্রেম করছেন তারা। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রুক্মিণী। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’ প্রভৃতি সিনেমায় জুটিবদ্ধ হন তারা।

বিয়েতে নাচতে কত টাকা নেন শাহরুখ–সালমান–ক্যাটরিনারা?

বিয়েতে নাচতে কত টাকা নেন শাহরুখ–সালমান–ক্যাটরিনারা? ভারতের উদয়পুরে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর বসেছে। সেই বিয়েকে ঘিরে নানা মুহূর্তের ছবি ও ভিডিও এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এসব দৃশ্যেই দেখা যাচ্ছে বিয়েতে জমেছে বলিউড তারকাদের মেলা। রণবীর সিং থেকে জাহ্নবী কাপুরঅনেকেই সেখানে নেচেছেন। তবে এ আয়োজন প্রথম নয়। প্রায়ই নানা ‘হাই প্রোফাইল’ বিয়েতে নিয়মিতই নাচতে দেখা যায় বলিউড তারকাদের। এসব বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য কার কত পারিশ্রমিক ধরা আছে? অনন্ত আম্বানির বিয়েতেও রণবীর সিংকে দারুণ নাচতে দেখা গিয়েছিল। প্রায়ই বিয়ের আসরে নাচেন তিনি। শোনা যায়, একটি অনুষ্ঠানে তিনি নেন প্রায় ১ কোটি রুপি বা তার কিছু বেশি। আলিয়া ভাটকেও একসময় নিয়মিতই বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা যেত। যদিও বিয়ের পর তাকে আর তেমন দেখা যায়নি। তবে অনন্ত আম্বানির বিয়েতে স্বামী রণবীর কাপুরের সঙ্গে তিনি নেচেছিলেন। বলা হয়, বিয়ের আসরে নেচে তিনি নেন প্রায় ১.৫ কোটি রুপি। সালমান খান নাচ দিয়ে বিয়ের অনুষ্ঠান জমিয়ে তোলেন। তার উপস্থিতিতেই যেন পুরো পরিবেশ বদলে যায়। তিনি নাকি একটি অনুষ্ঠানে নাচার জন্য ২ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন। একসময় বিয়েতে নাচা নিয়ে আপত্তি থাকলেও রণবীর কাপুর নিজেই সেই ধারণা ভেঙেছেন। এখন নাচলে তিনিও নেন প্রায় ২ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন যেমন ছবিতে নাচে মুগ্ধ করেন, তেমনই বিয়ের মঞ্চেও তার নাচ দর্শক মাতিয়ে দেয়। তার পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি। ভিকি কৌশলও নাচেন প্রায় ১ কোটি রুপির বিনিময়ে। তবে ভিকির স্ত্রী ক্যাটরিনা কাইফের পারিশ্রমিক তুলনামূলক অনেক বেশি। বলিউডে ‘শীলা কি জওয়ানি’, ‘চিকনি চামেলি’, ‘কমলি’–সহ বহু হিট নাচের গানের নায়িকা তিনি। ফলে বিয়ের আসরেও মুহূর্তেই পরিবেশ গরম করে ফেলেন ক্যাটরিনা পারিশ্রমিক শোনা যায় প্রায় ৩.৫ কোটি রুপি। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা যায় বলিউড বাদশা শাহরুখ খানকেও। তিনি নাকি নেন প্রায় ৩ কোটি রুপি। আর অক্ষয় কুমারের পারিশ্রমিক ধরা হয় প্রায় ২.৫ কোটি রুপি।

গোমস্তাপুরে সময় টিভির সহযোগী প্রযোজক সজলের দাফন সম্পন্ন

গোমস্তাপুরে সময় টিভির সহযোগী প্রযোজক সজলের দাফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন হয়েছে। আজ বেলা ১১ টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের গোরস্থানে নামাজে জানাযা শেষে একই স্থানে দাফন করা হয়। জানাযা পূর্বে স্মৃতিচারণ বক্তব্য দেন, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, মরহুমের বাবা মেসের আলী মাষ্টার, মামা কামালউদ্দিন, সময় টিভিতে কর্মরত সহকর্মী আসাদুজ্জামান, সাংবাদিক আলাউদ্দিন পারভেজ। জানাযায় তার পরিবারের সদস্য, শিক্ষক, রাজনৈনিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বন্ধু, সহকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন অংশ গ্রহণ করেন। এর আগে গত মঙ্গলবার তিনি ঢাকার মগবাজার মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। স্ত্রী, দুই ছেলে-মেয়ে, বাবা-মাসহ অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার স্ত্রী টাঙ্গাইলে একটি কলেজে শিক্ষকতা করেন। তিনি সময় টেলিভিশনে চাকুরীরত থাকায় ঢাকার একটি বাসা বাড়িতে একাই থাকতেন। মাজহারুল ইসলাম সজল, লেখালে„খির পাশাপাশি বেশকিছু প্রামাণ্য চিত্রও নির্মাণ করেন। তিনি ছাত্রাবস্থায় সাপ্তাহিক গৌড় সংবাদে রহনপুর পৌর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষে ২০১৩ সালে সময় টেলিভিশনে বার্তা বিভাগের প্রযোজনা হিসেবে কাজ শুরু করেন। মাঝে কিছুদিন সময় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করার পর পুণরায় তিনি ওই টেলিভিশনে সহযোগী প্রযোজক ঢাকায় কর্মরত হয়ে যান।

মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য শেষ হওয়া মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার রেশ কাটতে না কাটতেই সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে আদালতের একটি সূত্র। এক থাই প্লাস্টিক সার্জন অভিযোগ করেছেন ২০২৩ সালে জাকাপং তাঁকে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগে রাজি করানোর সময় তিনি গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেন এবং নির্দিষ্ট সময়ে অর্থ ফেরত দেওয়ার ভুল প্রতিশ্রুতি দেন। আদালত জানায়, এই আচরণ প্রতারণার শামিল এবং আদালতে তাঁর অনুপস্থিতি পালানোর চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। মঙ্গলবার ছিল মামলার রায় ঘোষণার কথা, কিন্তু জাকাপং আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর। স্থানীয় গণমাধ্যম দাবি করেছে অর্থনৈতিক সংকটে থাকা জাকাপং নাকি ইতিমধ্যেই মেক্সিকোতে চলে গেছেন। তবে এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায়, ‘এই আইনি প্রক্রিয়া প্রতিযোগিতা পরিচালনা বা আমাদের দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে সম্পূর্ণ অসংশ্লিষ্ট। ব্যাংককে অনুষ্ঠিত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু থেকেই ছিল বিতর্কে জর্জরিত। লাইভ অনুষ্ঠানে এক পুরুষ সঞ্চালকের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বোশ প্রচারণামূলক কনটেন্ট পোস্ট না করায় তিনি প্রকাশ্যে তাঁকে তিরস্কার করেন। অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বোশসহ কয়েকজন প্রতিযোগী মঞ্চ ত্যাগও করেন। পরদিন সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চান ওই সঞ্চালক। ঘটনাটি নজর কেড়ে নেয় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামেরও। মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি একসময় ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় থাকলেও ২০২২ সালে জেকেএন গ্লোবাল গ্রুপ এটি ২০ মিলিয়ন ডলারে কিনে নেয়। পরে প্রতিষ্ঠানটি এর অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে বিক্রি করে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএর কাছে।

তিশার ‘পেশাদারিত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন প্রযোজক

তিশার ‘পেশাদারিত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন প্রযোজক জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি ভারতীয় পরিচালক এম এন রাজের ‘ভালোবাসার মরশুম’ সিনেমাটি ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুল তথ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে এই সংক্রান্ত সকল তথ্য ও গুজবকে ‘সম্পূর্ণ মিথ্যা ও রটনা’ বলে দাবি করেছেন এই অভিনেত্রী। তিশা তার বিবৃতিতে জানিয়েছেন, ছবিটির শুটিং উপলক্ষে তার বিদেশ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় দায়িত্ব যেমন ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা, ফ্লাইটের টিকিট নিশ্চিত করা এবং সেখানে থাকা-খাওয়ার ব্যবস্থা করা চুক্তিনামা অনুযায়ী সম্পূর্ণরূপে পরিচালক ও প্রযোজকের ওপর ন্যস্ত ছিল। এর কোনো ব্যত্যয় হয়ে থাকলে তার দায়ভার প্রযোজনা সংস্থার। তবে এই বিতর্কের সূত্র ধরে ছবিটির প্রযোজক সরিফুল সাবেক ভারতীয় গণমাধ্যমে পালটা অভিযোগ তুলেছেন। তিনি তিশার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘পেশাদারিত্ব কাকে বলে, তার (তানজিন তিশা) জানা নেই। ‘ভালোবাসার মরশুম’ সিনেমাটির অধিকাংশ দৃশ্যধারণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মাত্র আট দিনের শুটিং বাকি রয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা শরমন জোশী, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং গৌরব রায়চৌধুরী। এই পরিস্থিতিতে তানজিন তিশার পরিবর্তে বাকি অংশের জন্য একজন ওড়িয়া অভিনেত্রীকে দেখা যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।